SSC (এসএসসি) গার্হস্থ্য বিজ্ঞান ১৫তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২২, Ssc home science assignment answer 15th week 2022, “গার্হস্থ্য বিজ্ঞান” এসএসসি ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২, ssc home science 15th week assignment answers 2022

শ্রেণি: SSC/ 2022 বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 151
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


এসাইনমেন্ট শিরোনামঃ

অ্যাসাইনমেন্ট শিরোনাম  : সঠিক পারিবারিক বাজেট পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বিধান করতে উক্ত বক্তব্যের আলোকে একটি মাসিক পারিবারিক বাজেট প্রণয়ন।

শিখনফলঃ

  • ধাপ উল্লেখপূর্বক জমির প্রস্তুত পদ্ধতি বর্ণনা করতে পারবে।
  • জমি প্রস্তুতির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পীরবে।
  • ভূমিক্ষয়, ভূমিক্ষয়ের কারণ ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে।
  • ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিকগুলাে বর্ণনা করতে পারবে।
  • ভূমিক্ষয়ের কার্যকরী উপায়সমুহ বিশ্লেষণ করতে পারবে।

নির্দেশনাঃ

  • জমি প্রস্তুতি কী ও গুরুত্ব
  • ভূমিক্ষয়ের সঙ্গা
  • ভূমিক্ষয়ের প্রকার
  • ভূমিক্ষয়ের কারণ

এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান

( ক ) নং প্রশ্নের উত্তরঃ 

বাজেট বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্বপরিকল্পনা । আরও স্পষ্টভাবে বলা যায় , নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্বপরিকল্পনা হচ্ছে বাজেট ।

বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে , কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে , তার লিখিত বিবরণ থাকে । সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে না । অধিকন্তু আমাদের সব চাহিদা পূরণ হয়ে থাকে । 

বাজেটের খাত 

প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হয় । পারিবারিক জীবন যাপনের যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় , সেগুলোই বাজেটের খাত হিসেবে পরিচিত । গুরুত্ব অনুযায়ী খাতগুলো সাজিয়ে নিয়ে প্রতিটি খাতের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা নির্ধারণ করতে হবে । খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে । জীবনধারণের প্রয়োজনে সাধারণত খাতগুলো নিম্নোক্তভাবে সাজানো থাকে

২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ) | এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ | এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান

খ ) নং প্রশ্নের উত্তরঃ

বাজেটের প্রয়োজনীয়তা 

বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল । বাজেট সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে । বাজেটের কয়েকটি উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা নিম্নে উল্লেখ করা হলো । 

  • বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। 
  • পরিবারের অপচয় রোধ করে স্বচ্ছলতা আনয়নে সাহায্য করে । 
  • ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে । 
  • গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে । 
  • বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে ।
  •  বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তির সাশ্রয় হয় । 
  • বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে ।
  • তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে সব জিনিসের বাজারদর সঠিকভাবে জানতে হবে । এরপর সবগুলোর মূল্য একত্রে বাজেটের অন্তর্ভুক্ত করতে হবে । এক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামত নেওয়া ভালো । বিভিন্ন সদস্যদের কাছ থেকে দ্রব্যমূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেতে পারে । ভালোভাবে না জেনে জিনিসের মূল্য নির্ধারণ করলে বাজেট বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে । 
  •  আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে । মোট আয় জানার পর সম্ভাব্য ব্যয়ের টাকার পরিমাণের সঙ্গে হিসাব করে দেখতে হবে যেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকে । ব্যয় যেন কখনোই আয়ের অংক থেকে বেশি না হয় । তবে পারিবারিক আয় বাড়িয়ে অথবা খরচের পরিমাণ কমিয়ে এ অবস্থার মোকাবিলা করা যায় । 
  • কোন খাতে কতো ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে । সাধারণত খাদ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হয় । মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটে খাদ্য খাতে শতকরা ৪০ থেকে ৬০ ভাগ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয় । পক্ষান্তরে নিম্নবিত্তের বাজেটে এ খাতে আয়ের শতকরা ৮০ ভাগ খরচ হতে পারে । আয় যত বাড়ে শতকরা হারে খাদ্য খাতে ব্যয়ও তত কমে যায় । সাধারণত সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় সঞ্চয় , চিকিৎসা ইত্যাদি খাতে । 
  • পরিশেষে বাজেটটিকে পরীক্ষা করে দেখতে হবে যেন তা বাস্তবায়ন করা যায় । কয়েকটি বিষয় বিবেচনায় রাখলে বাজেটকে বাস্তবমুখী করা যায় । যেমন- প্রত্যেক সদস্যের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখা , জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য কিছু বাড়তি অর্থ সব সময় হাতে রাখা , দীর্ঘমেয়াদি লক্ষ্যের দিকে খেয়াল রাখা ইত্যাদি ।
২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ) | এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ | এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান
২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান (১৫তম সপ্তাহ) | এসএসসি ১৫তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ | এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর /সমাধান

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/



Leave a Comment