PDF Download মনোবিজ্ঞান দর্শন অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মনোবিজ্ঞান দর্শন অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] মনোবিজ্ঞান দর্শন সাজেশন অনার্স ১ম বর্ষের [Psychology] Suggestion Honors 1st year Department of: দর্শন ও অন্য সকল বিভাগের Subject Code: 211707 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
PDF Download মনোবিজ্ঞান দর্শন অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মনোবিজ্ঞান দর্শন অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মনোবিজ্ঞান দর্শন সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মনোবিজ্ঞান দর্শন সাজেশন
মনোবিজ্ঞান দর্শন সাজেশন অনার্স ১ম বর্ষ 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও।
উত্তর: যে বিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত ভাবে অনুদান করে তাকে মনোবিজ্ঞান বলে
২. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: মনোবিজ্ঞান হল মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত পর্যালোচনামূলক বিজ্ঞান।
৩. মনোবিজ্ঞানে ব্যবহৃত চারটি পদ্ধতির নাম লেখ।
অথবা, মনোবিজ্ঞানের যেকোনো দুটি পদ্ধতি নাম লেখ।
অথবা, মনোবিজ্ঞানের যেকোন চারটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানে ব্যবহৃত চারটি পদ্ধতি হলো- ১.পরীক্ষণ পদ্ধতি, ২.অন্তদর্শন পদ্ধতি, ৩. পর্যবেক্ষণ পদ্ধতি ও ৪. চিকিৎসা মূলক পদ্ধতি।
৪. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: আধুনিক মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ডো।
৫. নিরীক্ষণ কী?
উত্তর: যেসব আচরণ বা ঘটনাকে গবেষণাগারে পুনরুৎপাদন করা যায় না সেসব আচরণের কারণ অনুসন্ধানের জন্য প্রাকৃতিক পরিবেশে ওই বিষয়ে বা ঘটনার নিবিড় প্রত্যক্ষণ ও তথ্য সংগ্রহ করুন পর্যবেক্ষণ বা নিরীক্ষণ পদ্ধতি
অনার্স ১ম বর্ষ মনোবিজ্ঞান দর্শন সাজেশন 2025
৬. শিক্ষা মনোবিজ্ঞান কী?
উত্তর: মনোবিজ্ঞানের যে শাখায় কার্যকরী শিক্ষা কাদের দেওয়া উচিত শিক্ষার উদ্দেশ্য কী ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয় তাই শিক্ষা মনোবিজ্ঞান।
৭. শিল্প মনোবিজ্ঞান কী?
উত্তর: যে মনোবিজ্ঞানের শিল্প ক্ষেত্রে পিছিয়ে পড়ার সমস্যা দিই নির্ণয় করে শিল্পের উৎপাদন শ্রমিকের মর্যাদা বাড়ানোর কৌশল উদ্বোধন করা হয় তা শিল্প মনোবিজ্ঞান।
৮. চিন্তন কী?
উত্তর: চিন্তন হলো কোন বিষয়বস্তুকে সুস্পষ্ট ভাবে অবধারণের জন্য মানসিক শক্তি প্রয়োগ করা।
৯. ওয়াটসন কোন ধরনের মনোবিজ্ঞানী?
উত্তর: ওয়াটসন আচরণবাদী মনোবিজ্ঞানী।
১০. স্নায়ুতন্ত্র কী?
উত্তর: কোষদেহ থেকে নির্গত শাখা প্রশাখা বিশিষ্ট যে তন্তু গুলো উদ্দীপনা গ্রহণ করে এবং কোষদেহে প্রেরণ করে তাকে স্নায়ু তন্ত্র বলে।
১১. নিউরন কী?
উত্তর: নিউরন হল স্নায়ুতন্ত্রের মৌলিক একক যার স্নায়ু প্রবাহ উৎপন্ন ও পরিবহন করার ক্ষমতা আছে।
১২. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ কী কী?
উত্তর: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি উৎস যথা- ১. মস্তিষ্ক, ২. মেরুদণ্ড।
১৩. প্রেষণা কী?
উত্তর: সমগ্র জীবনব্যাপী বিভিন্ন লেখার জন্য ও সামগ্রিক আচরণে কর্মশক্তি সরবরাহকারী বা তাগিদ সৃষ্টিকারী শরীর অভ্যন্তরীণ (মনস্তাত্ত্বিক প্রক্রিয়া) তাড়নাই হচ্ছে প্রেষণা।
১৪. প্রেষণার স্তরগুলোর নাম লেখ।
অথবা, প্রেষণার স্তরগুলো কী কী?
উত্তর: প্রেষণা চক্রের স্তর গুলোর নাম হল অভাব বোধ লক্ষ্য নির্দেশক আচরণ লক্ষ্য অর্জন এবং সন্তুষ্টি অর্জন।
১৫. হতাশা কী?
উত্তর: লক্ষ্যবস্তু লাভে ব্যর্থ হওয়ার ফলে যে মানসিক অবস্থার সৃষ্টি হয় তাই হতাশা।
১৬. স্বপ্ন কী?
উত্তর: গভীর অবচেতনের পূর্বাবস্থা ও সচেতনতার পরবর্তী অবস্থায় যে ছবি ধারণা আবেগ ও অনুভূতির সৃষ্টি হয়ে তাকে স্বপ্ন বলে।
১৭. মনোবিকৃতির অস্বাভাবিকতা বড় অস্থির কী করা উচিত?
উত্তর: বিকৃতির অস্বাভাবিকতা বুঝতে দ্বন্দ্বমূলক অবস্থায় মানুষের আচরণ বিশ্লেষণ করা উচিত।
১৮. মানসিক প্রক্রিয়া কাকে বলে?
উত্তর: বহির্জগতের বিভিন্ন বস্তু ইন্দ্রিয়ের মাধ্যমে মনের উপর যে ক্রিয়া করে তাকে মানসিক প্রক্রিয়া বলে।
2025 অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান দর্শন সাজেশন PDF Download
১৯. মনোযোগের দোদুল্যমানতা কী?
উত্তর: মনোযোগের দোদুল্যমানতা হলো এমন ব্যবস্থা যার কারণে মুহূর্তে মুহূর্তে মনোযোগের ক্ষেত্র পরিবর্তিত হয়।
২০. প্রত্যক্ষণ কী?
উত্তর: যে প্রক্রিয়ায় মস্তিষ্ক সংবেদন নির্বাচন সংগঠন ও বিশ্লেষণ করে তাকে প্রত্যক্ষণ বলে।
২১. প্রত্যক্ষনের পূর্ব শর্ত কী?
উত্তর: প্রত্যক্ষনের পূর্ব শর্ত হলো সংবেদন।
২২. সংবেদন কী?
উত্তর: কোন উদ্দীপকের উদ্দীপনায় প্রাথমিক ও অব্যাহিত প্রতিক্রিয়াকে সংবেদন বলে।
২৩. প্যাভলভ কে ছিলেন?
উত্তর: প্যাভলভ ছিলেন বিখ্যাত রাশিয়ান শারীরবিদ এবং চিরায়ত সাপেক্ষণ তত্ত্বের প্রণেতা।
২৪. আইভ্যান প্যাভলভ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর: আইভ্যান প্যাভলপ রাশিয়ান বিজ্ঞানী ছিলেন।
২৫. রেটিং স্কেল কী?
উত্তর: গুণের পরিমাণ অনুসারে ব্যক্তিত্ব বিচার করা পদ্ধতিকে রেটিং স্কেল বলে।
২৬. স্মৃতি কী?
অথবা স্মৃতি বলতে কী বুঝায়?
উত্তর: অতীত অভিজ্ঞতার বিষয়কে প্রতি রূপের মাধ্যমে পুনরুদ্রেক করাকে স্মৃতি বলে।
২৭. স্মৃতির উপাদান কয়টি?
উত্তর: স্মৃতির উপাদান সাধারণত ছয়টি।
২৮. অন্তর্মুখী ব্যক্তিত্ব কী?
উত্তর: যে ব্যক্তি সাধারণত স্বার্থপর আত্মকেন্দ্রিক কল্পনা বিলাসী ও অসামাজিক হয় তাই অন্তর্মুখী ব্যক্তিত্ব।
মনোবিজ্ঞান দর্শন চূড়ান্ত সাজেশন,মনোবিজ্ঞান দর্শন চূড়ান্ত সাজেশন 2025
2025 অনার্স ১ম বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান দর্শন সাজেশন
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. মনোবিজ্ঞানকে কী প্রাকৃতিক বিজ্ঞান বলা যায়? আলোচনা কর।
২. মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, মনোবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা কর।
৪. জরিপ পদ্ধতি ও প্রশ্নপত্র পদ্ধতি আলোচনা কর।
৫. পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা কর। অস্বাভাবিক আচরণের কারণগুলো আলোচনা কর।
৬. অস্বাভাবিক আচরণের কারণগুলো আলোচনা কর।
অথবা, অস্বাভাবিক আচরণের কারণগুলো ব্যাখ্যা কর।
৭. নিউরনের কার্যাবলী সংক্ষেপে লেখ।
অথবা, নিউরনের বা স্নায়ু কোষের কার্যাবলী সংক্ষেপে লেখ।
৮. আবেগ সম্পর্কিত জেমস ল্যাঙ্গ তত্ত্বটি ব্যাখ্যা কর।
৯. মানসিক স্বাস্থ্য বলতে কী বুঝ?
১০. মনোযোগ কী?
2025 NU Honors 1st Year Psychology Suggestion PDF
১১. সংক্ষেপে মনোযোগের শর্তসমূহ আলোচনা কর।
১২. সংবেদনের বৈশিষ্ট্যগুলো লেখ।
১৩. অলীক প্রত্যক্ষণ ও অধ্যাশেষ মধ্যে পার্থক্য কী?
১৪. শিক্ষণের উপাদানগুলো উল্লেখ কর।
১৫. চিরায়ত সাপেক্ষেকরণ বলতে কী বুঝ?
১৬. বিস্মিতির কারণগুলো বর্ণনা কর।
১৭. স্মৃতি ও কল্পনার মধ্যে পার্থক্য দেখাও।
১৮. ওয়েসলার এর বুদ্ধি অভীক্ষা আলোচনা কর।
১৯. সংক্ষেপে অন্তর্ভুক্তি ও বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য আলোচনা কর।
২০. ব্যক্তিত্বের উপাদানগুলো লেখ।।
অথবা, ব্যক্তিত্বের উপাদানসমূহ আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Honors Psychology Final Suggestion 2025
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।
২. মহাবিজ্ঞান কী? মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, মনোবিজ্ঞান পাঠের উপযোগিতা আলোচনা কর।
৩. পর্যবেক্ষণ পদ্ধতি কী? এ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো ব্যাখ্যা কর।
অথবা, নিরীক্ষণ পদ্ধতি কী? নিরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো আলোচনা কর।
৪. অস্বাভাবিক আচরণের কারণগুলো ব্যাখ্যা কর। মনোবিদ্যক কারণগুলোর অস্বাভাবিকতার ক্ষেত্রে কতটুকু দায়ী?
৫. মস্তিষ্কের গঠন ও কার্যাবলী আলোচনা কর।
৬. প্রেষণা চক্র কী? প্রেষণা চক্র বাকা কর।
৭. আবেগের সংজ্ঞা দাও।
অথবা, শিশুকালের কিছু সাধারন আবেগের বর্ণনা দাও।
৮. বিভিন্ন প্রকারের দ্বন্দ্ব উদাহরণসহ ব্যাখ্যা কর।
৯. মানসিক স্বাস্থ্য বলতে কি বুঝ? মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে? ব্যাখ্যা কর।
১০. মনোযোগের সংজ্ঞা দাও। মনোযোগের বৈশিষ্ট্য আলোচনা কর।
Psychology Honors Suggestion PDF Download 2025
১১. সাংবেদন কী? সংবেদনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, সংবেদন বলতে কী বুঝ? সংবেদনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১২. প্রত্যক্ষন কী? সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যকার পার্থক্য দেখাও।
১৩. শিক্ষণ কী? শিক্ষণের চারটি উপাদানের নাম লেখ।
১৪. শিক্ষণের উপাদান কী কী? ট্যাভলভ এর পরীক্ষণ পদ্ধতি উল্লেখপূর্বক সাপেক্ষীকরণ প্রক্রিয়া বর্ণনা কর।
১৫. স্মৃতির সংজ্ঞা দাও। স্মৃতির উপাদানগুলো আলোচনা কর।
অথবা, স্মৃতি কী স্মৃতির প্রধান উপাদানগুলো আলোচনা কর।
special short suggestion Honors 1st year Psychology 2025
১৬. বিস্মৃতি কি? বিস্মৃতির কারণসমূহ আলোচনা কর।
১৭. বুদ্ধির স্বরূপ ব্যাখ্যা কর। বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায়?
১৮. বুদ্ধি পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর।
১৯. ব্যক্তিদের সংজ্ঞা দাও। অন্তর্মূখী ও বহির্মুখী ব্যক্তিত্বের পার্থক্য আলোচনা কর। অথবা ব্যক্তিত্ব কী? সংক্ষেপে অন্তর্মূখী ও বহির্মুখী ব্যক্তিত্বের পার্থক্য দেখাও।
২০. ব্যক্তিত্ব কী? ব্যক্তিত্বের উপাদানগুলো ব্যাখ্যা কর।
Honors 1st year Psychology suggestion 2025
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর Psychology Honors 1st Year Exam Suggestion PDF, Honors Psychology Suggestion PDF Download, PDF Download Psychology Honors 1st Year
Honors 1st year Common Suggestion 2025