Social History and World Civilization Honors 1st Year Exam Suggestion PDF, Honors Social History and World Civilization Suggestion PDF Download
Social History and World Civilization Honors 1st Year Exam Suggestion PDF, Honors Social History and World Civilization Suggestion PDF Download, PDF Download Social History and World Civilization Honors 1st Year suggestion
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন অনার্স ১ম বর্ষের [Social History and World Civilization] সাজেশন অনার্স ১ম বর্ষের Department of : Sociology Subject Code: 21003 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
PDF Download সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন,
সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা pdf download
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘The New Science’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘The New Science’ গ্রন্থটি প্রখ্যাত সমাজবিজ্ঞানী লেখা।
২. সভ্যতার উদ্ভব ও বিকাশের সামাজিক সংহতি ভূমিকার কথা কে বলেছেন?
উত্তর : উদ্ভব ও বিকাশের সামাজিক সংহতি ভূমিকার কথা বলেছেন সমাজতাত্ত্বিক ইবনে খালদুন।
৩. প্রাগৈতিহাসিক যুগ কী?
উত্তর : মানব ইতিহাসের যে অংশের কোন লিখিত বিবরণ নেই বা পাওয়া যায় না তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে।
৪. ‘History’ শব্দের অর্থ কি
উত্তর: History’ শব্দের অর্থ গবেষণা।
৫. “সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলির সমষ্টি।”-উক্তিটি কে করেছেন?
উত্তর : “সামাজিক ইতিহাসের বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি।”- উক্তিটি দার্শনিক ভিকো করেছেন।
৬. প্রত্নতত্ত্ব কী?
উত্তর : প্রত্নতত্ত্ব বলতে লিখিত দলিলাদির পরিবর্তে যাওয়া নির্মাণ কাঠামোকে বুঝায়।
৭. নব্য প্রস্তর যুগের প্রধান আবিষ্কার কী?
উত্তর : নব্য প্রস্তর যুগের প্রধান আবিষ্কার হল চাকার আবিষ্কার।
৮. টোটেম কী?
উত্তর : টোটেম বলতে আদিম মানুষের ধর্মীয় বিশ্বাসকে বোঝায় যার মাধ্যমে সদস্যরা কোন একটি বিশেষ প্রাণী বা বস্তুর ওপর বিশ্বাস স্থাপন করবে।
৯. কে নব্য প্রস্তর যুগে নবোপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেন?
উত্তর: নৃবিজ্ঞানী গর্ডন চাইল্ড নবোপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেন
১০. লেনস্কির মতে মানব সমাজের প্রথম স্তর কোনটি?
উত্তর : লেনস্কির মতে মানব সমাজের প্রথম এ স্তর শিকার ও সংগ্রহ সমাজ
১১.উদ্যান কৃষিমূলক সমাজ কী?
উত্তর : দশ- বারো বছর আগে উদ্যান কৃষি নির্ভর যে সমাজ ছিল তাই উদ্যান কৃষি সমাজ।
১২. পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী কী?
উত্তর : পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী হলো- ১. পুঁজিপতি ও ২. শ্রমিক শ্রেণী
১৩. সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে ‘প্রতিকূলতা ও প্রতিক্রিয়া’ তত্ত্ব কে প্রদান করেন?
উত্তর: সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে ‘প্রতিকূলতা ও প্রতিক্রিয়া’ তত্ত্বের প্রবক্তা হলেন প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি।
১৪. আজটেক সভ্যতা কোথায় গড়ে ওঠে?
উত্তর : আজটেক সভ্যতা মেক্সিকোতে গড়ে ওঠে।
১৫. নদী তীরবর্তী সভ্যতা কাকে বলে?
উত্তর : নদীকে কেন্দ্র করে প্রাচীনকালে যেসব সভ্যতা বিকশিত হয়েছিল সেসব সভ্যতাকে নদীর তীরবর্তী সভ্যতা বলে।
১৬. মহেঞ্জোদারো অর্থ কী?
উত্তর : মহেঞ্জোদারো অর্থ মরার ঢিবি বা মৃতদের ঢিবি।
১৭. হামুরাবির গুরুত্বপূর্ণ কৃতিত্ব কী?
উত্তর : হাম্মুরাবির গুরুত্বপূর্ণ কৃতিত্ব হলো বিধিবদ্ধ আইন সংকলন ও প্রণয়ন।
১৮. মিশরীয় সভ্যতার ভিত্তি কী?
উত্তর : মিশরীয় সভ্যতার ভিত্তি নীলনদ।
১৯. ওসিরিস কে ছিলেন?
উত্তর: ওসিরিস ছিলেন মৃত্যু, পুনর্জন্ম ও প্রজন্মের দেবতা।
২০. চীনের দুঃখ বলা হয় কোন নদীকে?
উত্তর : হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়।
২১. চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন?
উত্তর : চীনের সর্বশেষ দার্শনিক ছিলেন কনফুসিয়াস।
২২. রোমান সভ্যতায় প্লেবিয়ান কারা?
উত্তর : রোমান সভ্যতায় প্লেবিয়ান বলতে বুঝায় ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিক প্রভৃতি শ্রেণীকে।
২৩. রোমান আইনের মূল ভিত্তি কী?
উত্তর : রোমান আইন প্রথা ও যুক্তির ভিত্তিতে তৈরি।
২৪. জুলিয়াস সিজার কে ছিলেন?
উত্তর : জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট।
২৫. সামন্তবাদের মূল ভিত্তি কী?
উত্তর : সামন্তবাদের মূল ভিত্তি হলো ভূমি ব্যবস্থা।
২৬. মার্কস বর্ণিত সামন্তবাদী সমাজের প্রধান দুটি শ্রেণীকে কী?
উত্তর : সামন্তবাদী সমাজব্যবস্থা দুটি সামাজিক শ্রেণীর অস্তিত্ব ভাগ করা হলো- ১.সামন্ত প্রভু ও ২. দাস শ্রেণি।
২৭. টাইথ কী?
উত্তর : প্রাচীন গ্রিক ও রোমনে সভ্যতায় ভূমিদাস কর্তৃক চার্চকে প্রদত্ত করাকে টাইথ বলা হত।
২৮. ‘Prebendalization’ কী?
উত্তর : প্রিভেন্ডালাইজেশন সমাজ প্রচলিত জমিদার প্রথা সংবলিত এক বিশেষ ধরনের যা ছিল সামন্ততন্ত্রের একটি বিশেষ রূপ।
২৯. শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর : 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানের বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।
৩০. ঐতিহাসিক ছয় দফা কখন সংঘটিত হয়?
উত্তর : ১৯৬৬ সালের 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও।
২. সামাজিক ইতিহাসের প্রকৃতি আলোচনা কর।
৩. সামাজিক ইতিহাসের পরিধি আলোচনা কর।
৪. প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে?
৫. নবোপলীয় বিপ্লব কী?
৬. আদিম সমাজ বলতে কী বুঝ?
৭. খাদ্য উৎপাদন অর্থনীতি কী?
৮. পশুপালন সমাজের বৈশিষ্ট্য লেখ।
৯.শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্যগুলো কী?
১০. সভ্যতার সংজ্ঞা দাও।
১১. নদী তীরবর্তী নদী কী?
অথবা নদী তীরবর্তী সভ্যতা বলতে কী বুঝ?
১২. টয়েনবির মতানুসারে সভ্যতা সৃষ্টির উদ্দীপকসমূহ আলোচনা কর।
অথবা, টয়েনবির মতানুসারে সভ্যতার সৃষ্টির উদ্দীপকসমূহ কী?
১৩. মানব সভ্যতার উত্থান- পতন সম্পর্কিত অসওয়াল্ড স্পেংলারের তত্ত্ব আলোচনা কর।
১৪. সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৫. ব্যাবিলনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো লেখ।
অথবা, ব্যাবিলনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৬. মিশরীয় সভ্যতার পতনের কারণসমূহ আলোচনা কর।
১৭. চৈনিক সভ্যতার বৈশিষ্ট্যগুলো লেখ।
১৮. গ্রীক সভ্যতায় নগর রাষ্ট্রের উত্থান সম্পর্কে আলোচনা কর।
১৯. এথেন্স নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো লেখ।
২০. রোমে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্বের কারণ উল্লেখ কর।
২১. সামন্ততন্ত্র বলতে কী বুঝ?
২২. ম্যানর কাকে বলে?
২৩. মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কারণ উল্লেখ কর।
২৪. রেনেসাঁ কী?
২৫. পুঁজিবাদ কী?
অথবা, পুঁজিবাদ বলতে কী বুঝ?
২৬. জেন্ডার অসমতার কারণসমূহ কী?
২৭. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমি আলোচনা কর।
২৮. 7 ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লেখ।
অথবা, সংক্ষেপে বঙ্গবন্ধুর 7 ই মার্চের ভাষণের গুরুত্ব লেখ
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. সামাজিক ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, সামাজিক ইতিহাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. সামাজিক ইতিহাসের উৎসসমূহ সংক্ষেপে আলোচনা কর।
অথবা, সামাজিক ইতিহাসের উৎসগুলো আলোচনা কর।
৩. প্রাচীন প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা দা।
৪. ইতিহাসের সাথে সামাজিক ইতিহাসের সম্পর্ক বিশ্লেষণ কর।
৫. সমাজের ধরন সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর।
অথবা, মার্কসীয় মতানুযায়ী সমাজ বিকাশের বিভিন্ন পর্যায় আলোচনা কর।
৬. সভ্যতার উত্থান ও পতন সম্পর্কে আরনল্ড টয়েনবির তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা, সভ্যতার উত্থান সম্পর্কিত তত্ত্বখাটি পর্যালোচনা কর।
৭. মানব সভ্যতার উন্থান-পতন কৃষি সম্পর্কিত ইবনে খালদুনের তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে খালদুনের তত্ত্বটি পর্যালোচনা কর
৮. সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৯. সংক্ষেপে ব্যাবিলনীয় সভ্যতার অবদান আলোচনা কর।
১০. মিশরীয় সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
১১. দাসপ্রথায় গ্রিক সভ্যতা বিকাশের জন্য দায়ী ব্যাখ্যা কর।
১২. রোমে প্যাট্রিসিয়ান প্লেবিয়ান দ্বন্দ্বের কারণগুলো আলোচনা কর।
১৩. রোমান সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর
১৪. রোমান সভ্যতা পতনের কারণসমূহ আলোচনা কর
১৫. ‘‘ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল, কিন্তু ভারতীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিতে ব্যর্থ হয়েছিল।’’ (নাজমুল করিম)- উক্তিটি ব্যাখ্যা কর।
১৬. সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণের কারণসমূহ আলোচনা কর।
১৭. মধ্যযুগীয় ইউরোপে পপো সম্রাটের দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা কর
১৮. জাতিবর্ণ প্রথা ও গিল্ডের মধ্যকার পার্থক্য নির্ণয় কর।
১৯.মধ্যযুগের ইউরোপে নগর উদ্ভবের কারণগুলো আলোচনা কর।
২০. সন্ধ্যেবেলা ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের পথে অন্তরায়সমূহ আলোচনা কর।
২১. প্রটেস্ট্যান্ট ধর্ম কিভাবে ইউরোপের পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল? আলোচনা কর।
২২. 1952 সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর।
অথবা, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন,
Honors 1st year Common Suggestion 2024