PDF Download ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের [Micro Economics] সাজেশন অনার্স ১ম বর্ষের Department of : Finance & Banking/Accounting/Management Subject Code: 212509/212409/212609 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
অনার্স ১ম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন উত্তর ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: ব্যষ্টিক অর্থনীতি, বিষয় কোড: ২১২৬০৯।
ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন উত্তর
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তর : আধুনিক অর্থনীতির জনক পি.এ. স্যামুয়েলসন।
২. অর্থনীতিবিদ Adam smith রচিত বিখ্যাত গ্রন্থটির নাম লেখ।
উত্তর : অর্থনীতিবিদ Adam smith রচিত বিখ্যাত গ্রন্থটির নাম হলো “Wealth of Nations”.
৩. সম্পদের দুষ্প্রাপ্যতা কী?
অথবা, দুষ্প্রাপ্যতা কী?
উত্তর : সীমাহীন অভাবের তুলনায় সীমিত সম্পদকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা।
৪. নীতিবাচক অর্থনীতি কাকে বলে?
উত্তর : অর্থনীতির যে শাখায় মানুষ ও সমাজের অর্থনৈতিক সমস্যা ও সমাধান প্রক্রিয়া মূল্যবোধ, নৈতিকতা ও ভালোমন্দ ইত্যাদির প্রেক্ষিতে বিচার বা বিশ্লেষণ করা হয় তাকে নীতিবাচক বা আদর্শভিত্তিক অর্থনীতি বলে।
৫. Laissez faire শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : Laissez faire শব্দের বাংলা প্রতিশব্দ হলো ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ।
৬. পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর : যে অর্থব্যবস্থায় সম্পদের ওপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত এবং উৎপাদনকারী ও ব্যবসায়ী ইচ্ছানুযায়ী মুনাফা অর্জনের লক্ষ্যে দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে থাকে তাকে পুঁজিবাদী, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।
৭. মুক্ত বাজার অর্থনীতি কী?
অথবা, অবাধ অর্থনীতি কী?
উত্তর : মুক্ত বাজার অর্থনীতি বা অবাধ অর্থনীতি হলো কোনো প্রকার বিধিনিষেধ ছাড়া একটি দেশের উৎপাদিত পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী অন্যদেশে বিক্রয়ের উদ্দেশ্যে প্রবেশ করে।
৮. উপযোগ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুগত বা অবস্তুগত যেকোনো দ্রব্যের মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে।
৯. নিরপেক্ষ রেখা কী?
উত্তর : নিরপেক্ষ রেখা এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন উপযোগ সংমিশ্রণ প্রকাশ করে এবং সংমিশ্রণ বিন্দুগুলো হতে উৎপাদক বা ভোক্তা সমপরিমাণ উপযোগ লাভ করে।
১০. নিরপেক্ষ মানচিত্র কী?
উত্তর : দুই অঙ্কবিশিষ্ট একই চিত্রে যখন কতকগুলো নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়।
১১. বাজেট রেখা কী?
উত্তর : ভোক্তার আয় ও দ্রব্যের দাম স্থির অবস্থায় যে রেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট পরিমাণ খরচের সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা ক্রয় ক্ষমতা প্রকাশ করে তাই বাজেট রেখা।
১২. মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত?
উত্তর : মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়।
১৩. ভোক্তার উদ্বৃত্ত কী?
উত্তর : ভোক্তার উদ্বৃত্ত হলো একটি দ্রব্যের জন্য ভোক্তা যে দাম দিতে ইচ্ছুক এবং প্রকৃতপক্ষে যে দাম দেয় তার পার্থক্য।
১৪. আয় ভোগ রেখা কী?
উত্তর : দ্রব্য গুলোর দাম ও ভোক্তার রুচি অপরিবর্তিত থাকা অবস্থায় ভোক্তার আয় পরিবর্তন হলে তার ভোগের উপরে প্রতিক্রিয়া হয় তা যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে আয় ভোগ রেখা বলে।
১৫. বিকল্প দ্রব্য কী?
উত্তর : বিকল্প দ্রব্য হলো নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে একটি দ্রব্যের পরিবর্তে অপরটি ব্যবহারের সুযোগ।
১৬. চাহিদাসূচি কী?
উত্তর : ভোক্তার আয়, রুচি, অভ্যাস অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা বিভিন্ন দামে একটি নির্দিষ্ট দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তা সারণি বা তালিকায় প্রকাশ করাই চাহিদাসূচি।
১৭. চাহিদা বিধি কী?
উত্তর : ভোক্তার আয়, রুচি, অভ্যাস অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ বিপরীতমুখী সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাই চাহিদা বিধি।
১৮. চাহিদা রেখা কী?
উত্তর : ভোক্তার আয়, রুচি, অভ্যাস অপরিবর্তিত থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতা বিভিন্ন দামে দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তা চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে চাহিদা রেখা বলে।
১৯. পরিবর্তক দ্রব্য কাকে বলে?
উত্তর : যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তবে দ্রব্য দুটির একটি অপরটির বিকল্প বা পরিবর্তক। যেমন : চা ও কফি, আটা ও ময়দা ইত্যাদি।
২০. নিকৃষ্ট দ্রব্য/পণ্য কী?
উত্তর : ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্য নিকৃষ্ট দ্রব্য/পণ্য।
২১. গিফেন দ্রব্য কী?
উত্তর : গিফেন দ্রব্য হচ্ছে নি¤œমানের বা নিকৃষ্ট দ্রব্যের সমপর্যায়ের দ্রব্য।
২২. চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী?
উত্তর : দুটি সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে কোনো একটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে চাহিদার এ অবস্থাই হলো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা।
২৩. যোগান কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে অর্থনীতিতে তাকেই যোগান বলে।
২৪. দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কীরূপ?
অথবা, দাম ও যোগানের মধ্যে সম্পর্ক লেখ।
উত্তর : দাম ও যোগানের মধ্যে সম্পর্ক প্রত্যক্ষ ও সমমুখী।
২৫. যোগান রেখা কাকে বলে?
উত্তর : যে রেখা দ্বারা বিভিন্ন মূল্যে একটি দ্রব্যের যোগানের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বলে ।
২৬. যোগানের স্থিতিস্থাপকতা বলতে কী বুঝায়?
উত্তর : কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তাদের অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে।
২৭. উৎপাদন কাকে বলে?
উত্তর : সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ বা আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়।
২৮. উৎপাদনের উপকরণ কয়টি?
উত্তর : উৎপাদনের উপকরণ চারটি।
২৯. মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ, সেখানে প্রান্তিক উৎপাদন কত?
উত্তর : মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ, সেখানে প্রান্তিক উৎপাদন শূন্য।
৩০. মাত্রাগত উৎপাদন কাকে বলে?
উত্তর : উৎপাদনের উপকরণ নির্দিষ্ট হারে পরিবর্তন করা হলে উৎপাদনও যদি নির্দিষ্ট হারে পরিবর্তিত হয় তবে তাকে মাত্রাগত উৎপাদন বলে।
ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ pdf download
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. অর্থনীতির সংজ্ঞা দাও।
২. ব্যষ্টিক অর্থনীতি বলতে কী বুঝায়?
৩. ব্যষ্টিক অর্থনীতির আওতা আলোচনা কর।
অথবা, ব্যষ্টিক অর্থনীতির পরিধি বা বিষয়বস্তু বর্ণনা কর।
৪. অর্থনীতি ইতিবাচক বিজ্ঞান না নীতিবাচক বিজ্ঞান? ব্যাখ্যা কর।
৫. সম্পদের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, সম্পদ কী? সম্পদের বৈশিষ্টসমূহ কী?
৬. দাম ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
অথবা, প্রান্তিক উপযোগ ও দামের মধ্যে সম্পর্ক লেখ।
৭. নিরপেক্ষ রেখা কাকে বলে?
৮. বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার পার্থক্যগুলো লেখ।
৯. আয় প্রভাব বলতে কী বুঝ?
১০. দাম প্রভাব ও আয় প্রভাবের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১১. চাহিদা অপেক্ষক কাকে বলে?
১২. চাহিদা রেখা ডানদিকে নি¤œগামী হয় কেন?
১৩. চাহিদার দাম/ মূল্য স্থিতিস্থাপকতা বলতে কী বুঝায়?
অথবা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী?
১৪. চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা ও আয় স্থিতিস্থাপকতার পার্থক্য দেখাও।
১৫. স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৬. যোগান রেখা কাকে বলে?
১৭. যোগানসূচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৮. যোগান ও মজুতের মধ্যে পার্থক্য লেখ।
অথবা, যোগান ও মজুতের মধ্যে পার্থক্য দেখাও।
১৯. যোগান রেখা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয় কেন?
২০. বাজার ভারসাম্য বলতে কী বুঝায়?
২১. উৎপাদন অপেক্ষক বলতে কী বুঝ?
২২. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি কেবল কৃষিক্ষেত্রে প্রযোজ্য?
২৩. সমউৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, নিরপেক্ষ রেখা ও সমউৎপাদন রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৪. প্রান্তিক উৎপাদন বলতে কী বুঝ?
২৫. স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় বলতে কী বুঝ?
২৬. স্বল্পকালীন খরচ ও দীর্ঘকালীন খরচের মধ্যে পার্থক্য দেখাও।
২৭. দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে ‘এনভেলাপ’ রেখা বলা হয় কেন?
২৮. অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের কারণসমূহ কী কী?
২৯. স্বাভাবিক মুনাফা কি গড় খরচের অন্তর্ভুক্ত?
৩০. একচেটিয়া বাজারের তুলনায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের উৎপাদন বেশি ও দাম কম হয় কেন?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. সমালোচনাসহ অধ্যাপক এল. রবিন্সের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি ব্যাখ্যা কর।
অথবা, অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত সংজ্ঞাটি আলোচনা কর।
৩. মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী?
অথবা, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৪. বাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
৫. অর্থের কার্যাবলি আলোচনা কর।
৬. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৭. সমালোচনাসহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর।
৮. সম-প্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় কর।
৯. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
অথবা, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. বাজেট রেখার বৈশিষ্ট্যসমূহ লেখ। বাজেট রেখার স্থানান্তর ব্যাখ্যা কর।
অথবা, বাজেট রেখার বৈশিষ্ট্য কী কী?
১১. ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা কর। এ ধারণাটির তাত্ত্বিক ও ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর।
অথবা, ভোক্তার উদ্বৃত্ত কী? ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১২. চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
অথবা, চাহিদা বিধি কী? চাহিদা বিধির ব্যতিক্রমগুলো লেখ।
১৩. একটি কাল্পনিক চাহিদাসূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কর।
১৪. চাহিদাসূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৫. চাহিদা পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা কর।
অথবা, চাহিদা পরিবর্তনের নির্ধারকসমূহ আলোচনা কর।
১৬. একটি সরল চাহিদা রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ কর।
১৭. যোগানের নির্ধারকগুলো বর্ণনা কর। যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন?
অথবা, যোগানের নির্ধারকসমূহ আলোচনা কর।
১৮. চিত্রসহ যোগান বিধিটি ব্যাখ্যা কর।
১৯. যোগানের হ্রাস-বৃদ্ধি চিত্রের সাহায্যে আলোচনা কর।
২০. চাহিদা ও যোগানের পারস্পরিক সম্পর্ক দ্বারা কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়?
২১. উৎপাদনের বিভিন্ন পর্যায়গুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
২২. মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও।
২৩. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা কর।
অথবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
২৪. সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২৫. মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও।
২৬. স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৭. বাজারের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
২৮. বাজার কাঠামোর নির্ধারকগুলো কী?
২৯. পূর্ণপ্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
অথবা, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
৩০. মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় কাকে বলে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি সাজেশন
Honors 1st year Common Suggestion 2024
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
(ব্যষ্টিক অর্থনীতি)
১।
ক) ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।
ছ) প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার কী?
খ) উৎপাদন সম্ভাবনা রেখা কী?
জ) পরিপূরক দ্রব্য কী?
গ) অর্থনৈতিক দক্ষতা বলতে কি বুঝ?
ঝ) বাজার ভারসাম্য কী?
ঘ) নিরপেক্ষ মানচিত্র কী?
ঞ) সমচ্ছেদ বিন্দু বলতে কি বুঝ?
ঙ) চাহিদা অপেক্ষক কী?
ট) পূর্ণপ্রতিযােগিতামূলক বাজার কী?
চ) ভােক্তার উদ্বৃত্ত কী?
ঠ) দামমূল্য বৈষম্য কী?
খ বিভাগ। (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
2। পূর্ণপ্রতিযােগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আলােচনা কর।
৩। চিত্রের সাহায্যে যােগান বিধির ব্যাখ্যা দাও।
৪। শ্রমিক সংঘ কি? শ্রমিক সংঘের কার্যাবলি আলােচনা কর ।
৫। একচেটিয়া বাজার ও পূর্ণপ্রতিযােগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য লিখ।
৬। একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা অংকন কর।
৭। মৌলিক অর্থনীতির সমস্যাগুলাে আলােচনা কর।
৮। নিরপেক্ষ রেখার সাহায্যে ভােক্তার ভারসাম্য ব্যাখ্যা কর।
৯। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধি থেকে চাহিদা রেখা অংকন কর।
গ বিভাগ
১০।
ক) অর্থনীতির আওতা/পরিধি/বিষয়বস্তু আলােচনা কর।
খ) ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ।
১১। ক) ফার্মের স্বল্প ও দীর্ঘকালীন ভারসাম্যের পার্থক্য তুলে ধর।
খ) পঞ্চাদগামী (পিছনের দিকে) শ্রমের যােগান রেখা আলােচনা কর।
১২। ক) স্থিতিস্থাপকতা ও অস্থিতিস্থাপকতা চাহিদার মধ্যে পার্থক্য দেখাও।
খ) একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ আলােচনা কর।
১৩। ক) চাহিদা অপেক্ষক D = থেকে চাহিদা রেখা অংকন কর।
খ) ক্রমহাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির সমালােচনা ব্যাখ্যা কর। এটি কি শুধুমাত্র কৃষি ক্ষেত্রেই প্রযােজ্য?
১৪। ক) মােট আয় (TR) ,গড় আয় (AR) এবং প্রান্তিক আয় (MR) -এর সংজ্ঞা দাও।
খ) ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কী? বিধিটি ব্যাখ্যা কর।
১৫। ক) স্বল্পমেয়াদি গড় ব্যয় রেখা কি কি কারণে ‘U’ আকৃতি বিশিষ্ট হয় ব্যাখ্যা কর।
খ) দীর্ঘকালীন (LAC) গড় খরচকে কেন ‘এনভেলাপ’ রেখা বলা হয়?
১৬। ক) পুরুষ অপেক্ষা নারীর মজুরি কম কেন?
খ) সমালােচনাসহ অধ্যাপক এল.রবিনস প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা বিস্তারিত আলােচনা কর ।
১৭। ক) স্বল্পকালে কোন ফার্ম লােকসান করেও উৎপাদন করতে পারে ব্যাখ্যা কর।
খ) সমালােচনাসহ বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব আলােচনা কর।
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
ব্যষ্টিক অর্থনীতি
ক) ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।
ছ) প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার কী?
খ) উৎপাদন সম্ভাবনা রেখা কী?
জ) সুযােগ ব্যয় কী?
গ) মুক্ত বাজার/অবাধ অর্থনীতি/বাজার অর্থনীতি কী?
ঝ) ডাম্পিং কী?
ঘ) পরিবর্তক দ্রব্য কী?
ঞ) ডুয়ােপলি বাজার কী?
ঙ) যােগানের স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লিখ।
ট) শিল্প জোট বলতে কী বুঝ?
চ) ভােক্তার উদ্বৃত্ত কী?
ঠ) অনুপার্জিত আয় কি?
খ বিভাগ
২। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ।
৩। মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
৪। মুদ্রার কার্যাবলি আলােচনা কর।
৫। চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কী?
৬। যােগানের নির্ধারকসমূহ আলােচনা কর।
৭। পূর্ণপ্রতিযােগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আলােচনা কর। |
৮। ডুয়ােপলি বাজারের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর ।
৯। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধি থেকে চাহিদা রেখা অংকন কর।
গ বিভাগ
১০। ক) মৌলিক অর্থনীতির সমস্যাগুলাে আলােচনা কর।
খ) বাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
১১। ক) পুরুষ অপেক্ষা নারীর মজুরি কম কেন?
খ) পঞ্চাদগামী (পিছনের দিকে) শ্রমের যােগান রেখা আলােচনা কর ।
১২। ক) স্থিতিস্থাপকতা ও অস্থিতিস্থাপকতা চাহিদার মধ্যে পার্থক্য দেখাও।
খ) দাম ও প্রান্তিক উপযােগের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান।
১৩। ক) সমালােচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি বিশ্লেষণ কর।
খ) “মুনাফা ঝুঁকি বহনের পুরস্কার”- ব্যাখ্যা কর।
১৪। ক) সম-উৎপাদন রেখার বৈশিষ্ট্যসমূহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
খ) ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কী? বিধিটি ব্যাখ্যা কর।
১৫। ক) গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয়ের (MC) সম্পর্ক দেখাও।
খ) দীর্ঘকালীন (LAC) গড় খরচকে কেন ‘এনভেলাপ’ রেখা বলা হয়?
১৬। ক) পূর্ণপ্রতিযােগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
খ) একচেটিয়া কারবারের মূল্য কী সর্বদাই প্রতিযােগিতামূলক বাজারে মূল্য অপেক্ষা অধিক হয়?
১৭। ক) মােট সুদ ও নিট সুদের তারতম্য ব্যাখ্যা কর।
খ) সমালােচনাসহ বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব আলােচনা কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খ বিভাগের জন্য
১. অধ্যাপক এল, মার্শাল এবং এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংগা দাও।
২. মুনাফা সর্বোচ্চকরণের শর্ত কি কি? মূল্য ও দামের পার্থক্য লেখ ।
৩. তারল্য ফাঁদ কি? সুদের হার কি শুন্য হতে পারে?
৪. মােট সুদ ও নীট সুদের মধ্যে পার্থক্য লেখ।
৫. শ্রমের যােগান রেখা কখন পশ্চাদগামী হয়? শ্রমের যােগান মূলত কি কি বিষয়ের উপর নির্ভর করে?
৬. অর্থনৈতিক দক্ষতা বলতে কি বুঝ? বাজার অর্থনীতির বৈশিষ্ট্য কি?
৭. চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কি কি?
৮. যােগানের হ্রাস বৃদ্ধি কি? ফার্ম, প্লান্ট ও শিল্পের মধ্যে পার্থক্য লেখ।
৯. চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ আলােচনা কর।
১০. চাহিদা স্থিতিস্থাপকতা ও চাহিদা রেখার ঢালের মধ্যে পার্থক্য লেখ।
১১. বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য কি?
১২. নিরপেক্ষ রেখা ও চাহিদা রেখার পার্থক্য লিখ।
১৩. সম উৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য লেখ।
১৪. মােট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখ। স্বল্পকালীন গড় ব্যয় রেখা “U” আকৃতির কেন হয়?
১৫. পূর্ণ প্রতিযােগিতা মূলক বাজারে বিক্রেতাকে দাম গ্রহনকারী বলা হয় কেন?
১৬. ‘পূর্ণ প্রতিযােগিতায় শ্রম শােষণ নেই’ – চিত্রসহ ব্যাখ্যা কর।
১৭. পরিপূরক ও বিকল্প দ্রব্যের পার্থক্য লেখ। ‘MC = MR প্রয়ােজনীয় শর্ত পর্যাপ্ত নয়’ – ব্যাখ্যা কর।
১৮. একচেটিয়া কারবারের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
১৯. অলিগােপলি বাজার কাকে বলে? এর বৈশিষ্ট্য আলােচনা কর।
গ বিভাগের জন্য।
১. অর্থনীতির সংগা দাও। ব্যাস্টিক অর্থনীতির গুরুত্ব আলােচনা করাে।
২. ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতির পার্থক্য লেখ।
৩. একমালিকানা কারবারের সুবিধাগুলাে কি কি? উন্নয়নশীল দেশের মূলধন গঠনের সমস্যাসমূহ কি কি?
৪. চাহিদা বিধি কি? রিকোর্ডোর খাজনা তত্ত্বটি আলােচনা কর। ৫. মজুরি কাকে বলে? শ্রমিক সংঘ কি?
৬. মুদ্রা কি? মুদ্রার বৈশিষ্ট্য কি কি?
৭. যােগানের নির্ধারক কি কি? চিত্র সহ যােগানবিধি ব্যাখ্যা কর।
৮. চাহিদা স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য লেখ।
৯. যােগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ আলােচনা কর ।
১০. দাম প্রভাব, আয় প্রভাব এবং পরিবর্তন প্রভাবের সম্পর্ক ব্যাখ্যা কর। ডুয়ােপলি বাজারে মূল্য নির্ধারণের জন্য কূর্ণট মডেল ব্যাখ্যা কর।
১১. নিরপেক্ষ রেখা কি? এর বৈশিষ্ট্য গুলাে আলােচনা কর ।
১২. ক্রমেহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধি থেকে চাহিদা রেখা অংকন করাে।
১৩. সম উৎপাদন রেখা কি? এর বৈশিষ্ট্য গুলাে কি কি? ১৪. উৎপাদন তত্ত্ব কি? ‘ক্রমেহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি শুধুমাত্র কৃষি ক্ষেত্রে প্রযােজ্য নয়’ – ব্যাখ্যা কর। ১৫. স্বল্পকালীন গড় ব্যয় ও দীর্ঘকালীন গড় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখ।
১৬. কার্টেল কখন ভেংগে যায়? বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি বিশ্লেষণ কর।
১৭. পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বর্ণনা কর।
১৮. প্রমাণ করাে যে, এক চেটিয়া বাজারে MR = AR
১৯. ‘এক চেটিয়া কারবারের কোনাে যােগান রেখা নেই’ – ব্যাখ্যা কর।
অনার্স ১ম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি সাজেশন, ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষ , honors 1st year basic microeconomics suggestion, অনার্স ১ম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি সাজেশন PDF Download
অনার্স ১ম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি সাজেশন 100% কমন ইনশাআল্লাহ! অনার্স ১ম বর্ষ সাজেশন Micro_Economics(ব্যাস্টিক অর্থনীতি):
১। অর্থনৈতিক দক্ষতা বলতে কি বুঝ। বিশ্বে কি কি ধরনের অর্থনৈতিক ব্যবস্হা প্রচলিত রয়েছে? মৌলিক অর্থনৈতিক সমস্যা গুলো কি কি?মিশ্র অর্থ ব্যবস্হার বৈশিষ্টগুলো আলোচনা কর।
২। স্হিতিস্হাপক চাহিদা ও অস্হিতিস্হাপক চাহিদা কি এবং এর মধ্যে পার্থক্য কি? চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কি! চাহিদার নির্ধারক সূমহ আলোচনা কর।
৩। যোগানের নির্ধারকসূমহ কি? চাহিদার দাম স্হিতিস্হাপকতা কি। সম প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর।
৪ । উত্পাদন আপেক্ষক কাকে বলে।সম উত্পাদন রেখার বৈশিষ্ট গুলো কি?সম উত্পাদন রেখার মূল বিন্দু উত্তল হয় কেন। মোট,গড় ও প্রান্তিক উতপাদনের সম্পর্ক দেখাও।
৫।একচেটিয়া বাজার কি?পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের পার্থক্য। কেন গড় আয় রেখাকে ফার্মের চাহিদা রেখা বলা হয়।
৬। দাম প্রভাব ও প্রান্তিক ব্যয় কি?স্থির ও পরিবর্তনশীল খরচ কি। AC ও MC রেখার সম্পর্ক ব্যাখ্যা কর।
৭। চাহিদার বিন্দু স্হিস্তিপকতার সূত্র নির্নয় কর। বৃন্দু স্হিতিস্হাপকতা ও বৃত্তচাপ স্হিতিস্হাপকতার পার্থক্য নির্দেশ কর। চাহিদা ও যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা কর।
৮। নিরপেক্ষ ও বাজেট রেখার মাধ্যমে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর। নিরপেক্ষ ও বাজেট রেখার/ মানচিত্রের মধ্যে পার্থক্য কি।
৯। সুদের হার কি শূণ্য হতে পারে।গড় ও প্রান্তিকতাবাদী উত্পাদনের মধ্যে সম্পর্ক দেখাও। সম উত্পাদন ও সম খরচ রেখার মধ্যে পাথক্য দেখাও।
১০। পূর্ণ প্রতিযোগিতায় ফামের স্বল্পকালিন ভারসাম্য বর্ণনা কর। চাহিদা রেখা কি? এ রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়।
১১। মজুরি প্রান্তিক উৎপাদন তথ্যটি সমোলচনাসহ ব্যাখ্যা কর। উৎপাদন পর্যায় বলতে কি বুঝ। বিভিন্ন পর্যায়ের বর্ণনা দাও।শ্রমের যোগান কি। শ্রমের যোগান রেখা পিছনের দিকে বেঁকে যায় কেন।
১২। রিকার্ডোর খাজনা তত্ব।নিম খাজনা কি। মোট ও নিম খাজনার মধ্যে পার্থক্য।
১৩। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম কিভাবে নিধারিত হয়।আয় প্রভাব কি? আর্থিক ও প্রকৃত মজুরীর পার্থক্য আলোচনা কর।
১৪। ব্যষ্টিক ও সামষ্ঠিক অর্থনীতির মধ্যে পার্থক্য।
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
খ-বিভাগ। (যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।)
১) ব্যষ্টিক অর্থনীতির আলােচ্য বিষয় কি কি?(৯৯%)।
২) বাজার অর্থনীতিতে দাম ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা কর।(৯৯%)
৩) ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর।(৯৯%)
৪) চাহিদা ও যােগান বিধিটি ব্যাখ্যা কর।
৫) চাহিদার নির্ধারকসমূহ কী? যােগানের পরিবর্তন কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয়? (৯৯%)
৬) ব্যয় পদ্ধতিতে একক স্থিতিস্থাপকতা নির্ণয়ের একটি সূচি তৈরি কর।।
৭) বাজেট কী? মার্শালের উপযােগ তত্ত্ব ও নিরপেক্ষ রেখা বিশ্লেষণের মধ্যে তুলনা কর ।(৯৯%)
৮) দেখাও যে, নিরপেক্ষ রেখার ঢাল দুইটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার নিদের্শ করে? (৯৯%)
৯) যদি MU> Pহয় তবে ভােক্তার ভারসামে উপনীত হওয়া চিত্রসহ ব্যাখ্যা কর।
১০) দুটি নিরপেক্ষ রেখা কখনাে পরস্পর ছেদ করে না- ব্যাখ্যা কর।(৯৯%)
১১) মােট উপযােগ ও প্রান্তিক উপযােগের মধ্যে পার্থক্য লিখ ।(৯৯%)
১২) উপৎপাদন অপেক্ষক কি? (৯৯%)
১৩) মাত্রাগত উৎপাদন ধারণাটি চিত্রসহ দেখাও।
অনার্স ১ম বর্ষের মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন, মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষ , honors 1st year macro economics suggestion, অনার্স ১ম বর্ষের মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন PDF Download
১৪) চিত্রসহ মােট ও প্রান্তিক উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা কর।
১৫) উৎপাদন সম্প্রসারণ পথের ধারণা ব্যাখ্যা কর ।(৯৯%)
১৬) ভােক্তার উদ্বৃত্ত ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা কর।
১৭) স্বল্প ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য নিদের্শ কর ।(৯৯%)
১৮) স্থির ও পরিবর্তনীয় খরচের সংজ্ঞা দাও ।(৯৯%)
১৯) গড় স্থির ব্যয় রেখার আকৃতি ব্যাখ্যা কর।(৯৯%)
২০) সূচি ও চিত্রের সাহায্যে স্বল্পমেয়াদি গড় রেখাসমূহ দেখাও।
২১) উদাহরণসহ স্থির খরচ ও পরিবর্তনীয় খরচের মধ্যে পার্থক্য নির্দেশ কর ।(৯৯%)
২২) দীর্ঘকালীণ গড় ব্যয় রেখার আকৃতি U না L হতে পারে কি? তােমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।(৯৯%)
২৩) পূর্ণপ্রতিযােগিতা মূলক বাজার কি? পূর্ণপ্রতিযােগিতা ও একচেটিয়া বাজারে চাহিদা রেখা ভিন্ন হয় কেন? (৯৯%)
২৪) পূর্ণপ্রতিযােগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলাে লিখ। ও পূর্ণ প্রতিযােগিতায় একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?
২৫) একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া কারবারে যােগান রেখা পাওয়া যায় না কেন? (৯৯%)
২৬) একচেটিয়া কারবারে মৃতভার ক্ষতি কি? একচেটিয়া ক্ষমতা ব্যাখ্যা কর। (৯৯%)
গ-বিভাগ (যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।)
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
১) ধনতন্ত্রে কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? ব্যাখ্যা কর ।(৯৯%)
২) সম্পদের সীমাবদ্ধতা থাকায় সমাজকে কি কি সিদ্ধান্তে নিতে হয়?
৩) বিভিন্ন অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানার বৈশিষ্ট্য ও দ্রব্যের দাম নির্ধারণ আলােচনা কর । (৯৯%)
৪) ইতিবাচক অর্থনীতি ও নীতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য কি? (৯৯%)
৫) ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর।
৬) ভেদাংক উদ্বৃত্ত কি? প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যােগান অধিক বৃদ্ধি পেলে নতুন ভারসাম্য অবস্থা ব্যাখ্যা কর।(৯৯%)
৭) বাজার ভারসাম্য বলতে কী বুঝ? বাজার ভারসাম্যের উপর ‘কর’ ও ‘ভর্তুকির প্রভাব ব্যাখ্যা কর।
৮) চাহিদার সংকোচন প্রসারণ চিত্রসহ ব্যাখ্যা কর।(৯৯%)
৯) চাহিদার দাম, আড়াআড়ি এবং আয় স্থিতিস্থাপকতার ধারণাসমূহ ব্যাখ্যা কর।(৯৯%)
১০) চাহিদা রেখার ঢাল ও দাম স্থিতিস্থাপকতার পার্থক্য কি?
১১) একটি চাহিদা রেখার কোনাে নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ কর ।(৯৯%)
১২) নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য গুলাে বর্ণনা কর। নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভােক্তার ভারসাম্য চিত্রসহ ব্যাখ্যা কর।(৯৯%)
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৩) সম প্রান্তিক উপযােগ বিধির সাহায্যে কিভাবে চাহিদা রেখা অংকন করা যায় ব্যাখ্যা কর।(৯৯%)
১৪) দাম ভােগ রেখা কী? প্রমাণ কর যে, দাম প্রভাব= পরিবর্তক প্রভাব+আয় প্রভাব।
১৫) রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর। উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা কর।(৯৯%)
১৬) একজন উৎপাদনকারী কিভাবে সর্বনিম্ন খরচে ভারসাম্য অর্জন করে রেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১৭) পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি ব্যাখ্যা কর। উৎপাদনের কাম্য পর্যায় কোনটি এবং কেন? (৯৯%)
১৮) মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালােচনাসহ ব্যাখ্যা কর।(৯৯%)
১৯) স্বল্পমেয়াদি গড় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা কর।
২০) মােট, গড় ও প্রান্তিক খরচের ধারণাগুলাে ব্যাখ্যা কর। স্বল্পকালীন ও দীর্ঘকালীন গড় খরচের মধ্যে পার্থক্য দেখাও।
২১) দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা কর। LAC রেখাকে এনভেলপ রেখা বলা হয় কেন? (৯৯%)
২২) পণ্য বাজারে পূর্ণ প্রতিযােগিতা থাকলে VMP ও MRP এর সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
২৩) পূর্ণ প্রতিযােগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারের একটি ফার্ম কি স্বল্পকালে লােকসান উৎপাদন চালিয়ে যাবে? ব্যাখ্যাকর ।(৯৯%)।
২৪) স্বাভাবিক মুনাফা কি? পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
২৫) একচেটিয়া কারবারীর দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
২৬) একচেটিয়া বাজারের উদ্ভব হয় কেন? একচেটিয়া কারবারীর স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।(৯৯%)
২৭) একচেটিয়া ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন? প্রমাণ কর যে, একচেটিয়া বাজারে একই দামে যােগানের পরিমাণ ভিন্ন হয় ।(৯৯%)
২৮) একচেটিয়া কারবারী গড় আয় রেখার অস্থিতিস্থাপক অংশে কখনও উৎপাদন নির্ধারণ করবে না কিভাবে তা প্রমাণ করবে? (৯৯%)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি সাজেশন
Honors 1st year Common Suggestion 2024