বিষয়: ফাইনাল সাজেশন এসএসসি পৌরনীতি ও নাগরিকতা ২০২১
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
বর্তমান বিশ্বে নিম্নোক্ত পরিবার ব্যবস্থা দেখা যায়-
ক) বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার;
খ) পারিবারিক কাঠামোর ভিত্তিতে একক ও যৌথ পরিবার;
গ) বৈবাহিক সূত্রের ভিত্তিতে একপত্নীক, বহুবত্নীক ও বহুপতি পরিবার।
বাংলাদেশে বিদ্যমান উপরোক্ত পরিবার ব্যবস্থার মধ্যে কোন কোন ধরনের পরিবার দেখা যায় ও দেশে কোন যৌথ পরিবার হ্রাস পাচ্ছে এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটি আদর্শ পরিবারের কার্যাবলী ব্যাখ্যাকরণ।
উত্তর : লিংক
রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে নেয়া যেতে পারে;
খ. প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে;
গ. রাষ্ট্র ধারণা বর্ণনা করতে হবে;
ঘ. রাষ্ট্র গঠনের উপাদানসমূহ বিশ্লেষণ করতে হবে;
ঙ. কোন উপাদান ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না তা বর্ণনা করতে হবে;
উত্তর : লিংক
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
রাষ্ট্রের ধরন বিশ্লেষণসহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুন ও ত্রুটি ব্যাখ্যাকরণ।
নির্দেশনাঃ
- রাষ্ট্র ও সরকারের ধারণা বর্ণনা করতে হবে।
- রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে।
- গণতন্ত্রের ধারণা বর্ণনা করতে হবে।
- গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটি উল্লেখ করতে হবে।
- গণতন্ত্র সফল করার উপায় বর্ণনা করতে হবে।
- সংসদীয় সরকারের ধারণা বর্ণনা করতে হবে। সংসদীয় সরকারের গুন ও ত্রুটি বর্ণনা করতে হবে।
উত্তর : লিংক
বাংলাদেশের প্রশাসনিক কাঠামাে (কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন) বিশ্লেষণ।
নির্দেশনা
পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে নেয়া যেতে পারে; প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে
- ক) বাংলাদেশে প্রশাসনিক কাঠামাে বিশ্লেষণ করতে হবে
- খ) কেন্দ্রীয় প্রশাসন বিশ্লেষণ করতে হবে
- গ) বিভাগীয় প্রশাসনের গঠন ও কার্যাবলী বর্ণনা করতে হবে
- ঘ) জেলা প্রশাসনের কার্যাবলি বর্ণনা করতে হবে
- ঙ) উপজেলা প্রশাসনের কার্যাবলি বর্ণনা করতে হবে
উত্তর : লিংক
বাংলাদেশের বিচার বিভাগের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি)
- বিচার বিভাগের গঠন কাঠামাে বর্ণনা করতে হবে।
- বিচার বিভাগের ক্ষমতা বর্ণনা করতে হবে।
- বিচার বিভাগের কার্যাবলি বর্ণনা করতে হবে।
- আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা বিশ্লেষণ করতে হবে [পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে অথবা প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে।
উত্তর : লিংক
আদর্শ পরিবাবর ও সমাজ গঠন এবং আধুনিক রাষ্ট্র ও সরকার বিনিমানে তুমি কিভাবে পৌরনীতি ও নাগরিকতার জ্ঞান প্রয়োগ করবে।
নিদেশনা :
১। পৌরনীতি ও নাগরিকতা
২। পরিবার
৩। সমাজ
৪। রাষ্ট্র
৫। সরকার
উত্তর : লিংক
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অধ্যায় – ১ : পৌরনীতি ও নাগরিকতা
Important topics
১. পরিবার গঠন ও কার্যাবলি
২. পৌরনীতির পরিসর ও নাগরিকতা
অধ্যায় – ৪ : রাষ্ট্র ও সরকারের ব্যবস্থা
Important topics
১. গণতান্ত্রিক একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থার পার্থক্য।
২. রাষ্ট্র ও সরকার ।
৩. যুক্তরাষ্ট্রীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষ ও গুনাবলি ।
অধ্যায় – ৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা
Important topics
১. বাংলাদেশের প্রশাসনিক কাঠামো , বিচার বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলি
২. প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ ।
৩. আইনসভার গঠন , ক্ষমতা ও কার্যাবলি ।
৪।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
অধ্যায় – ৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন
Important topics
১. রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য ।
২।গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা ।
১০ম অধ্যায়-স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক
১। ভাষা আন্দোলন পটভূমি ও গুরুত্ব।
২। ১৯৪০ সালে লাহোর প্রস্তাব বৈশিষ্ট্য ও গুরুত্ব
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
SSC civics & citizenship MCQ & Question Model Test -1
SSC civics & citizenship MCQ & Question Model Test -2
SSC civics & citizenship MCQ & Question Model Test -3
SSC civics & citizenship MCQ & Question Model Test -4
SSC civics & citizenship MCQ & Question Model Test -5
SSC New Syllabus civics & citizenship Suggestion 2021
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- Honors 2nd year suggestion
- অনার্স ২য় বর্ষের সাজেশন
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল