অ্যাসাইনমেন্ট: বৈশিষ্ট্যের ভিত্তিতে কর্ডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণিবিন্যাসকরণ
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. পাঠ্যপুস্তকে কর্ডাটা পর্বের যে শ্রেণিবিন্যাসে ৩ টি উপপর্ব, ২ টি অধিশ্রেণি এবং সব মিলিয়ে মােট ১২ টি শ্রেণি রয়েছে সেই শ্রেণিবিন্যাসটি পাঠ করতে হবে।
২. নিচের তালিকা অনুযায়ী পনেরটি কাগজের টুকরা বানাতে হবে যার প্রতিটিতে একটি করে বৈশিষ্ট্য লেখা থাকবে। বাইরে থেকে যেন বােঝা না যায় কোন টুকরায় কী লেখা আছে, যাতে সেগুলাে ভাঁজ করে সেখান থেকে লটারি করা সম্ভব হয়।
(তালিকাটি অ্যাসাইনমেন্টে উপস্থাপন করতে হবেনা)
৩. ছকের পনেরটি বৈশিষ্ট্য পনেরটি ছােট কাগজের টুকরায় লিখে ভাঁজ করে গ্রুপ অনুযায়ী পাঁচটি পৃথক লটারির বাক্সে রাখতে হবে।
যেমন: গ্রুপ-১ এর বাক্সে থাকবে ৫ টি, গ্রুপ-২ এর বাক্সে থাকবে ২ টি ইত্যাদি।
৪. এছাড়া আরাে একটি বাক্সে লটারি করার জন্য এরকম দশটি কাগজের প্রতিটিতে একটি করে সংখ্যা লিখে ভাঁজ করে রাখতে হবে: ১২৩, ১২৪, ১২৫, ১৩৪, ১৩৫, ১৪৫, ২৩৪, ২৩৫, ২৪৫, ৩৪৫ এই বাক্সের নাম হবে গুপ-X
৫. প্রত্যেক রাউন্ডের শুরুতে গুপ-X হতে না দেখে একটা কাগজ তুলতে হবে। ধরা যাক, ১৩৪ লেখা কাগজ উঠলাে। তাহলে গ্রুপ-১, গ্রুপ -৩ এবং গ্রুপ-৪ হতে একটি করে কাগজ তুলতে হবে।
ধরা যাক, সেই তিনটি গ্রুপ হতে যথাক্রমে লােমযুক্ত ত্বক, চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড এবং উষ্ণ রক্ত লেখা কাগজ উঠলাে।
৬.এই তিনটি বৈশিষ্ট্য উপস্থিত, এমন শ্রেণি আছে কিনা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে সেটি Mammalia৷ কেন এই শ্রেণির নাম লেখা হলাে, অন্য কোনাে শ্রেণি নয়, সেটা নিচে অ্যাসাইনমেন্টের ছকে নির্ধারিত ঘরে ব্যাখ্যা করতে হবে।
৭. যদি ঐ তিনটি বৈশিষ্ট্য হয় লােমযুক্ত ত্বক, চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড এবং শীতল রক্ত, তাহলে তা কোনাে শ্রেণিতে পড়বে না।
এক্ষেত্রে উল্লিখিত উদাহরণের প্রথম দুটি বৈশিষ্ট্য একটি শ্রেণিতে এবং অপর বৈশিষ্ট্যটি যে অন্য শ্রেণিতে চলে যাবে, সেটা ব্যাখ্যা করে নিচে অ্যাসাইনমেন্ট ছকের নির্ধারিত ঘরসমূহে লিখতে হবে।
৮, এভাবে ছকের একটি সারি পূরণ হলে এক রাউন্ড সম্পন্ন হবে তখন ভীজ করা কাগজগুলাে আবার তাদের নির্ধারিত খুপের বাক্সে রেখে ৫৭ নং ধাপের পুনরাবৃত্তি করতে হবে। এভাবে মােট ৫ রাউন্ড শেষ করতে হবে।
যদিও দুটি ভিন্ন রাউন্ডে তিনটি বৈশিষ্ট্যের সেট হবহু মিলে যাওয়ার সম্ভাবনা খুবই কম (২৩৬ ভাগের একভাগ) তবুও যদি সেরকম হয় তাহলে সেই রাউন্ড বাতিল করে নতুনভাবে লটারি করতে হবে।
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
প্রাথমিক তথ্য
বৈশিষ্ট্য | কন্ড্রিকথিস/অ্যাকটিনোপটেরিজি /সার্কোপটেরিজি (মৎস্য) | উভচর / Amphibia | সরীসৃপ /Reptilia | পাখি/ Aves | স্তন্যপায়ী /Mammalia |
ত্বক | ভেজা ও আঁইশযুক্ত | ভেজা | শুষ্ক ও আঁইশযুক্ত | শুষ্ক ও পালকে আবৃত সম্পূর্ণ | শুষ্ক ও লোমযুক্ত |
হৃৎপিন্ড | ২ প্রকোষ্ঠ বিশিষ্ট | ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট | অসম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট | সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট | সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট |
শসনঅঙ্গ | ফুলকা | ফুসফুস | ফুসফুস | ফুসফুস | ফুসফুস |
রক্ত | শীতল | শীতল | শীতল | উষ্ণ রক্ত | উষ্ণ রক্ত |
প্রসব | ডিম | ডিম | ডিম ও বাচ্চা | ডিম | বাচ্চা (ব্যতিক্রম – প্লাটিপাস) |
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রাণীর বিভিন্নতা ও শ্রেনীবিন্যাস
রাউন্ড | বৈশিষ্ট্য (ক) | শ্রেণির নাম (খ) | ব্যাখ্যা (গ) |
১ | বাচ্চা প্রসব করে, ২ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিন্ড, ফুলকা | নাই | বৈশিষ্ট্য গুলো কোন শ্রেণির প্রাণীর সাথে মিল নেই। |
২ | শুষ্ক ত্বক, ফুলকা, বাচ্চা প্রসব করে | নাই | বৈশিষ্ট্য গুলো কোন শ্রেণির প্রাণীর সাথে মিল নেই। |
৩ | পালক যুক্তত্বক সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিন্ড, উষ্ণ | পাখি / Aves | বৈশিষ্ট্য গুলো শুধুমাত্র Aves শ্রেণির প্রাণীর সাথে মিল রয়েছে |
৪ | ফুলকা শীতল রক্ত, বাচ্চা, প্রসব করে | নাই | বৈশিষ্ট্য গুলো কোন শ্রেণির প্রাণীর সাথে মিল নেই। |
৫ | লোমযুক্ত ত্বক, উষ্ণ রক্ত, বাচ্চা প্রসব করে | স্তন্যপায়ী / Mammalia | বৈশিষ্ট্য গুলোশুধুমাত্র Mammalia শ্রেণির প্রাণীর সাথে মিল রয়েছে। |
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের ৯ম/১০ শ্রেণি ভোকেশনাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
- ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক