Ondine’s curse নামে একটি রোগ আছে
রোগটা খুব মারাত্নক।এ রোগ যার আছে সে যদি একটু সময়ের জন্যও ঘুমায় সে মারা যাবে!😱
আমরা জানি আমাদের শ্বাস প্রশ্বাস সয়ংক্রিয় ভাবে নিয়ন্ত্রিত হয় আমাদের মস্তিষ্কের মাধ্যমে।সেজন্য আপনি খেয়াল না করলেও প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস চলতেই থাকবে।এমনকি আপনি যখন ঘুমে থাকবেন তখনও খুব সুন্দরভাবে স্বয়ংক্রিয় ভাবে শ্বাস প্রশ্বাস চলে আপনার একটু অক্সিজেনের অভাব হয়না।এক সেকেন্ডের জন্যও আপনার শ্বাস নেয়া বন্ধ হয়না।
কিন্তু Ondine’s curse এ রোগে কী হয়?
মস্তিষ্কের যে ছোট্ট জায়গাটা অটোমেটিক শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতো সে জায়গাটা নষ্ট হয়ে যায় যার ফলে স্বয়ংক্রিয় শ্বাস প্রশ্বাস আর হতে পারেনা,তখন প্রতিটা শ্বাস প্রশ্বাস নিজের ইচ্ছেনুযায়ী করতে হয় ।মনে করেন, এ রোগের রোগী কারোর সাথে কথা বলতেছে ,সে ভুলে গেছে তার শ্বাস নিতে হবে তখন তার অক্সিজেনের অভাব দেখা দিবে!!!😱আর ওই রোগী যখন ঘুমাবে তখন সে মারা যাবে! কারন শ্বাস প্রশ্বাস তার ইচ্ছানুযায়ী হতে হবে এবং সেজন্য তাকে সজাগ থাকতে হবে।সে কখনো ঘুমাতে পারবেনা!😱
ভাবতে পারেন শুধুমাত্র একটা ছোট্ট জায়গা ব্রেইনের কাজ করতেছে না যার জন্য এতোটা সমস্যা!!!!!