SSC : বিজ্ঞান ১২শ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোন এককে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি? ক) ওয়াট-ঘণ্টা খ) কিলোওয়াট-ঘণ্টা গ) ওয়াট-সেকেন্ড ঘ) মেগাওয়াট ঘণ্টা
২। ৮০ ওয়াটের একটি বৈদ্যুতিক ফ্যান প্রতিদিন ৯ ঘণ্টা চললে জুন মাসে কত বিদ্যুত্শক্তি খরচ হবে? ক) 5.1 kwh খ) 21.6 kwh গ) 24.6 kwh ঘ) 216 kwh
৩। ১ মেগাওয়াট = কত ওয়াট? ক) ১০৩ খ) ১০৫ গ) ১০৬ ঘ) ১০৮
৪। কোনটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে? ক) আইপিএস খ) ইউপিএস গ) জেনারেটর ঘ) ডায়নামো
৫। সিস্টেম লসের প্রতিকার— i. সরবরাহ পদ্ধতির উন্নয়ন ii. অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ iii. দক্ষ ও সফল মনিটরিং ব্যবস্থা নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। এনার্জি সেভিং বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়? ক) সোডিয়াম খ) নিয়ন গ) হিলিয়াম ঘ) আর্গন
৭। ৬০ ওয়াটের একটি বাল্ব প্রতিদিন ৫ ঘণ্টা করে ৩০ দিন জ্বললে কত তড়িত্শক্তি ব্যয় হবে? ক) 9 kwh খ) 18 kwh গ) 45 kwh ঘ) 90 kwh
৮। কোনটির মাধ্যমে তড়িৎ রিপেয়ারিং করা হয়? ক) তড়িৎ প্রলেপন খ) তড়িৎ মুদ্রণ গ) গ্যালভানাজাইশেন ঘ) তড়িৎ বিশ্লেষণ
৯। তড়িতের সিস্টেম লসের কারণ কী? ক) অপর্যাপ্ত উৎপাদন খ) সরবরাহ পদ্ধতির ত্রুটি গ) তড়িতের অপচয় ঘ) লোডশেডিং
১০। এক কিলোওয়াট-ঘণ্টায়— i. এক ইউনিট ii. ৩.৬×১০০০০০০ জুল iii. ৩৬০০০০০ জুল নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১১। তড়িতের বিশ্লেষণপ্রক্রিয়ায় কোনো ধাতুর ওপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে? ক) তড়িৎ প্রলেপন খ) তড়িৎ মুদ্রণ গ) তড়িৎ রিপেয়ারিং ঘ) তড়িৎ বিশ্লেষণ
১২। ৪০ ওয়াটের একটি বাল্ব প্রতিদিন ৪ ঘণ্টা করে ৩০ দিন জ্বলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭ টাকা হলে বিদ্যুতের জন্য মোট কত ব্যয় হবে? ক) ৩৩.৬০ টাকা খ) ৮৪.০০ টাকা গ) ৩৩৬ টাকা ঘ) ১১২০ টাকা
১৩। ট্রাফিক সিগন্যালে কোন বাতি সামনে এগিয়ে যাওয়ার অনুমতি নির্দেশ করে? ক) সবুজ খ) হলুদ গ) লাল ঘ) লাল
১৪। কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন? ক) আলেসান্দো ভোল্টা খ) মাইকেল ফ্যারাডে গ) আরহেনিয়াস ঘ) আইজ্যাক নিউটন
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৫। ব্যাটারিতে থাকে— i. অ্যানোড ii. ক্যাথোড iii. ইলেকট্রোলাইট নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৬। বিদ্যুৎ প্রবাহের একক কী? ক) অ্যাম্পিয়ার খ) ভোল্ট গ) ওয়াট ঘ) ক্যালরি
১৭। বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য কোনটি ব্যবহার করা হয়? ক) সিরিজ সংযোগ খ) সমান্তরাল সংযোগ গ) শ্রেণিসংযোগ ঘ) সমতুল্য সংযোগ
১৮। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? ক) H2SO4 খ) NaCl গ) NH4 ঘ) CH4 নিচের
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও : রুজিনা বেগম তাঁর বাসায় 14w-এর 2টি বাল্ব ও 2.5w-এর 3টি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করেন। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা।
১৯। দৈনিক ৬ ঘণ্টা করে বাল্বগুলো জ্বালালে আগস্ট মাসে রুজিনা বেগমের কত টাকা বিল পরিশোধ করতে হবে? ক) ৯৫.০০ খ) ৯৫.৫০ গ) ৯৫.৭৯ ঘ) ৯৬.৬০
২০। রুজিনা বেগমের বাসায় বিদ্যুত্শক্তি পরিমাপের একক— i. ইউনিট ii. BOT iii. কিলোওয়াট-ঘণ্টা নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ১. খ ২. খ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ঘ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- শীর্ষ ১০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে কী কী?, সর্বকালের সেরা ২০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে
- বৃষ্টির আবহাওয়ায় আমার মোটরসাইকেলের যত্ন
- কিভাবে মরিচা থেকে আপনার মোটরসাইকেলকে রক্ষা করবেন?, বাইকে মরিচা কিভাবে দূর করা যায় ?
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল