নগদে কত টাকা রাখলে কত টাকা মুনাফা পাবেন । Nagad Monthly Profit System
নগদ একাউন্টে টাকা রাখলে প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে মুনাফা বা লাভ দেওয়া হয়। গ্রাহকের অ্যাকাউন্টে থাকা মোট টাকার উপর হিসাব করে মুনাফা মাস শেষে গ্রাহকের নগদ একাউন্টে যুক্ত করা হয়।
এক্ষেত্রে কত টাকা থাকলে কত হারে লাভ দেওয়া হয় তার একটি চার্ট নিচে তুলে ধরা হলো:
All regular customers of Nagad shall be eligible to avail the profit as per the table below.
Slab for Profit Profit Rate (Per Annum)
Tk. 5001 to Tk. 500000 = 7.5%
Tk. 1001 to Tk. 5000.99 = 5.0%
Tk. 0 to Tk. 1000.99 = 0.0%
মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে।
প্রতিদিনের মুনাফার হার হিসাব করে মাস শেষে মুনাফা প্রদান করা হবে
দেশের আইন অনুযায়ী প্রযোজ্য ট্যাক্স বা ভ্যাট কর্তনের পর সরাসরি নগদ অ্যাকাউন্টে মুনাফার অংশ পাঠিয়ে দেয়া হবে।
গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস জনিত কোনো সমস্যার কারণে মুনাফা বিতরণ করা না গেলে,
সে মাসে উক্ত গ্রাহক কোনো মুনাফা পাবেন না
মুনাফা লাভের জন্য গ্রাহকের অ্যাকাউন্ট অবশ্যই চালু থাকতে হবে
‘নগদ’ কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই, যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো শর্তাবলি পরিবর্তন বা পরিবর্ধন এমনকি ক্যাম্পেইন বাতিল করারও অধিকার সংরক্ষণ করে।
প্রযোজ্য আইন, রেগুলেটরি নির্দেশিকা কিংবা নিজস্ব নীতির উপর ভিত্তি করে, ‘নগদ’ মুনাফা বাতিল করার অধিকার সংরক্ষণ করে
আপনাদের সুবিধার জন্য একটি হিসাব করে দেখানো হলো:-
ধরুন আপনার একাউন্টে ১০,০০০ টাকা আছে।
তাহলে নগদ এর নিয়ম অনুযায়ী আপনার জন্য বাৎসরিক মুনাফার হার হবে ৭.৫%। মাস শেষে ১০,০০০ টাকার বাৎসরিক ৭.৫% মুনাফায় আপনার মোট মুনাফা আসবে ৭৫০ টাকা।
এবার এই ৭৫০ কে ১২ দিয়ে ভাগ করলে ১ মাসের জন্য মুনাফা হয় ৬২.৫ টাকা যা আপনার নগদ একাউন্ট যোগ হয়ে যাবে।
মুনাফা সেবা বাতিলের পদ্ধতি
নগদ কল সেন্টার নম্বর (১৬১৬৭)-এ কল করে, ‘সার্ভিস রিকোয়েস্ট’-এর মাধ্যমে গ্রাহক তার মুনাফা সেবা গ্রহণ বা বাতিল করতে পারেন
গ্রাহকের অনুরোধ সফলভাবে গৃহীত হলে সে ব্যাপারে তাকে অবগত করা হবে
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে