PDF Download লোকপ্রশাসন পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, লোকপ্রশাসন পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

PDF Download লোকপ্রশাসন পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, লোকপ্রশাসন পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
লোকপ্রশাসন পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Introduction to public administration] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : Political Science
Subject Code: 212907
2025 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

বিষয়ের নাম: লোকপ্রশাসন পরিচিতি। বিষয় কোড: ২১১৯০৭।

লোকপ্রশাসন পরিচিতি সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. `Administration’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: `Administration’ শব্দটি ল্যাটিন `Ad’ এবং `Mimistiare’ শব্দদ্বয় থেকে এসেছে।

২. ল্যাটিন ‘Mimistiare’ শব্দটির অর্থ কী?
উত্তর: ল্যাটিন ‘Mimistiare’ শব্দটির অর্থ ব্যবস্থপনা।

৩. লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।

৪. লোক প্রশাসনের জনক কে? তিনি কোন দেশের নাগরিক?
উত্তর: লোক প্রশাসনের জনক উড্রো উইলসন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

৫. ASPA এর পূর্ণরূপ কি?
উত্তর: ASPAএর পূর্ণরূপ হল- American Society for Public Administration.

৬. POSDCORB এর প্রবক্তা কে?
উত্তর: POSDCORB এর প্রবক্তা বলা হয় লুথার গুলিককে।

৭. CPA এর পূর্ণরূপ কি?
উত্তর: CPA এর পূর্ণরূপ হল Comparative Public Administration.

৮. ‘Interjection to The Study of Public Administration’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Interjection to The Study of Public Administration’ গ্রন্থটি রচয়িতা এল. ডি. হোয়াইট।

৯. ‘Administration Behavior’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Administration Behavior’ গ্রন্থটির রচয়িতা H. A. Simon.

১০. লোকপ্রশাসনে কে ক্লাসিক্যাল মতবাদে প্রবর্তন করেন?
উত্তর: লোকপ্রশাসনের লুথার গুলিক ক্লাসিক্যাল মতবাদের প্রবর্তন করেন।

১১. ‘Principles of Public Administration’গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Principles of Public Administration’ গ্রন্থটির লেখক ডব্লিউ. এফ. উইলোবী।

১২. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ. ডব্লিউ. টেইলর।

১৩. সংগঠনের তত্ত্ব কয়টি?
উত্তর: সংগঠন সম্পর্কিত মতবাদ তিনটি। যথা- ১. সনাতন বা আনুষ্ঠানিক মতবাদ, ২. নব্য সনাতন অনুষ্ঠানিক মতবাদ ও ৩. আধুনিক মতবাদ।

১৪. সংগঠনের যেকোনো দুটি মূলনীতি উল্লেখ কর।
উত্তর: সংগঠনের চারটি মূলনীতি হল— ১. পদ সোপান নীতি, ২. নিয়ন্ত্রণ পরিধি, ৩. লাইন ও স্টাফ নীতি এবং ৪. সমন্বয়সাধন নীতি।

১৫. আদেশ গত ঐক্য কি?
উত্তর: কোন অধস্থন কর্মকর্তা তার নিকটস্থ উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক প্রশাসনিক আদেশ বা নির্দেশ লাভ এবং তা পালন করাই আদেশগত ঐক্য।

১৬. দুজন সম্মোহনী নেতার নাম লেখ?
অথবা, কয়েকজন সম্মোহনী নেতার নাম উল্লেখ কর।
উত্তর: কয়েকজন সম্মানের নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, মাও সেতুং, ড. আহমেদ সুকর্ণ প্রমুখ।

১৭. কর্তৃত্ব অপর্ণ কি?
উত্তর: কোন উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নিম্ন পর্যায়ের কর্তৃপক্ষের নিকট সুনির্দিষ্ট কর্তৃত্ব অপর্ণ করাকে কর্তৃত্ব অপর্ণ বলে।

১৮. বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রীয় বিন্দু কোনটি?
উত্তর: বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রীয় বিন্দু সচিবালয়।

১৯. বিশেষজ্ঞ কে?
উত্তর: প্রশাসনিক কাজে নিয়োজিত বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, কৃষিবিদ বা অন্য কোন বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তিগণই হচ্ছে বিশেষজ্ঞ।

২০. কেন্দ্রীকরণ কি?
উত্তর: সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রশাসনিক কর্তৃত্ব ও ক্ষমতা কেন্দ্রীভূতকরণকে কেন্দ্রিকরণ বলে।

২১. রাজনৈতিক বি কেন্দ্রিকরণ কি?
উত্তর: ও রাষ্ট্রীয় সরকারের ক্ষমতার কেন্দ্রীয় ও আঞ্চলিক বিভাজনকে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলা হয়।

২২. বাংলাদেশের নীতি প্রণয়নকারী দুটি সংবিধানিক সংস্থার নাম লেখ।
অথবা, বাংলাদেশের নীতি প্রণয়নকারী চারটি সংবিধানিক সংস্থার নাম লেখ।
উত্তর: বাংলাদেশের নীতি প্রণয়নকারী চারটি সংবিধানিক সংস্থা হল— ১. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ২. বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, ৩. বাংলাদেশ নির্বাচন কমিশন ও ৪. মহাহিসাব নিরিকক্ষ।

২৩. BCS এর পূর্ণরূপ কি?
উত্তর: BCS এর পূর্ণরূপ হল- Bangladesh civil service.

২৪. ইউনিয়ন পরিষদ কোন বিকেন্দ্রীকরণের উদাহরণ?
উত্তর: ইউনিয়ন পরিষদ ক্ষমতা অর্পণ বিকেন্দ্রীকরণের উদাহরণ।

২৫. এর. ডি. হোয়াইট এর বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর: এল. ডি. হোয়াইট এর বিখ্যাত গ্রন্থ টির নাম Introduction to The Study of Public Administration.

২৬. সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উত্তর: সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা চিহ্নিতকরণ।

২৭. কর্তৃত্ব কি?
উত্তর: আইনসম্মত আদেশ প্রদান এবং উক্ত আদেশ ক্ষমতাই হলো কর্তৃত্ব।

২৮. যোগাযোগ নেটওয়ার্ক কি?
উত্তর: একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট নকশা বা পদ্ধতি অনুসারে তথ্যের আদান-প্রধান করতে সক্ষম হয় তখন তাকে যোগাযোগ নেটওয়ার্ক বলে।

২৯. নিয়ন্ত্রণ পরিধি কি?
উত্তর: একজন প্রশাসক যতজন অধস্থন ব্যক্তি বা যতগুলো কাজের ইউনিটকে ব্যক্তিগতভাবে পরিচালনা করতে পারেন তার সংখ্যাকে নিয়ন্ত্রণ পরিধি বলে।

৩০. ‘The Principles of Scientific management’গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Principles of Scientific management’ গ্রন্থের লেখক ফ্রেডারিক ডব্লিউ টেইলর (Frederick W. Taylor)।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কি?
২. লোক প্রশাসনের সাম্প্রতিক প্রবণতা সংক্ষেপে আলোচনা কর।
৩. রাজনৈতিক নিরপেক্ষতা কি?
৪. তুলনামূলক প্রশাসন বলতে কি বুঝ?
৫. রাজনীতি ও প্রশাসনের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।

৬. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের মূল পার্থক্য নির্দেশ কর।
৭. সনাতন সংগঠনের বৈশিষ্ট্যসমূহ কি কি?
৮. প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বুঝায়?
৯. প্রশাসনিক ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?
১০. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও?

১১. পদসোপান নীতি বলতে কি বুঝ?
১২. নিয়ন্ত্রণ পরিধি উপাদানগুলো আলোচনা কর।
১৩. কর্তৃত্ব অর্পণের নীতিসমূহ বর্ণনা কর ।
১৪. বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝায়?
১৫. সমন্বয় সাধনের উপায়সমূহ কি কি?

১৬. সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বুঝায়?
১৭. সিদ্ধান্ত গ্রহণ এর ধাপসমূহ লেখ।
১৮.পরিকল্পনা বলতে কি বুঝায়?
১৯. উন্নয়ন প্রশাসন কি?
২০. POSDCORB ধারণাটি ব্যাখ্যা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২. লোক প্রশাসন অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৪. সংগঠনের সংজ্ঞা দাও। সংগঠনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর।
৫. প্রশাসনিক সংগঠনের আধুনিক মতবাদ আলোচনা কর।

৬. সংগঠনের মৌলিক নীতিমালাসমূহ আলোচনা কর।
৭. পদসোপান নীতি সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
৮.ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
৯. কর্তৃত্ব অর্পণের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১০. একটি দক্ষ ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা অর্জনে বিকেন্দ্রীকরণে গুরুত্ব ব্যাখ্যা কর।

১১. বাংলাদেশের সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞগণের মধ্যকার দ্বন্দ্ব আলোচনা কর। কিভাবে এই দ্বন্দ্ব নিরসন করা যেতে পারে?
১২. জেলা প্রশাসনের লক্ষ্যে, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা কর।
১৩. স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যকার বৈসাদৃশ্য আলোচনা কর।
১৪. প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করণের উপায়সমূহ আলোচনা কর।
অথবা, প্রশাসনিক জবাবদিহিতা অর্জনের পদ্ধতিসমূহ আলোচনা কর।

১৫. “ কর্ম বিভাগ যদি অপরিহার্য হয় তবে সমন্বয় অনিবার্য।”- ব্যাখ্যা কর।
১৬. সংগঠনের সাধনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৭. প্রশাসনিক যোগাযোগের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
অথবা, যোগাযোগের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
১৮. একটি আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা কর।
১৯. একটি রাষ্ট্রের আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর।
অথবা, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ বলতে কি বুঝ? কিভাবে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করা যায়?
২০.বাংলাদেশের প্রশাসন কী উন্নয়ন প্রশাসন?তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর PDF Download লোকপ্রশাসন পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, লোকপ্রশাসন পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, লোকপ্রশাসন পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন

Honors 1st year Common Suggestion 2025

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

বিষয়: চুড়ান্ত সাজেশন লোক প্রশাসন পরিচিতি সাজেশন nu exam, Honours 1st Year Suggestion

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

১। লোক প্রশাসন কাকে বলে?

উত্তর : জনগণের কল্যাণের জন্য সরকার যে সকল নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করে থাকে তাকে লোক প্রশাসন বলে।

২। বাংলাদেশে লোক প্রশাসন পাঠের প্রয়োজনীয়তা কি?

উত্তর : বাংলাদেশের নাগরিক হিসেবে প্রশাসন সংক্রান্ত বিষয়ে জ্ঞানার্জন করা একান্ত অপরিহার্য। কারণ প্রশাসন সংক্রান্ত অনেক জটিল সমস্যার সমাধান লোক প্রশাসনের মাধ্যমে সম্ভব হয়। সুতরাং বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে আরো দক্ষ ও কল্যাণমূলক করার জন্য লোক প্রশাসনের পাঠ অত্যন্ত প্রয়োজন।

৩। প্রশাসন শব্দের অর্থ কি?

উত্তর: ব্যবস্থাপনা।  

৪। সরকারি প্রশাসন কাকে বলে?

উত্তর: যে প্রশাসনিক ব্যবস্থায় রাষ্ট্রীয় ইচ্ছা, আদেশ ও উদ্দেশ্য পরিলক্ষিত হয় এবং জনসেবার বিষয়টি প্রাধান্য পায় তাকে সরকারি প্রশাসন বলে।

৫। প্রশাসক কাকে বলে?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উত্তর : প্রতিষ্ঠানের নীতি বাস্তবায়ন ও লক্ষ্য অর্জনের জ্ন্য যিনি পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন তাকে প্রশাসক বলা হয়।

৬। বেসরকারি প্রশাসন বলতে কি বুঝ?

উত্তর : যে প্রশাসনিক ব্যবস্থায় ব্যক্তিগত ইচ্ছা স্বার্থ, উদ্দেশ্য এবং অধিক মুনাফা লাভের বিষয়টি প্রাধান্য পায় তাকে বেসরকারি প্রশাসন বলা হয়।

৭। সার্থক প্রশাসক কাকে বলে?

উত্তর : যিনি সাফল্যের সাথে সমস্যা মোকাবেলা করে বিপর্যায় এড়িয়ে টিকে থাকতে পারেন তাকে সার্থক প্রশাসক বলে।

৮। একজন প্রশাসকের কি কি গুণাবলী থাকা আবশ্যক? উত্তর : দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সময় সচেতনতা, প্রশাসনিক ও সাংগঠনিক দক্ষতা, ন্যায়পরায়ণতা ও নেতৃত্ব প্রদানের গুণাবলী ইত্যাদি।

৯। প্রশাসনিক স্বচ্ছতা বলতে কি বুঝ?

উত্তর : যখন কোন প্রশাসনিক কর্মকর্তা তার উপর অর্পিত দায়িত্ব যথাসময়ে সঠিকভাবে সৎ উদ্দেশ্যে এবং কোন প্রকার দুর্নীতি আশ্রয় গ্রহণ না করে সম্পন্ন করে তখন তাকে প্রশাসনিক স্বচ্ছতা বলা হয়।

১০। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার উপায়সমূহ কি? উত্তর : স্বাধীন সংবাদপত্র, রাষ্ট্রীয় সৎ দক্ষ কর্মকর্তা কর্মচারী, সরকারের ইতিবাচক

মনোভাব, রেডিও টেলিভিশনের নিরপেক্ষতা, সভা-সেমিনার ইত্যাদি।

১১। সচিবালয় কি? উত্তর : সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ও বিভাগসমূহের অফিসগুলোকে একত্রে সচিবালয় বলা হয়।

১২। অধিদপ্তর কি? উত্তর : সরকারের কোন প্রতিষ্ঠানে যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ে কোন কর্মকর্তা কার্যভার পরিচালনা করলে ঐ সংস্থাকে অধিদপ্তর বলে।

১৩। পরিদপ্তর কাকে বলে?

উত্তর : সরকারের কোন প্রতিষ্ঠানে উপসচিব পদমর্যাদার কোন কর্মকর্তা কার্যভার পরিচালনা করলে তাকে পরিদপ্তর বলে।

১৪। মন্ত্রি ও সচিবের মধ্যে পার্থক্য কি? উত্তর : মন্ত্রি হলেন জনপ্রতিনিধি এবং সচিব হলেন প্রশাসনিক প্রধান। সচিব বেতনভুক্ত সরকারি কর্মকর্তা। মন্ত্রি মন্ত্রালয়ের নির্বাহী প্রধান।

১৫। আমলাতন্ত্রের জনক কে?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উত্তর : জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার।

১৬। আমলাতন্ত্রকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়?

উত্তর : আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের উপায়গুলো হলোঃ ক) অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ খ) আইনগত নিয়ন্ত্রণ গ) রাজনৈতিক নিয়ন্ত্রণ ঘ) বিচারবিভাগের মাধ্যমে ঙ) নাগরিক নিয়ন্ত্রণ।

১৭। কয়েকজন লোক প্রশাসনবিদের নাম বল?

উত্তর : Dimock &  Dimock, L.D White, Luther gullick, James, W Faceller. ১৮। লোক  প্রশাসন সংক্রান্ত প্রথম পুস্তক কোনটি? উত্তর : চালর্স জীন ব্রনাই কর্তৃক লিখিত “লোক প্রশাসনের নীতিসমূহ” পুস্তক খানি। এটি ১৮০৮ সালে প্রকাশিত হয়।

১৯। লোক প্রশাসনের সবচেয়ে আধুনিক গ্রন্থ কোনটি?

উত্তর : L.D. White iwPZ Introduction to the study of Public Administration

২০। লোক প্রশাসনের অধ্যয়ন কবে শুরু হয়?

উত্তর : ১৭২৮ সালে প্রুশিয়ায়।

২১। আমলাতন্ত্রের ত্রুটিগুলো কি কি?

উত্তর : লালফিতার দৌরাত্ম্য, দায়িত্বহীনতা, অতিরিক্ত আনুষ্ঠানিকতা, আমলাদের ক্ষমতা লিপ্সা, শোষণ ও স্বেচ্ছাচারিতা ইত্যাদি।

২২। কিভাবে আমলাতন্ত্রের ত্রুটিগুলো দুর করা যায়? উত্তর : শক্তিশালী রাজনৈতিক নিয়ন্ত্রণ, উপযুক্ত নের্তৃত্ব, বিকেন্দ্রীকরণ, গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায়।

২৩। আমলাতন্ত্রের কাজ কি? উত্তর : সরকারি দৈনন্দিন কাজ পরিচালনা, সরকারি নীতি নির্ধারণ, আইন প্রণয়নে সহায়তা করা, আইন বাস্তবায়নসহ সকল সরকারি কাজের তদারকি করা।

২৪। প্রশাসনিক দীর্ঘসূত্রিতা বলতে কি বুঝ?

উত্তর : সরকারের উন্নয়নমুলক কাজসমূহ যখন আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাস্তবায়নের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয় তখন তাকে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা বলে অভিহিত করা হয়।

২৫। কমিশন কাকে বলে?

উত্তর : বিশেষ কতিপয় ক্ষেত্রে আদালত নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিতে পারেন। আইনের ভাষায় তাকে কমিশন বলে।

২৬। সাংবিধানিক আইন কি?

উত্তর : সাংবিধানিক আইন বলতে সেই আইনকে বোঝায় যা রাষ্ট্রের প্রকৃতি, সরকারের ধরণ, কার্যাবলী ক্ষমতা, সরকারের প্রধান প্রধান বিভাগের মধ্যে ক্ষমতার বন্টন এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক নির্ধারণ করে।

২৭। সংগঠন সম্পর্কিত মতবাদগুলো কি কি?

উত্তর : ক) সনাতন বা আনুষ্ঠানিক মতবাদ। খ) নব্যসনাতন বা অনানুষ্ঠানিক মতবাদ। গ) আধুনিক মতবাদ।

২৮। Rules of Business wK?

উত্তর : যে দলিল অনুযায়ী বাংলাদেশ সরকারেরবিভিন্ন মন্ত্রণালয়ে বা ডিভিশনের মধ্যে বিভিন্ন কার্যাবলী বন্টন করা হয় এবং কে কোন দায়িত্ব পালন করবে, কিভাবে পালন করবে তা নির্ধারণ করা হয় তাকে জঁষবং ড়ভ ইঁংরহবংং বলে।

২৯। মন্ত্রণালয় কি?

উত্তর : সরকারের নীতি নির্ধারণ এবং ঐ নীতিগুলো কার্যকরণ ও সমীক্ষণের বিষয়ে দায়বদ্ধ রাষ্ট্রপতি দ্বারা নির্ধারিত প্রশাসনিক ইউনিটকে মন্ত্রণালয় বলা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৩০। সচিবালয় কি? উত্তর : সচিবালয় হলো দেশের প্রশাসনের স্নায়ু কেন্দ্র। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিস গুলোকে একত্রে সচিবালয় বলে। এখানে শাসন ব্যবস্থায় সকল মূলনীতি প্রনীত এ চুড়ান্তভাবে গৃহীত হয়।

৩১। প্রশাসনের বিভাগীয়করণ বলতে কি বুঝায়? উত্তর : প্রশাসনিক সংস্থার বিভিন্নমূখী কার্যপরিচালনার জন্য এদের কতগুলো বিভাগে ভাগ করার নীতিকে বিভাগীয় করণ বলা হয়।

৩২। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝ?

উত্তর : শাসন ব্যবস্থায় সেবার মান জনগণের দোর গোড়ায় পৌছে দেবার লক্ষ্যে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলে।

৩৩। স্থানীয় প্রশাসন কি?

উত্তর : আধুনিক রাষ্ট্রগুলোতে কার্য পরিচালনার জন্য প্রশাসনিক কতগুলো ক্ষুদ্র ক্ষুৃদ্র এলাকায় বিভক্ত করে শাসন কার্য পরিচালনা করা হয় এসব এলাকায় শাসন ব্যবস্থাকে স্থানীয় প্রশাসন বলে। যেমনঃ থানা, জেলা, বিভাগ ইত্যাদি।

৩৪। পদসোপান নীতি বলতে কি বুৃঝ?

উত্তর : পদসোপান বা পদক্রম নীতি বলতে কতকগুলো পর্যায়ক্রমিক স্তর বা ধাপকে বুঝায় যেখানে প্রতিটি নিম্নস্তরে কার্যরত ব্যক্তিগণ, উর্ধ্বস্তরের ব্যক্তিগণের অধীন এবং তাদের নিকট দায়ী।

৩৬। অধিশাখা বলতে কি বুঝ? উত্তর : উপসচিব বা তার সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তার অধীন কতিপয় শাখার সমর্ষ্টিকে অধিশাখা বলে।

৩৭। অনুবিভাগ কি? উত্তর : মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবের দায়িত্বাধীন প্রশাসনকে অনুবিভাগ বলে।

৩৯। কর্তৃত্ব অপর্ণ কি? উত্তর: সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধস্তন কর্মচারীদের কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় দায়িত্ব ও ক্ষমতা প্রদান করার পদ্ধতিকে কর্তৃত্ব অর্পণ বলা হয়।

৩৯। সমন্বয় নীতি কয়টি? উত্তর: ৫টি।

৪০। কে সর্বপ্রথম উন্নয়ন প্রশাসন কথাটি ব্যবহার করেন?

উত্তর: ভারতীয় পদ্ধতি গোস্বামী।

৪১। লাইন এজেন্সি কি? উত্তর: কোনো সংগঠনের যে বিভাগ সংগঠনের উদ্দেশ্য সাধনের জন্য সরাসরি নিয়োজিত থাকে তাকে লাইন এজেন্সি বলে।

৪২। ইউনিয়ন পরিষদ কোন ধরনের বিকেন্দ্রীকরণ?

উত্তর: ক্ষমতা অর্পণ বিকেন্দ্রীকরণ।

৪৩। টেকসই উন্নয়ন কি? উত্তর: টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উপযুক্ত পরিবেশ সংরক্ষণ করে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

৪৪। নেতৃত্ব কি? উত্তর: নেতৃত্ব এক ধরনের সামাজিক গুণ যার মধ্য দিয়ে এক ব্যক্তি অন্যের উপর প্রভাব বিস্তার করার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারে।

৪৫। সংগঠনের তত্ত¡ কয়টি? উত্তর: ৩টি।

৪৬। সংগঠন বলতে কি বুঝ?

উত্তর : সংগঠন বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে কম বা অধিক সংখ্যক লোক বিভিন্ন কর্ম সম্পাদনে নিয়োজিত থাকেন। অর্থাৎ সংগঠন বলতে একটি যুক্তিসংগত ও সুপরিকল্পিত কতৃর্ত্ব কাঠামোকে বোঝায়।

৪৭। Luther Gullick এর POSDCORB কি?

উত্তর : P = Planning, O = Organising, S  = Stuffing

D = Directing, Co  = Co-ordinating, R    = Reporting B    = Budgeting

৪৮। সমন্বয় কি? উত্তর : সময় ও কর্ম সম্পন্ন করার সংগে সংগঠনের কার্যাবলীকে সম্পর্কে যুক্ত করাকে সমন্বয় সাধন বলে।

৪৯। আদেশগত ঐক্য বলতে কি বুঝায়? উত্তর : আদেশগত ঐক্যের মূল কথা আলো একজন অধ:স্তন কর্মকর্তা কেবল তার নিকটস্থ উর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে প্রশাসনিক আদেশ লাভ করবেন। অর্থাৎ অধ:স্তন কর্মচারী একাধিক কর্মকর্তার নির্দেশ বা আদেশ লাভ করবেন না, একে আদেশেগত ঐক্য বলা হয়।

৫০। বিচার বিভাগ কি কি পদ্ধতিতে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে?

উত্তর : বিচার বিভাগ ৬টি উপায় আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে। যথাঃ ১) হেরিয়াস কপার্স ২) সার্টিওয়ারী ৩) ম্যান্ডেমাস ৪) ইনজাংশন ৫) কোন-ওয়ারেন্টো ৬) প্রহিবিশন।

৫১। প্রশাসনিক আইন কি?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উত্তর : প্রশাসনিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলীর সঙ্গে সম্পর্ক যুক্ত আইনই হলো প্রশাসনিক আইন।

৫২। হস্তান্তরিত আইন বলতে কি বুঝ? উত্তর : আইনসভা কর্তৃক হস্তান্তরিত ক্ষমতাবলে শাসন বিভাগীয় কর্তৃপক্ষ যে সকল নিয়মাবলী প্রবর্তন করেন সেগুলোকে অর্পিত আইন বলে।

৫৩। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝ?

উত্তর : সিদ্ধান্ত গ্রহণ বলতে কিছু সম্ভাব্য বিকল্প হতে একটি বিকল্প বেছে নেয়াকে বুঝায়।

৫৪। PATC কি?

উত্তর : Public Administration Training Centre

৫৫। উন্নয়ন প্রশাসন বলতে কি বুঝ? উত্তর : যে প্রশাসন উন্নয়নমূলক কাজ সম্পাদন করে তাকে উন্নয়ন প্রশাসন বলে।

৭৬। প্রশাসনিক জবাবদিহিতা কি? উত্তর: প্রশাসনিক জবাবদিহিতা বলতে সরকারি কর্মচারীদের ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে অবহেলা, স্বেচ্ছাচারিতা ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য যে সব আইন প্রয়োগ করা হয় তা প্রশাসনিক জবাবদিহিতা নামে পরিচিত।

৫৭। ‘লোক প্রশাসন’ শব্দটি কোন শব্দ হতে উৎপত্তি লাভ করেছে? উত্তর: ল্যাটিন শব্দ Ad & Ministiare হতে উৎপত্তি লাভ করেছে।

৫৮।Public Administration is the Co-ordination of individual and group efforts to carry out of the public policy এ সংজ্ঞাটি কার?

উত্তর : Pfiffner & Presthus.

৫৯। ডুয়েট ওয়াল্ডো কাকে লোক প্রশাসন শাস্ত্রের জনক বলে অভিহিত করেছেন? উত্তর : উড্রো উইলসনকে।

৬০। The Ecology of Public Administration IAdministration in Developing Countries কার রচনা?

উত্তর : রিগস (Riggs)

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৬১। Principles of Scientific Management কার রচনা ?

উত্তর : F.W. Failor.

৬২। কয়েকজন লোক প্রশাসন বিশেষজ্ঞের নাম বল?  উত্তর : Luther Gullick, L.D. White, Woodrow Willson, Dimock & Dimock, W.F Willoughy, Dweight Waldo

৬৩। কারা লোক প্রশাসনকে বিজ্ঞান বলার পক্ষপাতী?  উত্তর : উড্রো উইলসন, এলডি হোয়াইট, ডবিøউ এফ উইলোভী, চার্লস বেয়ার্ড, আরউইক, মরস্টেইন মার্কস প্রমুখ।

৬৪। কারা লোক প্রশাসনকে বিজ্ঞান বলার পক্ষপাতী নন? উত্তর : Prof. Jacob Weiner, Dr. Finer, Robert A. Dahl, Dweight Waldo প্রমুখ।  

৬৫। আমলাতন্ত্রের ৫টি ত্রুটি উল্লেখ কর।

উত্তর : লালফিতার দৌরাত্ম্য, আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি, অদক্ষতা, রাজনৈতিক ক্ষমতার লোভ, দায়িত্বহীনতা প্রভৃতি।

৬৬। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তিনটি উপাদানের নাম বল।

উত্তর : কর্মী নির্বাচন, কর্মী প্রশিক্ষণ ও সময় নিরীক্ষণ।

৬৭। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রবর্তক কে?

উত্তর : F.W. Tailor.

৬৮। If division of work is inescapable, co-ordination is mandatory. এ উক্তিটি কার?

উত্তর : Luther Gullick

৬৯। লোক প্রশাসনের জনক কে? উত্তর: উড্রো উইলসন।

৭০। শ্রমবিভাগ যদি অপরিহার্য হয় তাহলে সমন্বয় সাধন অপরিহার্য’ উক্তিটি কার? উত্তর: লুথার গুলিক।

৭১। প্রশাসন কয় প্রকার ও কি কি?

উত্তর: ২ প্রকার। যথা: সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসন।

৭২। কোন ধরনের প্রশাসনে ব্যয়ের চেয়ে আয় বেশি?

উত্তর: বেসরকারি প্রশাসনে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৭৩। ব্যবস্থাপনা তত্ত¡ কি? উত্তর: যে তত্ত¡ কোনো প্রতিষ্ঠানের সাংগঠনিক বিষয়াবলি সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারে তাকে ব্যবস্থাপনা তত্ত¡ বলে।

৭৪। ‘রাজনীতি হলো প্রশাসনের আওতাভুক্ত বিষয়।’ উক্তিটি কার?

উত্তর: উড্রো উইলসন।

৭৫। CPA এর পূর্ণ রূপ কি?

উত্তর:Comparative Public Adminstration.

৭৭। বাংলাদেশর দুটি সাংবিধানিক সংস্থার নাম লিখ। উত্তর: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও বাংলাদেশ নির্বাচন কমিশন।

৭৮। পদসোপান নীতি কি? উত্তর: সংগঠনের সর্বোচ্চ পর্যায় থেকে সকল কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ যখন একেবারে নিম্নস্তর পর্যন্ত আসে তাকে পদসোপান নীতি বলে।

৭৯। পদসোপান শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর: Heirarchy.

৭৯। কর্তৃত্বের ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর: Authority.

৮০। সাধারণজ্ঞ কি? উত্তর: প্রশাসনের সাধারণ কাজে অধিক অভিজ্ঞতা সম্পন্ন লোককে সাধারণজ্ঞ বলা হয়।

৮১। বিশেষজ্ঞ নেতৃত্ব কিভাবে তৈরি হয়?

উত্তর: প্রশিক্ষণের মাধ্যমে।

৮২। প্রশাসনিক কর্তৃত্ব বলতে কী বুঝায়? উত্তর: প্রশাসনিক কর্তৃত্ব বলতে স্ববিবেচনামূলক ক্ষমতার প্রয়োগ করাকে বুঝায়।

৮৩। কর্তৃত্ব কি?

উত্তর: বৈধ ক্ষমতার মাধ্যমে দায়িত্ব পালন করাই বৈধ কর্তৃত্ব।

৮৪। কেন্দ্রীকরণ কী? উত্তর: প্রশাসনিক ক্ষমতা ও কর্তৃত্ব যখন প্রশাসনের সর্বোচ্চ স্থানে নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাতে ন্যস্ত থাকে তাকে কেন্দ্রীকরণ বলে।

৮৫। বিকেন্দ্রীকরণ কী? উত্তর: প্রশাসনিক কর্তৃত্ব ও কার্যক্রম যখন কেন্দ্রের হাতে পুঞ্জীভূত না করে বরং প্রশাসনের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হয় তাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলা হয়।

৮৬। বিকেন্দ্রীকরণ কত প্রকার ও কি কি? উত্তর: বিকেন্দ্রীকরণ ২ প্রকার। যথা: রাজনৈতিক বিকেন্দ্রীকরণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ।

৮৭। বিকেন্দ্রীকরণের দুটি সুবিধা উল্লেখ কর। উত্তর: সমন্বয় সাধন সহজতর হয় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রæততর হয়।

৮৮। বিকেন্দ্রীকরণ শব্দের অর্থ কী?

উত্তর: ক্ষমতার বিভাজন।

খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্ন

১) লােক প্রশাসনের সংজ্ঞা দাও।(৯৯%)
২) প্রশাসনিক ব্যবস্থাপনা কি? (৯৯%)।
৩) রাজনৈতিক নিরপেক্ষতা কী? (৯৯%)
৪) তুলনামূলক প্রশাসন বলতে কী বুঝ? (৯৯%)
৫) প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বুঝ? (৯৯%)
৬) সংগঠনের সংজ্ঞা দাও।
৭) আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য লিখ ।(৯৯%)
৮) পদসােপান কী? কর্তৃত্ব কী? (৯৯%)
৯) বিশেষজ্ঞদের সংজ্ঞা দাও।(৯৯%)
১০) বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝ?
১১) সমন্বয় সাধন বলতে কী বুঝ? (৯৯%)
১২) নিয়ন্ত্রণ পরিধির উপাদানগুলাে আলােচনা কর ।(৯৯%)
১৩) সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বােঝ?
১৪) আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলাে বর্ণনা কর। আমলাতন্ত্রের ক্রটি গুলাে কি কি? (৯৯%)
১৫) সুশাসন বলতে কী বুঝ? প্রশাসনিক সংস্কার কি? (৯৯%)।
১৬) সমন্বয় সাধনের উপায়সমূহ কী?
১৭) লােক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে বৈসাদৃশ্যসমূহ আলােচনা কর ।(৯৯%)
১৮) নেতৃত্বের গুণাবলি আলােচনা কর।
১৯) প্রশাসনিক ব্যবস্থাপনা বলতে কী বুঝ? (৯৯%)

১। লোক প্রশাসন পাঠের গুরুত্ব আলোচনা কর।

২। রাজনৈতিক নিরপেক্ষতা বলতে কি বুঝ?

৩। প্রশাসনিক ব্যবস্থাপনা বলতে কি বুঝ?

৪। কর্তৃত্বের সংজ্ঞা দাও।

৫। যোগাযোগের সংজ্ঞা দাও।

৬। সরকারি কর্মচারীদের রাজনৈতিক নিরপেক্ষতার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা কর।

৭। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে বর্ণনা কর।

৮। নিয়ন্ত্রণ পরিধি বলতে কী বুঝ?

৯। কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝ?

১০। রাজনীতি ও প্রশাসনের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।

১১। আমলাতন্ত্রের ত্রæটিগুলো আলোচনা কর।

১২। উন্নয়ন প্রশাসনের পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা কর।

১৩। পদসোপান নীতি বলতে কী বুঝ?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৪। প্রশাসনিক সংস্কার কি?

১৫। কর্তৃত্ব অর্পণের প্রয়োজনীয়তা আলোচনা কর।

১৬।  আমলাতন্ত্রের সংজ্ঞা দাও।

১৭। বিশেষজ্ঞ কি?

১৮। সমন্বয় সাধনের প্রয়োজনীয়তা আলোচনা কর।

১৯। উন্নয়নমুখী প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।

২০। নিয়ন্ত্রণ পরিধির উপাদানসমূহ আলোচনা কর।

২১। নেতৃত্ব বলতে কী বুঝ?

২২। নেতৃত্বের গুণাবলি আলোচনা কর।

২৩। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য দেখাও।

২৪। প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বোঝায়?

২৫। পরিকল্পনা বলতে কি বুঝ?

২৬। সিদ্বান্ত গ্রহণ বলতে বুঝ?

২৭। বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝ?

২৮। যোগাযোগের মাধ্যমসমূহ আলোচনা কর।

২৯। উন্নয়ন প্রশাসন বলতে কি বুঝ?

৩০। সুশাসন বলতে কি বুঝ?

গ রচনামূলক প্রশ্ন- রচনামূলক প্রশ্ন

১) উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর । বাংলাদেশের প্রশাসন কি উন্নয়ন প্রশাসন? তােমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।(৯৯%)
২) সমালােচনাসহ ম্যাক্স ওয়েবার এর আদর্শ প্রকৃতির আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলােচনা কর ।(৯৯%)।
৩) একটি আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা কর।(৯৯%)
৪) প্রশাসনিক সংগঠনে যােগযােগের মাধ্যমসমূহ কি কি? (৯৯%)
৫) নেতৃত্বের গুণাবলি আলােচনা কর।
৬) সিদ্ধান্ত প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ গুলাে ব্যাখ্যা কর।(৯৯%)
৭) কর্মবিভাগ যদি অপরিহার্য হয়, তবে সমন্বয় অনিবার্য ব্যাখ্যা কর।(৯৯%)
৮) প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধাগুলাে আলােচনা কর ।(৯৯%)
৯) বাংলাদেশে সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞদের দ্বন্দ্ব আলােচনা কর । কিভাবে এ দ্বন্দ্ব নিরসন করা যেতে পারে? (৯৯%)।
১০)ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
১১)সংগঠনের সংজ্ঞা দাও। সংগঠনের প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা কর।(৯৯%)
১২)প্রশাসনিক জবাবদিহিতা অর্জনের পদ্ধতিসমূহ আলােচনা কর ।
১৩)জেলা প্রশাসনের লক্ষ্য, উদ্দেশ্য, ও কার্যাবলি আলােচনা কর ।(৯৯%)
১৪)লােক প্রশাসনের অধ্যয়নের পদ্ধতিসমূহ আলােচনা কর ।(৯৯%)
১৫)একটি দক্ষ ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা অর্জনে বিকেন্দ্রীকরণের গুরত্ব আলােচনা কর ।(৯৯%)
১৬)বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গঠন ও কার্যাবলি আলােচনা কর ।(৯৯%)
১৭)আমলাতন্ত্র নিয়ন্ত্রন বলতে কী বুঝ? কিভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায়? (৯৯%)

১। লোক প্রশাসন অধ্যয়ন করার পদ্ধতিসমূহ আলোচনা কর।

২। আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ বলতে কি বুঝ? কিভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায়?

৩। প্রশাসনিক সংগঠনের আধুনিক মতবাদ আলোচনা কর।

৪। উন্নয়নমুখী প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কি জান? এর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

৫। লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

৬। বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।

৭। সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।

৮। একটি দক্ষ ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা অর্জনে বিকেন্দ্রীকরণের গুরুত্ব অনুধাবন কর।

৯। সংগঠনের মৌলিক নীতিমালাসমূহ আলোচনা কর।

১০। পদ সোপান নীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।

১১। যোগাযোগের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

১২। উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১৩। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বর্ণনা কর।

১৪। লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।  

১৫। লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

১৬। ‘কর্মবিভাগ যদি অপরিহার্য হয় তবে সমন্বয় অনিবার্য’-ব্যাখ্যা কর।

১৭। কর্তৃত্ব অর্পণের প্রয়োজনীয়তা আলোচনা কর।

১৮। একটি আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা ব্যখ্যা কর।

১৯। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ আলোচনা কর।

২০। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্বশাসিত সরকারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।

২১। জেলা প্রশাসনের লক্ষ, উদ্দেশ্য ও কার্যাবলি বর্ণনা কর।  

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর PDF Download লোকপ্রশাসন পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, লোকপ্রশাসন পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, লোকপ্রশাসন পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন

Honors 1st year Common Suggestion 2025

Leave a Comment