PDF Download কম্পিউটারের পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, কম্পিউটারের পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, কম্পিউটারের পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ কম্পিউটারের পরিচিতি সাজেশন

PDF Download কম্পিউটারের পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, কম্পিউটারের পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, কম্পিউটারের পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ কম্পিউটারের পরিচিতি সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
কম্পিউটারের পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Introduction to Computer] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : Marketing
Subject Code: 212309
2025 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

অনার্স ১ম বর্ষের কম্পিউটার পরিচিতি pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: কম্পিউটার পরিচিতি, বিষয় কোড: ২১২৩০৯।

কম্পিউটার পরিচিতি pdf সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. BIOS এর পূর্ণরূপ লেখ।
উত্তর : BIOS এর পূর্ণরূপ হলো Basic Input Output System.

২. OCR ও OMR কী?
উত্তর : OCR – Optical Character Reader. OMR হলো Optical Mark Reader. এদের কাজ কলম বা পেন্সিলের লেখা বা ফরম জাতীয় কাগজকে স্ক্যান করে কম্পিউটারে তথ্য পাঠানো।

৩. Barcode reader কী?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে পণ্য হতে বারকোডের সংকেত রিড করা হয় তাকে Barcode reader বলে।

৪. AI কী?
উত্তর : AI মানে হলো Artificial intelligence অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি কিছু কিছু কাজ মানুষের মতো করতে পারে।

৫. LED কী?
উত্তর : LED বা হলো একটি সেমিকন্ডাক্টর ডায়োড যেখানে বিদতের উপস্থিতিতে আলো নিঃসরণ হয় এবং অনুপস্থিতে বন্ধ হয়ে যায়। এর মাধ্যমে পর্দায় ছবিকে স্পষ্ট করে ফুটিয়ে তোলা হয় বা প্রদর্শিত হয়।

৬. মাইক্রোপ্রসেসর কী?
উত্তর : মাইক্রোপ্রসেসর হলো মাইক্রোকম্পিউটার বা মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটারের পদ্ধতির মূল অংশ। মাইক্রোপ্রসেসরের প্রকতি ও ক্ষমতার ওপর কম্পিউটারের ক্ষমতা এবং অন্যান্য দশিষ্ট নির্ভর করে। একে কম্পিউটারের ব্রেন ও বলা হয়।

৭. Virtual Memory?
উত্তর : ভার্চুয়াল মেমরি হচ্ছে এক ধরনের পদ্ধতি যার সাহায্যে কম্পিউটার সহায়ক মেমরির অংশবিশেষকে প্রধান মেমরি হিসেবে ব্যবহার করতে পারে।

৮. কম্পিউটার মেমরি কী?
উত্তর : কম্পিউটারের যে অংশে প্রবেশকৃত উপাত্ত বা তথ্য মজুত থাকে তাকে মেমরি বা স্মৃতি বলে।

৯. ক্যাশ মেমরি কী?
উত্তর : কম্পিউটারের অভ্যন্তরে সবচেয়ে ক্ষুদ্রতম, উচ্চগতিসম্পন্ন এবং দামি মেমরি হচ্ছে ক্যাশ মেমরি। এটি প্রসেসর ও প্রধান মেমরির মধ্যবর্তী স্থানে অবস্থান করে।

১০. ALU কী?
উত্তর : ALU এর পূর্ণ অর্থ হলো Arithmetic Logic Unit, অর্থাৎ গাণিতিক যুক্তি অংশ। এ অংশে প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক সমস্যার সমাধান যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ সংঘটিত হয়।

১১. স্ক্যানার কী?
উত্তর : যার সাহায্যে ছবি, রেখা, লেখা ইত্যাদি সরাসরি কম্পিউটারে প্রেরণ করা যায়, তাকে স্ক্যানার বলে।

১২. রেজিস্টার কী?
উত্তর : প্রক্রিয়াকরণের সময় স্বল্পসময়ের জন্য ডেটা সংরক্ষণের জন্য প্রসেসরের অভ্যন্তরে ইলেক্ট্রনিক বর্তনী দিয়ে গঠিত অংশকে রেজিস্টার বলে।

১৩. সিস্টেম সফটওয়্যার কাকে বলে?
উত্তর : হার্ডওয়্যারকে কাজে লাগিয়ে ব্যবহারকারীর সমস্যা সমাধানের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে যে সফটওয়্যার কাজ করে তাকে সিস্টেম সফটওয়্যার বলে।

১৪. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে?
উত্তর : ব্যবহারিক সমস্যা সমাধান বা ডাটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়।

১৫. টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কাকে বলে?
উত্তর : দুই বা ততোধিক ব্যবহারকারী নিজেদের টার্মিনালে বসে নিজেস্ব প্রোগ্রামসমূহ একটি কম্পিউটারের সিপিইউতে প্রক্রিয়াকরণ করার জন্য যে অপারেটিং সিস্টেম সময়কে ব্যবহার করে তাকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলে।

১৬. প্যাকেজ প্রোগ্রাম কী?
উত্তর : নির্দিষ্ট ব্যবহারিক প্রয়োজনের সম্ভাব্য সকল প্রকার নির্দেশ এবং সুযোগ একত্র করে যেসব ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয় তাকে প্যাকেজ প্রোগ্রাম বলে।

১৭. অ্যাসেম্বলার কাকে বলে?
উত্তর : অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে।

১৮. যান্ত্রিক ভাষা কী?
উত্তর : কম্পিউটার গ্রোগ্রাম করার মূল ভাষা হলো যান্ত্রিক ভাষা। ০ এবং ১ দিয়ে লিখিত ভাষাকেই যান্ত্রিক ভাষা বলা হয়।

১৯. Compiler কী?
উত্তর : উচ্চস্তরের ভাষায় লিখিত উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার এক ধরনের অনুবাদক সফটওয়্যারকে কম্পাইলার বলে।

২০. ম্যাক্রো (Macro) কী?
উত্তর : মাক্রো মানে ক্ষুদ্রতম। কম্পিউটার বিজ্ঞানে ম্যাক্রো হলো এমন একটি নিয়ম বা প্যাটার্ন যা একটি ক্রমানুসারিক ইনপুট অনুসারে আউটপুট কতটুকু হবে তা নির্ধারণ করে।

২১. 4GL কী?
উত্তর : 4GL বলতে ৪র্থ প্রজন্মের ভাষাকে বুঝায় যা কম্পিউটারের প্রোগ্রাম তৈরি করা যায়। এটি অনেকটা ইংরেজি ভাষার মতোই। সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বলে একে Rapid Application Development Tools ও বলা হয়।

২২. VIRTUAL কী?
উত্তর : প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনার উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কম্পিউটারভিত্তিক কল্পনাকে ভার্চুয়াল বলে।

২৩. ডেটা বা উপাত্ত কাকে বলে?
উত্তর : সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা উপাত্ত বলে।

২৪. ডেটা কত প্রকার ও কী কী?
উত্তর : ডেটা দুই প্রকার। যথা : প্রাইমারি ডেটা ও সেকেন্ডারি ডেটা।

২৫. DSS কী?
উত্তর : DSS হলো Decision Support System. এটিকে বিভিন্ন ব্যবহারকারী সহায়ক সফটওয়্যার হিসেবে ব্যবহার করে থাকে। যেসব সিদ্ধান্ত একক, তাৎক্ষণিক এবং সহজে বোধগম্য নয়, সেসব সিদ্ধান্ত গ্রহণে উঝঝ ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।

২৬. তথ্যপ্রযুক্তি কী?
উত্তর : তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ প্রক্রিয়াকরণ, পরিবহণ, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে জড়িত প্রযুক্তিকে তথ্যপ্রযুক্তি বলে।

২৭. TPS এর পূর্ণরূপ কী?
উত্তর : TPS এর পূর্ণরূপ হলো Transaction Processing System.

২৮. তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর : তথ্যপদ্ধতি ও প্রযুক্তিসমূহের নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা বলে।

২৯. লোকাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর : সাধারণত ১০ কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশকিছ কম্পিউটার টার্মিনাল বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে।

৩০. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
উত্তর : কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর বিভিন্ন যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা।

৩১. কম্পিউটার নৈতিকতা কী?
উত্তর : কম্পিউটার নৈতিকতা বা নীতিশাস্ত্র হলো ব্যবহারিক দর্শনশাস্ত্রের একটি শাখা যা সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং পেশাজীবীদের বা তথ্য ব্যবস্থা বিভাগকে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে।

৩২. কম্পিউটার অপরাধ কাকে বলে?
উত্তর : কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, রিসোর্স, ডেটা বা ইনফরমেশন ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে কোনো অবৈধ কাজ করাকে কম্পিউটার অপরাধ বলে।

৩৩. সাইবার ক্রাইম কী?
উত্তর : ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে। এসব ক্রাইমকে সাইবার ক্রাইম বলা হয়।

৩৪. VIRUS এর পূর্ণরূপ লেখ।
উত্তর : VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize.

৩৫. কম্পিউটার ভাইরাস কী?
উত্তর : কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।

৩৬. অ্যান্টিভাইরাস কাকে বলে?
উত্তর : যে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামসমূহের ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করা হয় তাকে অ্যান্টিভাইরাস বলে।

৩৭. আইপি অ্যাড্রেস কী?
উত্তর : IP অ্যাড্রেস হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত কম্পিউটারের নেটওয়ার্ক এড্রেস। একে Internet Protocol বলে।

৩৮. ফায়ারওয়াল কী?
উত্তর : ফায়ারওয়াল হলো একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যা পূর্বনির্ধারিত সিকিউরিটি সিস্টেমের নিয়মানুসারে কোনো ডেটার প্রবেশ বা বহির্গমনকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে।

৩৯. LAN ও WAN কী?
উত্তর : সাধারণত ১০ কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশকিছু কম্পিউটার টার্মিনাল বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বলে। যখন একটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয় তখন উক্ত নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) বলে।

৪০. সোয়াপিং কী?
উত্তর : কোনো প্রোগ্রাম বা আংশিক প্রোগ্রামকে কোনো স্টোরেজ মাধ্যম থেকে র্যামে কিংবা প্রসেসিং শেষে বা প্রোগ্রামের ফলাফল র‌্যাম-হতে স্টোরেজ মাধ্যমে নিয়ে যাওয়াকে সোয়াপিং বলে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. কম্পিউটার বলতে কী বুঝ?
২. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৩. ডেটাবেস কী? ডেটাবেসের ব্যবহার বর্ণনা কর।
৪. কম্পিউটার সিস্টেম কী? কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো বর্ণনা কর।
৫. কম্পিউটার বাস কী?

৬. কম্পিউটার হার্ডওয়্যার কী?
৭. কম্পিউটার হার্ডওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৮. কম্পিউটার মেমোরি কী?
৯. প্রধান মেমরি ও সহায়ক মেমরির মধ্যে পার্থক্য লেখ।
অথবা, প্রাইমারি স্টোরেজ মিডিয়া ও সেকেন্ডারি স্টোরেজ মিডিয়ার মাঝে পার্থক্য লেখ।

১০. ক্যাশ মেমরি সম্পর্কে আলোচনা কর।
১১. RAM ও ROM এর মধ্যে পার্থক্য লেখ।
অথবা, র‌্যাম ও রম এর মধ্যে পার্থক্য লেখ।
১২. ইনপুট আউটপুট ডিভাইস কী? চারটি ইনপুট ডিভাইস ও চারটি আউটপুট ডিভাইস এর নাম লেখ।
১৩. বারকোড ও বারকোড রিডার কী?

১৪. ওএমআর ও ওসিআর এর মধ্যে পার্থক্য নিরূপণ কর।
অথবা, OMR ও OCR এর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলো দেখাও।
১৫. ঈচট এর প্রধান অংশগুলো বর্ণনা কর।
অথবা, সিস্টেম ইউনিটের বিভিন্ন অংশের বর্ণনা দাও।
১৬. অপারেটিং সিস্টেম কী?
১৭. অপারেটিং সিস্টেমের কার্যাবলি আলোচনা কর।

১৮. অপারেটিং সিস্টেমের গুরুত্ব আলোচনা কর।
১৯. রিয়েল টাইম সিস্টেম সম্পর্কে আলোচনা কর।
২০. প্যাকেজ সফটওয়্যার কাকে বলে?
২১. ফার্মওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য লেখ।

২২. সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৩. ইনফরমেশন সিস্টেম কী?
২৪. তথ্যের মূল্য ও ব্যয় বলতে কী বুঝ?
২৫. ব্যবসায় ইনফরমেশন সিস্টেমের ভূমিকা বর্ণনা কর।

২৬. ম্যানুয়াল ডেটা প্রসেসিং এবং ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর মধ্যে পার্থক্য লেখ।
২৭. একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ের জন্য কী কী ইনফরমেশন সিস্টেম দরকার হয় বর্ণনা কর।
২৮. ব্যবসায়ে ক্ষতিকারক বিভিন্ন প্রকার সাইবার ক্রাইম আলোচনা কর।
২৯. কম্পিউটারের ব্যবহার কীভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে—ব্যাখ্যা কর।
৩০. একটি কম্পিউটারের প্রসেসর ক্রয়ের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করবে?

৩১. কম্পিউটার ভাইরাস আক্রমণের কারণগুলো লেখ।
৩২. কম্পিউটারকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য কী কী করণীয়?
৩৩. কম্পিউটার হ্যাকিং বলতে কী বুঝ?
৩৪. ডকুমেন্ট সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।
৩৫. বিখ্যাত পাঁচটি সার্চ ইঞ্জিনের নাম লেখ এবং তোমার কোনটি ভালো লাগে? কারণ ব্যাখ্যা কর।

৩৬. Wi-Fi ও WiMAX এর মধ্যে পার্থক্য লেখ।
অথবা, Wi-Fi ও WiMAX এর মধ্যে তুলনা কর।
৩৭. ইমেইল কী? ইমেইলের গঠন বর্ণনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
২. চিত্রসহ কম্পিউটারের সংগঠন আলোচনা কর।
৩. কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা কর।
৪. বিভিন্ন প্রকার কম্পিউটার বাসের কাজ বিস্তারিত বর্ণনা কর।
অথবা, বাস কাকে বলে? বিভিন্ন প্রকার বাসের বর্ণনা দাও।
৫. সংক্ষেপে বিভিন্ন ধরনের মেমরির বর্ণনা কর।

৬. কম্পিউটার কিভাবে ডেটাকে প্রকাশ করে?
৭. ছকের সাহায্যে অপারেটিং সিস্টেমের সংগঠন দেখাও।
৮. চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের পার্থক্য লেখ।
৯. ব্যবসার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োজন কেন?

১০. অনলাইন ইনফরমেশন অ্যাকসেস কী? এর সার্ভিসসমূহ আলোচনা কর।
১১. ইনফরমেশন সিস্টেম একজন ব্যবস্থাপককে কীভাবে সাহায্য
১২. সাইবার অপরাধ কী? সাইবার অপরাধ থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে?
১৩. কম্পিউটার অপরাধ কী? কম্পিউটার অপরাধগুলো কী কী ধরনের হতে পারে বর্ণনা কর।
অথবা, সাইবার ক্রাইম কী? ব্যবসায়ে ক্ষতিকারক বিভিন্ন প্রকার সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা কর।

১৪. বিভিন্ন প্রকার ডেটা সিকিউরিটি বর্ণনা কর।
১৫. ডেস্কটপ পাবলিশিং (DTP) কী? একটি স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রসেসরের বৈশিষ্ট্য লেখ।
১৬. ইমেইল ব্যবহারের সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।
১৭. ওয়ার্কশিট কী? একটি স্প্রেডশিট প্রােগ্রামে ফর্মুলা ও ফাংশন লেখার নিয়মাবলি লেখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন অনাস ১ম বর্ষের

Honors 1st year Common Suggestion 2025

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

ক বিভাগ

কম্পিউটার কী?

এ্যাবাকাস কী?

অ্যানালগ কম্পিউটার কী?

CPU কী?

সিপিইউ এর কাজ কী?

BIOS এর পূর্মরুপ লেখ?

MICR কী?

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

OCR ও OMR কী?

Barcode reader কী?

AI কী?

LED কী?

মাইক্রপ্রসেসসর কী?

virtual memory কি?

কম্পিউটার মেমরি কী?

ALU কী?

সফটওয়্যার কী?

অপারেটিং সিস্টেম কাকে বলে?

compiler কী?

ম্যাক্রো কী?

ডিবাগিং কী?

ডেটা বা উপাও কাকে বলে?

MIS কী?

DSS কী?

অফলাইন ইন্টারনেট কী?

কৃএিম বুদ্ধিমওা কী?

কম্পিউটার ভাইরাস কী?

URL কী?

সফটওয়্যার পাইরেসি কী?

আইপি এড্রেস কী?

ডেটা ওয়্যারহাউজ কী?

খ বিভাগ

কম্পিউটার সিস্টেম বলতে কী বুঝ?

কম্পিউটার সিস্টেমের উপাদানসমূহ কী?

বাজারজাত করণে কম্পিউটারের গুরুত্ব আলোচনা কর

মাইক্রোপ্রসেসরের কার্যাবলি বর্ণনা কর

প্রধান মেমরি ও সহায়ক মেমরি মধ্যে পার্থক্য লেখ?

ওএমআর ও ওসিার এর মধ্যে পার্থক্য নিরুপণ কর

বিভিন্ন ধরণের রমের বর্ণনা দাও?

অপারেটিং সিস্টেমের গুরুত্ব আলোচনা কর?

সিস্টেম সফটওয়্যার ও অ্যাপিকেশন সফটএয়্যারের মধ্যে পার্থক্য নির্ণয় কর?

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য নিরুপণ কর?

প্যাকেজ সফটওয়্যার কাকে বলে?

মাল্টিপ্রোগ্রামিং বা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের বর্ণনা দাও?

ইনফরমেশন সিস্টেম কী?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

MIS এর বিভিন্ন স্তরগুলো ব্যাখ্যা কর

ম্যানুয়াল ডেটা প্রসেসিং এবং ইলেক্ট্রেনিক ডেটা প্রসেসিং এর মধ্যে পার্থক্য লেখ?

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

কম্পিউটার সঠীকভাবে রক্ষণবেক্ষণের জন্য কী কী করণীয়?

কম্পিউটার ভাইরাস আক্রমণের কারণগুলো লেখ?

কম্পিউটার ভাইরাস কী? কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপাদানসমূহ আলোচনা কর?

Wi-Fi ও WiMax এর মধ্যে পার্থক্য লেখ?

ই কমার্স কী? এর শ্রেণি বিভাগ আলোচনা কর?

গ বিভাগ

কম্পিউটার প্রজন্ম কী? কম্পিউটার প্রজন্মের বিস্তারিত বর্ণনা দাও?

মাইক্রো কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর?

বহুমূখি যন্ত্র হিসেবে কম্পিউটারের ব্যবহার আলোচনা কর?

বিভিন্ন প্রকার কম্পিউটার বাসের কাজ বিস্তারিত বর্ণনা কর?

বিভিন্ন ধরনের স্ক্যানিং ডিভাইসের সংক্ষিপ্ত বর্ণনা কর?

ছকের সাহায্যে অপারেটিং সিস্টেমের সংগঠন দেখাও?

চিএভিওিক ও বর্ণভিওিক অপারেটিং সিস্টেমের পার্থক্য লেখ?

সফটওয়্যারের শ্রেণিবিভাগকে ছকের মাধ্যমে দেখাও?

অ্যাপিকেশন সফটওয়্যার কী? অ্যাপিকেশন সফটওয়্যারের প্রকারভেদ আলোচনা কর?

ইনফরমেশন সিস্টেম একজন ব্যবস্হাপককে কীভাবে সাহায্য করে?

ব্যবস্হাপনা কীভাবে সিদ্ধান্তসমূহ গ্রহণ করে আলোচনা কর?

ইনফরমেশন ভ্যালু আলোচনা কর?

ব্যবসায় ইনফরমেশন সিস্টেমের ভূমিকা বর্ণনী কর?

কম্পিউটার অপরাধ কী? কম্পিউটার অপরাধ গুলো কী কী ধরণের হতে পারে?

হ্যাকিং কী? সংক্ষেপে বিভিন্ন প্রকার হ্যাকিং পদ্ধতির বর্ণনা কর?

কার্যক্ষেএে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সুবিধাগুলো লেখ?

ই কর্মাস ও ই বিজনেস মধ্যে পার্থক্য লেখ?

ইন্টারনেট মার্কেটিং কী? ইন্টারনেট মার্কেটিং বিভিন্ন উপায় সংক্ষেপে লেখ?

স্পেল চেকার বা বানান সংশোধনের প্রক্রিয়া বর্ণনা কর?

ইন্টারনেট কী? ব্যবসা ব্যাণিজ্য ইন্টারনেটের সুবিধাসমুহ আলোচনা কর?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন অনাস ১ম বর্ষের

Honors 1st year Common Suggestion 2025

Leave a Comment