Primary School Assistant Teacher 2nd Phase Exam Question Solution 2022,প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের প্রশ্ন সমাধান PDF ফাইল ২০২২,প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের প্রশ্ন সমাধান,DPE শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২

Primary School Assistant Teacher 2nd Phase Exam Question Solution 2022,প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের প্রশ্ন সমাধান PDF ফাইল ২০২২,প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের প্রশ্ন সমাধান,DPE শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২

বিগত সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ (২য় ধাপ) এখানে তুলে ধরা হলো। ২য় ধাপের এই পরীক্ষা ২০ মে ২০২২ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

২য় ধাপে নির্ধারিত জেলা-উপজেলায় ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন প্রার্থী এমসিকিউ (লিখিত) পরীক্ষায় অংশ নিয়েছেন।

  • পদের নাম : সহকারী শিক্ষক (সরকারি প্রাথমিক বিদ্যালয়)
  • পরীক্ষার ধরন : এমসিকিউ (লিখিত)
  • পূর্ণমান : ৮০
  • ধাপ : ২য়
  • পরীক্ষার তারিখ : ২০-৫-২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন ও সমাধান ২০২২ – ২য় ধাপ

এখানে দুটি প্রশ্ন কোডের সমাধান দেয়া হয়েছে-

প্রশ্ন কোড : ৪০২১

১। ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জন্মভূমির প্রকৃতি (খ) গাছের ছায়া (গ) জন্মভূমির আশ্রয় (ঘ) মায়ের কোল

উত্তরঃ (গ) জন্মভূমির আশ্রয়

২। সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে-
(ক) Birds cry at dawn (খ) Birds sing at dawn
(গ) Birds twitter at dawn (ঘ) Birds shout at dawn
উত্তরঃ (গ) Birds twitter at dawn

৩। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ :১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
(ক) ৯ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৮
উত্তরঃ (গ) ৬
৪। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে?
(ক) ১২ (খ) ১৩ (গ) ১৪ (ঘ) ১১
উত্তরঃ (ঘ) ১১

৫। What does CV stand for?
(ক) Curriculum Vitae (খ) Current Value
গ) Curriculam Vitae (ঘ) Curriculum Vites
উত্তরঃ (ক) Curriculum Vitae

৬। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
(ক) উত্তরা গণভবন (খ) উত্তরবঙ্গ সংসদ ভবন
(গ) গণভবন (ঘ) বঙ্গভবন
উত্তরঃ (ক) উত্তরা গণভবন

৭। A state where all religions are respected_____
(ক) Good state (খ) Secular (গ) Holy country (ঘ) Reactor
উত্তরঃ (খ) Secular

৮। যদি a + b + c = 0 হয় তবে a3 + b3 + c3 এর মান কত?
(ক) 1 (খ) 3abc (গ) abc (ঘ) 0
উত্তরঃ (খ) 3abc

৯। ফলের দোকন থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?
(ক) ৯০ (খ) ৮০ (গ) ৮৫ (ঘ) ৯৫
উ. ঘ

১০। ধ্বনি হলো –
(ক) ভাষার ক্ষুদ্রতম অংশ (খ) অর্থবোধক শব্দসমষ্টি
(গ) ভাষার লিখিত রূপ (ঘ) দুটি
উ. ক

২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?
(ক) ২০০৯ (খ) ২০১২ (গ) ২০১০ (ঘ) ২০১১
উ. গ

২১। ‘Syntax’ means —.
(ক) Supplementary text (খ) Synchronizing act
(গ) Manner of speech (ঘ) Sentence building
উ.ঘ

২২। ১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি.?
(ক) ১২ (খ) ৮
(গ) ৯ (ঘ) ১০
উ. গ

নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান :-

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান 2022

DGDA এর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২২ লিংক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রশ্ন সমাধান PDF Download 2022 লিংক

প্রাইমারীর ১ম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান ২০২২ লিংক

ডাক জীবন বীমা পূর্বাঞ্চল এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ লিংক

সিজিডিএফ (CGDF) এর জুনিয়র অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২ লিংক

মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (CGA) জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ লিংক

২৩। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ।
(ক) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন (খ) উদ্ভাবন ও বিজ্ঞান
(গ) ব্যবস্থাপনা ও উন্নয়ন (ঘ) তথ্য যোগাযোগ ও প্রযুক্তি
উ.ক

২৪। Which of the following is in plural form?
(ক) datum (খ) radius (গ) analysis (ঘ) media
উ.ঘ

২৫। ‘আমরা হিন্দু বা ‍মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-
(ক) কাজী নজরুল ইসলাম (খ) ধীরেন্দ্রনাথ দত্ত
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উ. গ

২৬। ‘Brain child’ means-
(ক) autistic child (খ) special child (গ) intelligent person (ঘ) a person’s idea
উ. গ

২৭। A sentence is a group of words that expresses a complete —.
(ক) thought (খ) paragraph
(গ) predicate (ঘ) fragment উ. ক

২৮। To everyone’s surprise he got — the examination.
(ক) over (খ) passed (গ) through (ঘ) failed
উ.খ

২৯। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
(ক) ২০১৫ (খ) ২০০৮ (গ) ২০১১ (ঘ) ২০১৪
উ. গ

৩০। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখাহয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকের। মইয়ের অপর প্রাপ্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
(ক) ৩০ (খ) ১০ (গ) ২০ (ঘ) ২৫
উ. ক

৪০। নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?
(ক) বনজ সম্পদ (খ) খনিজ সম্পদ (গ) মৎস্য সম্পদ (ঘ) সমুদ্র সম্পদ
উ. ঘ

৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
(ক) ভাওয়াইয়া (খ) বাউল (গ) মুর্শিদি (ঘ) ভাটিয়ালি
উ.খ

৪৮। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
(ক) ১৩ (খ) ১৪ (গ) ১৫ (ঘ) ১৬
উ. গ

৪৯। I need to install an …….. Fan in the kichen.
ক) adjust খ) exhaust গ) exsost ঘ) egzost
উ.খ

৫০। ’কিনডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
(ক) ইংরেজি (খ) পর্তুগিজ (গ) ওলন্দাজ (ঘ) জার্মানী
উ. ঘ

৫১। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের হড় ৮৭ হয়?
(ক) ৮৯ (খ) ৮৮ (গ) ৮৬ (ঘ) ৯২
উ. (ক) ৮৯

৫২। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
(ক) ২৫-৩৫ (খ) ১০-২০ (গ) ২০-৩০ (ঘ) ৩০-৪০
উ. (ঘ) ৩০-৪০

৫৩। ’মাথা খাও, পত্র দিতে ভুলো না’ এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?
(ক) দিব্যি দেওয়া (খ) আস্কারা পাওয়া (গ) জ্ঞান দেয়া (ঘ) অঙ্গ বিশেষ
উ. ক

৫৪। ‘পৃথিবীতে কে কাহার?’ এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে কারকে ৭মী বিভক্তি
(খ) কর্মকারকে ৭মী বিভক্তি
(গ) কর্মকারকে ৫মী বিভক্তি
(ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উ. (ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি

৫৫। Man did not know that the earth moves round the sun until it was ………
ক) Invented খ) demonstrated গ) discovered ঘ) experimented
উ. গ) discovered

৫৬। কোন বানানটি শুদ্ধ?
(ক) আধ্যক্ষর (খ) আদ্যাক্ষর (গ) আদ্যোক্ষ (ঘ) আদ্যক্ষর
উ. (ঘ) আদ্যক্ষর

৫৭। Can you tell me where……………?
(ক) Rahim lives (খ) Rahim does live (গ) lives Rahim (ঘ) does Rahim live
উ. (ক) Rahim lives

৫৮। The minister told his officials to ………… a press conference.
(ক) prepare (খ) speak (গ) announce (ঘ) arrange
উ. (ঘ) arrange

৫৯। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃ্দ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
(ক) ৬ (খ) ৭ (গ) ৪
৭১। ন্যাটোতে যােগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?
(ক) Poland (খ) Sweden (গ) Finland (ঘ) Denmart
উ. (গ) Finland

৭২। সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
(ক) ক্রিয়া ও অব্যয় (খ) অব্যয় ও ক্রিয়া। (গ) সর্বনাম ও বিশেষ্য (ঘ) ক্রিয়া ও সর্বনাম
উ. ঘ

৭৩। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
(ক) ৫৮ (খ) ৫৩ (গ) ৫৫ (ঘ) ৫৬
উ. ঘ

৭৪। BMI এর পূর্ণরূপ-
ক) Best Medicine of Integration খ) Ballistic Missile Intivate গ) Body Mass Index ঘ) Bill Measurement Index
উ. গ

৭৫। ‘উইকিপিডিয়া’ কী?
(ক) মুক্ত বিশ্বকোষ (খ) স্মাট ফোন (গ) উন্মুক্ত সফটওয়্যার (ঘ) ডেটাবেইজ
উ. ক

৭৬। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ –
(ক) ২০২১-২০২৫ (খ) ২০২৫-২০৩০ (গ) ২০২১-২০৪১ (ঘ) ২০২০-২০২৫
উ. গ

৭৭। শিক্ষা সফরে যওয়ার জন্য ২৪০০ টকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড় বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল?
(ক) ৬০ (খ) ৪০ (গ) ৪৮ (ঘ) ৫০
উ. ক

৭৮। শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?
(ক) ৯৯৯ (খ) ৩৩৩১ (গ) ১০৯০ (ঘ) ১০৯৮
উ. ঘ

৭৯। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
(ক) ১০ (খ) ১৫ (গ) ১২ (ঘ) ১১
উ.ক

৮০। ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?

(ক) ১৪০০ (খ) ১২০০

(গ) ১৬০০ (ঘ) ১৫০০

উ. (গ) ১৬০০

————————————–

প্রশ্ন কোড : ৩০৭১

  1. If the price is low, demand – will increase.
  2. 2x = 3y + 5 হলে 4x – 6y = কত? – 10
  3. ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? – ৫১
  4. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার? – মদনমোহন তর্কালংকার
  5. There is _ milk in the bottle. – a little.
  6. ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? – ১৭ আগস্ট ২০১৭
  7. এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? – ৪
  8. ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি? – অজ্ঞাতকুলশীল
  9. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? – 5
  10. What is an epic? – a long poem
  11. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%? – ৬০
  12. নিচের কোন বাক্যটি শুদ্ধ? – সূূর্য পূর্বদিকে উদিত হয়
  13. ০.০০০১ এর বর্গমূল কোনটি? – .০১
  14. ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? – হাত গুটান
  15. চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? – ৯৮৯৯
  16. ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি? – ৯৮
  17. পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে? –
  18. ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে? – লালন শাহ
  19. একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? – ৫০০
  20. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১? – ৩১
  21. ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ – বর্ণনাতীত
  22. ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? – গমনের পশ্চাৎ
  23. “To break the ice” means, – to start a conversation
  24. ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? – মেধা+বিন
  25. খনার বচনে প্রাধান্য পেয়েছে – কৃষি
  26. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী? – ১০ ও ১৬
  27. ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? –
  28. The correct spelling is – Assignment
  29. কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়? – অনুকার
  30. “রূপসার ঘোলা জলে হয়তাে কিশাের এক সাদা ছেড়া পালে ডিঙা বায়” কবিতার চরণে কৰি কোন রূপসার কথা বলেছেন – রূপসা নদী
  31. x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত? – ৩৫
  32. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? – ত্রিভুজ
  33. ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি? – বিসর্জন
  34. নিচের কোনটি বিদেশি শব্দ? – কলম (আরবি)
  35. প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত? – ১০০
  36. কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? – আমেরিকা
  37. জাতিসংঘ ঘােষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় – ২ এপ্রিল
  38. Agomoni School is one of the best in the city. – schools
  39. কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? – ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  40. The Principal will —– the answer scripts. – took over
  41. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়? – রাঙামাটি
  42. বুদ্ধাঙ্ক (Q) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা –
  43. ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ – অহঃ + অহ
  44. I look forward to – hearing from you soon.
  45. I water the plants. The word ‘water is used as – Verb
  46. Are you doing anything special – the weekend? – at
  47. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত? – ১০১
  48. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? – ৪০০ মিটার
  49. ‘Once in a blue moon’ means – very rarely
  50. ‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার? – মীর মশাররফ হোসেন
  51. BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? – ঢাকা
  52. টর্নেডো শব্দটি এসেছে – tornado
  53. একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? –

৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে – ৯৭

  1. He came to Dhaka with a view to — a new place. – visiting
  2. ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে? – ৩২
  3. Which of the following is the correct sentence? – What he has said is right.
  4. “Leave no stone unturned” means – try every possible means
  5. x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক? – xz<yz
  6. Choose the correct spelling – Achievement
  7. Remove শব্দটির Noun – Removal
  8. নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত? – আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
  9. If I _ you, I would not have done this. – were
  10. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন? – শেখ মুজিবুর রহমান
  11. কালবৈশাখীর ইংরেজি – North Westerlies
  12. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তাের কারণে’-গানটির গীতকার – শেখ ওয়াহিদ
  13. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? – পদ্মগোখরা
  14. UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে? – ১৯৯৯
  15. ‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? . – গুরু+ ষ্ণ
  16. একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছােট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? – ১৪ মিটার
  17. Choose the correctly spelt word – Bureau
  18. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)তে অভীষ্ট কয়টি? – ১৭
  19. বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? – কেন্দ্রীয় সরকার
  20. বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন? – অষ্টম
  21. নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন? – সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
  22. জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? – ২০১১
  23. Change the voice: “Where did you see him?” – Where was he seen by you?
  24. প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে? – রাষ্ট্রপতি
  25. Learn the poem _ heart. – by
  26. নিচের কোনটি মৌলিক সংখ্যা? – ২

নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান :-

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান 2022

DGDA এর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২২ লিংক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রশ্ন সমাধান PDF Download 2022 লিংক

প্রাইমারীর ১ম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান ২০২২ লিংক

ডাক জীবন বীমা পূর্বাঞ্চল এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ লিংক

সিজিডিএফ (CGDF) এর জুনিয়র অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২ লিংক

মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (CGA) জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ লিংক

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

2020 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

2021 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

2022 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

চাকুরি

    Leave a Comment