বিদেশে যাওয়ার জন্য অবশ্যই ভিসা আবেদন করতে হয়। আর ভিসা পাওয়ার জন্য অবশ্য আপনাকে মেডিকেল চেকআপ করতে হবে। যদি বিদেশ যাওয়ার জন্য আপনি মেডিকেল পরীক্ষা দিয়ে থাকেন তাহলে জেনে খুশি হবেন বর্তমানে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করা যায় এবং জানা যায়, মেডিকেল রিপোর্ট ফিট নাকি আনফিট।
medical report check, পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেক আপ জরুরী কারণ এটি নিশ্চিত করে যে আপনি বিদেশে বসবাস এবং কাজ করার জন্য শারীরিকভাবে সক্ষম। মেডিকেল চেক আপের মাধ্যমে আপনার স্বাস্থ্যের সাধারণ অবস্থা, কোনও সংক্রামক রোগের উপস্থিতি এবং কোনও নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ণয় করা হয়। এই তথ্যটি ভিসা আবেদন প্রক্রিয়ার অংশ হিসাবে জমা দিতে হয় এবং এটি বিদেশী সরকারগুলিকে নিশ্চিত করতে সাহায্য করে যে আপনি তাদের দেশে একটি বোঝা নন।
বিভিন্ন এজেন্সির মাধ্যমে মেডিকেল চেকআপ করানো যায়। আর মেডিকেল পরীক্ষা দেওয়ার কিছুদিন অপেক্ষা করার পরে মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া যায়। অনলাইন ফ্রি মেডিকেল রিপোর্ট চেক করার মাধ্যমে যদি আপনার রিপোর্ট FIT দেখতে পান সে ক্ষেত্রে অনায়াসে আপনি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন, আর যদি কোন কারনে আপনার মেডিকেল রিপোর্ট UNFIT দেখতে পান সে ক্ষেত্রে আপনাকে কি করনীয় তা নিচে আলোচনা করব।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
মেডিকেল রিপোর্ট চেক করতে হলে আপনি যে দেশের ভিসা আবেদন করেছেন সে দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটের মেডিকেল রিপোর্ট চেক পেজে ভিজিট করতে হবে। এরপরে জাতীয়তা বাংলাদেশী বাছাই করে আপনার মেডিকেল স্লিপ নম্বর কিংবা পাসপোর্ট নাম্বার প্রদান করে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
দেশ | বিস্তারিত |
---|---|
Saudi Arabia | মেডিকেল রিপোর্ট চেক সৌদি |
Malaysia | মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক |
Qatar | কাতার মেডিকেল রিপোর্ট চেক |
Oman | ওমান মেডিকেল রিপোর্ট |
Quate | কুয়েত মেডিকেল রিপোর্ট |
বিশেষ করে যার আরবিক অঞ্চল অর্থাৎ মিনা অঞ্চলে ভ্রমণ করবেন তাদের জন্য মেডিকেল রিপোর্ট যাচাই করার একটি ভিন্ন সার্ভার রয়েছে, প্রত্যেকটা দেশেরই এমন আলাদা আলাদা মেডিকেল রিপোর্ট দেখার জন্য ওয়েবসাইট রয়েছে। আপনি ঠিক কোন দেশের ভিসার জন্য মেডিকেল দিয়েছেন আপনাকে সেই কাঙ্খিত দেশের ওয়েবসাইটটি খুঁজে বের করতে হবে।
অথবা আপনি চাইলে যে এজেন্সির মাধ্যমে বাংলাদেশে বসে যেই মেডিকেল কিংবা ডায়াগনস্টিক এর মাধ্যমে আপনার মেডিকেল পরীক্ষা দিয়েছেন আপনি চাইলে উক্ত ডায়াগনস্টিক কিংবা মেডিকেলের ওয়েব সাইটে গিয়ে আপনার রিপোর্টটি চেক করতে পারবেন। অথবা সরাসরি মেডিকেলে উপস্থিত হয়ে রিপোর্ট সংগ্রহ করতে পারবেন।
মেডিকেল রিপোর্ট পরীক্ষা করার জন্য বাংলাদেশে স্বনামধন্য কিছু ডায়াগনস্টিক-
- রাজধানী ডিজিটাল মেডিকেল সার্ভিস
- সিলমুন ডায়াগনস্টিক সেন্টার
- নোভা মেডিকেল
- ক্যাথার্সিস মেডিকেল
- মীম মেডিকেল সেন্টার
- মেডিসন মেডিকেল
- আল হামাদ মেডিকেল
- আল হুমায়রা মেডিকেল
- পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড
২০২৪ মেডিকেল রিপোর্ট কি?
মেডিকেল রিপোর্ট হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে বুকের এক্স-রে, চোখ, কান, নাক ও গলা, অঙ্গপ্রত্যঙ্গ, হার্ট, ফুসফুস, পেট, লিম্ফ নোড এবং ত্বকের পরীক্ষা। বিভিন্ন ধরনের অত্যাধুনিক সরঞ্জামাদির মাদ্যমে একজন ব্যক্তির উপরে শারীরিক বা দৈহিক পরীক্ষা করা হয় এবং সবশেষে একটি একুরেট ফলাফল প্রদান করা হয় যাকে বলা হয় মেডিকেল রিপোর্ট।
যারা বিদেশ যেতে ইচ্ছুক বা বিদেশে ভ্রমণে আগ্রহী তাদেরকে অবশ্যই বিদেশের ভিসা পেতে হলে মেডিকেল চেকআপ করা বাধ্যতামূলক। আর আপনার যখন মেডিকেল চেকআপ FIT থাকবে তখন আপনি বৈদেশিক ভিসা পেতে পারেন।
মেডিকেল চেকআপ সাধারণত বিদেশে যাওয়ার জন্য ভিসা এপ্লাই এর পূর্বে করা হয়। বিভিন্ন দেশের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে মেডিকেল চেকআপের ক্ষেত্রে। সাধারণ ক্ষেত্রে প্রত্যেকটা দেশের মেডিকেল চেকআপের ধরনের সেইম।
আপনি যদি বিগত কয়েকদিনে মেডিকেল দিয়ে থাকেন তাহলে আপনি আপনার মেডিকেল রিপোর্ট যাচাই করতে পারেন খুব সহজেই, চলুন মেডিকেল রিপোর্ট যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
আপনি যে দেশে ভ্রমণ করতে চাচ্ছেন সেই দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকেই মেডিকেল রিপোর্ট চেক করা সম্ভব। এজন্য আপনাকে আপনার কাঙ্খিত দেশের ওয়েবসাইটটি খুঁজে বের করতে হবে এবং ভিজিট করতে হবে। এরপরে আপনার পাসপোর্ট অথবা মেডিকেল স্লিপ দিয়ে মেডিকেল রিপোর্ট যাচাই করতে পারবেন।
সাধারণত যারা আরব দেশে ভ্রমণ করতে চান অর্থাৎ মধ্যপ্রাচ্যের ৬ টি দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার কুয়েত, বাহরাইন, ওমান ভ্রমণে ইচ্ছুক, তাদের মেডিকেল রিপোর্ট একটিমাত্র ওয়েবসাইট থেকেই চেক করা সম্ভব।
যাকে বলা হয় ওয়াফিদ ( wafid medical report ) মেডিকেল রিপোর্ট বা জিসিসি মেডিকেল রিপোর্ট। আপনি যদি আরাবিয়ান দেশের জন্য মেডিকেল দিয়ে থাকেন তাহলে যেভাবে চেক করবেনঃ
মেডিকেল রিপোর্ট চেক করার জন্য ভিজিট করুন https://wafid.com/medical-status-search/ । এরপরে আপনার পাসপোর্ট নাম্বার অথবা জিসিসি মেডিকেল স্লিপ নাম্বার উল্লেখ করুন। সবশেষে ক্যাপচা এন্ট্রি করে Check বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার Medical Report দেখতে পাবেন।
মেডিকেল রিপোর্ট চেক FIT এবং UNFIT কি, এবং কেনো? করনীয় কি?
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেক আপের জন্য সাধারণত নিম্নলিখিত পরীক্ষাগুলি অন্তর্ভুক্ত থাকে
- শারীরিক পরীক্ষা
- রক্ত পরীক্ষা
- মূত্র পরীক্ষা
- বুকের এক্স-রে
- ইমিউনাইজেশন স্ট্যাটাস পরীক্ষা
যখন আপনি উক্ত পরীক্ষা গুলো পাস করে যাবেন তখন আপনাকে সম্পূর্ণরূপে রিপোর্ট FIT দেওয়া হবে, তারমানে আপনি ভিসার জন্য প্রস্তুত, আর উক্ত পরীক্ষাগুলোতে যদি একটি পরীক্ষাও আপনি ফেল করেন তাহলে আপনার রিপোর্ট নেগেটিভ অর্থাৎ UNFIT করে দেওয়া হবে, আর এটা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
আর যদি আপনার Medical Report Check স্ট্যাটাস হয় UNFIT তাহলে আপনার ভিসা বাতিল হতে পারে। আপনি কি পরিপূর্ণ সুস্থ সবল হয়ে পুনরায় মেডিকেল চেকআপ করে ভিসার জন্য এপ্লাই করতে হবে।
যেসব কারণে মেডিকেল রিপোর্ট UNFIT হয়
- হেপাটাইটিস বি
- এইচআইভি
- চর্মরোগ
- জন্ডিস
- হূদরোগ
- শ্বাসকষ্ট বা হাঁপানি
- গর্ভবতী মহিলা হলে ( দেশের উপর নির্ভর করে)
- কাঙ্খিত দেশের নিয়মের ক্ষেত্রে শরিরের অঙ্গ-প্রত্যঙ্গ ত্রুটি দেখা দোয়া ( সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
বিশেষ করে যারা আরবের দেশে ভ্রমণ করেছেন তাদের জন্য তথ্য হলো আপনারা আপনাদের মেডিকেল রিপোর্ট দেখার জন্য জিসিসি মেডিকেল অর্থাৎ গামকা মেডিকেল রিপোর্ট সেন্টারে প্রবেশ করবেন। এছাড়া অন্য কোন পদ্ধতি নেই
আজকের বিষয়: Medical report online check, Online free medical report check
মেডিকেল রিপোর্ট সংক্রান্ত প্রশ্ন সমূহ – FAQ
মেডিকেল রিপোর্ট ডাউনলোড কিভাবে করে?
ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে যদি মেডিকেল চেক করেন, সে ক্ষেত্রে ডাউনলোড করার কোন অপশন নেই যদি আপনার নির্ধারিত ডায়াগনস্টিক থেকে মেডিকেল চেক করেন সে ক্ষেত্রে CTRL + P প্রেস করে রিপোর্ট ডাউনলোড করতে পারবেন
পরীক্ষা দেওয়ার কতদিন পরে মেডিকেল রিপোর্ট আসতে পারে
পরীক্ষা দেওয়া সাধারণত সর্বনিম্ন ৭ দিনের পরে মেডিকেল রিপোর্ট অনলাইনে আসতে পারে, তবে এটি নির্ধারিত ভাবে বলা যাচ্ছে না।
রিপোর্ট নেগেটিভ আসলে পুনরায় কতদিন পর আবার পরীক্ষা দিতে পারব
আপনি আগে সুস্থ সবল হয়ে তারপর আবার পুনরায় পরীক্ষা দেবেন, সুস্থ হলে যে কোন সময় ভিসা আবেদনের পূর্বে আপনি স্থানীয় কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল পরীক্ষা দিতে পারেন।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট কিভাবে দেখবো?
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
ভিজিট করুন FOMEMA STATUS QUERY ওয়েব সাইটে
এর পরে No Passport অপশনে আপনার পাসপোর্ট নাম্বারটি টাইপ করুন
এরপরে সিলেকশন অপশন থেকে “Bangladesh” সিলেক্ট করুন
অনুসন্ধান করার জন্য একদম ডানপাশে Carian নামক লেখাতে ক্লিক করতে হবে।
তথ্য সঠিক থাকলে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট তথ্য পাবেন।
মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কত দিন থাকে?
মেডিকেল চেকআপের মেয়াদ তিন মাস পর্যন্ত থাকে । তিন মাসের মধ্যে মেডিকেল চেকআপ না করলে বাতিল হয়ে যায় । মেডিকেল চেকআপের রিপোর্ট জমা করলে , তারপর আপনার ভিসা তৈরির অনুমতি পাবেন ।
কিভাবে বাংলাদেশের জন্য gamca মেডিকেল রিপোর্ট চেক?
ওয়াফিড অনলাইন পোর্টাল দেখুন । ‘মেডিকেল রিপোর্ট দেখুন’ নির্বাচন করুন ‘স্লিপ নম্বর দ্বারা ফলাফল’ নির্বাচন করুন আপনার GAMCA স্লিপ নম্বর এবং জাতীয়তা ইনপুট করুন ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও