১। আবদুল হাকিম কোন শতকের কবি? ক) পঞ্চদশ খ) সপ্তদশ গ) যষ্ঠদশ ঘ) অষ্টাদশ
২। বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্বন্ধে কবির অভিমত কী?
ক) তাদের জন্ম-পরিচয় ঠিক করা যায় না খ) তারা মানুষ নামের পরিচয়দানের অযোগ্য গ) তারা অকৃতজ্ঞতারই পরিচয় দেয় ঘ) তারা নীচ ও হীন জীবনযাপন করে
৩। দেশি ভাষায় কাব্য রচনা করার পেছনে কবির যুক্তি কী?
ক) সাধারণ মানুষের উপকার খ) দেশি ভাষায় দক্ষতা অর্জন গ) দেশি ভাষার প্রতি ভালোবাসা ঘ) দেশি ভাষা সবার বোধগম্য
৪। কবির কাব্য রচনার উদ্দেশ্য কী? ক) সাধারণ মানুষের তুষ্টি খ) রাজকর্মচারীদের তুষ্ট করা গ) শিক্ষিতজনকে আনন্দ দান ঘ) আত্মপ্রচার করা
৫। পাঠ্য বইয়ে কবি আবদুল হাকিমে যে জন্মতারিখ দেওয়া আছে তা কী ধরনের? ক) ঠিক খ) আনুমানিক গ) তথ্যপূর্ণ ঘ) ঠিক নয়
৬। আবদুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন— ক) আনুমানিক ১৭২০ খ্রিস্টাব্দে খ) আনুমানিক ১২৬০ খ্রিস্টাব্দে গ) আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে ঘ) আনুমানিক ১৬৬০ খ্রিস্টাব্দে
৭। সন্দ্বীপের সুধারামপুর গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেছেন? ক) সুকান্ত ভট্টাচার্য খ) আহসান হাবীব গ) আবদুল হাকিম ঘ) জীবনানন্দ দাশ
৮। কবি আবদুল হাকিমের জন্মস্থান কোথায়? ক) কেশবপুরের সাগরদাড়িতে খ) নাটোরের আজিমনগরে গ) কেশবপুরের পাঁজিয়ায় ঘ) সন্দ্বীপের সুধারামপুরে
৯। ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন শতকে রচিত হয়েছে? ক) মধ্যযুগে খ) ষোড়শ শতকে গ) সপ্তদশ শতকে ঘ) ঊনবিংশ শতকে
১০। আবদুল হাকিম কোন যুগের কবি? ক) প্রাক-মধ্যযুগের খ) মধ্যযুগের গ) আধুনিক যুগের ঘ) মধ্যযুগ পরবর্তী নিচের
উদ্দীপকটি পড়ো এবং ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও : বাংলা আমাদের মাতৃভূমি। মাতৃভাষাকে অন্তরে লালন করে স্বদেশ ও স্বভাষার প্রতি মমতা প্রদর্শনের মধ্যেই আমাদের জতীয় পরিচয় অন্তর্নিহিত। যারা বাংলায় জন্মগ্রহণ করেও বাংলা ভাষার প্রতি অবজ্ঞা করে, তাদের বংশ-পরিচয় সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মে।
১১। উল্লিখিত অংশটুকু কোন কবিতার সঙ্গে সম্পর্কিত? ক) বঙ্গবাণী খ) কপোতাক্ষ নদ গ) আমার পরিচয় ঘ) জীবন-সঙ্গীত
১২। আবদুল হাকিম কে ছিলেন? ক) সপ্তদশ শতকের একজন প্রখ্যাত কবি খ) আধুনিক বাংলা সাহিত্যের পুরোধা গ) ষোড়শ শতকের অন্যতম বিশিষ্ট লেখক ঘ) অমর কথাসাহিত্যিক
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৩। ‘বঙ্গবাণী’ কবিতায় মাতৃভাষার প্রতি কবির কেমন অনুভূতি প্রকাশিত হয়েছে? ক) দুর্বার ক্ষোভের অনুভূতি খ) চাপা আক্রোশের অনুভূতি গ) অনন্য মমত্বের অনুভূতি ঘ) অসহনীয় বিরক্তিভাব
১৪। মধ্যযুগের কোন কবি পরবর্তী প্রজন্মে জন্য কালজয়ী আদর্শ? ক) শাহ মুহম্মদ সগীর খ) আলাওল গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ) আবদুল হাকিম
১৫। আবদুল হাকিমের বিখ্যাত কাব্য কোনটি? ক) নূরনামা খ) সাত সাগরের মাঝি গ) লাইলী মজনু ঘ) সুলতানানামা
১৬। ‘নূরনামা’ কার লেখা? ক) ফকির গরীবুল্লাহর খ) সেলিনা হোসেন গ) আবদুল হাকিমের ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
১৭। ‘ইউসুফ জোলেখা’ কী? ক) আবদুল হাকিমের উপন্যাস খ) দৌলত কাজীর কাব্য গ) আলাওলের কাব্য ঘ) আবদুল হাকিমের কাব্য
১৮। ‘লালমতি’ কার লেখা কাব্য? ক) শাহাদাৎ হোসেনের খ) সফিয়া কামালের গ) আবদুল হাকিমের ঘ) কাজী নজরুল ইসলামের ১৯। ‘লালমতি ও সয়ফুলমুলুক’ কী? ক) আবদুল হাকিমের কাব্য খ) আল মাহমুদের উপন্যাস গ) শাহ মুহম্মদ সগীরের কাব্য ঘ) ফররুখ আহমদের কাব্য
২০। ‘শিহাবুদ্দিননামা’ আবদুল হাকিমের কোন ধরনের রচনা? ক) নাটক খ) উপন্যাস গ) ছোটগল্প ঘ) কাব্য
২১। ‘নসীহত্নামা’ কার রচিত কাব্য? ক) শাহ মুহম্মদ সগীর খ) আবদুল হাকিম গ) আলাওল ঘ) সিকানদার আবু জাফর ২২। কবি আবদুল হাকিমের রচিত কাব্য নয় কোনটি? ক) রক্তরোগ খ) লালমতি গ) কারবালা ঘ) শহরনামা
২৩। ‘শহরনামা’ কোন ধরনের রচনা? ক) কাব্যনাট্য খ) কাব্য গ) ছোটগল্প ঘ) উপন্যাস
২৪। নিচের কোন কাব্যটি আবদুল হাকিমের রচনা? ক) শহরনামা খ) পাঞ্জেরি গ) বখতিয়ারের ঘোড়া ঘ) উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
২৫। কবি আবদুল হাকিমের কবিতায় কোনটি পরিচয় মেলে? ক) অনুপম ব্যক্তিত্বের খ) অনুপম ছন্দের গ) চমৎকার উপমার ঘ) সুন্দর গতিময়তার
২৬। কত খ্রিস্টাব্দে কবি আবদুল হাকিম ইন্তেকাল করেন? ক) ১৪৯০ খ্রিস্টাব্দে খ) ১৫৯০ খ্রিস্টাব্দে গ) ১৬৯০ খ্রিস্টাব্দে ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে
২৭। কবি আবদুল হাকিম কাদের অসুবিধার কথা বিবেচনা করে কাব্য রচনা করেন? ক) কবিদের কথা খ) যাদের বইপত্র পড়ার অভ্যাস নেই তাদের কথা গ) কবি বিরোধীদের কথা ঘ) বাংলা ভাষা অবজ্ঞাকারীদের কথা
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. গ ২৭. খ।
২৮। ‘সে সবে কহিল মোতে মনে হাবিলাষ’—এখানে ‘হাবিলাষ’ অর্থ কী? ক) অভিজাত খ) বিলাস গ) অভিলাষ ঘ) দুঃখ
২৯। ‘সে সবে কহিল মোতে’ বাক্যাংশের ভাবার্থ হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়? ক) সে আমাকে সব কিছু বলল খ) তারা সবাই আমাকে বলল গ) তারা সবাই অনেক কিছু বলল ঘ) সে আমাকে সব কিছু বলল
৩০। ‘তে কাজে নিবেদি’ এর পরবর্তী অংশ কোনটি? ক) মোতে নাহি হাবিলাষ খ) নাই কোনো রাগ গ) প্রভু কিবা হিন্দুয়ানী ঘ) বাংলা করিয়া রচন
৩১। কবি আবদুল হাকিমের কাব্য রচনার উদ্দেশ্য কী? ক) শিক্ষিতজনকে আনন্দ দান খ) সাধারণ মানুষের তুষ্টি গ) রাজ কর্মচারীদের তুষ্ট করা ঘ) আত্মপ্রচার করা
৩২। ‘দেশী ভাষে বুঝিতে ললাটে পুরো ভাগ’—এখানে ‘ভাগ’ অর্থ কী? ক) অংশ খ) ভাগিদার গ) ভাগ্য ঘ) পাওনাদার
৩৩। ‘বঙ্গবাণী’ কবিতায় আরবি-ফারসি ভাষার প্রতি কবি আবদুল হাকিমের মনোভাব কেমন? ক) বিদ্বেষপূর্ণ খ) বিরাগপূর্ণ গ) সহনশীল ঘ) বিরূপ
৩৪। ‘আরবি ফারসি হিন্দে নাই দুই মত’—চরণে কবির কোন মনোভাবে প্রকাশ পেয়েছে? ক) শুধু মাতৃভাষার প্রতি অনুরাগ খ) সব ভাষার প্রতি শ্রদ্ধা গ) বাংলা ভাষার উৎপত্তি ঘ) বিদেশি ভাষার প্রতি আকর্ষণ
৩৫। ‘আল্লাহ নবীর ছিফত’—অর্থ কী? ক) আল্লাহ ও নবীর গুণকীর্তন খ) আল্লাহ ও নবীর ভাষা গ) আল্লাহ ও নবীর কার্যক্রম ঘ) আল্লাহ ও নবীর শপথ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩৬। কবি আবদুল হাকিমের মতে, প্রভু কোন ভাষা বুঝতে পারেন? ক) হিন্দি ভাষা খ) ইংরেজি ভাষা গ) আরবি ভাষা ঘ) সর্বভাষা
৩৭। ‘যেই দেশে যেই বাক্য কহে নরগণ’ এখানে ‘যেই বাক্য’ বলতে কী বোঝায়? ক) বাংলা ভাষা খ) যেকোনো ভাষা গ) মাতৃভাষা ঘ) কবিগণ
৩৮। দেশি ভাষায় কাব্য রচনা করার পেছনে কবি আবদুল হাকিমের দেশি ভাষায় কী যুক্তি হলো? ক) জনসাধারণের বোধগম্য খ) সব মানুষের জন্য উপকারী গ) শিক্ষার মাধ্যম হিসাবে বেশি উপযোগী ঘ) প্রত্যেকের প্রিয় ভাষা
৩৯। ‘বঙ্গদেশী বাক্য’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ক) বাংলা ভাষা খ) প্রাচীন বঙ্গীয় ভাষা গ) মাতৃভাষা ঘ) বিদেশি ভাষা
৪০। ‘যত ইতি বাণী’ বলতে কবি আবদুল হাকিম কী বোঝাতে চেয়েছেন? ক) অন্য একটি ভাষা খ) মাতৃভাষা গ) বাংলা ভাষা ঘ) অন্যান্য যত ভাষা
৪১। কবি আবদুল হাকিম ‘হিন্দুর অক্ষর’ বলতে কী বোঝাতে চেয়েছেন? ক) সংস্কৃত ভাষা খ) আরবি ভাষা গ) বাংলা ভাষা ঘ) হিন্দি ভাষা
৪২। ‘হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ’—‘বঙ্গবাণী’ কবিতায় কবি কাদের সম্পর্কে এ মন্তব্য করেছেন?
ক) যারা মরমি সাধনা সম্পর্কে অবগত নয় খ) যারা নিজের দেশকে ভালোবাসে না গ) যারা কিতাব পড়তে জানে না ঘ) যারা মাতৃভাষাকে ভালোবাসে না
৪৩। ‘সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি’—‘বঙ্গবাণী’ কবিতায় কবি কাদের সম্পর্কে এ কথা বলেছেন?
ক) বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলাকে ভালোবাসে খ) বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে গ) যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে না ঘ) যারা অন্যের সঙ্গে মাতৃভাষায় ভাব বিনিময় করে
৪৪। ‘নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়’—এখানে ‘তেয়াগী’ অর্থ কী? ক) ত্যাগ করে খ) ভালোবেসে গ) দুঃখ করে ঘ) তৈরি করে
৪৫। ‘নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।’ কবি কাদের বিদেশ যেতে বলেছেন? ক) মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি যাদের অনুরাগ নেই খ) যাদের কিতাব পড়ার অভ্যাস নেই গ) যাদের মারফতভেদে জ্ঞান নেই ঘ) যাদের আরবি-ফারসি ভাষার প্রতি অনুরাগ নেই
৪৬। বাংলা ভাষার অবজ্ঞাকারীকে কবি কোথায় চলে যেতে বলেছেন? ক) দীপান্তরে খ) জেলখানায় গ) বিদেশে ঘ) আরবে
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৪৭। ‘মাতা-পিতামহ ক্রমে বঙ্গেত বসতি’ পঙক্তিটির মানে কী?
ক) বাংলাদেশ গ্রামপ্রধান দেশ, নদীমাতৃক দেশ খ) বাংলাদেশ আমাদের পিতামাতার জন্মভূমি
গ) বংশাণুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি ঘ) সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ
৪৮। বংশাণুক্রমে কবির বাংলাদেশের বসবাসের চিত্রটি ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে? ক) মাতা-পিতামহ ক্রমে বঙ্গে বসতি খ) দেশি ভাষা উপদেশ মনে হিত অতি গ) সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি ঘ) সে সবে কহিল মোতে মনে হাবিলাষ
৪৯। কাদের জন্য বাংলা ভাষার চেয়ে হিতকর বলে কিছু হতে পারে না? ক) স্রষ্টার খ) আরবি ও ফারসি ভাষীদের গ) বাংলা যাদের মাতৃভাষা ঘ) সব ভাষার মানুষের
৫০। ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ক) নসীহত্নামা খ) নূরনামা গ) সেকান্দারনামা ঘ) পদ্মাবতী
৫১। ‘বঙ্গবাণী’ কবিতাটি কখন রচিত হয়? অথবা, ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন শতাব্দীতে রচিত? ক) পঞ্চদশ শতকে খ) ষোড়শ শতকে গ) সপ্তদশ শতকে ঘ) অষ্টাদশ শতকে
৫২। কবিতার প্রধান বাহন কী? ক) ভাব খ) ভাষা গ) চিত্রকল্প ঘ) ভাষা
৫৩। ‘বঙ্গবাণী’ কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন? ক) কুসংস্কারের খ) মাতৃভাষা বাংলার গ) ধর্মপ্রাণ মুসলমানের ঘ) নির্যাতিত পরিবারের
৫৪। ‘বঙ্গবাণী’ কবিতায় কবি কোন ভাষার গুণকীর্তন করেছেন? ক) বাংলা ভাষা খ) মাতৃভাষা গ) উপভাষা ঘ) শাস্ত্রের ভাষা
৫৫। ‘বঙ্গবাণী’ কবিতার আরবি-ফারসি ভাষার প্রতি কবি আবদুল হাকিমের মনোভাব কেমন? ক) সহনশীল খ) বিরাগপূর্ণ গ) বিদ্বেষপূর্ণ ঘ) বিরূপ
৫৬। কোন ভাষা সবার প্রধান অবলম্বন হওয়া উচিত? ক) আরবি ভাষা খ) হিন্দি ভাষা গ) বাংলা ভাষা ঘ) মাতৃভাষা
৫৭। ‘বঙ্গবাণী’ কবিতার মর্মকথা হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) বিদেশি ভাষার প্রতি মমত্ববোধ দেশি ভাষার প্রতি ক্ষোভ খ) দেশি ভাষার প্রতি ক্ষোভ গ) মাতৃভাষার প্রতি প্রীতি ঘ) বিদেশি ভাষার প্রতি বিদ্বেষ
৫৮। ‘বঙ্গবাণী’ কবিতায় কোনটি প্রকাশ পেয়েছে? ক) বাংলা ভাষার প্রতি মমতা খ) মানুষের মমতা গ) মাতৃভাষার প্রতি মমতা ঘ) সন্তানের প্রতি মমতা
৫৯। কবি কাদের জন্মের প্রতি সন্দিহান? ক) যারা বাংলা ভাষা ভালোবাসে না খ) যারা স্বাধীনতাসংগ্রামে অংশগ্রহণ করেনি গ) যারা ভাষা আন্দোলনে অংশ নিয়েছিল ঘ) যারা ধর্মভীরু নয়
৬০। কবি আবদুল হাকিম কাদের প্রতি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন?
ক) যারা বাংলা ভাষায় কথা বলে না খ) যারা বাংলা ভাষায় কিতাব পড়ে না
গ) যারা নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি সংকীর্ণচেতা ঘ) যারা অন্য ভাষা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ২৮. গ ২৯. খ ৩০. ঘ ৩১. খ ৩২. গ ৩৩. গ ৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ক ৩৯. ক ৪০. ঘ ৪১. গ ৪২. ঘ ৪৩. খ ৪৪. ক ৪৫. ক ৪৬. গ ৪৭. গ ৪৮. ক ৪৯. গ ৫০. খ ৫১. গ ৫২. ক ৫৩. খ ৫৪. খ ৫৫. ক ৫৬. ঘ ৫৭. গ ৫৮. গ ৫৯. ক ৬০. গ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- এসএসসি পরীক্ষা রেজাল্ট
- SSC Exam Result
- এসএসসি বিজ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩ , ssc Science suggestion (pdf) 2023, এসএসসি বিজ্ঞান সাজেশন (pdf) ২০২৩, এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২৩
- এসএসসি ভূগোল ও পরিবেশ স্পেশাল সাজেশন ২০২৩ , ssc geography suggestion (pdf) 2023, এসএসসি ভূগোল ও পরিবেশ সাজেশন (pdf) ২০২৩, এসএসসি ভূগোল ও পরিবেশ সংক্ষিপ্ত সাজেশন ২০২৩
- এসএসসি ব্যবসায় উদ্যোগ স্পেশাল সাজেশন ২০২৩ , ssc business entrepreneur suggestion (pdf) 2023, এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন (pdf) ২০২৩, এসএসসি ব্যবসায় উদ্যোগ সংক্ষিপ্ত সাজেশন ২০২৩