ssc উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১০ম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা ৫ম অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১, আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলােচনা উপস্থাপন করুন

শ্রেণি: ১০ম/ ssc/ উন্মুক্ত-2021 বিষয়: পৌরনীতি ও নাগরিকতা এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 2672
বিভাগ: মানবিক শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলােচনা উপস্থাপন করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটি এক কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০। ৩০০টি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে। নারী সংসদ সদস্যগণ ৩০০ জন সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ রাজধানীতে অবস্থিত। সরকারি বিজ্ঞপত্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান করেন। অধিবেশন পরিচালনার জন্য স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হয়। স্পীকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পীকার দায়িত্ব পালন করেন। তাছাড়া সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সদস্যগণের মধ্য থেকে চীফ হুইপসহ কয়েকজন হুইপ মনোনয়ন করা হয়। দশম জাতীয় সংসদের প্রধান হলেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সদস্য হবার যোগ্যতা

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ বছর বয়স্ক বাংলাদেশী যেকোন নাগরিক সংসদ সদস্য হবার যোগ্যতা রাখে। তবে অপ্রকৃতিস্থ, দেউলিয়া, বিদেশী নাগরিকত্ব অর্জন, কোন অপরাধে দ্ইু বছরের জন্য সাজাপ্রাপ্ত নাগরিক সংসদ সদস্য হতে পারবে না।

সংসদের মেয়াদ ৫ বছর। তবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিতে পারেন। অধিবেশন আরম্ভ করার জন্য ৬০ সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ণ হতে হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকারি দলের এবং দ্বিতীয় সর্বোচ্চ আসনে বিজয়ী দল বিরোধী দলের ভূমিকা পালন করে। সংসদ সদস্যগণ অনেকে একইসাথে হুইপ, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।

কোন সংসদ সদস্য নিজের ইচ্ছায় পদত্যাগ দাখিল করলে অথবা একাধারে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল হবে। তাছাড়া তিনি যে দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে সে দলের বিপক্ষে ভোট দান করলেও তাঁর সদস্যপদ বাতিল হবে।

জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি

১. আইন প্রণয়ন বিষয়ক: জাতীয় সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন করা। সংসদ কোন বিষয়ে নতুন আইন প্রণয়ন, পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করতে পারেন। আইনের প্রস্তাব বিল আকারে সংসদে উপস্থাপন করা হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বিলটি আইনে পরিণত হয়।

২. সংবিধান সংশোধন: জাতীয় সংসদ সংবিধানের ১৪২ অনুচ্ছেদের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে। সেজন্য সংসদের মোট দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন হয়।

৩. শাসন বিভাগের নিয়ন্ত্রণ: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ যৌথভাবে সংসদের নিকট দায়বদ্ধ। সংসদ কোন কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনলে মন্ত্রিসভা ভেঙ্গে যায়। তাছাড়া বিভিন্ন সংসদীয় কমিটির মাধমে জাতীয় সংসদ বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতা নিশ্চিত করে।

৪. অর্থ সংক্রান্ত ক্ষমতা: জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোন কর বা খাজনা আরোপ ও সংগ্রহ করা যায় না। সরকারি আয়-ব্যয়ের হিসাব অর্থাৎ বাজেট জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়। অর্থমন্ত্রী সংসদে বাজেট উত্থাপনের পর তার উপর সংসদ সদস্যগণ আলোচনা, বির্তক ও সংযোজন-বিয়োজনের প্রস্তাব করেন। সে অনুযায়ী বাজেটটি সংসদে পাশ হয়।

৫. বিচারসংক্রান্ত ক্ষমতা: সংবিধানের ১৬তম সংশোধনীর মাধ্যমে সংসদ বিচারক অপসারণের ক্ষমতা পায়। সংসদীয় ব্যবস্থায় সংসদই সব কিছ্রু কেন্দ্রবিন্দু। সংবিধান লঙ্ঘিত হলে সংসদ রাষ্ট্রপতি, স্পীকার, ডেপুটি স্পীকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা আনতে পারে এবং অপসারণের ব্যবস্থা নিতে পারে।

৬. অন্যান্য কাজ: উপরে আলোচ্য কাজ ছাড়াও সংসদ আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। রাষ্ট্রপতি নির্বাচন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন এবং অধিবেশন না থাকলে সে সময়ে প্রণীত বিভিন্ন অধ্যাদেশ অনুমোদন বা বাতিলের কাজগুলো জাতীয় সংসদ করে থাকে।

মোটের উপর জনগণের প্রতিনিধি হল জাতীয় সংসদ সদস্যগণ। তাঁরা সংসদে স্ব-স্ব এলাকার সমস্যা-সুবিধা নিয়ে দাবি- দাওয়া তুলে ধরে। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ সে বিষয়ে কার্যক্রম গ্রহণ করে। সংসদে আলোচনার মধ্য দিয়েই জনগণের নিকট দায়বদ্ধতার বহি:প্রকাশ ঘটে।

সংসদীয় সরকার ব্যবস্থার প্রাণকেন্দ্র হল জাতীয় সংসদ। জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০ জন। তার মধ্যে ৩০০ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। সংসদ সদস্যেও মূল দায়িত্ব হল আইন প্রণয়ন করা। তাছাড়া তাঁরা তাদের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে থাকেন। সংসদ সদস্যদের আলোচনা ও দাবির প্রেক্ষিতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এ পর্যন্ত দশবার জাতীয় সংসদ গঠিত হয়েছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Leave a Comment