hsc পৌরনীতি ও সুশাসন ১ম পত্র সুশাসন এমসিকিউ,সুশাসন অধ্যায়-০২ mcq এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র,সুশাসন অধ্যায়-০২ mcq, বহুনির্বাচনী hsc পৌরনীতি ও সুশাসন ১ম পত্র সুশাসন অধ্যায়-০২,
hsc পৌরনীতি ও সুশাসন ১ম পত্র সুশাসন এমসিকিউ ২০২৪
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বহুনির্বাচনী সুপার সাজেশন ২০২৪ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৪ এর সিলেবাস অনুযায়ী] পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (সুশাসন, অধ্যায়-০২) সৃজনশীল ও বহুনির্বাচনি সুপার সাজেশন ২০২৪ |
২০২৪ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
সুশাসন অধ্যায়-০২ mcq এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ২০২৪
অধ্যায় ২
১. ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
ক. ১০ এপ্রিল খ. ১২ এপ্রিল
গ. ১৭ এপ্রিল ঘ. ১৯ এপ্রিল
২. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. তাজউদ্দীন আহমদ
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. এম মনসুর আলী
ঘ. এ এইচ এম কামারুজ্জামান
৩. বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে মর্যাদা দেওয়া হয়?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৫৪ সালে
৪. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসন লাভ করে?
ক. ১৬০ খ. ১৬৭
গ. ১৬৯ ঘ. ১৭০
৫. ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?
ক. নৌকা খ. শাপলা
গ. লাঙল ঘ. দাঁড়িপাল্লা
৬. মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য ছিল—
i. গণতন্ত্র
ii. স্বাধীনতা
iii. সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে?
ক. ইস্কান্দার মির্জা খ. আইয়ুব খান
গ. ইয়াহিয়া খান ঘ. টিক্কা খান
৮. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
ক. ১ মার্চ ১৯৭১ খ. ২ মার্চ ১৯৭১
গ. ৩ মার্চ ১৯৭১ ঘ. ৪ মার্চ ১৯৭১
৯. ঐতিহাসিক ছয় দফা উত্থাপিত হয় কত সালে?
ক. ১৯৬৬ খ. ১৯৬২
গ. ১৯৫৮ ঘ. ১৯৫৬
১০. পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় কত সালে?
ক. ১৯৫৪ খ. ১৯৫৬
গ. ১৯৬২ ঘ. ১৯৬৬
১১. পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন—
ক. ইস্কান্দার মির্জা খ. ফিরোজ খান নুন
গ. আইয়ুব খান ঘ. ইয়াহিয়া খান
১২. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন সংস্থা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক. UNHCR খ. UNESCO
গ. UNICEF ঘ. UNFPA
১৩. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে চিহ্নিত করা যায় কোনটিকে?
ক. পলাশী যুদ্ধ
খ. বঙ্গভঙ্গ
গ. অসহযোগ আন্দোলন
ঘ. ছয় দফা দাবি
১৪. কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ গঠিত হয়?
ক. অধ্যাপক আবুল কাশেম
খ. অধ্যাপক ইউসুফ
গ. অধ্যাপক এমাজউদ্দীন আহমদ
ঘ. অধ্যাপক মনিরুজ্জামান
১৫. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটি?
ক. ভাষা খ. ধর্ম
গ. ইতিহাস ঘ. ঐতিহ্য
১৬. কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা করা হয়েছিল?
ক. ১৯৬২ খ. ১৯৬৫
গ. ১৯৬৬ ঘ. ১৯৬৮
১৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গন কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
ক. ১০ খ. ১১
গ. ১২ ঘ. ১৩
১৮. বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটি?
ক. ভাষা আন্দোলন
খ. ১৯৪৭ সালের দেশ বিভাগ
গ. গণ–অভ্যুত্থান
ঘ. মুক্তিযুদ্ধ
১৯. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনের ফলাফল—
i. যুক্তফ্রন্ট জয়লাভ করে
ii. মুসলিম লিগ জয়লাভ করে
iii. নৌকা প্রতীক ব্যাপক পরিচিতি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. ১৯৬৯–এর গণ–অভ্যুত্থানের কারণ হলো—
i. অর্থনৈতিক বৈষম্য
ii. ছয়–দফা আন্দোলনের প্রভাব
iii. ছাত্রসমাজের ১১ দফা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.খ ৯.ক ১০.খ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.খ ২০.ঘ
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
সুশাসন অধ্যায়-০২ mcq ২০২৪
পৌরনীতি ১ম পত্র এমসিকিউ সাজেশন ২০২৪
পৌরনীতি ১ম পত্র – ১ম অধ্যায়: পৌরনীতি ও সুশাসন পরিচিতি এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ২য় অধ্যায়: সুশাসন এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৩য় অধ্যায়: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৪র্থ অধ্যায়: ই-গভর্নেন্স ও সুশাসন এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৫ম অধ্যায়: নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৬ষ্ঠ অধ্যায়: রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৭ম অধ্যায়: সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৮ম অধ্যায়: জনমত ও রাজনৈতিক সংস্কৃতি এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৯ম অধ্যায়: জনসেবা ও আমলাতন্ত্র এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ১০ম অধ্যায়: দেশ প্রেম ও জাতীয়তা এমসিকিউ সাজেশন
বহুনির্বাচনী hsc পৌরনীতি ও সুশাসন ১ম পত্র সুশাসন অধ্যায়-০২ ২০২৪
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
নৈবিত্তিক প্রশ্নের উত্তর hsc পৌরনীতি ও সুশাসন ১ম পত্র সুশাসন অধ্যায়-০২ ২০২৪
HSC /Alim Common Suggestion 2024
আজকের সাজেশস: এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র সুশাসন অধ্যায়-০২ কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর ২০২৪
পৌরনীতি ১ম পত্র সৃজনশীল সাজেশন ২০২৪
পৌরনীতি ১ম পত্র – ১ম অধ্যায়: পৌরনীতি ও সুশাসন পরিচিতি সৃজনশীল সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ২য় অধ্যায়: সুশাসন সৃজনশীল সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৩য় অধ্যায়: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য সৃজনশীল সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৪র্থ অধ্যায়: ই-গভর্নেন্স ও সুশাসন সৃজনশীল সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৫ম অধ্যায়: নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার সৃজনশীল সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৬ষ্ঠ অধ্যায়: রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন সৃজনশীল সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৭ম অধ্যায়: সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ সৃজনশীল সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৮ম অধ্যায়: জনমত ও রাজনৈতিক সংস্কৃতি সৃজনশীল সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৯ম অধ্যায়: জনসেবা ও আমলাতন্ত্র সৃজনশীল সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ১০ম অধ্যায়: দেশ প্রেম ও জাতীয়তা সৃজনশীল সাজেশন
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও