hsc Business Organization and Management 2nd Paper suggestion (pdf), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন (pdf) এইচএসসি, hsc /এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন

hsc Business Organization and Management 2nd Paper suggestion (pdf), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন (pdf) এইচএসসি, hsc /এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২৫

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫
বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি
[ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী]
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র (Business Organization and Management 2nd paper) সুপার সাজেশন ২০২৫
subject code: 278
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র, hsc ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন

এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এইচএসসি সাজেশন ২০২৫

1
2
3
4

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৫

একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য নির্ভর করে ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলি বিশ্লেষণ ও প্রয়ােগের উপর’- উক্তিটির যথার্থতা মূল্যায়ন।

শিখনফল/বিষয়বস্তুঃ

  • ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে।
  • গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে।
  • কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে।
  • সর্বজনীনতা বিশ্লেষণ করতে পারবে।

নির্দেশনা ( সংকেত/ধাপ/পরিধি)

  • ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে হয়।
  • গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।
  • কার্যাবলী বর্ণনা করতে হবে।
  • প্রতিষ্ঠান সার্বিক সাফল্যের জন্য ব্যবস্থাপনার কার্যাবলী কিভাবে প্রয়োগ করতে হয় তা বিশ্লেষণ করতে হবে

উত্তর: লিংক

একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষাতা নির্ভর ব্যবস্থাপনার নীতিগুলাের সঠিক প্রয়ােগের উপর-কথাটির যথার্থতা মূল্যায়ন।

শিখনফল/বিষয়বস্তু:

ব্যবস্থাপনা নীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে।

ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ বর্ণনা করতে পারবে।

আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা ব্যাখ্যা করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি):

ব্যাবস্থাপনার নীতির ধারণা ব্যাখ্যা করতে হবে।

ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শসমূহ ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতে হবে।

ব্যবস্থাপকের দক্ষতার সাথে নীতির প্রয়ােগ বিশ্লেষণ করতে পারবে।

উত্তর: লিংক

সৃজনশীল প্রশ্ন ১ : মি. রিয়াজ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। অন্যদিকে মি. মালেক উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন।

ক. আধুনিক ব্যবস্থপনার জনক কে?
খ. ব্যবস্থাপনার চক্র বলতে কী বোঝায়?
গ. মি. রিয়াজ কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে দুইজন ব্যক্তির মধ্যে কার মানসিক পরিশ্রম অপেক্ষাকৃত বেশি? যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ২ : বিটাক কোম্পানি তাদের সারা দেশের বাজারগুলোকে দখল করার জন্য দেশের মোট বাজারকে কতকগুলো অঞ্চলে ভাগ করে সে অনুযায়ী একেক অঞ্চলের জন্য একেক ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন। কোম্পানিটি অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে গৃহীত পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখেন। ফলে অনাকাঙ্খিত পরিস্থিতিতে পরিকল্পনায় দ্রুত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারেন।

ক. স্থায়ী পরিকল্পনা কী?
খ. পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন?
গ. উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে পরিকল্পনায় যে নীতিটি অনুসরণ করা হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : হাফিজ মেঘনা লি.-এর একজন ব্যবস্থাপক। তিনি কাজের সুবিধার্থে কাজগুলোকে প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করেন। পরে প্রতিটি বিভাগের কাজ এক একজন বিশেষজ্ঞ ব্যক্তির হাতে ন্যস্ত করেন, যারা কোনো কর্তৃত্ব ও ক্ষমতা ভোগ করেন না। তবে প্রতিষ্ঠানের বিভিনড়ব স্তরের কে কতজন অধীনস্থের কাজ দেখভাল করবেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় মেঘনা লি. জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। যা একসময় বিশৃঙ্খলায় রূপ নেয়।

ক. কমিটি কী?
খ. সাম্যের নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. সংগঠনের যে নীতির সঠিক প্রয়োগের অভাবে মেঘনা লি. বিশৃঙ্খলার সম্মুখীন হয় তা দূর করার জন্য তোমার সুপারিশ পেশ কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : রুমানা একটি প্রতিষ্ঠানে কর্মরত। মেধাবী হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য না থাকায় তিনি অনেকদিন একই পদে কর্মরত আছেন। হঠাৎ একটি পদ শূন্য হওয়ায় ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী রুমানাকে উক্ত পদে নিয়োগ প্রদান করেন। নতুন নিয়োগের ফলে বেতন বৃদ্ধিসহ দামি গাড়ি ও সু-সজ্জিত বাসস্থান পাওয়ায় সমাজে তার স্থান, মর্যাদা, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে।

ক. পদোন্নোর ভিত্তি কয়টি?
খ. শিক্ষানবিশ প্রশিক্ষণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রতিষ্ঠানের মিসেস রুমানাকে অভ্যন্তরীণ কোন উৎস থেকে নিয়োগ দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. মাসলোর চাহিদা সোপান তত্ত্বানুযায়ী মিসেস রুমানার পরবর্তী চাহিদাটি বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৫ : সাথী ও সবুজ দুইজন দুইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। কর্মীরা যাতে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারে সেজন্য সাথী প্রতিষ্ঠানের পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তিনি কর্মীদের সাথে ভালো ব্যবহারসহ কাজের প্রশংসাও করেন। ফলে কর্মিগণ তার প্রতিষ্ঠানে কাজ করে সন্তুষ্ট। অপরদিকে সবুজ কর্মীদের উৎসাহ দানের জন্য মাঝে মাঝে মুনাফার অংশ ন্যায্য পারিশ্রমিক দিলেও কাজের পরিবেশ ও নিরাপত্তা ভালো না থাকার কারণে কর্মীরা প্রায়ই কাজ ছেড়ে চলে যায়।

ক. প্রেষণা কী?
খ. মাসলোর প্রেষণা তত্ত্বের মূল ভিত্তিটি ব্যাখ্যা কর।
গ. মি. সবুজ তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রেষণাদানে কোন ধরনের পদ্ধতি ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
ঘ. মি. সাথী ও সবুজ কর্তৃক গৃহীত প্রেষণাদানের পদ্ধতির মধ্যে কোনটি শ্রেষ্ঠ?

সৃজনশীল প্রশ্ন ৬ : মি. সুজন সরকার ও সুমন চৌধুরী ভিনড়ব ভিন্ন দুইটি প্রতিষ্ঠানের মালিক। সুজন সরকার তার প্রতিষ্ঠানের কোনো পদ শূন্য হলে অপেক্ষাকৃত যোগ্য কর্মীকে পদোন্নতি প্রদানের মাধ্যমে উক্ত শূন্য পদ পূরণ করে থাকেন। অপরদিকে সুমন চৌধুরী তার প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণে পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করে বিপুল সংখ্যক কর্মীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য কর্মী বাছাই করেন। পরে কর্মীদেরকে সমপর্যায়ের বিভিনড়ব পদে বাস্তব কাজ করার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে অল্প সময়েই কর্মদক্ষ করে তোলেন।

ক. যোগাযোগ কী?
খ. পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝায়?
গ. মি. সুজন শূন্য পদ পূরণের কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
ঘ. প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে জনাব সুমন চৌধুরীর গৃহীত পদক্ষেপের ভূমিকা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : মি. নির্মল একটি ব্যাংকের ব্যবস্থাপক। ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি বেশকিছু বিষয়ে প্রায়ই অসুবিধায় পড়েন। হঠাৎ একদিন একটি সুপারশপে কেনাকাটা করার সময় অন্য এক ব্যাংকের ব্যবস্থাপকের সাথে দেখা হওয়ায় তিনি তার অসুবিধার বিষয় নিয়ে আলোচনা করে সমাধান করেন। অন্যদিকে কামাল সাহেব একটি প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক। তিনি এ ধরনের কোনো সমস্যায় পড়লে একই প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপকের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করেন।

ক. ফ্যাক্স কী?
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের নির্মল সাহেবের যোগাযোগের ধরন ব্যাখ্যা কর।
ঘ. “কামাল সাহেবের যোগাযোগ পদ্ধতিটি নির্মল সাহেবের যোগাযোগ পদ্ধতি অপেক্ষা বেশি সুবিধাজনক” – এই বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব সিয়াম নির্দেশ প্রদান করার পূর্বে অনেক সময় অধীনস্থদের সাথে নির্দেশনার বিষয়ে আলাপ-আলোচনা করেন। তবে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণের অধিকার তিনিই সংরক্ষণ করেন। ফলে অধস্তনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্দেশনা পালনে অংশগ্রহণ করেন। অপরদিকে জনাব মিজান তার প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী বিভিনড়বভাবে ভাগ করে যোগ্য ব্যক্তিদের মধ্যে সুনির্দিষ্টভাবে বণ্টন করে দেন। ফলে কাজের তত্ত্বাবধান ও জবাবদিহিতা আদায় সহজ হয়।

ক. আউটসোর্সিং কী?
খ. একজন নেতার ঝুঁকি গ্রহণ ক্ষমতা বলতে কী বোঝায়?
গ. জনাব মিজান ব্যবস্থাপনার কোন নীতিটি অবলম্বন করেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব সিয়াম যে ধরনের নির্দেশনা ব্যবহার করেন পরিকল্পনার উৎকর্ষতা বৃদ্ধিতে উহার ভূমিকা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৯ : রূপালী লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে ২০১৮ সালে ১,০০,০০০ একক পণ্য উৎপাদিত হয়। প্রতি একক পণ্য উৎপাদনে কাঁচামাল প্রয়োজন ১,০০০ টাকার এবং এককপ্রতি মজুরি ২০০ টাকা। প্রতিষ্ঠানটি বিল্ডিং ভাড়া ২,৫০,০০০ টাকা এবং কর্মকর্তাদের বেতন ৫,০০,০০০ টাকা প্রদান করে। প্রতিটি পণ্যের বিক্রয়মূল্য ২,০০০ টাকা। প্রতিষ্ঠানের বার্ষিক বিদ্যুৎ বিল দিতে হয় ৫০,০০০ টাকা।

ক. স্বতঃস্ফূর্ত সমন্বয় কী?
খ. সমন্বয়ের ক্ষেত্রে ভারসাম্যের নীতি বলতে কী বোঝ?
গ. রূপালী লি. ব্রেক ইভেন প্রডাক্ট (BEP) উৎপাদন নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে যে দুই ধরনের ব্যয় রয়েছে তাদের তুলনামূলক বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১০ : বিক্রয় ব্যবস্থাপক হাসেম নিজের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেন প্রতিষ্ঠানের বিক্রয়ের কাজ বারবার সম্পাদন করতে হয়। তাই হাসেমকে সিদ্ধান্ত নিতে হয় তিনি নগদে না বাকিতে পণ্য বিক্রয় করবেন। অভিজ্ঞতার আলোকে পারিপার্শ্বিকতা বিবেচনা করে তিনি বাকিতে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন।

ক. সরলরৈখিক সংগঠন কী?
খ. কমিটি সংগঠন কখন কার্যকর হয়?
গ. জনাব হাসেমের আচরণে ব্যবস্থাপনার কোন নীতিটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. হাসেম বিক্রয়ের ক্ষেত্রে যে ধরনের স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেন তার কার্যকারিতা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ১১ : মিসেস হেলালী প্রতিষ্ঠানের সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। অধীনস্থদের মতামতের কোনো গুরুত্ব দেন না এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অধীনস্থদের কাজ করিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য ঠিকই অর্জন করেন। মিসেস হেলালীর ভবিষ্যৎ উপলব্ধি ও অনুমান করার সামর্থ্য প্রবল হওয়ায় সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। ফলে উল্লিখিত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি অনেক ক্ষেত্রে যোগ্য ও সফল ব্যবস্থাপক হিসেবে বিবেচিত।

ক. কর্মকেন্দ্রিক নেতৃত্ব কাকে বলে?
খ. স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. মিসেস হেলালীর মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. মিসেস হেলালীর নেতৃত্বকে অধীনস্থদের এক অংশের অপছন্দ করার কারণ বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১২ : মিস জ্যোতিকে প্রতিষ্ঠানের নীতিমালা ও কৌশল প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। অন্যদিকে ফোরম্যানকে একই সাথে উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের আদেশ পালন করতে হয়। ফলে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না, যা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে।

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
খ. ‘ব্যবস্থাপনা সর্বজনীন’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মিস জ্যোতি ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? – ব্যাখ্যা কর।
ঘ. ‘আদেশের ঐক্য’ নীতি লঙ্ঘিত হওয়ায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে – বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১৩ : বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও যশোর-খুলনা ঞ্চলের উনড়বয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘পদ্মা সেতু’ নির্মাণ প্রকল্প গ্রহণ করে। নদীর নাব্যতা ও প্রাকৃতিক কিছু কারণে নির্দিষ্ট মেয়াদে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ার শঙ্কা দেখা দেয়। ফলে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনতে হয়। আশা করা হচ্ছে অতি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হবে।

ক. পরিকল্পনা কী?
খ. শিল্পপ্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকের পদ্মা সেতু প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
ঘ. উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের সেতু নির্মাণ কার্য সম্পন্ন হতে চলেছে – তার যথার্থতা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ১৪ : যোগ্যকর্মী নিয়োগের উদ্দেশ্যে ‘ঢ’ লি. জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয়। পরবর্তীতে নবনিযুক্ত কর্মীদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ফলে প্রতিষ্ঠানে অপচয় কম হয় এবং সহজেই লক্ষ্য অর্জিত হয়।

ক. কর্মীসংস্থান কী?
খ. কর্মী নির্বাচনকে নেতিবাচক বলা হয় কেন?
গ. উদ্দীপকে কর্মী সংগ্রহে কোন উৎস অনুসরণ করা হয়? – ব্যাখ্যা কর।
ঘ. “উপযুক্ত প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠানকে ফলপ্রসূ করে” – উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১৫ : ড্রীমল্যান্ড লি. এর সকল কর্মচারী প্রত্যেকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশনির্দেশ পালন করে। আবার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রত্যেক বিভাগ, উপ-বিভাগ ও ব্যক্তির কাজ এমনভাবে একে অন্যের সঙ্গে সংযুক্ত, যাতে কোনো কর্মীই এর বাইরে থাকে না। ফলে আদেশ দান ও বাস্তবায়ন সহজ হয় এবং দলীয় প্রচেষ্টা জোরদার হয়।

ক. সংগঠন কাকে বলে?
খ. নির্দেশনার ঐক্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকে কোন ধরনের সংগঠনের কথা বলা হয়েছে – ব্যাখ্যা কর।
ঘ. যে নীতি উদ্দীপকের প্রতিষ্ঠানে দলীয় প্রচেষ্টাকে জোরদার করে তার যথার্থতা বিশ্লেষণ কর।

pdf download ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫

সৃজনশীল প্রশ্ন ১৬ : ABC লি.-এর প্রধান নির্বাহী বিভাগীয় প্রধানদের সাথে প্রতিষ্ঠানসংক্রান্ত বিষয় নিয়ে পারস্পরিক মত বিনিময় করেন। তারপর প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। আবার প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক মি. সাকিব উৎপাদনসংক্রান্ত সকল বিষয়ে অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সকলেই আন্তরিক থাকে। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা খুব সহজেই অর্জিত হয়।

ক. নেতৃত্ব কী?
খ. নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন?
গ. উদ্দীপকের প্রধান নির্বাহী কোন ধরনের নির্দেশনা প্রদান করেন – ব্যাখ্যা কর।
ঘ. মি. সাকিবের যে নেতৃত্ব উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক – উদ্দীপকের আলোকে তার যথার্থতা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১৭ : ফোর স্টার কোম্পানির প্রকৌশলী জনাব রোহানের উদ্ভাবিত পণ্যের ডিজাইন গ্রাহকদের নিকট ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে। ফলে বাজারে পণ্যের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পায়। এজন্য কোম্পানি জনাব রোহানকে একটি দামি গাড়ি উপহার দেয়। পাশাপাশি বৈদেশিক বাজারে প্রবেশের লক্ষ্যে শ্রমিক-কর্মীদের ভালো কাজের প্রশংসাসহ সুষ্ঠু কর্ম পরিবেশ গড়ে তোলা হয় এবং উত্তম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা কাজের প্রতি খুবই আন্তরিক।

ক. প্রেষণা কী?
খ. প্রেষণা ঢ তত্ত্বকে নেতিবাচক বলা হয় কেন?
গ. উদ্দীপকের জনাব রোহানকে কোন ধরনের ইতিবাচক প্রেষণা দেওয়া হয়েছে? – ব্যাখ্যা কর।
ঘ. “অনার্থিক প্রেষণাও কর্মীদের কাজের গতিকে বৃদ্ধি করে তোলে” – উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১৮ : জনাব রিমন ‘শক্তি সিমেন্ট লি’. এর কারখানা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি নিজস্ব বিভাগীয় পরিকল্পনা তৈরি করে অধীনস্থ ইউনিটসমূহকে বাস্তবায়নের নির্দেশ দেন। কর্মীদের দাবি-দাওয়া ও সমস্যার প্রতি তিনি খুবই সহানুভূতিশীল। অন্যদিকে, জনাব করিম, জনাব রিমনের অধীনে থেকে শ্রমিক-কর্মীদের কাজের তদারক করেন এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়ন করেন। জনাব রিমনও জনাব করিমকে বিভিনড়ব কাজে আন্তরিক সহযোগিতা করেন। অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনাব করিমকে মাঝে মাঝে নিজস্ব পরিকল্পনাও তৈরি করতে হয়। প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে তাঁরে উভয়ের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক. প্রশাসন কী?
খ. ব্যবস্থাপনাকে প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় কেন?
গ. জনাব রিমনের কাজের সাথে ব্যবস্থাপনার কোন স্তরের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
ঘ. জনাব রিমন ও জনাব করিমের ব্যবস্থাপকীয় দক্ষতা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে সহায়ক – উদ্দীপকের আলোকে মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

সৃজনশীল প্রশ্ন ১৯ : চার তারকাবিশিষ্ট আবাসিক হোটেল ‘এলিগ্যাল’ উনড়বতমানের সেবা প্রদানের মাধ্যমে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার জনাব হক তার প্রতিষ্ঠানের কর্মীদের মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত সুবিধা নিশ্চিত করেন। সম্প্রতি তিনি গ্রাহকদের অধিকতর তথ্য ভালো সেবা প্রদানের জন্য তার প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে ‘নতুন ধারণা প্রতিযোগিতা’র আয়োজন করেছেন। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ হোটেলটিতে একটি নতুন অভ্যন্তরীণ চলচ্চিত্র প্রদর্শন গৃহ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। হোটেলের গ্রাহকদের কাছে এটি অত্যন্ত সমাদৃত হয়েছে।

ক. ব্যবস্থাপনা কী?
খ. আদেশের ঐক্য নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ‘উপযুক্ত সুবিধা’ ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. ‘নতুন ধারণা প্রতিযোগিতা’ ব্যবস্থাপনার যে নীতিকে সমর্থন করে তার অনুসরণ কী হোটেলটির ব্যবস্থাপনায় সাফল্য

আনতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২০ : ‘ড্যাজলিং’ নামের একটি টাইল্স, প্রস্তুতকারী প্রতিষ্ঠান ২০০০ সাল থেকে ইটালি থেকে কাঁচামাল এনে মানসম্মত টাইল্স তৈরি করে আসছে। ২০১৮ সালে ইটালিতে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ‘ড্যাজলিং’ ইন্ডিয়া থেকে কম দামে কাঁচামাল আমদানি করা শুরু করেছে। এভাবে দাম না বাড়িয়েই প্রতিষ্ঠানটি মানসম্মত টাইল্স বাজারে সরবরাহ করতে পারছে।

ক. সিদ্ধান্ত গ্রহণ কী?
খ. পরিকল্পনার প্রাথমিকতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানে ইটালি থেকে কাঁচামাল আমদানি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
ঘ. “উত্তম পরিকল্পনার একটি বিশেষ গুণের অনুসরণেই ড্যাজলিং এর লক্ষ্য অর্জন সহজতর হয়েছে” – উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

AVvXsEi4iwsZqvz5SP563KTqfZqiKVUVI2Gh8Z3 EJDDi7 4TngdrJ GC5c7ko bhZTVvNn0obdZaND2ZXoS3aigWFLsewt2IjDzqLPImG968MrDbLkJgXGMF1urIzKR0kt07CTc7F1pryYoFTuadsAe3kPDCz4uJkVFlMCEbWDlTiWZHgZN9MKFAk29GiRb
AVvXsEgORzDLxjHWUWKQbDWW2ahiDThxhqU1WPbYTd71ucI0oMaAyGtRBqtH1jawAj592aN yEfmOWdf0MzOJtRYmsEGqb
AVvXsEhmQ6Obn68YdNAePmgPPdA32vbxigc10dgMo7k0sHXBUW8rUg3vU1HCEToN JswSCoiqoji G8KmH4NRkf2WqiZtKFV SuyUlxZsLx9pFtShJ8WeqjvTq3796 xoONjthgLXoT39DniXkmYQwmofru88pOCOlG9EplNARw 0X4xz
চূড়ান্ত সাজেশন এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ২০২৫
AVvXsEj1L1RVv3V0CkSL6 DR6Ba5gtEYU0Ixqca5b1k2V1ASF0BHfrkv AClQaQDvIg4 7k 05vwG0QsaX10jvlUl8sTVqKwniwiKIhKQNDr3ff7 WLhpFfL7ScGST169vdPI10M8EHeCwJEnexdMod8sq4Mu uRupI1YwBcRiewax17xlljKXka dAyyM
AVvXsEhsdxkhIy6YFzJ3r32rcY2ZUf0a7dYTY1l6lGYpxaBwaLlEPP2AzPu5i6mlf3lHYU7et1OBhsQ9FQD4 kCdY16r46yckU4fj3cv0QiIzOZGB59GDOVfo3qoRqo2rtPcCsXgRl3Hq m8qwAjK4rYPfKvS1R HiiOHcL94
AVvXsEizvFYrlvmGtqgbbZdp40m2hzLT2ZfhdKvbmDgKEJE3EVE HmfH2GS6dfL2DQ8DWB ZsY3Kzj4d
AVvXsEgyoFArfsYJPIiQtV0SuKwJO0xwvrGlv22Ky8w0WE1IY0qK9nXMyTnJXuWn9GCdUKILLAobjr22PI8P4jWaIh5ugaFe0stdhIYUtiJ5NkjEG1KpSSp7NYKPVpxhKPevpsBlCwTUGcmryQSQXHKgUoSgG ElChJDBni64qs VWK0sAUp0EcPZlIpmL 7
AVvXsEioMBaRLeacHMoFtiedHz4Pgd45cn4MRq8h6U2AAs5jpq l1xUKvYcAl8Apz9BX52KX5Moa3yaPlNfLmID ozKCcKd t1rdwmDbvshOWGEuse1H 9YhyottlgeOHuTmcxlFVY1 u AtOCNr5HHIPJbUfHp7eQ F5ypkTUwm3acIr4Kps0VpJt0FhaBY
AVvXsEg16r6kF8u7nTqVSl FVgpo0bYX 7gYQ6SNQ2XFvbMLyyM5SBG868puLNUiD14qxrEVWZlY6bCIx6O SV qKpUNuxRVIXuESsozo492to0HT 8SM2 2EQDfm3sF332coQNgCmnWT WrwE3h25jElIDIqQxsWP5 4picsa3wdwvip2Y5XNnAYGr6Q4C
AVvXsEi1erl PKaq NEqvxEa9THH6zT5QsDaPR4JqLNDeJi6urLPAgVcm0SUCJBsEjKaJ0bYrRo6DUahOiSc08I6zO
AVvXsEiBsR3HgN0wZb ZFFYVcS4SBjjm7QX dj1w29ITxe6 96Xawr5T6Ip2IKdVPRqmsStS9v8A sTVO1dN9XkiEeEHLTK6QoEPgaEnhmBVh4Kplwx4s7eC60ftCd0bjlwNOCVpCsFizMCTM q8kGBP851zRtIs gg7V78W9jSimTw n6jQzN6u03mfnyIe

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫

AVvXsEj4AGxKeauHn0Kw7MeWoy4pe0mHNufrRTP2Yn3I5RDg33RLlWxsp4MITQvroCbbyuNUj66njyjwjP1vtS4uHoCu8F6dLOpIp1HD66EhPOd94QdQpUpEcWMCSAjnwsD2kBVHhuWOAGQ0Q75Q6VkjW5ozcvsl6QgbTqhzJQvYJ16 hSmCL6q4kP4OTcH1
AVvXsEgNs01NuXe9OdtEIt6SwR665noiQGEaL3K5281LXbormqXBkMk8FalWofCYpmdYyJw3SOj0tflnE0 GTzXPTRbOH5XowwzSwTXmtp2QmCF6zbIbOYy 4vX1ezxU0zJfZ0UBH3Z4spYJKZLTT0W7ofkBgCwTghee6Go01SntkE1zE1Ck1ZEHk1 UidEW

HSC /Alim Common Suggestion 2025

AVvXsEjrD8b4aKu1Q6faKxoynjVLMjeXHmoYvJVtPvagHBwwVbkuManQiS
AVvXsEizqxDTg6tonP186C0pFK 4hOGzWICOCFxxPlPYMgugE4Tyzq3hbT5yrp Af2pQwmW7BzLJ59HAhffb NPswt8UAVNqFlN
AVvXsEhS7YLfIz7Yt261wGljPuXK6nJl7g1RV1fO9Sxfz5XROFK7RsfzX DeUdmMHK0x0Bfcvf9 rZ45awe3hmntn0WjU3Q2iX Aa 1Clnu8UKWoPPrzwq5UasL3v7cYAjsKWAjJQTGk5FHxio75cz1FTktkjgmCJ 5fMsKQU8IwXpU KA6Hqvl5YZejOgU

আজকের সাজেশস: ২০২৫ এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন,

AVvXsEijVr
AVvXsEjc2 WVvRHfqXHlfEfVZptaPfEOiRqGViE glTyq qrh1 pCiAI cAVQz4stRfxFCMYyHhWmdpeCVNRIPM2RJrOXXBZo9 6UdWItINMxeKgcfJ

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Business Organization and Management 2nd paper suggestion 2025

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

১. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
ক. হেনরি ফেয়ল
● এফ ডব্লিউ টেইলর
গ. পিটার ড্রাকার
ঘ. লুথার গুলিক

২. ফ্রেডারিক উইনসলো টেইলর কোন দেশে জন্মগ্রহণ করেন?
● মার্কিন যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. রাশিয়া
ঘ. কানাডা

৩. পার্থক্যমূলক মজুরি প্রথা প্রবর্তন করেন—
● এফ ডব্লিউ টেইলর
খ. লুকা প্যাসিওলি
গ. এলটন মেয়ো
ঘ. ম্যাক্স ওয়েভার

৪. ব্যবস্থাপকের কোন দক্ষতা উচ্চস্তরে প্রয়োজন হয়?
● মানবীয় দক্ষতা
খ. কারিগরি দক্ষতা
গ. অনুধাবন দক্ষতা
ঘ. সমস্যা সমাধানে দক্ষতা

৫. ব্যবস্থাপনার নীতি প্রবর্তন করেছেন কে?
ক. টেইলর
খ. নিউম্যান
● ফেয়ল
ঘ. কুঞ্জ

৬. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
ক. এফ. ডব্লিউ টেলর
● হেনরি ফেয়ল
গ. পি. এফ ড্রাকার
ঘ. এস. পি রবিন্স

৭. হেনরি ফেয়ল প্রদত্ত শৃঙ্খলার নীতি বলতে কী বোঝায়?
ক. সময়ের শৃঙ্খলা
খ. মানুষের শৃঙ্খলা
● উপকরণাদির শৃঙ্খলা
ঘ. নিয়মনীতির শৃঙ্খলা

৮. Dual subordination বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী?
ক. শৃঙ্খলা
খ. দায়িত্ব ও কর্তৃত্ব
● আদেশের ঐক্য
ঘ. নির্দেশনার ঐক্য

৯. আদেশদানের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ব্যবস্থাপনার কোন মূলনীতির সমার্থক?
ক. আদেশের ঐক্য
● নির্দেশনার ঐক্য
গ. জোড়া মই-শিকল
ঘ. কেন্দ্রীকরণ

১০. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কুক্ষীগত করাকে কী বলে?
ক. আদেশের ঐক্য
খ. বিকেন্দ্রীকরণ
● কেন্দ্রীকরণ
ঘ. দায়িত্ব অর্পণ

১১. ব্যবস্থাপনার প্রাথমিক বা মৌলিক উদ্দেশ্য নিচের কোনটি?
● মুনাফা অর্জন
খ. পণ্যের মান উন্নয়ন
গ. গ্রাহকসেবা নিশ্চিতকরণ
ঘ. বাজার সম্প্রসারণ

১২. হেনরি ফেয়লের প্রথম নীতি কী?
● কার্যবিভাজন
খ. আদেশের ঐক্য
গ. জোড়া মই-শিকল
ঘ. নির্দেশনার ঐক্য

১৩. নিচের কোনটি ব্যবস্থাপনার গৌণ উদ্দেশ্য?
ক. পণ্যের মানোন্নয়ন
● উপকরণাদির উন্নয়ন
গ. কাঁচামাল নিশ্চিতকরণ
ঘ. বাজারজাতকরণ

১৪. নিচের কোনটি উৎপাদনের উপকরণ?
ক. প্রযুক্তি
● শ্রম
গ. বিদ্যুৎ
ঘ. ব্যবস্থাপনা

১৫. বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের সমতা বিধানের নীতি কোনটি?
ক. দলীয় সমঝোতার নীতি
● ভারসাম্যের নীতি
গ. উদ্দেশ্যের ঐক্যনীতি
ঘ. কার্যসমূহের সুসংহতকরণের নীতি

১৬. হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি কয়টি?
ক. ৪
খ. ৯
গ. ১২
● ১৪

১৭. হেনরি ফেয়ল ১৯১৬ সালে প্রথমত কোন ভাষায় তার ১৪টি মূলনীতি উল্লেখ করেন?
ক. ইংরেজি
খ. মান্দারি
গ. তুর্কি
● ফরাসি

১৮. ফেয়লের নীতি নিচের কোনটি?
ক উদ্দেশ্যের নীতি
খ. অংশগ্রহণ নীতি
● কার্যবিভাজন
ঘ. ভারসাম্য নীতি

১৯. ব্যবস্থাপকীয় কোন নীতি অনুযায়ী কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায়?
● কেন্দ্রীকরণ
খ. বিকেন্দ্রীকরণ
গ. সাম্যতা
ঘ. আদেশের ঐক্য

২০. “ব্যবস্থাপক যা করেন তা-ই ব্যবস্থাপনা”- উক্তিটি কার?
● L. A. Allen
খ. Franklin
গ. H. Fayol
ঘ. L. Appley

২১. কোন মনীষীকে আধুনিক শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়?
ক. হেনরি ফেয়ল
● রবার্ট ওয়েন
গ. এফ.ডব্লিও. টেইলর
ঘ. পিটার এফ. ড্রাকার

২২. ব্যবস্থাপনার ১৪টি মূলনীতির কথা কে বলেছেন?
● হেনরি ফেয়ল
খ. এফ ডবিউ টেলর
গ. জর্জ আর টেরি
ঘ. রবার্ট ওয়েন

২৩. ব্যবস্থাপনা প্রক্রিয়া বা কৌশল-
● আবর্তনশীল ও ধারাবাহিক
খ. পরস্পর নির্ভরশীল
গ. ক্রমান্বয়ে নিম্নগামী
ঘ. ক্রমান্বয়ে ঊর্ধ্বগামী

২৪. শিল্প ও বাণিজ্যের প্রসারের মাধ্যমে ব্যবস্থাপনা—
ক দক্ষতা বৃদ্ধি করে
খ. অপচয় হ্রাস করে
গ. জীবনযাত্রার মান উন্নত করে
● কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

২৫. জোড়া মই-শিকল হলো-
ক. কার্যবিভাজন
● উচ্চস্তর থেকে নিম্নস্তর পর্যন্ত সম্পর্কযুক্ত থাকা
গ. কর্তৃত্ব প্রয়োগ করা
ঘ. দায়িত্ব পালন করা

২৬. দ্বৈত আদেশ পরিহার করা উচিত। এটি—
ক. ব্যবস্থাপনার স্তর
খ. ব্যবস্থাপনার কাজ
গ. ব্যবস্থাপনার কৌশল
● ব্যবস্থাপনার নীতি

২৭. ‘The Principles of Scientific Management’ গ্রন্থটির লেখক কে?
ক এল. এ. এলেন
খ. এলটন মেঁয়ো
গ. হেনরি ফেয়ল
● এফ ডব্লিউ টেইলর

২৮. ব্যবস্থাপনা দায়িত্ব পালন করে-
ক. শ্রমিক কর্মীর প্রতি
খ. মালিকের প্রতি
● সমাজের বিভিন্ন পক্ষের প্রতি
ঘ. উৎপাদনকারীর প্রতি

২৯. বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা সমাধানে করা উচিত–
ক. শিল্পোন্নয়ন
খ. মিতব্যয়িতা অর্জন
গ. প্রযুক্তির ব্যবহার
● ব্যবস্থাপকীয় প্রশিক্ষণদান

৩০. জনাব সালাম একটি ফার্মের মহাব্যবস্থাপক। তাকে অন্যভাবে বলা যায়-
ক. ব্যবস্থাপক
● প্রশাসক
গ. নির্দেশক
ঘ. নীতিনির্ধারক

৩১. হেনরি ফেয়লের কোন নীতিতে কর্মীর সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হ্রাস করা হয়েছে?
ক. আদেশের ঐক্য
খ. নির্দেশনার ঐক্য
● কেন্দ্রীকরণ
ঘ. কার্য বিভাজন

৩২. একজন দক্ষ ব্যবস্থাপকের প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব–
ক. উৎপাদন হ্রাস করা
খ. কর্মীদের প্রেষণাদান
● উপকরণের সুষ্ঠু ব্যবহার
ঘ. সামাজিক দায়িত্ব পালন

৩৩. সাকিব সাহেব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিজের কাছে রাখেন এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অধীনস্থ ব্যবস্থাপককে প্রদান করেন। এক্ষেত্রে ব্যবস্থাপনার অনুসৃত নীতিটি—
ক. কার্যবিভাগ
● কেন্দ্রীকরণ ও বিক্রেন্দ্রীকরণ
গ. শৃঙ্খলা
ঘ. নির্দেশনার ঐক্য

৩৪. Henry Fayol সম্পর্কে উক্তি হলো-
i. আধুনিক ব্যবস্থাপনার জনক
ii. ব্যবস্থাপনা সম্পর্কে তিনি নীতিমালা প্রদান করেন
iii. তিনি ১৮৪১ সাল জন্মগ্রহণ করেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৩৫. ব্যবস্থাপনা উন্নয়নে এফ. ডব্লিউ টেইলরের অবদান হলো-
i. কার্যভিত্তিক ফোরম্যানশিপ ধারণা প্রবর্তন
ii. সর্বজনীন ধারণা প্রবর্তন
iii. শ্রান্তি নিরীক্ষা ধারণা প্রবর্তন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii

৩৬. ব্যবস্থাপক কর্তৃক সুষ্ঠু নীতিমালার প্রয়োগ কর্মীদের-
ii. মনোবল উন্নত করে
i. উৎসাহ বৃদ্ধি করে
iii. জীবনযাত্রার মান উন্নত করে

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৭. আদর্শ ব্যবস্থাপকের গুণাবলি হলো-
i. ঝুঁকি গ্রহণ
ii. মূল্যায়ন
iii. দূরদর্শিতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৮. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি হচ্ছে-
i. চিরাচরিত টিপসহি নীতির বদলে বিজ্ঞান
ii. উত্তম মালিক-শ্রমিক সম্পর্ক
iii. জোড়া মই শিকল

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৯. ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য হলো-
i. মুনাফা অর্জন
ii. অস্তিত্ব রক্ষা
iii. উৎপাদন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪০. ব্যবসায় প্রতিষ্ঠান ছাড়াও ব্যবস্থাপনা বিস্তৃত থাকে—
i. পরিবারে
ii. সমাজে
iii. রাষ্ট্রে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৪১. প্রশাসনের কাজ মানসিক হলে ব্যবস্থাপনার কাজ—
i. শারীরিক
ii. মানসিক
iii. অনুমাননির্ভর

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪২. ব্যবস্থাপনার মানোন্নয়নে প্রয়োজন–
i. স্বৈরতান্ত্রিক মনোভাব
ii. আধুনিক দর্শন
iii. আধুনিক দৃষ্টিভঙ্গি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

৪৩. হেনরি ফেয়ল-
i. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক
ii. ব্যবস্থাপনার ১৪টি নীতি প্রদান করেন
iii. ১৮৪১ সালে জন্মগ্রহণ করেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

৪৪. ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি হলো-
i. সঠিক স্থানে সঠিক বস্তুকে স্থাপন
ii. যোগ্য ব্যক্তিকে যোগ্য দায়িত্ব প্রদান
iii. নতুন পদ্ধতি উদ্ভাবন

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৫. শ্রমিকদের প্রতি ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব হলো-
i. ন্যায্য মজুরি প্রদান
ii. চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা বিধান
iii. প্রশিক্ষণ প্রদান

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৪৬. অধিক দক্ষতার জন্য ব্যবস্থাপকের গ্রহণীয় গুণ হলো-
i. শিক্ষা ও জ্ঞান
ii. সাংগঠনিক জ্ঞান
iii. দূরদর্শিতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৭. ব্যবস্থাপনার কার্যকারিতা বৃদ্ধির উপায়-
i. আধুনিক যন্ত্রপাতি
ii. কলাকৌশল প্রয়োগ
iii. শিল্প প্রতিষ্ঠান স্থাপন

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৮. উন্নত দেশের তুলনায় বাংলাদেশে ব্যবস্থাপনা অত্যন্ত পিছিয়ে আছে, কারণ—
i. দক্ষ ব্যবস্থাপকের অভাব
ii. আধুনিক দৃষ্টিভঙ্গির অভাব
iii. রাজনৈতিক অস্থিতিশীলতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৪৯. পরস্পর সম্পর্কিত-
i. সংগঠন
ii. ব্যবস্থাপনা
iii. প্রশাসন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৫০. সংগঠনের কাজ হলো-
i. কার্যাবলি চিহ্নিতকরণ
ii. কার্যসমূহের বিভাগীকরণ
iii. দায়িত্ব ও কর্তৃত্ব বণ্টন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment