hsc History 2nd paper suggestion

hsc History 2nd paper suggestion, History 2nd paper suggestion pdf, short suggestion hsc History 2nd paper, History 2nd paper suggestion hsc, suggestion hsc History 2nd paper ,

hsc History 2nd paper suggestion 2024

hsc examination History 2nd paper special short suggestion, hsc History 2nd paper suggestion pdf download,

এইচএসসি ইতিহাস ২য় পত্র সাজেশন ২০২৪

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৪
বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি
[ ২০২৪ এর সিলেবাস অনুযায়ী]
ইতিহাস ২য় পত্র (History 2nd paper) সুপার সাজেশন ২০২৪
subject code: 305
২০২৪ এর এইচএসসি ১০০% কমন সাজেশন

এইচএসসি ইতিহাস ২য় পত্র সাজেশন,ইতিহাস ২য় পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি ইতিহাস ২য় পত্র, hsc ইতিহাস ২য় পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন ইতিহাস ২য় পত্র সাজেশন,

এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

ইতিহাস ২য় পত্র এইচএসসি সাজেশন ২০২৪

2

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

pdf download ইতিহাস ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৪

সি বিপ্লব পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপােলিয়ন বােনাপার্টের গণমুখী সংস্কার মূল্যায়ন।

শিখনফল/বিষয়বস্তুঃ

  • প্রাক-বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে পারবে।
  • ফরাসি বিপ্লবের ঘটনাপ্রবাহ বর্ণনা করতে পারবে।
  • বিশ্বে ফরাসি বিপ্লবের ফলাফল মূল্যায়ন করতে পারবে।
  • নেপােলিয়ন বােনাপার্টের গণমুখী সংস্কারসমূহ ব্যাখ্যা করতে পারবে।
  • ফরাসি বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হবে।

নির্দেশনা। (সংকেত/ধাপ/পরিধি)ঃ

  1. প্রাক-বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা।
  2. ফরাসি বিপ্লবের ঘটনাপ্রবাহ অনুধাবন করা ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব।
  3. বিপ্লবের পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপােলিয়ন বােনাপার্টের গণমুখী সংস্কারের বর্ণনা।
  4. নেপােলিয়ন বােনাপার্টের গণমুখী সংস্কারের মূল্যায়ন।

উত্তর: লিংক

ফরাসি বিপ্লব সংঘটনে দার্শনিকদর ভূমিকা।।

শিখনফল/বিষয়বস্তু

  • প্রাক-বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে পারবে।
  • ফরাসি বিপ্লব সংঘটনে দার্শনিকগণের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।
  • *ফরাসি বিপ্লবের ঘটনাপ্রবাহ বর্ণনা করতে পারবে। বিশ্বে ফরাসি বিপ্লবের ফলাফল মূল্যায়ন করতে পারবে
  • ফরাসি বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি)

  • প্রাক-বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে হবে
  • ফরাসি বিপ্লব সংঘটনে দার্শনিকগণের ভূমিকা ব্যাখ্যা করতে হবে
  • *ফরাসি বিপ্লবের ঘটনাপ্রবাহ ব্যাখ্যা করতে হবে
  • ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করতে হবে
  • বিশ্বে ফরাসি বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করতে

উত্তর: লিংক

২০২৪ ইতিহাস ২য় পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড

দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব

প্রাক-বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে পারবে।

ফরাসি বিপ্লব সংঘটনে দার্শনিকগণের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।

ফরাসি বিপ্লবের ঘটনাপ্রবাহ বর্ণনা করতে পারবে। বিশ্বে ফরাসি বিপ্লবের ফলাফল মূল্যায়ন করতে পারবে।

নেপোলিয়ন বোনাপার্টের গণমূখী সংস্কারসমূহ ব্যাখ্যা করতে পারবে।

ফরাসি বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হবে।

তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অব নেশনস

১. প্রথম বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করতে পারবে।

২. প্রথম বিশ্বযুদ্ধের ত্রিশক্তি আঁতাত ও ত্রিশক্তি চুক্তি গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে পারবে।

৩. প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ বর্ণনা করতে পারবে।

৪. প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ও এর প্রভাব মূল্যায়ন করতে পারবে।

৫. ভার্সাই সন্ধির প্রেক্ষাপট ব্যাখ্যা করতে পারবে।

৬. ভার্সাই সন্ধির প্রধান ধারাসমূহ বর্ণনা করতে পারবে।

৭. ভার্সাই সন্ধির গুরুত্ব মূল্যায়ন করতে পারবে।

৮. লীগ অব নেশনস গঠনের পটভূমি বর্ণনা করতে পারবে।

৯. বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লীগ অব নেশনসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।

১০. বিশ্বযুদ্ধের ভয়াবহতা অনুধাবন করে যুদ্ধ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পঞ্চম অধ্যায় হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ

১. হিটলারের উত্থানের পটভূমি বিশ্লেষণ করতে পারবে।

২. মুসোলিনীর উত্থানের পটভূমি বিশ্লেষণ করতে পারবে।

৩. হিটলার ও মুসোলিনীর কর্মকান্ডের তুলনা করতে পারবে।

৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করতে পারবে।

৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ও মিত্রশক্তি গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে পারবে।

৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ বর্ণনা করতে পারবে।

৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল মূল্যায়ন করতে পারবে

ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ ও বিশ্ব

১. জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করতে পারবে।

২. জাতিসংঘের বহৎ শক্তির ভূমিকা বর্ণনা করতে পারবে।

৩. বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করতে পারবে।

৪. জাতিসংঘের সাফল্য ও ব্যর্থতার বিষয়ে পারস্পরিক মতামত বিনিময়ে আগ্রহী হবে

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এইচএসসি ১০০% কমন ইতিহাস ২য় পত্র সাজেশন ২০২৪

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৪

HSC /Alim Common Suggestion 2024

আজকের সাজেশস: ২০২৪ এইচএসসি ইতিহাস ২য় পত্র পরীক্ষার সাজেশন, ২০২৪ এইচএসসি বর্ষ ইতিহাস ২য় পত্র সাজেশন,

এইচএসসি ইতিহাস ২য় পত্র স্পেশাল সাজেশন ২০২৪, hsc History 2nd paper suggestion 2024

১. প্রবীণ রাজনীতিবিদ জগদীশ মন্ডলের বাসার ড্রইং রুমে মাত্র একজন ব্যক্তির ছবি টানানো রয়েছে। বেড়াতে আসা অতিধি সুফল চন্দ্র তাকে জিজ্ঞেস করলেন, “ছবিটি কার?” জগদীশ মণ্ডল উত্তর দিলেন “এটি এমন এক বিখ্যাত লোকের ছবি, যিনি বলেছিলেন, যদি একই ব্যক্তির হাতে সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের কর্তৃত্ব ন্যস্ত থাকে তবে রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা লোপ পাবে।” এই ব্যক্তি ‘স্বর্গীয় অধিকার প্রাপ্ত রাজতন্ত্র’ তত্ত্বকে অস্বীকার করে স্বেচ্ছাচারী রাজতন্ত্রের ত্রুটি-বিচ্যুতিগুলো তুলে ধরেন।

ক. কুঁরবো বংশীয় শেষ রাজা কে ছিলেন?
খ. বিপ্লবের ২য় পর্যায়ে ফ্রান্সের গির্জা সংস্কার সম্পর্কে লেখ।
গ. জগদীশ মণ্ডলের বাসার ছবিটি কার? এই মহান মনীষীর জীবনী ব্যাখ্যা কর।
ঘ. ছবির ব্যক্তির ধ্যান-ধারণার সাথে রুশোর চিন্তা চেতনার অনেক মিল রয়েছে মূল্যায়ন কর।

২. বিশ্বের সব মানুষের কাছেই ১৪ জুলাই ১৭৮৯ দিনটি কমবেশি পরিচিত। প্রতিবছর ১৪ জুলাই এলেই বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মনে এক অনির্বার আশা সঞ্চারিত হয়। দাসত্বের বন্ধন থেকে মুক্তি পাওয়ার প্রেরণার নেশা যেন মানুষকে আচ্ছন্ন করে ফেলে। আর প্রতিবছর এ দিনটিতে AFP নামক সংবাদ সংস্থাটি এক নতুন সাজে সজ্জিত হয়। কেননা, এ দিনে সংবাদ সংস্থাটি বিশ্লেষণ করে বিশ্বের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ মানুষের মুক্তির নানা উপায় এবং সাথে সাথে তুলে ধরে অত্যাচারী শাসকদের পরাজয়ের কথা।

ক. দার্শনিক রুশো কত সালে মৃত্যুবরণ করেন?
খ. নেপোলিয়নের প্রশাসনিক সংস্কার ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে তোমার পঠিত কোন বিপ্লবের প্রতি ইঙ্গিত পাওয়া যায়? উক্ত বিপ্লবের ঘটনাপ্রবাহের প্রথম পর্যায় ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত বিপ্লব ফ্রান্সের সমাজ, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিকে আমূল বদলে দেয়’। -বক্তব্যটি বিশ্লেষণ কর।

৩. কংশুর ও উলপুর গ্রামের মধ্যে যুদ্ধের সূত্রপাত হলেও কয়েকটি গ্রাম কংশুরের পক্ষ নেয় এবং কয়েকটি গ্রাম উলপুরের পক্ষ নেয়। অতঃপর দু পক্ষের মধ্যে মারামারি হয়। এ মারামারিতে অনেক ক্ষতি সাধিত হয়। এর প্রভাব পড়ে পার্শ্ববর্তী শক্তিশালী বনগ্রামের ওপর। গ্রামটিকে অর্থনৈতিক ক্ষতির কবলে পড়তে হয়। সকল গ্রামই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হয়। বনগ্রামে দেখা দেয় পুষ্টিহীনতা এবং নিজড়া গ্রামে ইনফ্লুয়েঞ্জা এবং বলাকইড় গ্রামে মহামারী দেখা দেয়।

ক. প্রথম বিশ্বযুদ্ধে সামরিক বাহিনীর কত লোক মারা যায়?
খ. রাশিয়া ফরাসি জোটের সৃষ্টি কীভাবে হয়েছিল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রেক্ষাপটে তৎকালীন সময়ে জার্মানির পক্ষে কোন কোন রাষ্ট্র ছিল? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের গ্রামের ন্যায় পুষ্টিহীনতা, ইনফ্লুয়েঞ্জা ও অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছিল ইউরোপের কোন কোন রাষ্ট্র? বিশ্লেষণ কর।

৪. কংশুর ও উলপুর গ্রামের মারামারিকে কেন্দ্র করে অবশেষে ১০টি গ্রামের চেয়ারম্যান ও মাতব্বর মিলে একটি সালিসি বৈঠকের আয়োজন করেন। এ বৈঠক অবশেষে হাটবাড়িয়া গ্রামেই অনুষ্ঠিত হলো। মাতব্বর ও চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- ১. করপাড়ার মোঃ আবুতালেব ফকির, ২. বনগ্রামের জুয়েল মোল্লা, ৩. হাটবাড়িয়ার হারুন ফকির এবং ৪. কংশুর গ্রামের রাজ্জাক গাজী।

ক. ভার্সাই সন্ধি কত সালে সংঘটিত হয়?
খ. লীগ অব নেশনস গঠনের পটভূমি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন দেশে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহের নাম এবং এদের কার্যক্রম বিশ্লেষণ কর।

৫. সানিয়া তার দাদার কাছে জানতে পারে, কার্ল মার্কস ও এঙ্গেলসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম ইউরোপের একটি দেশে বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে মানুষকে প্রথম সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।

ক. ‘নিউ ভিউ অব সোসাইটি’ গ্রন্থটি কার লেখা?
খ. রুশ বিপ্লবের অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর।
গ. সানিয়ার জানা তথ্যের সাথে কোন বিপ্লবের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিপ্লবের আন্তর্জাতিক তাৎপর্য মূল্যায়ন কর।

৬. রাজনৈতিক অস্থিতিশীলতায় জাফর আহম্মেদসহ দেশের সবাই রীতিমত অতিষ্ঠ হয়ে ওঠে। আরও অনেকের মতো জাফর সাহেব নিজেও চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত ছিলেন। তবে তিনি অলস সময় না কাটিয়ে বেকার যুবকদের নিয়ে নতুন আদর্শকে পুঁজি করে একটি রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু তার দলের রাজনৈতিক কর্মকাণ্ড সামরিক সরকার ও অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ক্ষমতার নিচে চাপা পড়ে যায়।

ক. উনিশ শতকের শেষদিকে ইতালিতে কী ধরনের অবস্থা বিরাজ করছিল?
খ. হিটলারের মানবিক বৈশিষ্ট্য বুঝিয়ে লেখ।
গ. জাফর সাহেবের রাজনৈতিক দলটিকে সুপ্রতিষ্ঠিত করতে কী ধরনের কৌশল অবলম্বন করা আবশ্যক ছিল? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর জাফর সাহেবের রাজনৈতিক দলটির অগ্রযাত্রার অনুকূল পরিবেশ দেশে বিরাজমান ছিল? তোমার মতামত বিশ্লেষণ কর।

৭. তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে হানিফ সাহেব অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে চাইলেও রবিউল হাসান শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দিতে চান। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দুটি দলে বিভক্ত হয়ে। পড়েন এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে একে অপরের বদলির জন্য জোর প্রচেষ্টা শুরু করেন। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে যখন তাদের অনুগত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা একে অপরকে অফিসের বাইরে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।

ক. কোন দুটি শিবিরের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বিশ্বব্যাপী স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি করে?
খ. Coldwar বা স্নায়ুযুদ্ধ বলতে কী বোঝায়?
গ. হানিফ সাহেব ও রবিউল হাসানের মাঝে সৃষ্ট উত্তেজনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কোন দুটি বৃহৎ রাষ্ট্রের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. হানিফ সাহেব ও রবিউল হাসানের মাঝে যুদ্ধ না হলেও যুদ্ধের কৌশল পরিলক্ষিত– তোমার মতামত বিশ্লেষণ কর।

৮. লোপা ও নিপা দু বোন বাবা-মা মারা যাওয়ার পর জমিসংক্রান্ত বিষয়সহ বেশকিছু ব্যাপারে পরস্পর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। লোপা ধর্মীয় কর্মকাণ্ড বেশি করে পালন করত ও আশেপাশের মানুষের সাথে তেমন মেলামেশা করত না। অন্যদিকে নিপা ছিল মিশুক ও আধুনিক মনোভাবসম্পন্ন এক নারী। তাই আচরণগত দিক দিয়েও দুই বোন ছিল দুই মেরুবাসী।

ক. মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের যবনিকাপাত কখন ঘটে?
খ. স্নায়ুযুদ্ধের পটভূমি ব্যাখ্যা কর।
গ. লোপা ও নিপার প্রত্যাশা কীভাবে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের নিকটবর্তী হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর লোপা ও নিপার মাঝে আদর্শগত ভিন্নতা রয়েছে? তোমার মতামত বিশ্লেষণ কর।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment