শ্রেণি: ১২শ/hsc/ উন্মুক্ত-2021 বিষয়:ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 বিষয় কোডঃ 2885 |
বিভাগ: বাণিজ্য শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ ।
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। অর্থাৎ ভবিষ্যতে কোন্ কাজ কখন, কিভাবে, কার দ্বারা সম্পাদন করা হবে, এসব বিষয়ের পূর্ব-নির্ধারিত কর্মসূচিকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান ধাপ। এটি ভবিষ্যৎ কার্যের একটি নক্সা বা প্রতিচ্ছবি। পূর্ব এবং বর্তমান অভিজ্ঞতা, পরিসংখ্যানিক তথ্যাদি এবং যু্িক্তসঙ্গত কারণের উপর ভিত্তি করেই পরিকল্পনা তৈরি করা হয়। অর্থাৎ ইতোপূর্বে কি ঘটেছে, কিরূপে ঘটেছে, কখন ঘটেছে এবং কতটুকু সুফলতা অর্জিত হয়েছে, তার উপর ভিত্তি করেই পরিকল্পনা প্রণয়ন করতে হয়। পরিকল্পনায় প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিকল্প কর্মপন্থা থেকে উত্তম কর্মপন্থাটি বেছে নেওয়া হয়।
উত্তম বা আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য
প্রতিষ্ঠান পরিচালনার মূল ভিত্তি হলো পরিকল্পনা। লক্ষ্য অর্জনের জন্য বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এসব বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রণীত পরিকল্পনাকে উত্তম বা আদর্শ পরিকল্পনা বলা যায়। আসুন আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি।
১. সুস্পষ্ট লক্ষ্য ঃ পরিকল্পনার লক্ষ্য সুনির্ধারিত হওয়া উচিত। নির্ধারিত লক্ষ্য না থাকলে পরিকল্পনার বাস্তবায়ন সঠিকভাবে সম্পন্ন হয় না।
২. সহজবোধ্য ঃ পরিকল্পনা যারা বাস্তবায়ন করেন তাদের কাছে এর বিষয়বস্তু বোধগম্য না হলে পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য ব্যাহত হয়। এ কারণে পরিকল্পনাকে সহজ, সরল ও বোধগম্য করে তৈরি করতে হয়।
৩. নিরবচ্ছিন্নতাঃ প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া। তাই একটি পরিকল্পনা সমাপ্ত হবার আগেই আরেকটি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। কোন সময়ই যাতে প্রতিষ্ঠান পরিকল্পনাহীন হয়ে কাজের বিঘ্ন সৃষ্টি না করে সেজন্যই এরূপ অব্যাহত পরিকল্পনা দরকার।
৪. নমনীয়তা ঃ ভবিষ্যত অনিশ্চিত। পরিবেশগত যে কোন পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিকল্পনায় যাতে ভবিষ্যতে পরিবর্তন আনা যায় সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ কারণে নমনীয়তা পরিকল্পনার একটি উল্লেখযোগ্য গুণ।
৫. গ্রহণযোগ্যতা ঃ পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ প্রণীত পরিকল্পনা সহজে গ্রহণ করলে এর বাস্তবায়নও সহজ হয়। এ কারণে পরিকল্পনা প্রণয়নের সময় অধস্তন শ্রমিককর্মীসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা দরকার। জাপানে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন করার সময় অধস্তনদের মতামতের খুব গুরুত্ব দেওয়া হয়।
৬. তথ্য নির্ভরতাপরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। অর্থাৎ ভবিষ্যতে কোন্ কাজ কখন, কিভাবে, কার দ্বারা সম্পাদন করা হবে, এসব বিষয়ের পূর্ব-নির্ধারিত কর্মসূচিকে পরিকল্পনা বলে।
৭. ক্রটিমুক্ততা ঃ একটি আদর্শ পরিকল্পনা অবশ্যই নির্ভুল হওয়া প্রয়োজন। বিজ্ঞানসম্মত উপায়ে ও সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করলে তা বাস্তবায়ন করে সুফল পাওয়া যায়।
৮. সমন্বয়সাধন ঃ পরিকল্পনা প্রণয়নের সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপরিভাগের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজন হয়। কারো একক চিন্তায় পরিকল্পনা প্রণয়ন করা হলে প্রতিষ্ঠান কাঙ্খিত ফল লাভ করতে পারে না। সে কারণে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।
৯. আধুনিক প্রযুক্তি ও কৌশলের ব্যবহার ঃ বর্তমান ব্যবসায় জগত অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও পরিবর্তনশীল। পরিবর্তনশীল যুগে পরিকল্পনায় বৈজ্ঞানিক পদ্ধতি ও নানা কলা-কৌশলের ব্যবহার করা প্রয়োজন। উন্নত প্রযুক্তি ও কৌশল পরিকল্পনার দ্রুত ও কার্যকর বাস্তবায়নে সহায়ক।
১০. নির্দিষ্ট সময়সীমা (ঝঢ়বপরভরপ ঃরসব ষরসরঃ)ঃ কোন্ কাজ কখন, কোন্ সময়ের মধ্যে সম্পাদন করা হবে তা নির্দিষ্টভাবে পরিকল্পনায় উল্লেখ থাকতে হবে।
১১. মিতব্যয়িতা ঃ অতিরিক্ত ব্যয় বর্জন করে অর্থাৎ মিতব্যয়িতার সাথে প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন করতে হয়। কোন অবস্থাতেই ব্যয়বহুল পরিকল্পনা প্রণয়ন করা যাবে না।
১২. বাস্তবমুখী পরিকল্পনা ঃ পরিকল্পনা অবশ্যই বাস্তবমুখী হতে হবে। অনুমাননির্ভর পরিকল্পনা কখনো সফলতা বয়ে আনতে পারে না।
উপরের বৈশিষ্ট্যাবলির আলোকে পরিকল্পনা প্রণয়ন করা হলে তাকে উত্তম বা আদর্শ পরিকল্পনা হিসেবে গণ্য করা হবে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট NU Degree 1st Year Result
- ডিগ্রী ২য় বর্ষের সাজেশন pdf
- Degree 2nd year suggestion
- Degree 2nd Year Math 4th paper Suggestion