ssc /এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং ২০২১, ssc finance and banking suggestion 100% common guaranty, special short suggestion ssc suggestion finance and banking 2021

বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন ২০২১,

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

  • ক. মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা করতে হবে এবং উদাহরণ হিসেবে নিজেদের পরিচিত ও আশেপাশে অবস্থিত ব্যবসায়ের উল্লেখ করতে হবে
  • খ. মূলধন বাজেটিং এর গুরুত্ব ব্যাখ্যা করার ক্ষেত্রে পাঠ্য বই এবং নিজস্ব সৃজনশীলতার প্রকাশ থাকতে হবে
  • গ. মূলধন বাজেটিং এর প্রয়ােগ ক্ষেত্রের উদাহরণ ও ব্যাখ্যা থাকতে হবে
  • ঘ. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় যে ধাপগুলাে অনুসরণ করা হয় তার ব্যাখ্যা থাকতে হবে
  • ঙ. সবশেষে ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকার সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ সংশ্লিষ্ট মতামত থাকবে।

উত্তর : লিংক

  • অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে উদাহরণসহ ঝুঁকি ও অনিশ্চয়তার ধারণা ব্যাখ্যা করতে হবে
  • উদাহরণসহ ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য ব্যাখ্যা করতে হবে
  • ব্যবসায় প্রতিষ্ঠান ও বিনিয়ােগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির শ্রেণি ব্যাখ্যা করতে হবে
  • নিম্নের তথ্যের আলােকে আদর্শ বিচ্যুতির মান নির্ণয় করে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ বিনিয়ােগ ক্ষেত্র নির্বাচনে আদর্শ বিচ্যুতির মানের প্রভাব বিশ্লেষণ করতে হবে

উত্তর : লিংক

  1. উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা।
  2. উদাহরণসহ বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা।
  3. সমস্যা:নিরাপদ লিমিটেড ৩ বছর পর ১৫ লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই প্রয়ােজনীয় অর্থ ব্যাংকে বিনিয়ােগ করতে ইচ্ছুক। ‘অভয় ব্যাংক ১০% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে এবং উদয় ব্যাংক ৯.৫০% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে। প্রতিষ্ঠানটি অর্থ বিনিয়ােগের জন্য যে কোনাে একটি ব্যাংক নির্বাচন মতে চায়। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়ােগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাং েনধ্যেকোনটিতে বিনিয়ােগ করা যৌক্তিক হবে তা বিশ্লেষণ করতে হবে।

উত্তর : লিংক

  1. উদাহরণসহ অর্থের সময় মূল্য ধারণা ব্যাখ্যা দিতে হবে।
  2. অর্থের ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি করণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে উদাহরণসহ ।
  3. উদাহরণসহ বছরে একাধিকবার চক্রবৃদ্ধি করণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় এর প্রক্রিয়া ব্যাখ্যা।
  4. সমস্যাঃ একজন চাকরিজীবী জমি বিক্রয় করে 10 লক্ষ টাকা পেলেন। তিনি 5 বছরের জন্য টাকাগুলো 2 টি ব্যাংকে রাখতে চান। একটি ব্যাংকের 6 লক্ষ টাকা এবং অন্য ব্যাংকে 4 লক্ষ টাকা রাখবেন। এজন্য X ও Y দুটি ব্যাংকে যোগাযোগ করলে এক্স ব্যাংক 9℅ চক্রবৃদ্ধি মুনাফা এবং Y ব্যাংক 8.50% সপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। এমতাবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তারও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে যৌক্তিক পরামর্শ দিতে হবে।

উত্তর : লিংক

  • অর্থায়নের ধারণা 
  • কারবারি অর্থায়নের গুরুত্ব 
  • আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি:

(১) আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত,

(২) ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়ােগ সিদ্ধান্ত,

(৩) অন্যান্য সিদ্ধান্ত;

উত্তর : লিংক

সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলাে ধারাবাহিকভাবে বিবেচনায় নিয়ে দুটি খাতের সম্পর্ক বিশ্লেষণ করে ২০০ শব্দের মধ্যে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।

  • অর্থায়নের ধারণা
  • অর্থায়ন প্রক্রিয়া
  • অর্থের উৎস
  • ব্যয়ের খাত

উত্তর : লিংক

  • পোস্টারে বিনিময় প্রথা থেকে আধুনিক কাল অবধি আমরা যে যে মাধ্যম ব্যবহার করে আসছি তার একটি ধারাবাহিক তালিকার বর্ণনা থাকতে হবে।,
  • পাঠ্যবইয়ের পাশাপাশি ইন্টারনেট থেকে তথ্য নেওয়া যেতে পারে।,
  • পিতা-মাতা এবং পরিবারের অন্যান্য বড়দের কাছ থেকে ধারণা নেওয়া যেতে পারে। তালিকা তৈরিতে বিভিন্ন রঙের কালি ব্যবহার করা যেতে পারে।,
  • প্রযোজ্য ক্ষেত্রে মুদ্রার ছবি ব্যবহার করা যেতে পারে।,

উত্তর : লিংক

কেস স্টাডি : X লিমিটেড ,Y লিমিটেড ও Z লিমিটেড তিনটি একই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান X লিমিটেড এর অধিক মুনাফা অর্জন হলেও পাওনাদারদের দাবী মেটাতে প্রায়শই বিরােধ সৃষ্টি হয়। Y লিমিটেড এর আয়ের তুলনায় মূলধন খরচ অধিক। Z লিমিটেড অন্যান্য বছর ভালাে মুনাফা অর্জন করলেও কোভিড – ১৯ পরিস্থিতিতে ব্যবসায়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

উত্তর : লিংক

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

এসএসসি পরিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম  ফিন্যান্স  ও ব্যাংকিং সাজেশন। এখানে আপনারা ফিন্যান্স ও ব্যাংকিং এর রিটেন এবং এমসিকিউ দুটু সাজেশন ই পাবেন। বলতে পারেন এটা ফিন্যান্স ও ব্যাংকিং এর একটা কমপ্লিট সাজেশন। যদি এই সাজেশন শেষ করতে পারেন তাহলে আশা করি আপনি পরিক্ষার মধ্য ভাল  একটা রেজাল্ট করতে পারবেন। 

এসএসসি  ফিন্যান্স ও ব্যাংকিং এর সৃজনশীল সাজেশন কেউ কমন দিতে পারবে না। কারন সৃজনশীলে কোন উদ্দীপক দেই বলা যায় না। যার জন্য আপনাদের জন্য সৃজনশীল এর ক এবং খ উপযোগী সাজেশন নিয়ে আসলাম। তার সাথে আছে কমন উপযোগী নৈর্বত্তিক সাজেশন। 


প্রথমে এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এর ক টাইপের কিছু প্রশ্ন দেখে নিন। 

  1. আয় সিদ্ধান্তের অপর নাম কী?
  2. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লিখ।
  3. লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কী?
  4. কাম্য ঋণ নীতি কী?
  5. নগদ আন্তঃপ্রবাহের সঠিক প্রাক্কলন কিসের ওপর নির্ভর করে?
  6. সকল ধরনের প্রতিষ্ঠানেই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কি?
  7. সিিত তহবিল কাকে বলে?
  8. বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে?
  9. ব্যয় সিদ্ধান্তের অপর নাম । কী?
  10. অভ্যন্তরীণ তহাবল কী?
  11. m দ্বারা কী বোঝায়?
  12. কোন ধরনের কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
  13. চক্রবৃদ্ধি সুদ কী?
  14. আদর্শ বিচূতি কোন ধরনের পদ্ধতি?
  15.  পিপিপি কী?    
  16. স্বল্পমেয়াদি অর্থায়ন কী?
  17. বাট্টাকরণ কী?    
  18. ডিবেঞ্চার কী?  
  19. পে-ব্যাক সময় পদ্ধতি কী? 
  20. ডিপোজিট পেনশন স্কিম হিসাব কী?
  21. কে প্রত্যয়পত্র ইস্যু করে?
  22. ব্যাংকিং কী?   
  23. চলতি হিসাব কী?     

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এর খ টাইপের কিছু প্রশ্ন

  1. তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা করো।
  2. ‘রুল-৭২’ ব্যাখ্যা করো।
  3. গড় মুনাফার হার পদ্ধতির সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? ব্যাখ্যা করো। ২
  4. অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
  5. শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলতে কী বোঝায়?
  6. পে-ব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
  7. ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় কোনটিকে? ব্যাখ্যা কর।
  8. ঋণপত্র বলতে কী বোঝায়?
  9.  সুযোগ ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
  10. অর্থায়ন বলতে কি বুঝায়?
  11.  অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল বলতে কী বোঝায়?
  12.  ব্যবসায় অর্থায়নে সময় মূল্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
  13. পূর্ণাঙ্গ ব্যবসায়ীর স্বত্বমূর্ত ধারণা ব্যাখ্যা করো।
  1. কখন সূত্রে m যুক্ত করতে হয়? ব্যাখ্যা করো।
  2. তারল্য ঝুকি কীভাবে সৃষ্টি হয়?
  3. লভ্যাংশ সমতাকরণ বলতে কী বোঝায়?
  4. বাণিজ্যিক পত্র বলতে কী বোঝায়?
  5. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?     
  6. অগ্রাধিকার শেয়ার বলতে কী বোঝায়? 
  7. ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বোঝায়?
  8. ব্যাংক কিভাবে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে? বর্ণনা করো।
  9. ব্যাংক কিভাবে অর্থের নিরাপত্তা বিধান করে?  
  10. ইজারা বলতে কী বোঝায়?   
  11. ইজারা বলতে কী বোঝায়?   


এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এমসিকিউ সাজেশন। 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ফিন্যান্স ও ব্যাংকিং এমসিকিউ সাজেশন মডেল টেস্ট ১ –লিংক

ফিন্যান্স ও ব্যাংকিং এমসিকিউ সাজেশন মডেল টেস্ট ২ –লিংক

ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন সাজেশন মডেল টেস্ট ৩ –লিংক

SSC ফিন্যান্স ও ব্যাংকিং সিলেবাস ২০২১

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Leave a Comment