Introduction to Political Theory Honors 1st Year Exam Suggestion PDF, Honors Introduction to Political Theory Suggestion PDF Download

Introduction to Political Theory Honors 1st Year Exam Suggestion PDF, Honors Introduction to Political Theory Suggestion PDF Download

Introduction to Political Theory Honors 1st Year Exam Suggestion PDF, Honors Introduction to Political Theory Suggestion PDF Download, PDF Download Introduction to Political Theory Honors 1st Year suggestion,

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Introduction to Political Theory] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : সমাজিবিজ্ঞান/বাংলা/ ইংরেজি সহ সকল বিভাগের
Subject Code: 211909
2025 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

PDF Download রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন,

রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. “রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান” উক্তিটি কার?
অথবা, রাষ্ট্রবিজ্ঞানকে ‘সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান’ (Matter of science) হিসেবে আখ্যা দিয়েছেন কে?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞান হল সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান উক্তিটি অ্যারিস্টটলের।

২. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
অথবা, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটলকে।

৩. ঐতিহাসিক পদ্ধতির প্রবর্তক কারা?
অথবা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়নের ঐতিহাসিক পদ্ধতির দুজন প্রবক্তার নাম লেখ।
উত্তর: ঐতিহাসিক পদ্ধতির প্রবর্তক জে. এস. মিল, কার্ল মার্কস, ফ্রিম্যান, সিলি প্রমুখ।

৪. রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর: রাষ্ট্রের উপাদান চারটি।

৫. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব।

৬. ‘সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা।’- এটি কার উক্তি?
উত্তর: ‘সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা।’- এটি উইলোবির উক্তি।

৭. ‘রাষ্ট্র’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: ‘রাষ্ট্র’ শব্দটি নিকোল ও ম্যাকিয়াভেলি ব্যবহার করেন।

৮. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?
উত্তর: রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্তের সঠিক মতবাদ ঐতিহাসিক বা বিবর্তন মূলক মতবাদ।

৯. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয় কখন?
অথবা, কখন ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল?
উত্তর: ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয় ১৬৮৮ খ্রিস্টাব্দে।

১০. জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ও ব্যক্ত করেন?
উত্তর: জন অস্টিন ‘Lectures On jurisprudence’ গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন।

১১. আইনের তিনটি উৎস উল্লেখ কর।
উত্তর: আইনের তিনটি উৎস হলো- ১. প্রচলিত প্রথা, ২. বিচারকের রায় ও ৩. আইনের বিভাগ।

১২. স্বাধীনতার তিনটি রক্ষাকবচ উল্লেখ কর।
উত্তর স্বাধীনতার তিনটি রক্ষাকবচ হলো- ১. গণতন্ত্র, ২. আইনের শাসন, ৩. স্বাধীন বিচারবিভাগ।

১৩. “সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন।”— উক্তিটি কার?
উত্তর: “সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থনীন।” উক্তিটি ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাঁক রুশোর।

১৪. অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
উত্তর: অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হল আইন।

১৫. ‘Natus’ শব্দের অর্থ কি?
উত্তর: ‘Natus’ শব্দের অর্থ জন্ম বা বংশ।

১৬. জাতীয়তাবাদ কি?
উত্তর: জাতীয়তাবাদ একটি রাজনৈতিক মতাদর্শ।

১৭.’The Ruling Class গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: গ্রন্থটির রচয়িতা গেইটানো মসকা।

১৮. ‘Political Parties’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Political Parties’ গ্রন্থটির রচয়িতা রবার্ট মিশেলস।

১৯. ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে?
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা মন্টেস্কু।

২০. আমলাতন্ত্রের জনক কে?
অথবা, আদর্শ আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

২১. আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: আমলাতন্ত্রের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- ১. পদসোপান নীতি ও ২. লালফিতার দৌরাত্ম্যে।

২২. সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল এরা কোন যুগের দার্শনিক?
অথবা, অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক ছিলেন?
উত্তর: সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল এরা প্রাচীন যুগের দার্শনিক ছিলেন।

২৩. প্লেটো একাডেমী প্রতিষ্ঠা করেন কত সালে?
উত্তর: প্লেটো একাডেমী প্রতিষ্ঠা করেন ৩৮৭ খ্রিস্টপূর্বাব্দে

২৪. “Virtue is Knowledge.”-উক্তিটি কার?
উত্তর: “Virtue is Knowledge.”- উক্তিটি সক্রেটিসের।

২৫. “The Republic” গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: “The Republic” গ্রন্থটির লেখক প্লেটো।

২৬. অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি?
উত্তর: অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম লাইসিয়াম।

২৭. অ্যারিস্টোটলের মতে উত্তম সরকার কোনটি?
উত্তর: অ্যারিস্টোটলের মতে উত্তম সরকার ‘পলিটি’ বা মধ্যতন্ত্র।

২৮. “মধ্যযুগ অরাজনৈতিক।”— উক্তিটি কার?
উত্তর: “মধ্যযুগ অরাজনৈতিক”।— উক্তিটি অধ্যাপক ডানিং এর।

২৯. ‘The Politics’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘The Politics’ গ্রন্থের রচয়িতা এরিস্টটল।

৩০. দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: দুই তরবারি তত্ত্বের প্রবক্তা সেন্ট অগাস্টিন।

৩১. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
অথবা, কাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়?
উত্তর: মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।

৩২. লকের মধ্যে সম্মতি কত প্রকার?
উত্তর: লকের মতের সম্মতি দুই প্রকার। যথা- ১. প্রকাশ্য সম্মতি ও ২. অপপ্রকাশ্য বা মৌন সম্মতি।

৩৩.’The Prince’ গ্রন্থটির কে লিখেছেন?
উত্তর: ‘The Prince’ গ্রন্থটির লিখেছেন নিকোলো ম্যাকিয়াভেলি।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা কর
২. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দেখাও।
৩. রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক কি?
৪. উত্তম সংবিধান বলতে কি বুঝ?
৫ উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কি?

৬. যুক্ত রাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা কি?
৭. সার্বভৌমত্ব কি?
৮ অধিকার ও কর্তব্যর মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৯. জাতীয় ও জাতীয়তা কি?
১০ জাতীয় ও জাতীয়তার পার্থক্য কি?

১১. রাজনৈতিক সংস্কৃতির উপাদান গুলো আলোচনা কর।
১২ রাজনৈতিক এলিট কি?
১৩ এলিট আবর্তন কি?
১৪ প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী উল্লেখ কর।
১৫. প্লেটোর ন্যায়তত্ত্ব কি?

১৬ দাস প্রথার পক্ষে এরিস্টটলের যুক্তিগুলো কি কি?
১৭ এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ আলোচনা কর।
১৮ মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক যুগ উক্তিটি ব্যাখ্যা কর।
১৯. সেন্ট অগাস্টিনের ন্যায়ধর্ম ও শান্তি তত্ত্বটি আলোচনা কর।
২০. সেন্ড টমাস একুইনাসের আইনের শ্রেণীবিভাগ কর।

২১ ম্যাকিয়াভেলিবাদ কি?
২২. মেকিয়াভেলি বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদণ্ড কি?
২৩ “জীবন বিশ্রী, পাশবিক ও সাময়িক।” হবসের এই উক্তিটির সংক্ষেপে পর্যালোচনা কর।
২৪ জন লকের প্রকৃতির রাজ্য সম্পর্কে ধারণা সংক্ষেপে আলোচনা কর।

২৫ জন লকের সম্মতি তত্ত্ব আলোচনা কর।
অথবা, জন লকের সম্মতি তথ্য সম্পর্কে আলোচনা কর।
২৬. রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য কি?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর।
২. রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. আধুনিক রাষ্ট্রের কার্যাবলী আলোচনা কর।
৪. বর্তমানে সকল রাষ্ট্রের আইন সবার ক্ষমতা হ্রাস পাচ্ছে আলোচনা কর।
৫ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য আলোচনা কর।

৬. আইনের সংজ্ঞা দাও। আইনের উৎস সমূহ কি কি?
৭. স্বাধীনতার রক্ষাকবচ সমূহ আলোচনা কর।
৮. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।।
৯. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
১০. প্লেটোর আদর্শ রাষ্ট্রের ‘শিক্ষাব্যবস্থা’ সম্পর্কে আলোচনা কর।
১১. প্লেটোর ন্যায়বিচার তত্ত্বটি আলোচনা কর।
১২ রাষ্ট্রচিন্তায় এরিস্টটলের অবদান আলোচনা কর।

১৩. ইউরোপের মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক উক্তিটি পরীক্ষা কর।
১৪. সেন্ট থমাস একুইনাসের আইন তত্ত্বটি বর্ণনা কর।
১৫. ম্যাকিয়েভেলির ধর্ম নৈতিকতা ও রাজনৈতিক রাজনীতির পৃথকীকরণ সম্পর্কে আলোচনা কর।
১৬. মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।
১৭. রাষ্ট্র দর্শনের জন লকের অবদান আলোচনা কর।
১৮. রুশোকে কেন সর্বান্ত্বকবাদী দার্শনিক বলা হয়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর PDF Download রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন,

Honors 1st year Common Suggestion 2025

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

বিষয়: রাজনৈতিক তত্ব পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ

বিষয়_রাজনৈতিক_তত্ত্ব_পরিচিতি_২১১৯০৯

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। রাষ্ট্রের উপাদান কয়টি?

উঃ ৪ টি।

২। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উঃ এরিস্টটল।

৩। মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?

উঃ একুইনাসকে।

৪। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

উঃ মন্টেস্কু।

৫। “মধ্যযুগ অরাজনৈতিক” – উক্তিটি কার?

উঃ অধ্যাপক ডানিং এর।

৬। “The Prince” গ্রন্থটি কে লিখেছেন?

উঃ ম্যাকিয়াভেলি।

৭। “Political Science begins and ends with the state” কে বলেছেন?

উঃ অধ্যাপক গার্নার।

৮। “The Republic” গ্রন্থটির লেখক কে?

উঃ প্লেটো।

৯। “Virtue is knowledge” উক্তিটি কার?

উঃ সক্রেটিস।

১০। “The Leviathan” গ্রন্থটির লেখক কে?

উঃ হবসের।

১১। “Two Treaties on Civil Government” গ্রন্থটির লেখক কে?

উঃ জন লক।

১২। কখন “গৌরবময় বিপ্লব” হয়েছিল?

উঃ ১৬৮৮ সালে।

১৩। “রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান” উক্তিটি কার?

উঃ এরিস্টটল।

১৪। রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়নের দুটি পদ্ধতির নাম লিখ।

উঃ তুলনামূলক ও মনস্তাত্ত্বিক পদ্ধতি।

১৫। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

উঃ সার্বভৌমত্ব।

১৬। সরকারের অঙ্গ কয়টি ও কি কি?

উঃ তিনটি। যথা, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

১৭। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?

উঃ নির্বাচকমণ্ডলী।

১৮। সংসদীয় পদ্ধতির সরকার প্রধান কে?

উঃ প্রধানমন্ত্রী।

১৯। রাষ্ট্রের উতপত্তি সংক্রান্ত দুটি মতবাদ লিখ।

উঃ সামাজিক ও ঐতিহাসিক মতবাদ।

২০। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তা কে?

উঃ জন অস্টিন।

২১। আইনের দুটি উতসের নাম লিখ।

উঃ ধর্ম, আইনসভা, প্রচলিত রীতিনীতি, বিজ্ঞানসম্মত আলোচনা, সংবিধান, ইত্যাদি।।

২২। স্বাধীনতার তিনটি রক্ষাকবচের নাম লিখ।

উঃ আইনের অনুশাসন, বিচার বিভাগীয় স্বাধীনতা ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ।

২৩। “Demos or Natio ” শব্দের অর্থ কি?

উঃ জনগণ অথবা, জন্ম বা বংশ।

২৪। জাতীয়বাদের দুটি উপাদানের নাম লিখ।

উঃ ভৌগলিক ঐক্য, বংশগত ঐক্য।

২৫। আমলাতন্ত্রের জনক কে?

উঃ ম্যাক্সওয়েবার।

২৬। প্লেটোর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম কি ছিল?

উঃ একাডেমি। (Academy)

অথবা, “Academy” কি? কে প্রতিষ্ঠা করেন,

উঃ প্লেটো, প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান।

২৭। এরিস্টটল স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কি ছিল?

উঃ “লাইসিয়াম” (Lyceum)

২৮। “The Politics” গ্রন্থটির রচয়িতা কে?

উঃ এরিস্টটল।

২৯। এরিস্টটলের মতে, উত্তম সরকার কোনটি?

উঃ পলিটি (Polity)

৩০। আধুনিক বা সংসদীয় গণতন্ত্রের জনক কে?

উঃ জন লোক।

#খ_বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক কি? ১০০%

২। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা কর। ১০০%

৩। জাতি, জাতীয়তা, জাতীয়তাবাদ কি? ১০০%

৪। প্লেটোর দার্শনিক রাজার গুণাবলি উল্লেখ কর। ১০০%

৫। দাসপ্রথার পক্ষে এরিস্টোটলের যুক্তিগুলো কি কি? ১০০%

৬। ম্যাকিয়াভেলি বর্ণিত “নৈতিকতার দ্বৈত মানদণ্ড” কি? ১০০%

৭। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%

৮। আইন কি? মানুষ আইন মান্য করে কেন? ৯৯%

৯। রুশোর “সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য কি? ১০০%

১০। জন লকের প্রকৃতির রাজ্য সম্পর্কে ধারণা সংক্ষেপে আলোচনা কর। ৯৯%

১১। জন লকের সম্পত্তি তত্ত্ব আলোচনা কর। ৯৯%

১২। প্লেটোর সাম্যবাদ কি? প্লেটোর আদর্শ রাষ্ট্র কি? ৯৯%

১৩। রাষ্ট্র ও সরকারের সম্পর্ক কি? অথবা রাষ্ট্র ও সমাজের সম্পর্ক কি? ৯৮%

১৪। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দেখাও। ৯৮%

১৫। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ও কল্যাণমূলক রাষ্ট্র কি?৯৭%

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

#গ_বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর। ১০০%

২। স্বাধীনতা কি? স্বাধীনতার রক্ষাকবচ সমূহ আলোচনা কর। ১০০%

৩। রাষ্ট্রের উতপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি বিশ্লেষণ কর। ১০০%

৪। আইনের সংজ্ঞা দাও। আইনের উতসসমূহ কি কি? আলোচনা কর। ১০০%

৫। রুশোর “সাধারণত ইচ্ছা” তত্ত্বটি সমালোচনাসহ আলোচনা কর। ১০০%

৬। সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলোচনা কর। ১০০%

৭। প্লেটোর “ন্যয় বিচার তত্ত্বটি ” আলোচনা কর। ১০০%

৮। রাষ্ট্রচিন্তায় এরিস্টোটলের অবদান আলোচনা কর। ৯৯%

৯। রাষ্ট্রদর্শনে জন লকের অবদান আলোচনা কর। ৯৯%

অথবা, জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর। ৯৯%

১০। সার্বভৌমত্ব কি? “জাতীয়তাবাদ আধুনিক সভ্যতার জন্য হুমকিস্বরূপ” – ব্যাখ্যা কর। ১০০%

১১। ধর্ম, নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা আলোচনা কর। ৯৯%

১২। দাস প্রথা সম্পর্কে এরিস্টোটলের ধারণা আলোচনা কর। তুমি কি তাঁর ধারণার সাথে একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদর্শন কর। ৯৮% 

১৩। সেন্ট টমাস একুইনাসের আইন তত্ত্বটি আলোচনা কর। ৯৮%

১৪। আমলাতন্ত্র কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর। ৯৮%

১৫। রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৭%

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ক বিভাগ 

  • Fedus শব্দের অর্থ কি?
  • উওর: সন্ধি বা মিলন
  • সরকারের  অঙ্গসমুহ লেখ?
  • উওর: আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ 
  • Natio শব্দের অর্থ কী?
  • উওর: জন্ম বা বংশ 
  • সংসদীয় সরকার  ব্যবস্হার প্রধাণ কে?
  • উওর: প্রধানমন্ত্রী৷
  • Consitution is the way of life the state has chosen for itself.
  • উওর: গ্রিক দার্শনিক এরিস্টটলের 
  • The Rulling Class গ্রহন্হটির রচয়িতা কে?
  • উওর: Gaetano Mosca 
  • ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
  • উওর: 1789 সালে 
  • polis শব্দের অর্থ কি?
  • উওর: polis শব্দের অর্থ City state বা নগর রাষ্ট্র

খ ও গ বিভাগ 

  • রাষ্ট্রবিজ্ঞান কে সর্বশ্রেষ্ট বিজ্ঞান হিসাবে আখ্যা দিয়েছেন কে?
  • এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞান কে সর্বশ্রেষ্ট বিজ্ঞান হিসাবে আখ্যা দিয়েছেন ৷
  • আমলা তন্ত্রের জনক কে?
  • আমলা তন্ত্রের জনক ম্যাক্রওয়েবার 
  • The politics গ্রন্হের রচয়িতা কে?
  • এরিস্টটল ৷
  • আধুনীক গনতনন্ত্রের জনক কে?
  • জন লককে আধুনীক গনতনন্ত্রের জনক বলা হয়
  • প্লেটোর শিক্ষা ব্যবস্হায় কয়টি স্তর ছিল?
  • প্লেটোর শিক্ষা ব্যবস্হায় কয়টি স্তর ছিল দুটি৷
  • এরিস্টটলের বিখ্যাত গ্রহন্হের নাম কি?
  • The politics 
  • প্লেটো এবং এরিস্টটল কোন যুগের দার্শনিক ছিলেন৷
  • প্রাচীন যুগের দার্শনিক 
  • polliical parts গ্রহন্হটির লেখক কে?
  • polliical parts গ্রহন্হটির লেখক Robert miches.
  • রাষ্টের উৎপওি সংক্রান্ত সঠীক মতবাদ কোনটি?
  • রাষ্টের উৎপওি সংক্রান্ত সঠীক মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ৷
  • রাষ্টের কোন ক্ষমতা হস্তান্তর যোগ্য নয়?
  • সার্বভৌম ক্ষমতা 
  • জন লকের মতে সম্মতি কয় প্রকার 
  • man is born free but everywhere he is in chainউক্তিটি কার?
  • রুশোর৷
  • আধুনীক রাষ্টবিজ্ঞানের জনক কে?
  • ম্যাকিয়াভেলি
  • আদর্শ আমলাতন্তন্ত্রের জনক কে?
  • ম্যাক্র ওয়েবার ৷
  • সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন উক্তিটি কার?
  • রুশোর৷
  • রাষ্টবিজ্ঞানের সংজ্ঞা দাও?
  • রাষ্ট ও সমাজের সম্পর্ক লিখ?
  • আইনের সংজ্ঞা দাও৷
  • মধ্যযুগের রাষ্টচিন্তায় বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর?
  • ম্যাকিয়াভেলীবাদ কী?
  • উগ্র জাতীয়তাবাদ কী?
  • রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা দাও?
  • আমলাতন্ত্রের সংজ্ঞা দাও?
  • রাজনৈতিক সংস্কৃতি কি?
  • এরিস্টটলের সরকারের শ্রেণি বিভাগ আলোচনা কর?
  • জন লককে আধুনীক গণতন্ত্রের জনক বলা হয় কেন?
  • সংসদীয় সরকারের বৌশিষ্ট্যসমূহ লিখ?
  • মানব প্রকৃতি টমাস হবস এর ধারনা  আলোচনা কর?
  • এলিট আবর্তন কি?
  • প্লেটোর সাম্যবাদ কি?
  • সেন্ট টমাস একুইনাসের  আইনের শ্রেণিবিভাগ কর?
  • রাষ্টবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক কি? 
  • সার্বভৌমত্বের সংজ্ঞা দাও?
  • জাতীয়তা একটি মানসিক অনুভূতি উক্তিটি ব্যাখ্যা কর?
  • এলিট আবর্তন কি?
  • প্লেটোর সাম্যবাদ কি?
  • সেন্টটমাস একুইনাসের আইনের শ্রেণিবিভাগ কর?
  • ম্যাকিয়াভেলিবাদ কি?

অনার্স ১ম বর্ষের রাজনৈতিক তত্ব পরিচিতি সাজেশন, রাজনৈতিক তত্ব পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ , honors 1st year Introduction to political theory suggestion

  • রাষ্টবিজ্ঞান কি?রাষ্টবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা কর?
  • রাষ্টের উৎপওি সংক্রান্ত সমাজিক চুক্তি মতবাদটি বিশ্লেষণ কর?
  • আইন বলতে কি বুঝ? আইনের উৎসসমূহ আলোচনা কর?
  • প্রত্যেক রাষ্টই এর প্রদও অধিকারের দ্বাড়া পরিচিতি লাভ করে উক্তিটি ব্যাখ্যা কর?
  • রিপাবলিক এ বর্ণিত প্লেটোর আদর্শ রাষ্টের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?
  • সংক্ষেপে এরিস্টটলের  বিপ্লবের কারণ ও প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর?
  • সেন্ট অগাস্টিনের রাষ্টদর্শন আলোচনা কর?
  • জন লক কে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর?
  • বর্তমানে সকল রাষ্টের আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে আলোচনা কর?
  • আধুনীক গণতান্ত্রিক রাষ্টে বিরোধীদলের ভূমিকা আলোচনা কর?
  • নির্বাকচ মন্ডলী কি? আধুনীক গণতান্ত্রিক রাষ্টে এর ভূমিকা আলোচনা কর?
  • আধুনীক গণতান্ত্রিক রাষ্টে  আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর?
  • মেকিয়াভেলীবাদ কি? মেকিয়াভেলীকে আধুনীক রাষ্টবিজ্ঞানের জনক বলা হয় কেন আলোচনা কর?
  • এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও প্রতিরোধের উপায় সমূহ কি কি?
  • রিপাবলিকে বর্ণিত প্লেটোর আদর্ণ রাষ্টের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?
  • জন অস্টিনের সার্বভৌমত্ব তত্ব  বর্ণনা কর?
  • আমলা তন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?
  • রাষ্টচিন্তার ম্যাকিয়াভেলীর অবদান আলোচনা কর?
  • মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর PDF Download রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন,

Honors 1st year Common Suggestion 2025

Introduction to Political Theory Honors 1st Year Exam Suggestion PDF, Honors Introduction to Political Theory Suggestion PDF Download, PDF Download Introduction to Political Theory Honors 1st Year suggestion,

Leave a Comment