Jomir khajna Online Payment, জমির খাজনা পরিশোধের নিয়ম,জমির খাজনা,জমির খাজনা কিভাবে দিতে হয়

ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা দেওয়ার জন্য আপনাকে এখন ভূমি অফিসে vumi office যেতে হবে না। বর্তমানে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে জমির খাজনা বা Land tax পরিশোধ করতে পারবেন খুব সহজে।

Jomir khajna Online Payment, জমির খাজনা পরিশোধের নিয়ম,জমির খাজনা,জমির খাজনা কিভাবে দিতে হয়

অনলাইনে eporcha খাজনা পরিশোধে যে ডকুমেন্ট লাগবে । নিম্নলিখিত প্রমাণকসমূহ যথাঃ
১. খতিয়ানের কপি,
২. পূর্ববর্তী দাখিলার কপি,
৩. জাতীয় পরিচয়পত্র এবং
৪. মোবাইল নাম্বার;

কিভাবে আপনারা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে ভূমি উন্নয়ন কর বা খাজনা অনলাইনের দাখিল করবেন তার নিয়মাবলি ও সম্পুর্ণ গাইড ধাপে ধাপে এই আর্টিকেলে সহজ ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশাকরি এরপর থেকে ভূমি উন্নয়ন কর দিতে আপনাদের কোন সমস্যা হবে না।

জমির খাজনা কি?

বাংলাদেশের সীমানার মধ্যে অবস্থিত প্রতি বর্গমিটার জমির জন্য নির্ধারিত হারে সরকারকে একটি কর পরিশোধ করতে হয়। এই করের অর্থ ভূমি মন্ত্রণালয় সহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় হয়।

এই রীতি সারা পৃথিবীর প্রায় সকল দেশে বহুকাল থেকে প্রচলিত আছে। আমাদের ভারববর্ষে জমিদারের আমলে জমিদাররা প্রজাদের কাছ থেকে জমির খাজনা আদায় করতো।

বাংলাদেশ ভূখণ্ড সৃষ্টির পরে ১৯৭৬ সাল পর্যন্ত এটা জমির খাজনা প্রচলিত ছিল। তবে ১৯৭৬ সালে “ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ” জারি হওয়ার পর থেকে এটাকে ভূমি উন্নয়ন কর হিসেবে নামকরণ করা হয়।

তবে দেশের অনেকেই এখনও এটাকে খাজনা হিসেবেই উচ্চারণ করে থাকেন। এবার আসুন জেনে নিই কিভাবে অনলাইন জমির খাজনা দেওয়া যায়।

জমির খাজনা দিতে কি কি কাগজ লাগে ২০২৫

আমার ধারণা, ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি সম্পর্কে জানার আগে অনেকের মধ্যেই এই প্রশ্নটি সৃষ্টি হয়েছে। সেজন্য মূল আলোচনায় যাওয়ার আগে এখানে এই প্রশ্নের উত্তরটা জানিয়ে দিতে চাই।

জমির খাজনা বা কর দিতে প্রয়োজনীয় কাগজপত্র:

  • জমির মালিক অথবা তাঁর উত্তরাধিকারের জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নাম্বার
  • নামজারি খতিয়ান অথবা পূর্ববর্তী কোনো সালে কর পরিশোধের রশিদ
  • জমির অবস্থান অনুযায়ী জেলা, উপজেলা, মৌজা ও হোল্ডিং নাম্বার

এছাড়া সকল কাজ যেহেতু অনলাইনে সম্পন্ন করতে হবে সেহেতু একটি স্মার্টফোন অথবা কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে।

অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম ২০২৫

এবার আসুন অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি কি তা জেনে নিই। এর আগে একটা বিষয় পরিষ্কার করে জানানো প্রয়োজন।

বর্তমানে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়ার নিয়ম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়। এবং কর প্রদানের পরে অনলাইন থেকেই স্বয়ংক্রিয়ভাবে একটি রশিদ জেনারেট হয়। তাই আপনাকে ভূমি অফিসের কোনো কর্মকর্তা যদি ম্যানুয়াল বা হাতে লেখা রশিদ প্রদান করে জানায় যে কর পরিশোধিত হয়েছে তাহলে তাকে বিশ্বাস করবে না।

জমির খাজনা দিতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:

ধাপ-১: ভূমি উন্নয়ন কর একাউন্ট রেজিস্ট্রেশন করা ২০২৫

প্রথমেই জমির মালিককে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য ও একটি সচল মোবাইল নাম্বার দিয়ে ভূমি উন্নয়ন কর অনলাইনে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।

যদি জমির মালিক মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে মালিকের উত্তরাধিকার সূত্রে যারা জমির মালিকানা পাবে তাদের যেকারো জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করা যাবে।

একাউন্ট রেজিস্ট্রেশন করতে ldtax.gov.bd ওয়েবসাইটের এই লিংকে যেতে হবে। এরপরে মালিকের বা উত্তরাধিকারের মোবাইল নাম্বার ও ক্যাপচা ইনপুট করে ‘পরবর্তী পদক্ষেপ’ বাটনে ক্লিক করতে হবে।

একাউন্ট রেজিস্ট্রেশন

এ পর্যায়ে আপনার মোবাইলে যাওয়া ওটিপি (One Time Password) লিখে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করতে হবে।

এবার যে পেইজটি আসবে সেখানে আপনার একাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে। পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড লিখে এবং ক্যাপচা পূরণ করে ‘সংরক্ষণ করুন’ বাটনে ক্লিক করতে হবে।

পাসওয়ার্ড সেটাপ

আপনার একাউন্ট রেজিস্ট্রেশন আংশিক সম্পন্ন হয়েছে। এটা সম্পূর্ণ করতে পরবর্তী ধাপ লক্ষ্য করুন।

ধাপ-২: একাউন্টে লগ ইন

পাসওয়ার্ড সেটাপ করা হয়ে গেলে এই লিংকে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ও ক্যাপচা লিখে লগিন করুন।

একাউন্ট সম্পূর্ণ করতে এবং জমির খাজনা পরিশোধ করতে প্রোফাইল ১০০% সম্পন্ন করতে হবে। এজন্য দুটো কাজ করতে হবে। প্রথমটি হলো জাতীয় পরিচয়পত্র ভেরিফাই এবং দ্বিতীয়টি হলো খতিয়ান/দাখিলা সংযুক্ত।

জাতীয় পরিচয়পত্র যাচাই

জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে মেনুবার থেকে ‘এনআইডি ভেরিফাই’ অপশনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার কাছে জাতীয় পরিচয়পত্রের তথ্য জানতে চাওয়া হবে সেগুলো পূরণ করে ‘যাচাই ও হালনাগাদ করুন’ বাটনে ক্লিক করবেন।

ধাপ ৩- খতিয়ান যুক্ত করতে হবে

 পরবর্তী ধাপে আপনাকে খতিয়ান যুক্ত করতে হবে। আপনি যে জমির কর দিতে চান সেটার e khatian যুক্ত করুন। খতিয়ান যুক্ত করতে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নম্বর ও খতিয়ানের স্ক্যানকপি বা ফটো লাগবে। (সর্বাধিক ফাইলের আকার 1MB মধ্যে দিতে হবে, ফাইল টাইপ: jpeg, png, gif, pdf)

খতিয়ান যুক্ত করতে আপনাকে নিচের তথ্য গুলো প্রদান করতে হবে-

  1. বিভাগ নির্বাচন
  2. জেলা নির্বাচন
  3. উপজেলা নির্বাচন
  4. মৌজা নির্বাচন
  5. সর্বশেষ খতিয়ান (এখানে আপনার আরএস খতিয়ান নম্বরটি লিখবেন)
  6. হোল্ডিং নং (যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই)
  7. সংযুক্তি (এইখানে আপনার জমির খতিয়ান এর কপিটি আপলোড করতে হবে, মোবাইলে ছবি তুলেও তা আপলোড করতে পারেন।
  8.  মালিকের ধরন (নিজের নামে থাকলে নিজ অথবা যার জমি তার ওয়ারিশ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সিলেক্ট করবেন)।

আপনি যদি উত্তরাধিকারী হিসেবে খতিয়ান যুক্ত করতে পারেন। যেমনঃ আপনার পিতা -মাতার, স্বামী-স্ত্রীর জমির কর আপনি দিতে পারবেন উত্তরাধিকারী হিসেবে । যদি তারা জীবিত থাকে তবে তাদের NID card দিয়েই নাগরিক নিবন্ধন করা ভালো হবে।

খতিয়ান সংযুক্ত করা

সেই সাথে জমির খতিয়ান নাম্বারটিও লিখতে হবে। আর যদি হোল্ডিং নাম্বার জানা থাকে তাহলে লিখবেন অন্যথায় এটি ফাঁকা রাখা যাবে।

সংযুক্তির ‘Choose File’ বাটনে ক্লিক করে আপনার খতিয়ান বা দাখিলার ছবিটি নির্বাচন করবেন। এখানে শুধু jpeg, jpg ও pdf ফাইল আপলোড করা যাবে।

সর্বশেষ মালিকানার ধরণ নির্বাচন করতে হবে। আপনি নিজেই জমির মালিক হয়ে থাকলে ‘নিজ নির্বাচন করুন’। আর জমির মালিক মারা গেলে ‘উত্তরাধীকার’ নির্বাচন করে ওয়ারিশ সনদ ও ওয়ারিশের তথ্য প্রদান করুন। 

সমস্ত তথ্য সঠিকভাবে লেখা হলে ‘সংরক্ষণ করুন’ বাটনে ক্লিক করতে হবে।

ldtax.gov.bd

এখন আপনার এই খতিয়ানটি উপজেলা ভূমি অফিসে প্রদান করা হবে। সেখানে দায়িত্বরত কর্মকর্তা সকল তথ্য যাচাই করে দেখবেন এবং জমির হোল্ডিং এন্ট্রি করবেন। এটি হতে মোটামুটি ২-৩ কর্মদিবস সময় লাগে।

জমির হোল্ডিং এন্ট্রি না হওয়া পর্যন্ত আপনি ভূমি উন্নয়ন কর জমা দিতে পারবেন না। তাই দুই-এক দিন অপেক্ষা করতে হবে।

ধাপ-৪: জমির খাজনা প্রদান

আপনার খতিয়ানটি অনুমোদিত হলে মেনুবার থেকে ‘হোল্ডিং’ অপশনে গিয়ে দেখতে পাবেন।

এখানে অনুমোদিত লেখার পাশে ‘বিস্তারিত’ বাটনে ক্লিক করুন। এবার আপনি জানতে পারবেন আপনার মোট কত টাকা কর বকেয়া রয়েছে, কত বছরের জন্য বকেয়া আছে ইত্যাদি।

ভূমি উন্নয়ন কর হার

অনলাইনে জমির খাজনা দিতে নিচে থাকা ‘অনলাইন পেমেন্ট’ বাটনে ক্লিক করুন।

জমির খাজনা দেওয়ার নিয়ম

অনলাইন পেমেন্ট নির্বাচন করলে অনেকগুলো মোবাইল ব্যাংকিং সার্ভিসের অপশন পাবেন। সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত মাধ্যমটি নির্বাচন করে ‘ই-পেমেন্ট করুন’ বাটনে ক্লিক করুন।

এপর্যায়ে আপনার মোবাইল ব্যাংকিংয়ের তথ্য ও পিন প্রদান করে খাজনার টাকা পরিশোধ করতে পারবেন।

ধাপ-৫: ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড

এতক্ষণে তো দেখলাম অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম সম্পর্কে। এবার ভূমি উন্নয়ন কর রশিদ ডাউনলোড করতে মেনুবার থেকে ‘দাখিলা’ অপশনে ক্লিক করবেন।

ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ ডাউনলোড

তারপরে বিস্তারিত বাটনে ক্লিক করলে রশিদের প্রিভিউ দেখতে পারবেন। চাইলে সেখান থেকে এটি প্রিন্ট দিতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন।

পরামর্শ থাকবে এই রশিদটি প্রিন্ট করে নিজের কাছে রাখবেন। বিভিন্ন প্রয়োজনে এটি কাজে লাগবে।

বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়?

বাংলাদেশে কৃষি জমির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়। কারো ২৫ বিঘার অধিক আবাদি জমি থাকলে অতিরিক্ত জমির জন্য ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে হবে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment