Psychology 1st paper Degree
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সাধারণ মনোবিজ্ঞান (General Psychology) সুপার সাজেশন মনোবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের Psychology 1st paper Suggestion Degree 1st year Subject Code: 113401 |
Psychology 1st paper Degree 1st Year Exam Suggestion PDF, Degree Psychology 1st paper Suggestion PDF Download, PDF Download Psychology 1st paper Degree 1st Year suggestion
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
মনোবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. Psychology শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: Psychology শব্দটি গ্রিক শব্দ Psyche এবং Logos শব্দদ্বয় থেকে এসেছে।
২. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: আধুনিক মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড।
৩. মানসিক প্রক্রিয়া কী?
উত্তর: যে প্রক্রিয়া দ্বারা আবেগ, চিন্তন, স্বপ্ন, স্মৃতি, প্রেষণা, প্রত্যক্ষণ ও বিশ^াস ইত্যাদিকে বুঝায় তাকে মানসিক প্রক্রিয়া বলে।
৪. মনোবিজ্ঞানের যেকোনো দুটি ফলিত শাখার নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানের যেকোনো দুটি ফলিত শাখার নাম হলো: ১. শিল্প মনোবিজ্ঞান, ২. পরীক্ষামূলক মনোবিজ্ঞান।
৫. মনোবিজ্ঞানের যেকোনো দুটি মৌলিক শাখার নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানের যেকোনো দুটি মৌলিক শাখার নাম হলো- ১. শিক্ষা মনোবিজ্ঞান, ২. পরীক্ষামূলক মনোবিজ্ঞান।
৬. মনোবিজ্ঞানে ব্যবহৃত তিনটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানে ব্যবহৃত তিনটি পদ্ধতির নাম হলো- ১. গবেষণা পদ্ধতি, ২. জড়িপ পদ্ধতি, ৩. পর্যবেক্ষণ পদ্ধতি।
৭. Introduction to Psychology গ্রন্থটি রচয়িতা কে?
উত্তর: Introduction to Psychology গ্রন্থটি রচয়িতা হলেন- C. T. Morgan এবং R. A. King.
৮. মনোবিজ্ঞানকে প্রথম কে এবং কখন আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন?
উত্তর: মনোবিজ্ঞানী জে. বি. ওয়াটসন ১৯১৩ সালে প্রথম মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন
৯. মনোবিজ্ঞানের প্রথম গবেষণার কখন এবং কোথায় স্থাপিত হয়?
উত্তর: মনোবিজ্ঞানের প্রথম গবেষণার জার্মানির ‘লিপজিগ বিশ্ববিদ্যালয়ে’ ১৮৭৯ সালে স্থাপিত হয়।
১০. প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো কী?
উত্তর: প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো হলো উদ্দীপক উপাদান, জৈবিক উপাদান, কেন্দ্রীয় উপাদান প্রভৃতি।
১১. প্রত্যক্ষণের তৃতীয় মাত্রাকে কী বলে?
উত্তর: প্রত্যক্ষণের তৃতীয় মাত্রাকে গভীরতা বা ত্রিমাত্রিক প্রত্যক্ষণ বলে।
১২. অলীক বীক্ষণ কী?
উত্তর: কোনো বস্তুর উদ্দীপক ছাড়াই নিজের কল্পনা, প্রেষণা, আবেগ ও স্মৃতির প্রভাবে কোনোকিছুর প্রত্যক্ষণ করার নামই অলীক বীক্ষণ।
১৩. ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার কোন ধরণের অভীক্ষা?
উত্তর: ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার হলো অপ্রক্ষেপণমূলক অভীক্ষা।
১৪. চিরায়ত সাপেক্ষীকরণের প্রবক্তা কে?
উত্তর: চিরায়ত সাপেক্ষীকরণের প্রবক্তা হলেন রাশিয়ান বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ।
১৫. প্যাভলভের পরীক্ষণে সাপেক্ষ উদ্দীপক কোনটি?
উত্তর: প্যাভলভের পরীক্ষণে সাপেক্ষ উদ্দীপক হলো ঘন্টাধ্বনী।
১৬. সহায়ক শিক্ষণে বলবর্ধক কখন আসে?
উত্তর: সহায়ক শিক্ষণে প্রাণী যখন তার স্বাভাবিক প্রতিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে তখন বলবর্ধক আসে।
১৭. আবেগের সময় কোন গ্রন্থি প্রধান ভূমিকা পালন করে?
উত্তর: আবেগের সময় এড্রিনাল গ্রন্থি প্রধান ভূমিকা পালন করে?
১৮. দুটি জৈবিক প্রেষণার উদাহরণ লেখ।
উত্তর: দুটি জৈবিক প্রেষণার উদাহরণ হলো ক্ষুধা ও তৃষ্ণা।
১৯. প্রাণীদের দলবদ্ধ হযে থাকার ইচ্ছাকে কী বলে?
উত্তর: প্রাণীদের দলবদ্ধ হযে থাকার ইচ্ছাকে জৈবিক প্রেষণা বলে।
২০. স্বল্পমেয়াদি স্মৃতি কতক্ষণ স্থায়ী হয়?
উত্তর: স্বল্পমেয়াদি স্মৃতি বিশ সেকেন্ড স্থায়ী হয়।
২১. প্রেষণাচক্রের সর্বশেষ ধাপ কোনটি?
উত্তর: প্রেষণাচক্রের সর্বশেষ ধাপ হলো কাম্যবস্তু লাভ করা।
২২. সামাজিক প্রেষণা দুটি উদাহরণ দাও?
উত্তর: সামাজিক প্রেষণা দুটি উদাহরণ হলো- ১. কৃতি প্রেষণা ও ২. সঙ্গপ্রিয়তা।
২৩. কোন ধরণের প্রেষণা শিক্ষক ছাড়া উৎপন্ন হয়?
উত্তর: জৈবিক প্রেষণা শিক্ষক ছাড়া উৎপন্ন হয়।
২৪. থর্নডাইক এর প্রশিক্ষণ প্রক্রিয়ার নাম কী?
উত্তর: থর্নডাইক এর প্রশিক্ষণ প্রক্রিয়ার নাম হলো উদ্দীপক।
২৫. Persona শব্দের অর্থ কী?
উত্তর: Persona শব্দের অর্থ মুখোশ।
২৬. MMPI এর পূর্ণরূপ কী?
উত্তর: MMPI এর পূর্ণরূপ হলো Minnesota Multiphasic Personality Inventory.
২৭. মনোসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মনোসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন মনোবিজ্ঞানী ফ্রয়েড।
২৮. Super Ego কী?
উত্তর: ব্যক্তিত্বের তৃতীয় সত্তা যাকে নৈতিকতার বাহক বলা হয় তাই হলো Super Ego।
২৯. IQ এর পূর্ণরূপ কী?
উত্তর: IQ এর পূর্ণরূপ হলো Intelligence Quotient.
৩০. ওয়েসলারের বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষা কয়টি।
উত্তর: ওয়েসলারের বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষা ১১ টি।
Degree Psychology 1st paper Suggestion 2024
মনোবিজ্ঞান কি?
উত্তর : মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান।
principles of psychology গ্রন্থের লেখক কে?
উত্তর : উইলিয়াম জেমস।
আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : উইলহেম উন্ড।
মনোবিজ্ঞানের কোন পদ্ধতি বৈজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করে?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতি।
অন্তর্দর্শন পদ্ধতি কি?
উত্তর : মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভের জন্য যখন ব্যাক্তি নিজের মনের সাহায্যে নিজের মন কে জানে তখনই তাকে অন্তর্দর্শন বলে।
সংবেদন কি?
উত্তর : বহি জগতের উদ্দীপক ইন্দ্রিয়া করলে উদ্দীপনা সৃষ্টি হয় তা মস্তিষ্ক বাহিত হলে যে সহজ চেতনার উদ্ভব হয় তাকে সংবেদন বলে।
ওয়েবারের সূত্রটি লিখ?
উত্তর : ‘মধ্যবর্তী পর্যায়ের শক্তি সম্পন্ন উদ্দীপকের ক্ষেত্রে ন্যূনতম অনুভবনীয় পার্থক্য একটি ধ্রুবক হারে বৃদ্ধি পায়’।
প্রত্যক্ষণ কি?
উত্তর : প্রত্যক্ষণ হল সংবেদন ও প্রতিক্রিয়া এ দু’য়ের এর মধ্যবর্তী একটি মানসিক অবস্থা। সংবেদন কে যখন ব্যাখ্যা করা হয় তখন তা হয়ে ওঠে প্রত্যক্ষণ।
ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস কি?
উত্তর : কোন বাস্তব উদ্দীপকে ভ্রান্ত ভাবে প্রত্যক্ষণ করার নামে হচ্ছে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ।
অলীক বীক্ষণ কি?
উত্তর : বাস্তবে কোন উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যাখ্যান করা হয়, এরূপ প্রত্যক্ষণই অলীক প্রত্যক্ষণ বা অলীক বীক্ষণ।
Degree 1st year psychology Suggestion
শিক্ষণ কি?
উত্তর : অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচারনের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলে।
শিক্ষণ – বিস্মৃতি=?
উত্তর : শিক্ষণ – বিস্মৃতি = স্মৃতি।
চিরায়ত সাপেক্ষীকরণ এর প্রবক্তা কে?
উত্তর : আইভন প্যাভলভ।
শিক্ষণের চারটি উপাদানের নাম লিখ?
উত্তর : বল বৃদ্ধি, নৈকট্য, প্রেষণা, পর্যবেক্ষণ।
আইভন প্যাভলভ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : বিখ্যাত রাশিয়ান শরীর তত্ত্ব এর চিরায়ত সাপেক্ষন তত্ত্ব প্রণেতা।
স্মৃতি কি?
উত্তর : স্মৃতি হল পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের সংরক্ষণ ও পুনরুত্থান।
স্মৃতি পরিমাপের একটি পদ্ধতির নাম লিখ।
উত্তর : পুনরুদ্রেক পদ্ধতি।
বিস্মৃতি কি?
উত্তর : কোন অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ আচরণ পুনরুদ্রেক করতে না পারা কে বলা হয় বিস্মৃতি।
এনকোডিং বা সংকেতায়ন কি?
উত্তর : এনকোডিং বা সংকেতায়ন হল সেই প্রক্রিয়া যা দিয়ে বাইরের উদ্দীপক বা প্রাকৃতিক শক্তি সম্পর্কে কোন সংবাদ বা তথ্যকে স্মৃতিতে সঞ্চিত করে রাখার উপযোগী করে রূপান্তরিত করা হয়।
প্রেষণা কি?
উত্তর : প্রেষণা হচ্ছে এমন একটি প্রচ্ছন্ন মনস্তাত্ত্বিক অবস্থা। যা প্রাণী বা জীব কে কোন নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য উৎসাহিত ও প্ররোচিত করে।
ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন্স
কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া উৎপন্ন হয়?
উত্তর : জৈবিক প্রেষণা।
মানসিক সংকেত বা ‘mental cue’ কি?
উত্তর : অতীতের সহজাত প্রতিক্রিয়ার স্মৃতি – ছাপ বা ভার থেকে ইচ্ছাকৃত যে উদ্দীপনা আসে তাকে মানসিক সংকেত বা মেন্টাল কিউ বলে।
ব্যক্তিত্ব কি?
উত্তর : সামাজিক পরিবেশে সামঞ্জস্য স্থাপনকারী আচরণ সমূহের সমন্বয় কে ব্যক্তিত্ব বলে।
EGO কি?
উত্তর : EGO হচ্ছে ব্যক্তির একটি বাস্তব সত্তা। এ সত্তার কাজ হল ID ও বাস্তবতার মধ্যে সমন্বয় সাধন করা।
WISE এর পূর্ণরূপ কি?
উত্তর : wechseler intelligence scale for children.
অহম কি?
উত্তর : অহম বা ego ব্যক্তিত্বের সচেতন অংশ, ব্যক্তির কার্যনির্বাহী সত্তা।
রেটিং স্কেল কি?
উত্তর : ব্যক্তির গুণ এর পরিমাণ অনুসারে ব্যক্তিত্ব বিচার করার পদ্ধতি কে স্কেল বলে।
বুদ্ধি কি?
উত্তর : বুদ্ধি হল সে ক্ষমতা বাস্তব জগত সম্বন্ধে জানতে পারে, সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়।
IQ এর পূর্ণরূপ কি?
উত্তর : intelligence quotient.
বুদ্ধাংক কি?
উত্তর : বুদ্ধাংক হচ্ছে বুদ্ধি পরিমাপের একটি সূত্র।
মাতৃত্ব কাকে বলে?
উত্তর : সন্তানের লালন-পালন তার প্রতি আদর স্নেহ ভালোবাসা এবং তাকে সকল বিপদ-আপদ থেকে রক্ষার তাগিদ কে সাধারনত মাতৃত্ব বলা হয়।
অটিস অভীক্ষা বা ‘otist test’ কি?
উত্তর : ব্যবসা ও শিল্প ক্ষেত্রে সম্ভাবনাময়, বুদ্ধিমান প্রার্থীদের নির্বাচন করার জন্য যে অপেক্ষা গুলো আছে তার মধ্যে অটিস অভীক্ষা অন্যতম।
PDF Download মনোবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন 2024
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা ব্যাখ্যা কর।
২. মনোবিজ্ঞানের দুটি শঅখা বর্ণনা কর।
৩. পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাও অসুবিধা বর্ণনা কর।
৪. পরীক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ লেখ?
৫. পরীক্ষণ পদ্ধতির অসুবিধাসমূহ লেখ?
৬. অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের পার্থক্য লেখ।
৭. প্রত্যক্ষণে প্রতীক-পটভূমি ব্যাখ্যা কর।
৮. প্রত্যক্ষণের ধ্রুবকতা বলতে কী বুঝায়?
৯. অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কী?
১০. স্মৃতি পরিমাপের যেকোনো একটি পদ্ধতি বর্ণনা কর।
১১. গভীরতা প্রত্যক্ষণ ব্যাখ্যা কর?
১২. অবলুপ্তি কী? ব্যাখ্যা কর।
১৩. প্রেষণা চক্র ব্যাখ্যা কর।
১৫. প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১৬. জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য দেখাও।
১৭. ব্যক্তিত্বের নির্ধারকগুলো কী কী?
১৮. শিক্ষণের শর্তসমূহ কী?
১৯. বুদ্ধ্যঙ্ক ব্যাখ্যা কর।
২০. স্মৃতির প্রকারভেদ বর্ণনা কর।
2024 মনোবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
২১. মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও?
২২. পরীক্ষণ পদ্ধতি কি?
২৩. মনোবিজ্ঞান কি একটি বিজ্ঞান?
২৪. সংবেদন কাকে বলে?
২৫. সংবেদন এর বৈশিষ্ট্যগুলো লিখ?
২৬. শিক্ষণ বলতে কি বুঝ?
২৭. আকস্মিক শিক্ষণ কি?
২৮. স্মৃতি ও বিস্মৃতি কি?
২৯. স্বল্প স্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য কি?
৩০. প্রেষণা কি? প্রেষণা বলতে কি বুঝ?
৩১. প্রেষণা চক্র ব্যাখ্যা কর?
৩২. ব্যক্তিত্বের সংজ্ঞা দাও
৩৩. বুদ্ধির সংজ্ঞা দাও?
৩৪. বুদ্ধাংক কি?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
মনোবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের 2024
গ. বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. মনোবিজ্ঞান কী? মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. পরীক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও। পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ কর।
৩. পর্যবেক্ষণ পদ্ধতি কী? পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
৪. বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন কর।
৫. প্রত্যক্ষণ বলতে কী বুঝ? সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যকার পার্থক্য আলোচনা কর।
৬. মনোযোগ কী? মনোযোগের শর্তসমূহ বর্ণনা কর।
৭. প্রত্যক্ষণে প্রতীক-পটভূমি আলোচনা কর।
৮. প্রত্যক্ষণ সংগঠনের জৈবিক উপাদানসমূহ উদাহরণসহ আলোচনা কর।
৯. চিরায়ত সাপেক্ষীকরণ ও করণ শিক্ষা কী? চিরায়ত সাপেক্ষীকরণ ও করণ শিক্ষণের মধ্যে পার্থক্য লেখ।
১০. চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর।
১১. শিক্ষণে বলবৃদ্ধির অনুসূচিসমূহ আলোচনা কর।
১২. স্মৃতি পরিমাপের পদ্ধতিগুলো বর্ণনা কর।
১৩. প্রেষণা চক্রটি ব্যাখ্যা কর। জৈবিক প্রেষণা হিসেবে ক্ষুধার শারীরবৃত্তীয় কারণ ব্যাখ্যা কর।
১৪. প্রেষণা চক্র বর্ণনা কর এবং প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৫. আবেগ কী? আবেগকালীন শারীরিক পরিবর্তনগুলো আলোচনা কর।
১৬. জৈবিক ও সামাজিক প্রেষণা বলতে কী বুঝ? জৈবিক প্রেষণা হিসেবে ক্ষুধা ও তৃষ্ণার বিবরণ দাও।
১৭. অন্তর্মুখি ও বহুর্মুখি ব্যক্তিত্বের পার্থক্য লেখ।
১৮. ব্যক্তিত্বের নির্ধারকগুলো কী কী?
১৯. ব্যক্তিভিত্তিক ও দলভিত্তিক বুদ্ধি অভীক্ষার মধ্যে পার্থক্য বর্ণনা কর।
২০. ওয়েসলারের বয়ষ্ক বুদ্ধি অভীক্ষা বর্ণনা কর।
ডিগ্রী ১ম বর্ষের মনোবিজ্ঞান ১ম পত্র বা সাধারণ মনোবিজ্ঞান পরীক্ষার সাজেশন 2024
২০. মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো?
২১. বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন করো?
২২. প্রত্যক্ষণের সংজ্ঞা দাও। ভ্রান্ত প্রত্যক্ষণ ও অলীক বীক্ষণ এর পার্থক্য আলোচনা করো?
২৩. গভীরতা প্রত্যক্ষণ কি? গভীরতা প্রত্যেক্ষনে দি চক্ষু মূলক সংকেত গুলো ব্যাখ্যা করো।
২৪. স্মৃতির প্রধান উপাদান গুলি আলোচনা করো।
২৫. সামাজিক প্রেষণা সমূহ আলোচনা করো।
২৬. ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্বের লক্ষণ সমূহ আলোচনা করো।
২৭. বুদ্ধির স্বরূপ বর্ণনা করো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর চূড়ান্ত সাজেশন ডিগ্রী ১ম বর্ষের মনোবিজ্ঞান ১ম পত্র 2024 ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ১ম পত্র সাজেশন 2024
Degree 1st year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: 2024 ডিগ্রী ১ম বর্ষের মনোবিজ্ঞান ১ম পত্র পরীক্ষার সাজেশন, 2024 ডিগ্রী প্রথম বর্ষ মনোবিজ্ঞান ১ম পত্র সাজেশন