PDF Download দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

PDF Download দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ সাজেশন অনার্স ১ম বর্ষের
 [History of South Asia upto 1526] Suggestion Honors 1st year
Department of: ইতিহাস ও অন্য সকল বিভাগের
Subject Code: 211507
2025 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

PDF Download দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ সাজেশন 2025

আজকের আলোচনা দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ pdf সাজেশন বিষয়: দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত)। বিষয় কোড: ২১১৫০৭।

দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ pdf

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. রামায়ণের সংকলক কে?
উত্তর: রামায়ণ মহাকবি বাল্মিকীর রচনা করেন।

২. মহাভারতের রচয়িতা কে?
উত্তর: মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস।

৩ অর্থশাস্ত্র রচনা করেন কে?
উত্তর: অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য।

৪. রাজতরঙ্গিনী কে রচনা করেন?
উত্তর: ‘রাজতরঙ্গিনী’ কলহণ রচনা করেন।

৫. ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর: ভারতের প্রাচীনতম সভ্যতা হল- সিন্ধু সভ্যতা।

৬. সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় কত সালে?
অথবা, সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় 1921 সালে।

৭. মহেঞ্জোদারো শব্দের অর্থ কি?
উত্তর: মহেঞ্জোদারো শব্দটির অর্থ হলো মরার ঢিবি বা মৃতদের ঢিবি।

৮. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর: আর্যদের আদি বাসস্থান ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিনে কিরঘিজ তৃণভূমি অঞ্চলে।

৯. বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
উত্তর: বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেনগৌতম বুদ্ধ।

১০. প্রাচীন ভারতে কয়টি মহাজনপদ ছিল?
উত্তর প্রাচীন ভারতে ১৬টি জনপদ ছিল।

১১. আলেকজান্ডার কাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন?
উত্তর: আলেকজান্ডার পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন।

চূড়ান্ত সাজেশন অনার্স ১ম বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ 2025

১২. সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন?
উত্তর: সম্রাট অশোক মৌর্য বংশের শাসক ছিলেন।

১৩. সম্রাট অশোক কত ধর্ম গ্রহণ করেন?
উত্তর: সম্রাট অশোক আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দ (কলিঙ্গ যুদ্ধের পর) বৌদ্ধধর্ম গ্রহণ করেন।

১৪. কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে?
উত্তর: কুষাণ বংশের সর্বশেষ শাসক হলেন মনিষ্ক।

১৫. অশোকের কোন লিপিতে ধম্ম কথাটি উল্লেখ পাওয়া যায়।
উত্তর: অশোকের মাস্কি লিপিতে ধম্ম কথাটি উল্লেখ পাওয়া যায়।

১৬. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত।

১৭. ‘এলাহাবাদ প্রশস্তির’ রচয়িতা কে?
উত্তর: ‘এলাহাবাদ প্রশস্তির’ রচয়িতা হলেন হরিষেন।

১৮. আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন?
উত্তর: আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা ছিলেন দাহির।

History of South Asia upto 1526 Honors 1st Year Exam Suggestion PDF 2025

১৯. সবুক্তগীন কে ছিলেন?
উত্তর: সবুক্তগীন ছিলেন আলপ্তগীনের জামাতা এবং সুলতান মাহমুদের পিতা।

২০. সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল কোনটি?
উত্তর: সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল সোমনাথ মন্দির আক্রমণ।

২১. শাহনামা রচনা করেন কে?
উত্তর: শাহনামা রচনা করেন মহাকবি ফেরদৌসী।

২২. ভারতে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন কে?
উত্তর: ভারতের স্থায়ী মুসলিম শাসন ভিত্তিস্থাপন করেন মোহাম্মদ ঘুরি।

২৩. মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে?
অথবা, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: মামলুক বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক।

২৪. কুতুবমিনার কোথায় অবস্থিত?
উত্তর: কুতুবমিনার দিল্লিতে অবস্থিত।

২৫. বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: প্রতিষ্ঠাতা ছিলেন জালালুদ্দিন ফিরোজ খিলজী।

২৬. কে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন?
উত্তর: আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন।

২৭. প্রতীক তাম্রমুদ্রা কে প্রবর্তন করেন?
উত্তর: প্রতীক তাম্রমুদ্রা মুহাম্মদ বিন তুঘলক প্রবর্তন করেন।

২৮. দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন?
উত্তর: দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদী।

২৯. ‘কিরান উস সাদাই ‘ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘কিরান উস সাদাই গ্রন্থের রচয়িতা হলেন আমির খসরু।

2025 অনার্স ১ম বর্ষের ১০০% কমন দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ সাজেশন

অনার্স ১ম বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ পরীক্ষার সাজেশন 2025

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. পুনর্গঠনে প্রাচীন সাহিত্য ধর্ম শাস্ত্রের গুরুত্ব লেখ।
২. প্রাচীন দক্ষিণ এশিয়ার ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব কী?
৩. ভারতের ইতিহাস পুনর্গঠনে শিলালিপি ও মুদ্রার গুরুত্ব বর্ণনা কর।
অথবা, ইতিহাসের উৎস হিসেবে শিলালিপি ও মুদ্রার গুরুত্ব লেখ।
৪. বৈদিক যুগের রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।

৫. চতুরাশ্রম বলতে কী বুঝ? অথবা, চতুরাশ্রম কী?
৬. বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলো লেখ।
৭. প্রাচীন ভারতের জনপদ গুলোর নাম লেখ
৮. আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ বর্ণনা কর।
অথবা, আলেকজান্ডারের ভারত অভিযানের কারণগুলো উল্লেখ কর।
অথবা, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণসমূহ আলোচনা কর।

2025 অনার্স ১ম বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ স্পেশাল সাজেশন

৯. কলিঙ্গের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।
১০. কুষাণ কারা?
১১. দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিখ্যাত কেন?
১২. গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন?
১৩. আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণের বিবরণ দাও।
১৪. সিন্ধু বিজয়ের সাংস্কৃতিক ফলাফল কী ছিল?

১৫. সুলতান মাহমুদের সোমনাথ বিজয়ের বিবরণ দাও।
১৬. বলবনের রক্ত ও লৌহনীতি ব্যাখ্যা কর।
১৭. আলাউদ্দিন খলজির সামরিক সংস্কার আলোচনা কর।
১৮. পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা কর।
১৯. তুঘলক বংশের পতনের জন্য ফিরোজ শাহ তুঘলক কতটুকু দায়ী ছিলেন?
২০. দিল্লির সুলতানি আমলে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Honors History of South Asia upto 1526 Suggestion PDF Download 2025

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. মধ্যযুগীয় ভারতের ইতিহাসের উৎসসমূহ বর্ণনা কর।
২. সিন্ধু সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর।
৩. সিন্ধু সভ্যতার সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর।
৪. ভারতে বৌদ্ধ ধর্ম পতনের কারণসমূহ আলোচনা কর।
৫. ষোড়শ মহাজনপদ বলতে কী বুঝ?
অথবা, প্রাচীন ভারতের জনপদ সমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।

৬. আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
৭. চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী ও কৃতিত্ব আলোচনা কর।
৮. কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব মূল্যায়ন কর।
৯. সমুদ্র গুপ্তযুগকে ভারতের নেপোলিয়ন বলা হয় কেন?-পর্যালোচনা কর।
১০. গুপ্তযুগকে কেন প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়?
অথবা, গুপ্তযুগকে প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন?

১১. সুলতান মাহমুদের ভারত আক্রমণের কারণসমূহ আলোচনা কর।
১২. সুলতান মাহমুদের ভারত অভিযানের বিবরণ দাও।
১৩. মোহাম্মদ ঘুরির ভারত অভিযানগুলো সংক্ষেপে বর্ণনা কর।
১৪. দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব বিচার কর।
অথবা, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, ইলতুৎমিসকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?

2025 PDF Download History of South Asia upto 1526 Honors 1st Year suggestion

১৫. বলবনের ‘রক্ত ও লৌহনীতি’ ব্যাখ্যা কর। এ নীতি বাস্তবায়নে তিনি কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
১৬. আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য আক্রমণ করেছিলেন বিজয়ের তাৎপর্য ব্যাখ্যা কর।
১৭. ফিরোজ শাহ তুঘলকের সংস্কারসমূহ আলোচনা কর।

১৮. আরিজ ই মামালিকের দায়িত্ব বিশেষ উল্লেখ পূর্বক সুলতানি আমলে সামরিক সংগঠনের একটি বিবরণ দাও।
১৯. দিল্লি সালতানাতের আমলে আর্থসামাজিক অবস্থার একটি বিবরণ দাও।
অথবা, দিল্লি সালতানাতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার একটি বিবরণ দাও।
২০. সুলতানি আমলের স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর NU Honors 1st Year History of South Asia upto 1526 Suggestion PDF, Honors History of South Asia upto 1526 Final Suggestion, History of South Asia upto 1526 Honors Suggestion PDF Download, special short suggestion Honors 1st year History of South Asia upto 1526, Honors 1st year History of South Asia upto 1526 suggestion

Honors 1st year Common Suggestion 2025

Leave a Comment