PDF Download পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

PDF Download পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Western political thought] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : Political Science
Subject Code: 212903
2024 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৪ বিষয় কোড: ২১১৯০৩।

পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৪

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায়?
উত্তর: পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সূত্রপাত প্রাচীন গ্রিসে।

২. গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর: গ্রীক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য হল যুক্তিকে প্রাধান্য দান।

৩. “সদগুণই জ্ঞান।”- উক্তিটি কার?
উত্তর: `Virtue is Knowledge.’- এ মূলনীতিটি সক্রেটিসের।

৪. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কে?
উত্তর: প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে দার্শনিক রাজা।

৫. “শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন; আবার শাসক যখন দুর্নীতিপরায়ন আইন তখন নিরর্থক।”- উক্তিটি কার?
উত্তর: “শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন; আবার শাসক যখন দুর্নীতিপরায়ন আইন তখন নিরর্থক।”- উক্তিটি দার্শনিক প্লেটোর।

৬. ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম কি?
উত্তর: ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম `Concerning Justice.’

৭. প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন?
উত্তর: প্লেটো সম্পত্তি পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন।

৮ অ্যারিস্টোটলের মতে উত্তম সরকার কোনটি?
অথবা, অ্যারিস্টোটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি?
উত্তর: এরিস্টটলের মতে উত্তম সরকার পলিটি বা মধ্যতন্ত্র।

৯. পলিটিক কি?
উত্তর: এরিস্টটলের মতে পলিটি হল সর্বোত্তম সরকার ব্যবস্থা।

১০. কোন দার্শনিক প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল?
উত্তর: সিসেরো প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল।

১১.‘‘মধ্যযুগ অরাজনৈতিক।”- উক্তিটি কার?
উত্তর: ‘‘মধ্যযুগ অরাজনৈতিক।”- অধ্যাপক ডানিং এর।

১২. সেন্ট অগাস্টিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: সেন্ট অগাস্টিন 354 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন

১৩. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
অথবা, কাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়?
উত্তর: মধ্যযুগের এরিস্টটল বলা হয় একুইনাসকে।

১৪. ‘‘দ্যা রিপাবলিক’’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘‘দ্যা রিপাবলিক’’ গ্রন্থটির লেখক প্লেটো।

১৫. ‘‘দ্যা প্রিন্স’’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘‘দ্যা প্রিন্স’’ গ্রন্থটির লেখক নিকোলো ম্যাকিয়াভেলি।

১৬. ‘‘Renaissance’’ শব্দের অর্থ কি?
উত্তর: রেনেসাঁ শব্দের অর্থ পুর্নজন্ম বা নবজাগরণ।

১৭. ম্যাকিয়াভেলি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
উত্তর: মেকিয়াভেলি পঞ্চদশ শতাব্দীতে 1469 জন্মগ্রহণ করেন।

১৮. ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।

১৯. মেকিয়াভেলিবাদ কী?
উত্তর: ম্যাকিয়াভেলি রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য যেসব বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক উপদেশ দিয়েছেন, সেটি রাজনৈতিক দর্শন নামে পরিচিত।

২০. রাজনৈতিক নৈতিকতার দ্বৈত মানের কথা কে বলেছেন?
উত্তর: রাজনৈতিক নৈতিকতার মানের কথা ম্যাকিয়াভেলি বলেছেন।

২১. লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: লেভিয়াথান গ্রন্থটির লেখক টমাস হবস।

২২. জীবন নিঃসঙ্গ, অসহায়, নোংরা, পাশবিক ও ক্ষণস্থায়ী উক্তিটি কে করেছেন?
উত্তর: জীবন নিঃসঙ্গ, অসহায়, নোংরা, পাশবিক ও ক্ষণস্থায়ী উক্তিটি- টমাস হবসের।

২৩. একজন যুক্তিবাদী দার্শনিকের নাম লেখ
উত্তর: একজন যুক্তিবাদী দার্শনিকের নাম টমাস হবস।

২৪. ‘‘‘Communist Manifesto’’ রচয়িতা কে?
উত্তর: `Communist Manifesto’ রচয়িতা কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস।

২৫. ‘‘The Spirit of Law’’’ কার লেখা?
উত্তর: ‘‘The Spirit of Laws’ গ্রন্থটির লেখক চার্লস লুই দা মন্টেস্কু।

২৬. মন্টেস্কুর মতে স্বাধীনতার রক্ষাকবচ কি?
উত্তর: মন্টেস্কুর মতে স্বাধীনতার রক্ষাকবচ হলো আইনের শাসন।

২৭. জন লকের মতে প্রকৃতির রাজ্যে জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল?
উত্তর: জন লকের মতে প্রকৃতির রাজ্যে জনগণের মধ্যে দুটি চুক্তি হয়েছিল।

২৮. রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর: রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম ‘‘This Social Contract.’

২৯. কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
উত্তর: 1789 সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

৩০. সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা যে জ্যাঁ জ্যাঁক রুশো।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. রাষ্ট্র চিন্তা কি?
২. সক্রেটিস ও সোফিস্টদের মধ্যে পার্থক্য লেখ।
৩. প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্বন্ধে কি জান?
৪. প্লেটোর রিপাবলিক শিক্ষার ওপর লিখিত ও যাবতকালের সর্বোত্তম গ্রন্থ বক্তব্যটি পরীক্ষা কর।
৫. প্লেটোর শিক্ষাব্যবস্থা আধুনিককালে কতটুকু গ্রহণযোগ্য?

৬. প্লেটোর সাম্যবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৭. প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য কি?
অথবা, প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য নির্ণয় কর।
৮. এরিস্টল কিভাবে সর্বোত্তম রাষ্ট্র ও বাস্তবধর্মী সর্বোত্তম রাষ্ট্রের মধ্যে পার্থক্য নির্ণয় করেন?
৯. এরিস্টটলের মতে পলিটি কেন সর্বোৎকৃষ্ট রাষ্ট্র?

১০. এরিস্টটলের বিপ্লব তত্ত্বটি আলোচনা কর।
১১. মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।
অথবা, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১২. সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্ব আলোচনা কর।
অথবা, সেন্ট অগাস্টিনের শান্তি তথ্যটি সংক্ষেপ আলোচনা কর।

১৩. ম্যাকিয়াভেলিবাদ কি?
১৪. ‘‘শাসকের মধ্যে শৃগাল ও সিংহের গুণাবলীর সমন্বয়সাধন হওয়া উচিত। ম্যাকিয়াভেলির ‘প্রিন্স’ গ্রন্থের আলোকে উদ্ধৃতিটি ব্যাখ্যা কর।
অথবা, ‘‘শাসক হবেন শৃগালের মতো ধূর্ত ও সিংহের মত শক্তিশালী উক্তিটি।’’- ব্যাখ্যা কর।
১৫. টমাস হবস বর্ণিত প্রকৃতির রাজ্য সম্পর্কে বর্ণনা কর।
অথবা, প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।
১৬. মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস সবচেয়ে ধারণা আলোচনা কর।

১৭. ‘‘জীবন বিশ্রী, পাশবিক ও সাময়িক।’’- হবসের এই উক্তিটি সংক্ষেপে পর্যালোচনা কর।
১৮. গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা কর।
১৯. ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে মন্টেস্কুর ধারণা বর্ণনা কর।।
২০. রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য কি?
অথবা, রুশো কিভাবে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা কর।
৩. প্লেটোর ন্যায়তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা, প্লেটোর ন্যায়তত্ত্ব পর্যালোচনা কর।
অথবা, ন্যায়বিচার তত্ত্বটি ব্যাখ্যা কর।

৪. এরিস্টটলের বিপ্লব সম্পর্কে আলোচনা কর।
অথবা, এরিস্টটলের বিপ্লব তত্ত্ব আলোচনা কর। আধুনিককালে কতদূর কার্যকরী? অথবা, এরিস্টোটলের বিপ্লব তত্ত্ব আলোচনা কর।
৫ রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি ও উদ্দেশ্যের সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা কর। ৬. রোমান রাষ্ট্রচিন্তায় পলিবিয়াসের অবদান আলোচনা কর।

৭. সিনেকার রাষ্ট্র দর্শন আলোচনা কর।
৮. ‘‘ইউরোপের মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক।”- উক্তিটি পরীক্ষা কর।
৯. সেন্ট অগাস্টিনের ন্যায়বিচার তত্ত্ব আলোচনা কর।
১০ সেন্ট টমাস একুইনাসের রাষ্ট্র দর্শন মূল্যায়ন কর।
অথবা, রাষ্ট্র দর্শন সংক্ষেপে আলোচনা কর।
১১. সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?

১২. মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় মার্সিলিওর অবদানসমূহ আলোচনা কর।
১৩. রেঁনেসা কি? রেনেসাঁর উদ্ভবের কারণগুলো আলোচনা কর।
১৪. মেকিয়াভেলির ধর্ম, নৈতিকতা ও রাজনীতির পৃথকীকরণ সম্পর্কে আলোচনা কর। অথবা, ধর্ম, নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে মেকিয়াভেলির ধারণা আলোচনা কর। অথবা, রাজনীতি ও নৈতিকতা সম্পর্কে মেকিয়েভেলির ধারণা আলোচনা কর।

১৫. মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা মূল্যায়ন কর। অথবা, মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা সমালোচনাসহ লেখ।
১৬. আধুনিক রাষ্ট্রচিন্তার জন লকের অবদান আলোচনা কর।

১৭. জন লকের সম্পত্তি সংক্রান্ত মতবাদটি আলোচনা কর।
অথবা, জন লকের সম্পত্তি তথ্য সম্পর্কে আলোচনা কর।
১৮. আধুনিক রাষ্ট্রচিন্তায় মন্টেস্কুর অবদান বর্ণনা কর।
১৯. রাষ্ট্রচিন্তায় রুশোর অবদান আলোচনা কর।
২০. সামাজিক চুক্তি সম্পর্কে টমাস হববস, জন লক ও জ্যাঁ জ্যাঁক রুশোর ধারণা তুলনামূলক আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন,

Honors 1st year Common Suggestion 2024

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

বি.এস.এস(অনার্স) প্রথম বর্ষ পরীক্ষা2024


ক : বিভাগ..


১,”Virtue is Knowledge ” উক্তিটি কার?
২,’রিপাবলিক’গ্রন্থের বিকল্প শিরোনাম কি/Concerning justice কার শিরোনাম?
৩,’The laws’ গ্রন্থটি রচিয়তা কে?
৪,প্লেটোর অাদর্শ রাষ্ট্রের শাসক হবে কারা?
৫,প্লেটোর কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন?
৬,এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?
৭,পলিটি কি?
৮,”শাসক যখন ন্যায়বান,অাইন তখন নিষ্প্রয়োজন; অাবার শাসক যখন দুর্নীতিপরায়ণ,অাইন তখন নিরর্থক।
উক্তিটি কার?
৯,The history of Rome গ্রন্থটির রচিয়তা কে?
১০,দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?
১১,’বিধাতার রাষ্ট্র’ ধারাণাটি কে দিয়েছেন?
১২,মধ্যযুগীয় এরিস্টটল কাকে বলা হয়?
১৩,ম্যাকিয়াভেলি কোথায় এবং কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
১৪, “The prince ” গ্রন্থের রচিয়তা কে?
১৫,’গৌরবময় বিপ্লব কখন হয়েছিল?
১৬,জীবন নি:সঙ্গ,অসহায়, নোংরা,পাশবিক ও ক্ষণস্থায়ী।” উক্তিটি কার?
১৭,অাধুনিক গণতন্ত্রের জনক কে?
১৮,The Spirit of kaws’ কার লেখা?
১৯,রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম কি?
২০,The social contract ‘বইটি কার লেখা?


খ:বিভাগ…


১,প্লেটোর অাদর্শ রাষ্ট্র সম্বন্ধে কি জান?
২,প্লেটোর রিপাবলিক শিক্ষার উপর লিখিত এ যাবতকালের সর্ব্বোত্তম গ্রন্থ।বক্তব্যটি পরীক্ষা কর।
৩,এরিস্টটলের মতে,পলিটি কেন উত্তম রাষ্ট্র বিশ্লেষণ কর।
৪,সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্বটি অালোচনা কর।
৫,সেন্ট টমাস একুইনাসের রাষ্ট্রদর্শন মূল্যায়ন কর।
৬,ম্যাকিয়াভেলি বাদ কি? অালোচনা কর।
৭,”শাসকের মধ্যে শৃগাল ও সিংহের গুণাবলির সমন্বয় সাধন হওয়া উচিত।”
৮,মানব প্রকৃতি রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা অা: কর।
৯,গনতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা কর।
১০,রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য কি?
১১,মন্টেস্কুর ক্ষমতা পৃথকীকরণ তত্ত্বটি অা:কর।
১২,একুইনাসের অাইন তত্ত্বটি অা:কর।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


গ: বিভাগ…


১,প্ল টোর দি রিপাবলিক সর্বাত্মকবাদের নীলনক্সা’ -উক্তিটি বিশ্লেষণ কর।
২,প্লেটোর ন্যায় ধর্ম তত্ত্বটি ব্যাখ্যা কর।
৩,রাষ্ট্রচিন্তায় এরিস্টটলের অবদান অালোচনা কর।
৪,এরিস্টটলের মতে,বিপ্লবের সাধারণ কারণগুলি কি কি? অা:কর।
৫,রাষ্ট্রচিন্তায় সিসেরোর অবদান বর্ণনা কর।
৬,”মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক “- উক্তিটি ব্যাখ্যা কর।
৭,সেন্ট টমাস একুইনাসের রাষ্ট্রদর্শন সংক্ষেপে অা: কর।
৮,রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়েভেলীর অবদান লিখ।
৯,রাজনীতি ও নৈতিকতার সম্পর্কে ম্যাকিয়েভেলির ধারণা অা:কর।
১০,অাধুনিক রাষ্ট্রচিন্তায় জন লকের অবদান অা:কর।
১১,সামাজিক চুক্তি – মতবাদ সম্পর্কে হব্স লক ও রুশোর ধারণার তুলনামূলক অা:কর।

খ-বিভাগ। (যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।)

১) গ্রিক রাষ্টচিন্তা কি? গ্রিক রাষ্টচিন্তার বৈশিষ্ট্যসমূহ লিখ।(৯৯%)।

২) মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলি ও হবসের ধারণা আলােচনা কর। ম্যাকিয়াভেলী বর্ণিত | নৈতিকতার দ্বৈত মানদন্ড কি? (৯৯%)

৩) জন লকের সম্মতি তত্ত্ব আলােচনা কর । জন লকের মানব প্রকৃতি কি? (৯৯%)

৪) স্বাধীনতা সম্পর্কে ও আধুনিক রাষ্ট্রচিন্তায় মন্টেস্কুর ধারণা ব্যাখ্যা কর।(৯৯%)

৫) প্লেটোর আদর্শ রাষ্ট সম্বন্ধে কি জান? প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য নির্ণয় কর।(৯৯%)

৬) প্লেটোর দার্শনিক রাজার বৈশিষ্ট্য উল্লেখ কর। প্লেটোর শিক্ষা ব্যবস্থা বর্তমানকালে কতটুকু প্রযােজ্য?(৯৯%)।

৭) একুইনাসের মতে শ্বাশত আইন কী? একুইনাসের আইকে কিভাবে শ্রেণিবিন্যাস করেছেন? (৯৯%)

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৮) দাঁস্তের পরিচয় দাও। দাঁস্তের রাষ্টদর্শন সম্পর্কে আলােচনা কর ।(৯৯%)

৯) এরিস্টটলের মতে, পলিটি কেন সবােকৃষ্ট রাষ্ট? এরিস্টটলের দাসতত্ত্ব কি? (৯৯%)

১০) মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় ‘দুই তরবারি তত্ত্বটি ব্যাখ্যা কর। আগাস্টিনের মতে, দুই তরবারি | তত্ত্বটি ব্যাখ্যা কর।(৯৯%)

১১) সামন্ততন্ত্র কাকে বলে? সামন্ত্রবাদের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলােচনা কর।(৯৯%)

১২) ক্রীতদাস প্রথার পক্ষে এরিস্টটলের যুক্তিগুলাে কী কী?

১৩) স্টোয়িকবাদী দার্শনিকের পরিচয় দাও। পলিবিয়াসের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লিখ।

১৪) রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে সিসেরাের ধারণা ব্যাখ্যা কর।

১৫) পােপ ও সম্রাটের মধ্যে দ্বন্দ্বের কারণ কি?

১৬) মার্সিলিওর আইন তত্ত্বটি ব্যাখ্যা কর।

১৭) রেনেসা বলতে কী বুঝ? আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?

১৮) রুশাের সামাজিক চুক্তি তত্ত্ব বর্ণনা কর।

১৯) সদগুণই জ্ঞান- উক্তিটি যাচাই কর।

বিষয়: পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা

গ-বিভাগ (যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।)

১) রুশােকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় কেন? ব্যাখ্যা কর। এবং রুশাের ‘সাধারণ ইচ্ছা তত্ত্বটি সমালােচনা কর? (৯৯%)।

২) আধুনিক রাষ্ট্রচিন্তার জন লকের অবদান আলােচনা কর। এবং জন লকের সংসদীয় গনতন্ত্রের জনক বলা হয় কেন? (৯৯%)।

৩) টমাস হবসের সার্বভৌম তত্ত্বটি আলােচনা কর।(৯৯%)।

৪) রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলির অবদান লিখ। ম্যাকিয়াভেলী বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদন্ড কি? (৯৯%)

৫) রাষ্টচিন্তায় মার্সিলিও অব পাদুয়ার অবদান আলােচনা কর।(৯৯%)

৬) সেন্ট টমাস একুইনাসের আইনকে কিভাবে শ্রেণিবিন্যস্ত করেছেন? সেন্ট টমাস একুইনাসের আইন তত্ত্বটি আলােচনা কর ।(৯৯%)

৭) সেন্ট অগাস্টিনের ন্যায়বিচার তত্ত্ব আলােচনা কর। এবং সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলােচনা কর ।(৯৯%) ৮) সামন্তবাদের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলােচনা কর।

৯) ইউরােপের মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক- উক্তিটি পরীক্ষা কর ।

১০) সিনেকার এর পরিচয় দাও। রােমান রাষ্ট্রদর্শন সিনেকার অবদান আলােচনা কর।(৯৯%)

১১)রােমান রাষ্ট্রচিন্তা কি? রােমান রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।(৯৯%)

১২)সােফিস্ট রাষ্ট্রদর্শনের বৈশিষ্ট্যগুলাে অবদান আলােচনা কর ।(৯৯%)

১৩)এরিস্টটলের রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? ব্যাখ্যা কর। এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ আলােচনা কর ।(৯৯%)

১৪)প্লেটোর দি রিপাবলিক সর্বাত্মকবাদের নীলকক্সা- উকিটি বিশ্লেষণ কর।(৯৯%)

১৫)সমালােচনাসহ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর।

১৬)গ্রিক রাষ্ট্রচিন্তায় সক্রেটিসের অবদান আলােচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন,

Honors 1st year Common Suggestion 2024

Leave a Comment