hsc ভোকেশনাল ১২শ শ্রেণির কম্পিউটার অপারেশন এন্ড মেইনটেন্যান্স (২) ২য় পত্র ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

শ্রেণি: HSCভোকেশনাল -2021 বিষয়: কম্পিউটার অপারেশন এন্ড মেইনটেন্যান্স (২) ২য় পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 8522
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ ২ থেকে ১০০ পর্যন্ত সকল ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম প্রণয়ন।

শিখনফল/বিষয়বস্তু :

  • অ্যালগরিদমের ধারণা
  • অ্যালগরিদমের সুবিধা
  • অ্যালগরিদম প্রণয়নের উপায়
  • ২ থেকে ১০০ পর্যন্ত সকল ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম প্রণয়ন

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • অ্যালগরিদমের ধারণা বর্ণনা করতে হবে
  • অ্যালগরিদমের সুবিধা বর্ণনা করতে হবে
  • অ্যালগরিদম প্রণয়নের উপায় বর্ণনা করতে হবে
  • ২ থেকে ১০০ পর্যন্ত সকল ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখতে হবে

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • অ্যালগরিদমের ধারণা বর্ণনা করতে হবে

অ্যালগরিদম হল কোনো একটা সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট কিছু ধাপের সমষ্টি । এর ফলে প্রোগ্রামিং এর অনেক সমস্যা সহজেই সমাধান করা যায় ।

তাই বরা যায়,অ্যালগরিদম হলো কোনো একটা নির্দিষ্ট প্রোগ্রামিং সমস্যার সমাধানের জন্য একটা পদ্ধতি যা ঐ সমস্যার একটি সুঠিক ও সহজ সমাধান প্রদান করে ।

একটা সমস্যার সমাধানে একাধিক অ্যালগরিদম থাকতে পারে । একেকটা অ্যালগরিদমের একেক রকম গুণ বা বৈশিষ্ট্য থাকে। সমস্যার ধরন অনুযায়ী অ্যালগরিদম নির্বাচন করা হয়।
যেমন : অনেকগুলো সংখ্যাকে ছোট থেকে বড় (Ascending order) বা বড় থেকে ছোট (Descending order) সাজানোর অনেকগুলো পদ্ধতি বা অ্যালগরিদম আছে।

অ্যালগরিদমগুলো হলো :
১. Bubble sort Algorithm
২. Quick Sort
৩. Merge Sort
৪. Insertion Sort ইত্যাদি

প্রতিটার কিছু সুবিধা ও অসুবিধা আছে। আর অ্যালগরিদমের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে একে well defined তথা সুসংজ্ঞায়িত হতে হয় । এর ধাপগুলো যেন শেষে একটি কার্যকর ফলাফল নিয়ে আসে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১. সহজে প্রােগ্রামের উদ্দেশ্যে বােঝা যায়।
২. সহজে প্রােগ্রামের ভুল নির্ণয় করা যায়।
৩. প্রােগ্রামের প্রবাহের দিক বুঝা যায়।
৪. জটিল প্রােগ্রাম সহজে রচনা করা যায়।
৫. প্রােগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • অ্যালগরিদম প্রণয়নের উপায় বর্ণনা করতে হবে

কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত সসীম সংখ্যক পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে একত্রে অ্যালগোরিদম বলা হয়। নিচের উদাহরণটি লক্ষ্য কর-

দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদমঃ 

ধাপ-১: শুরু

ধাপ-২: a ও b এর মান গ্রহণ

ধাপ-৩: avg = (a+b)/2 নির্নয়

ধাপ-৪: avg এর মান প্রদর্শন

ধাপ-৫: শেষ

কোনো সমস্যাকে কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা সমাধান করার পূর্বে কাগজে-কলমে সমাধান করার জন্যই অ্যালগোরিদম ব্যবহার করা হয়।

আরব গনিতবিদ আল খারিজমী’ তার গণিত বইয়ে সর্বপ্রথম অ্যালগোরিদমের ধারণা দেন এবং তার নাম অনুসারে অ্যালগোরিদম নামকরন করা হয়েছে।

অ্যালগোরিদম তৈরির শর্তঃ 

১। অ্যালগোরিদম সহজবোধ্য হতে হবে।

২। ইনপুট এবং আউটপুট স্পষ্টভাবে নির্ধারন করতে হবে।

৩। অ্যালগোরিদমের কোন ধাপের পুনরাবৃত্তি হবে না এবং প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বুঝা যায়।

৪। প্রত্যেকটি ধাপের লজিক্যাল ক্রম থাকতে হবে।

৫। সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হতে হবে।

৬। অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে।

৭। অ্যালগোরিদমে কোন কম্পিউটার কোড থাকা যাবে না বা লিখতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না। বরং অ্যালগোরিদম এমনভাবে লিখতে হবে যা একই ধরণের প্রোগ্রামিং ভাষার জন্য ব্যবহার করা যায়।

প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতিক সমূহ এবং এদের ব্যবহারঃ  

Flowchart

অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট গঠনের মৌলিক ধরণ বা স্ট্রাকচারঃ 

সরল অনুক্রম (Simple Sequence): এই স্ট্রাকচারে নির্দেশগুলো সরল অনুক্রমে ধারাবাহিকভাবে নির্বাহ হয়ে থাকে।

নির্বাচন বা সিলেকশন (Selection): কোন একটি শর্তের সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে কার্য নির্বাহের ক্ষেত্রে এই স্ট্রাকচার ব্যবহৃত হয়।

পুনরাবৃত্তি বা লুপ (Loop): একই ধরণের কাজ পুনরাবৃত্তি করার জন্য এই স্ট্রাকচার ব্যবহৃত হয়।

জাম্প (Jump): এই স্ট্রাকচারে প্রবাহ সরল অনুক্রমের পরিবর্তে কোন শর্তের সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে উপরের বা নিচের নির্দিস্ট কোন নির্দেশ নির্বাহ হতে থাকে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • ২ থেকে ১০০ পর্যন্ত সকল ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখতে হবে

নিজের বইয়ের সাহায্য নিয়ে করার অনুরোধ থাকলো

নিজের বইয়ের সাহায্য নিয়ে করার অনুরোধ থাকলো

নিজের বইয়ের সাহায্য নিয়ে করার অনুরোধ থাকলো

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

2 thoughts on “hsc ভোকেশনাল ১২শ শ্রেণির কম্পিউটার অপারেশন এন্ড মেইনটেন্যান্স (২) ২য় পত্র ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১”

Leave a Comment