PDF Download ইতিহাস পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | ইতিহাস পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ইতিহাস পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের [Introduction to History] Suggestion Honors 1st year Department of : ইতিহাস ও অন্য সকল বিভাগের Subject Code: 211503 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
PDF Download ইতিহাস পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | ইতিহাস পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |ইতিহাস পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ ইতিহাস পরিচিতি সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ১ম বর্ষ। আজকের আলোচনা ইতিহাস পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন বিষয়: ইতিহাস পরিচিতি। বিষয় কোড: ২১১৫০৩।
অনার্স ১ম বর্ষ ইতিহাস পরিচিতি সাজেশন 2025
ইতিহাস পরিচিতি সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘Historia’ কোন ভাষার শব্দ
উত্তর: ‘Historia’ গ্রিক ভাষার শব্দ।
২. ‘Historia’ শব্দের অর্থ কি?
উত্তর: শব্দের অর্থ হলো সত্য প্রকাশ করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত অনুসন্ধান।
৩. হিস্ট্রি বা ইতিহাস শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: হিস্ট্রি বা ইতিহাস শব্দটি গ্রীক ঐতিহাসিক হেরেডোটাস সর্বপ্রথম ব্যবহার করেন।
৪. “ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ।”-উক্তিটি কার?
উত্তর: “ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ।”-উক্তিটি ই. এইচ. কারের।
৫. ইতিহাসের বিষয়বস্তু কি?
উত্তর: ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষ, সমাজ ও সভ্যতা।
৬. বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক হলেন থুসিডিডিস।
৭. ‘Historiography’ এর বাংলা কি?
উত্তর: ‘Historiography’ শব্দের বাংলা অর্থ হলো ইতিহাস তত্ত্ব।
2025 অনার্স ১ম বর্ষের ইতিহাস পরিচিতি সাজেশন PDF Download
৮. কোন দেশে সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে?
উত্তর: গ্রিসে সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে।
৯. উৎস বা উপাদানের ভিত্তিতে ঐতিহাসিকগণ ইতিহাসের কাল বিভাজন কে কয়টি ভাগে ভাগ করেছেন?
অথবা, ইতিহাসের কাল বিভাজন কয়টি ভাগে বিভক্ত?
উত্তর: উৎস বা উপাদানের ভিত্তিতে ঐতিহাসিকগণ ইতিহাসের কার বিভাজনকে তিনটি ভাগে বিভক্ত করেছেন।
১০. ‘Eolithic age’ এর অর্থ কি?
উত্তর: ‘Eolithic age’ এর অর্থ হল প্রাক প্রস্তুত যুগ।
১১. কোন যুগকে ‘Palaeolithic age’ বলা হয়?
উত্তর: প্রাচীন প্রস্তুর বা পুরাতন পাথরের যুগকে ‘Palaeolithic age’ বলা হয়।
১২. নাব্য প্রস্তর যুগকে নবপালীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন কে?
উত্তর: নব প্রস্তর যুগকে নব পোলিও বিপ্লব বলে আখ্যায়িত করেছেন ইংরেজ ঐতিহাসিক ভি. গর্ডন চাইল্ড।
১৩. মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগ?
উত্তর: মানব সভ্যতার ক্রম ও বিকাশের সর্বোচ্চ স্তর লৌহযুগকে বলা হয়।
১৪. হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল?
উত্তর: হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি মিশরে প্রথম আবিষ্কৃত হয়েছিল।
১৫. হায়ারোগ্লিফিক কি?
উত্তর: হায়ারোগ্লিপিক হলো প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি।
১৬. AD এর পূর্ণরূপ কি?
উত্তর: AD এর পূর্ণরূপ Anno Domini.
১৭. AD অর্থ কি?
উত্তর: AD অর্থ হলো আমাদের প্রভুর (যীশু) বছর।
১৮. BC এর পূর্ণরূপ কি?
উত্তর: BC অর্থ হলো Before Christ.
১৯. ইতিহাসের দুটি শাখার নাম লেখ।
উত্তর: ইতিহাসের দুটি শাখার নাম হল- ১. রাজনৈতিক ইতিহাস ও ২. সামাজিক ইতিহাস।
২০. “ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি, আর রাজনীতি হচ্ছে বর্তমানে ইতিহাস।”- উক্তিটি কার?
উত্তর: “ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি, আর রাজনীতি হচ্ছে বর্তমানে ইতিহাস।”- উক্তিটি অধ্যাপক সিলির।
২১.”ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয়, বেশিও নয়।”-উক্তিটি কার?
উত্তর:.”ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয়, বেশিও নয়।”-উক্তিটি জন বিনের ফিউরি এর।
২২. ইতিহাসের তথ্য বলতে কী বুঝায়?
উত্তর: ইতিহাস ও তথ্য বলতে ঐতিহাসিক যে উপাদান ও উপকরণের সাহায্যে ইতিহাস রচনা করেন তাকে বুঝায়।
২৩. ইতিহাসের উৎস কত প্রকার?
উত্তর: ইতিহাসের উৎসগুলোকে দুই ভাগে বিভক্ত করা যায়। যথা- ১. লিখিত ও ২. অলিখিত।
২৪. ইতিহাসের অলিখিত উপাদান গুলো কি কি?
উত্তর: ইতিহাসের লিখিত উপাদান গুলো হল জীবাশ্ম, হাড়গোড়, অস্ত্রশস্ত্র, আসবাবপত্র, শিলালিপি, রূপকথা, নকশা, মানচিত্র প্রভৃতি।
২৫. ইতিহাসের তথ্য বলতে কী বুঝায়?
উত্তর: ঐতিহাসিক যে উপাদান ও উপকরণের সাহায্যে ইতিহাস রচনা করেন তাকে ইতিহাসের তথ্য বলে।
২৬. নিমিত্তবাদের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: আপনি মৃত্যু বাদ এর ইংরেজি প্রতিশব্দ হলো Determinism.
২৭. ইতিহাসের জনক বলা হয় কাকে?
অথবা, ইতিহাসের জনক কে?
উত্তর: ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে।
২৮.’সুদা’ কি?
উত্তর: ‘সুদা’ হল একটি অভিধান। এতে হেরোডোটা সম্পর্কে জানার জন্য ছোট একটি প্রবন্ধ আছে।
২৯. পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি?
উত্তর: পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম হল ‘The Histories’
৩০. হেরোডোটাস তার ইতিবৃত্তে কোন যুদ্ধের বিবরণ দিয়েছেন
উত্তর: হেরোডোটাস তার ইতিবৃত্তে গ্রীক পারসিক যুদ্ধের বিবরণ দিয়েছেন।
৩১. কলহন কোন দেশের ঐতিহাসিক?
উত্তর: কলহন ভারতীয় ঐতিহাসিক।
৩২. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি?
উত্তর: ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম হলো ‘রাজতরঙ্গিণী’।
৩৩. ‘রাজতরঙ্গিণী’ কার লেখা?
অথবা, ‘রাজতরঙ্গিণী’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘রাজতরঙ্গিণী’ কলহের লেখা।
৩৪. সেন্ট অগাস্টিনের পুরো নাম কি?
উত্তর: সেন্ট অগাস্টিনের পুরো নাম হল- আরেলিয়াস অগাস্টিন।
৩৫. জিয়াউদ্দিন বারানি রচিত গ্রন্থটির নাম কি?
উত্তর: জিয়াউদ্দিন বারানি রচিত বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম হল তারিখ ই ফিরোজশাহী।
ইতিহাস পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ 2025
৩৬. ‘তারিখ-ই ফিরোজশাহী’ গ্রন্থের রচয়িতা কে?
অথবা, ‘তারিখ ই ফিরোজশাহী’ গ্রন্থটির কার রচনা?
উত্তর: ‘তারিখ-ই ফিরোজশাহী’ গ্রন্থের রচয়িতা হলেন জিয়াউদ্দিন বারানি।
৩৭. ‘আল মুকাদ্দিমা’ কি?
উত্তর: ‘আল মুকাদ্দিমা’ হল ইবনেক খালদুনের কিতাব আল ইবার গ্রন্থের মুখবন্ধ বা ভূমিকা।
৩৮. আসাবিয়া শব্দের অর্থ কি?
উত্তর: আসাবিয়া শব্দের অর্থ হলো গোত্রপ্রীতি, সংহতি, দালানভূতি বা একাত্মবোধ।
৪০. সম্রাট আকবরের সভায় কাকে হেরোডোটাস বলে অভিহিত করা হয়?
উত্তর: সম্রাট আকবরের সভায় ঐতিহাসিক আবুল ফজলকে হেরোডোটা বলে অভিহিত করা হয়।
ইতিহাস পরিচিতি চূড়ান্ত সাজেশন,ইতিহাস পরিচিতি চূড়ান্ত সাজেশন 2025
অনার্স ১ম বর্ষের ১০০% কমন ইতিহাস পরিচিতি সাজেশন 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ইতিহাসের সংজ্ঞা দাও।
২. ইতিহাসের উৎপত্তি কিভাবে হয়েছিল?
৩. ইতিহাসকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে?
৪. ইতিহাসে পরিধি সংক্ষেপে উল্লেখ কর।
৫. ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, ইতিহাস পাঠের গুরুত্ব আলোচনা কর।
৬. ইতিহাস তত্ত্ব বলতে কি বুঝায়?
৭. ইতিহাসের কাল বিভাজনের গুরুত্ব আলোচনা কর।
৮. প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বুঝায়?
অথবা, প্রাক ঐতিহাসিক যুগ বলতে কি বুঝায়?
৯. নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।
১০. প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের পার্থক্য আলোচনা কর।
১১. মধ্যযুগকে ধর্মীয় ভাবাপণ্য যুগ বলা হয় কেন?
১২. রাজনৈতিক ইতিহাস বলতে কি বুঝায়?
১৩. প্রত্নতান্ত্রিক ইতিহাস কি?
১৪. ইতিহাস বিজ্ঞান না কলা সংক্ষেপে আলোচনা কর।
১৫. ইতিহাস ও অর্থনীতির মধ্যে সম্পর্ক লেখ।
অথবা ইতিহাসের সাথে অর্থনীতির সম্পর্ক নিরূপণ কর।
Introduction to History suggestion FOR Honors 1st Year Exam 2025
১৬. ইতিহাসে লিখিত উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, ইতিহাসে লিখিত উৎসগুলো উল্লেখ কর।
১৭. ইতিহাসের অলিখিত উৎস গুলো কি কি?
১৮. ঐতিহাসিক গবেষণা পদ্ধতি কাকে বলে?
১৯. সংশ্লেষণ বলতে কি বুঝ?
২০. ইতিহাস লিখন পদ্ধতি কি?
অথবা, ইতিহাস লিখন পদ্ধতির পর্যায় গুলো কী কী?
২১. তথ্য কী?
অথবা, তথ্য বলতে কী বুঝ?
২২. ইতিহাসের উৎস ও তথ্য বলতে কি বুঝ?
২৩. ইতিহাসের উৎস ও তথ্যের মধ্যকার পার্থক্য লেখ।
২৪. ইতিহাসের কার্যকারণ কী?
২৫. একজন ঐতিহাসিকের কী কী গুন থাকা প্রয়োজন বলে তুমি মনে কর।
২৬. প্রাচীন যুগের ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের পরিচয় দাও।
২৭. হেরোডোটাস কে ইতিহাসের জনক বলা হয় কেন?
২৮. ‘রাজতরঙ্গিণী’ গ্রন্থের বিষয়বস্তু আলোচনা কর।
২৯. মধ্যযুগের ঐতিহাসিক হিসেবে সেন্ট অগাস্টিনের পরিচয় দাও।
৩০. সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন আলোচনা কর।
৩১. জিয়াউদ্দিন বারানি কে ছিলেন?
৩২. জিয়াউদ্দিন বারানির ইতিহাস দর্শন লেখ।
৩৩. ইবনে খালদুন কে ছিলেন?
৩৪. ইবনে খালদুনের আল মুকাদ্দিমা বিশ্লেষণ কর।
৩৫. মুকাদ্দিমার বিষয়বস্তু আলোচনা কর।
৩৬. ইবনে খালদুনের ইতিহাস দর্শন সম্পর্কে লেখ।
৩৭. মধ্যযুগের ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন কর।
Honors 1st Year Exam Introduction to History Suggestion 2025
৩৮. লিওপোল্ড র্যাংকের ইতিহাস দর্শন আলোচনা কর।
৩৯. কাল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র আলোচনা কর।
৪০. আরনল্ড জোসেফ টয়েনবি কে ছিলেন?
অথবা, আরনল্ড টয়েনবি কে ছিলেন?
৪১. টয়েনবির প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্বটি ব্যাখ্যা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. ইতিহাসের সংজ্ঞা দাও। ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।
অথবা ইতিহাস কী? ইহার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. ইতিহাস বলতে কী বুঝ? ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা কর।
৩. ইতিহাসে গুরুত্বপূর্ণ শাখাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও।
৪. ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ কর।
৫. ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোলের সম্পর্ক বিশ্লেষণ কর।
Honors 1st Year Exam Introduction to History Suggestion 2025
৬. ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোলের সম্পর্ক নিরূপণ কর।
৭. ঐতিহাসিক গবেষণা পদ্ধতি কাকে বলে? ঐতিহাসিক গবেষণা পদ্ধতি বিভিন্ন পর্যায আলোচনা কর।
অথবা, ঐতিহাসিক গবেষণা পদ্ধতির বিভিন্ন পর্যায় আলোচনা কর।
৮. ইতিহাস লিখন পদ্ধতির বিভিন্ন পর্যায়সমূহ বিশ্লেষণ কর।
৯. ঐতিহাসিক কী? একজন ঐতিহাসিকের কী কী গুন থাকা প্রয়োজন বলে তুমি মনে কর।
১০. ঐতিহাসিক ও তার তথ্যের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
১১. ইতিহাসের কার্যকারণ বিশ্লেষণ কর।
১২. কার্যকারণ বলতে কি বুঝি ইতিহাসের কার্যকরণ ব্যাখ্যায় নিমিত্তবাদ আলোচনা কর।
১৩. নিমিত্তবাদ কী? ইতিহাসের কার্যকারণ ব্যাখায় নিমিত্তবাদ আলোচনা কর।
১৪. হেরেডোটাসের ‘ইতিবৃত্ত’ গ্রন্থের বিষয়বস্তু আলোচনা কর।
১৫. কল কলহণের ‘রাজতরঙ্গিনী’ লেখার উৎস ও বিষয়বস্তু পর্যালোচনা কর।
১৬. প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হিসেবে কলহণের ‘রাজতরঙ্গিনীর’ মূল্যায়ন কর।
১৭. সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন আলোচনা কর।
১৮. আল মুকাদ্দিমা বিশ্লেষণ কর।
১৯. ইবনে খালদুনের ইতিহাস দর্শন আলোচনা কর।
অথবা, ইবনে খালদুনের ইতিহাস দর্শন ধারণা আলোচনা কর।
২০. ঐতিহাসিক আবুল ফজলের ইতিহাস রচনার ধারা আলোচনা কর।
২১. আবুল ফজলের পরিচয় দাও। মুঘল ইতিহাস তত্ত্বের তার অবদান মূল্যায়ন কর।
২২. কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র আলোচনা কর।
২৩. সভ্যতার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আরনল্ড টয়েনবির মতামত বিশ্লেষণ কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর Introduction to History Honors 1st Year Exam Suggestion PDF, Honors Introduction to History Suggestion PDF Download, PDF Download Introduction to History Honors 1st Year suggestion
Honors 1st year Common Suggestion 2025