আজকের বিষয়: passport পাসপোর্ট করার নিয়ম ও খরচ 2024,ই-পাসপোর্ট আবেদন করার নিয়ম 2024
বিদেশ গমনে ভ্রমণকারীর প্রথম প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট। আর এখন যেহেতু পাসপোর্টেও ডিজিটালাইজেশন এসেছে তাই আপনার ই-পাসপোর্ট করার নিয়ম ও খরচ সম্পর্কে জানা দরকার। কেননা আপনি যদি সকল নিয়মগুলো নিজেই জানেন, তবে দালালের খপ্পরে পরে অধিক খরচ করতে হবে না।
বর্তমানে অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করা খুবই সহজ। আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে নিজেই নিজের বাসায় বসে প্রাথমিক আবেদন করতে পারবেন। পূর্বে আবেদনের পর পাসপোর্ট হাতে পেতে অনেকটা সময় লেগে যেত। কিন্তু এখন আর সেই সমস্যা নেই।
এখন আপনি প্রাথমিক আবেদন পূরণ করে কোনরূপ পূর্ব শিডিউল ছাড়াই স্থানীয় পাসপোর্ট অফিসে আবেদন সাবমিট করতে পারবেন। আর ধারণা করা যায়, সবকিছু ঠিক থাকলে মাত্র ১ মাস সময়ের মধ্যেই আপনি আপনার বহুকাঙ্খিত পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন।
আজকের এই আর্টেকেলে আমরা ২০২২ সালে পাসপোর্ট করার নিয়ম ও খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি একটি সফল আবেদন করার জন্য আপনাকে কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে, তাও উল্লেখ করবো। আশা করি সম্পূর্ণ আলোচনা আপনার জন্য বিশেষ ফলপ্রসূ হবে।
ই-পাসপোর্ট করার নিয়ম 2024
সরকারি বিভিন্ন কাজ ডিজিটালাইজড করার ফলে এখন ই-পাসপোর্ট করার নিয়মও অনেক সহজ হয়ে গেছে। আপনি এখন ঘরে বসে নিজে নিজেই পার্সপোর্টের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত E-Passport Online Registration Portal এ প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশ করলেই Apply online নামে একটি বাটন দেখতে পাবেন। এটিতে ক্লিক করলেই আপনার আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
2024 পাসপোর্ট করতে কত টাকা লাগবে?
সাধারণ পাসপোর্ট এবং ই-পাসপোর্ট উভয়েরই তিন ধরনের ডেলিভারি আছে। আবেদনপত্র জমা দেয়ার পর থেকে নির্ধারিত কর্মদিবস পর ই-পাসপোর্ট হাতে পাওয়া যায়। এগুলো হচ্ছে:
১. Regular: ১৫ কর্মদিবস
২. Express: ৮ কর্মদিবসে
৩. Super Express: দুই কর্মদিবস
উল্লেখ্য, দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে সুপার এক্সপ্রেস পাসপোর্ট প্রদান করা হয়।
সকল পাসপোর্টের খরচ এক নয়। ডেলিভারির সময়, পাসপোর্টের পৃষ্ঠা এবং মেয়াদের সময়সীমার ওপর পাসপোর্টের খরচ নির্ভর করে। যেমন:
৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ডেলিভারি ফি
- Regular: ৪ হাজার ২৫ টাকা
- Express: ৬ হাজার ৩২৫ টাকা
- Super Express: ৮,৬২৫ টাকা
৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট ডেলিভারি ফি
- Regular: ৫ হাজার ৭৫০ টাকা
- Express: ৮ হাজার ৫০ টাকা
- Super Express: ১০ হাজার ৩৫০ টাকা
৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ডেলিভারি ফি
- Regular: ৬ হাজার ৩২৫ টাকা
- Express: ৮ হাজার ৬২৫ টাকা
- Super Express: ১২ হাজার ৭৫ টাকা
৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট ডেলিভারি ফি
- Regular: ৮ হাজার ৫০ টাকা
- Express: ১০ হাজার ৩৫০ টাকা
- Super Express: ১৩ হাজার ৮০০ টাকা
টাকা জমা দেবেন কোথায়?
ই-পাসপোর্টের আবেদনের অনলাইন প্রক্রিয়া সম্পন্ন হলে শ্রেণিবিভাগ অনুযায়ি ফি প্রদান করতে হয়। সরকারি ওয়েবসাইটে অনলাইন এবং ব্যাংক উভয় পেমেন্টের কথা উল্লেখ থাকলেও বর্তমানে অনলাইন পেমেন্ট বন্ধ রয়েছে।
তাই সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ব্যাংক এশিয়াতে স্বশরীরে গিয়ে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। ব্যাংক ডিপোজিট ফর্মে আবেদনকারীর নাম এবং ই-পাসপোর্টে দেয়া আবেদনকারীর নাম অভিন্ন হতে হবে।
এ সময় আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপির প্রয়োজন হতে পারে। পাশাপাশি অনলাইনে আবেদনের প্রিন্ট কপিটিও সাথে নিয়ে যাবেন।
ই-পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে?
অনলাইনে ই-পাসপোর্টের প্রাথমিক আবেদনের জন্য কোন কাগজপত্র লাগবে না। তবে প্রাথমিক আবেদন সম্পন্ন হলে নিচে উল্লেখিত ডকুমেন্টগুলো নিয়ে স্থানীয় পাসপোর্ট অফিসে স্ব-শরীরে উপস্থিত হতে হবে।
- অনলাইন আবেদনের প্রিন্ট কপি
- ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- ব্যাংকের ফি জমা দেওয়ার রশিদ
তবে সকল ক্ষেত্রেই মনে রাখতে হবে যে, জিজ্ঞাসিত সকল তথ্য সঠিক দিতে হবে। কেননা পুলিশ ভেরিফিকেশনে আপনার দেওয়া তথ্যের ব্যতিক্রম পাওয়া গেলে পাসপোর্ট পেতে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এ বিষয়টি সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম
আমরা যখন একটি পাসপোর্ট তৈরি করতে চায় তখন অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের দালালের মাধ্যমে পাসপোর্ট করতে হবে আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো কিভাবে দালাল ছাড়া পাসপোর্ট করতে পারেন।
আপনি দালাল ছাড়া পাসপোর্ট তৈরি করার জন্য সরাসরি আপনি পাসপোর্ট অফিসে যেতে পারেন এবং পাসপোর্ট অফিসের সাথে আপনি কথা বলে সবগুলো তাদেরকে জমা দিয়ে পাসপোর্ট এর জন্য যে টাকাগুলো দিতে হয় সেগুলো জমা দিয়ে আপনি 17 দিনের মধ্যে পাসপোর্ট নিয়ে নিতে পারেন এটি এইজন্য বলেছি বিষেশ করে আমি এভাবে তৈরি করেছি।
ই পাসপোর্ট করার নিয়ম 2024
এখন আমি দেখিয়ে দেবো 2021 সালে আপনি কিভাবে একটি এই পাসপোর্ট করতে পারেন এই পাসপোর্ট করার জন্য আপনি কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ফরম পূরণ করবেন।
2021 সালেই পাসপোর্ট করার জন্য প্রথমে আপনি এখানে ক্লিক করুন এরপর আপনি আপনার যাবতীয় তথ্য গুলো এখানে দিন তারপরে আপনাকে অনলাইনের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করতে হবে এরপর আপনার সবগুলো সেট করার পর আপনার এই পাসপোর্ট কমপ্লিট হয়ে গেলে আপনাকে ইমেইল কিংবা মোবাইল করা হবে এর মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট খুব সহজে নিয়ে নিতে পারবেন।
Online Application for Bangladesh Machine Readable Passport
If you want to get a passport, you can see a screenshot above. You can see the details there and you can go there with your details. You can get a passport online. For any of you, click here and take your details.
Bangladesh e‑Passport Online Portal
You can do e-passport online in five steps. To get this passport you have to click here and apply online with all your information here. If you have the correct information then they will definitely inform you whether your passport is complete or not.
ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র
আপনি যদি একটি ই পাসপোর্ট করতে চান আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগতে পারে এ বিষয়টি হয়তো অনেকেই জানার আগ্রহে আপনি যদি একটি ই পাসপোর্ট করতে চান অবশ্যই আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদের বোঝার সুবিধার্থে নিচে লিস্ট করে দিচ্ছি।
ই পাসপোর্ট এর আবেদন এর ফটোকপি |
জাতীয় পরিচয় পত্র বা সনদপত্র |
শিক্ষাগত সনদপত্র |
অ্যাপয়েন্টমেন্ট এর ফটোকপি প্রিন্ট কপি |
আগে যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে তার ফটোকপি |
ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন 2024
আপনি যদি ই-পাসপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনার সবগুলো ডকুমেন্ট সত্য কিনা তা যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয় তার জন্য আপনি 2 টি উপায়ে সেটি সমাধান করতে পারেন একটি তাদেরকে যদি আপনি পুলিশ ভেরিফিকেশনের জন্য টাকা দিয়ে দেন তাহলে আপনার গ্রামের বাড়ি পর্যন্ত তারা ডাটা গুলো সেভ করবে না যদি আপনি তাদেরকে টাকা না দিয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে এসে আপনার সবগুলো ডকুমেন্ট যাচাই-বাছাই করার পর আপনাকে কিছু পরিমাণ তাদেরকে টাকা দিতে হবে।
How to check E-passport Online | ই-পাসপোর্ট চেক করুন অনলাইনে
আপনি যদি আপনার ই-পাসপোর্ট অনলাইনের মাধ্যমে চেক করতে চান তাহলে এখানে ক্লিক করুন এরপর থেকে আপনার যে তথ্যগুলো এখানে চাইবে সবগুলো আপনাকে পূরণ করতে হবে এরপর আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন চেক নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন এরপর আপনার পাসপোর্ট এর যাবতীয় তথ্য গুলো এখানে দেখতে পাবেন।
পাসপোর্ট রিনিউ করার নিয়ম 2024
আপনার পাসপোর্ট এর যদি মেয়াদ শেষ হয়ে যায় সেটি কিভাবে রিনিও করবেন আপনি চাইলে সেটি অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন প্রথমে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার পাসপোর্ট এর যাবতীয় তথ্য গুলো এখানে দিতে হবে এরপর যদি আপনি তাদেরকে এপ্লাই করে দিবেন আপনার পাসপোর্ট অটোমেটিকলি তারা বিনিয়োগ করে দিবে তার জন্য আপনার টাকা খরচ হবে যা অনলাইনের মাধ্যমে আপনাকে পেমেন্ট করে দিতে হবে।
পাসপোর্ট আবেদন ফরম ডাউনলোড
আপনি পাসপোর্ট করার জন্য যে ফরমটি আপনার প্রয়োজন সেটি কীভাবে ডাউনলোড করবেন প্রথমে এখানে ক্লিক করুন এরপর আপনাকে দুটো ফর্ম দেওয়া হবে দুটি আপনি ডাউনলোড করুন এরপর আপনাকে এখানে যে তথ্যগুলো দেখতে পাবেন সেগুলো পূরণ করুন এরপর আপনি অবশ্যই উপরে পাসপোর্ট কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করছি সে নিয়ম অনুযায়ী আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করুন।
ই পাসপোর্ট করার নিয়মাবলী 2024| ই-পাসপোর্ট
ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ 2024
ই পাসপোর্ট করার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে এবং কিভাবে করবেন বিস্তারিত বিষয় গুলো আজকের এই টিউন এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে এছাড়া যদি তুমি কোন ধরনের পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়ে থাকো কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।
নতুন পাসপোর্ট করার নিয়ম 2024 সম্মানিত প্রিয় পাঠক ই-পাসপোর্ট করার জন্য আপনার যাবতীয় যে তথ্যগুলো জানান আমি যতোটুকু সম্ভব চেষ্টা করেছি সবগুলো তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি যেভাবে আপনাদেরকে বলেছি সেই ভাবে আপনি একটি পাসপোর্ট করে নিতে পারবেন এছাড়া আপনার যদি ই-পাসপোর্ট সম্পর্কে আরও কোন তথ্য জানার আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- বাংলাদেশের সেরা FTP সার্ভারগুলি এক সাথে
- Best FTP Servers in Bangladesh FTP + 200 High
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন
- adult ftp server
- FTP Server
- লিংক শেয়ার করে ইনকাম করুন,লিংক শেয়ার করে কিভাবে আয় করা যায়