আজ আমরা নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো; এই টিউনটি পড়ে আপনার প্রাথমিক বিদ্যালয়ের প্রাকপ্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয় নিয়ে জানতে পারবেন। শেষ পর্যন্ত পড়ুন-
শিওর ক্যাশ এর পর প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প তৃতীয় পর্যায় এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গত ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে প্রকাশিত হয়।
৩৮.০১.০০০০.১৯১.০২.০৬৩.২০- ১১৮৫ নং স্মারকে প্রকাশিত চিঠিতে বলা হয়-
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প -৩য় পর্যায়ের আওতায় সুবিধাভােগী শিক্ষার্থীদের মাঝে মােবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে গত ১৩/১২/২০২০ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস “নগদ” এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম কী হবে সে বিষয়ে “ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস “নগদ ও প্রকল্প কার্যালয়ের কর্মকর্তাগণের সমস্বয়ে উপবৃত্তির অর্থ সুবিধাভােগী শিক্ষার্থীদের অভিভাবকের একাউন্টে প্রেরণের কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষ্যে অনুষ্ঠিত সত্তার কার্যবিবরণী পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জনা এতসঙ্গে প্রকাশ করা হলো।
উপরোক্ত পত্রের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প তৃতীয় পর্যায় এর প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও প্রয়োজনীয় কার্যাবলী সম্পর্কে সভার সিদ্ধান্ত সমূহ সকলের জন্য প্রকাশ করা হয়।
ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস “নগদ” ও প্রকল্প কার্যালয়ের কর্মকর্তাগণের সমখয়ে চুক্তি স্বাক্ষর পরবর্তী উপবৃত্তির অর্থ সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকের একাউন্টে প্রেরণের কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষ্যে
অনুষ্ঠিত সভার কার্যবিবরণী-
১৪/১২/২০১০ ইং সময় বেলা ১০,০০ ঘটিকায় প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মােঃ ইউসুফ আলী সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায় এর কনফারেন্স কক্ষে নগদ এ উপবৃত্তি প্রদান সংক্রান্ত এই সভাটি অনুষ্ঠিত হয়-
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় সুবিধাভােগী শিক্ষার্থীদের মাঝে মােবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে গত ১৩/১২/২০২০ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস “নগদ” এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষরের পরবর্তীতে উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের অভিভাবকের একাউন্টে প্রেরণের কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় বিন্ধারিত আলােচনাক্রমে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
সভায় গৃহিত সিদ্ধাসমুহ: নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয়
১. ২৮/১২/২০২০ তারিখ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস “নগদ” -এর উপবৃত্তি পাের্টাল স্কুল পর্যায়ে কার্যক্রমের জন্য উন্মুক্ত করা হবে।
২. ২৫/১২/২০২০ তারিখ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস “নগদ” কর্তৃক মাঠ পর্যায়ে প্রকল্পভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিতরণ উপযােগী পাের্টাল সম্পাদনার (Edit) ক্ষেত্রে প্রধান শিক্ষকগণ তাদের এক্সেস (Access) ব্যবহার করে কীভাবে ধারাবাহিকভাবে কার্যক্রম সম্পাদন করবেন তার একটি নির্দেশিকা উপবৃত্তি পাের্টালে প্রদর্শিত হবে।
৩. ১০/০১/২০২১ তারিখের মধ্যে সকল উপজেলার শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট ক্লাস্টার ভিত্তিক সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের সহায়তায় ২০১৯-২০ অর্থবছরের ৩ কিস্তি (জানুয়ারি-মার্চ/২০২০) বিতরণকৃত উপবৃত্তির অর্থ সম্পর্কিত ডাটাসমুহ প্রধান শিক্ষকগণের মাধ্যমে সকল প্রকার পরিবর্তন, পরিবর্ধন অথবা পরিমার্জনপূর্বক ২০১৯-২০ অর্থবছরের ৪র্থ কিস্তি অর্থাৎ, এপ্রিল/২০২০ থেকে জুন/২০২০ সময়ের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে Data Entry কার্যক্রম উপবৃত্তির “নগদ” লাইভ পাের্টালে সম্পন্ন নিশ্চিত করবেন।
৪. এখন থেকে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ -এর উপবৃত্তি পাের্টালে দেশের সকল প্রকল্পভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সকল ডাটা Live Entry করবেন এবং উপবৃত্তির অর্থ সুবিধাভােগীদের মাঝে G2P System
এ প্রদান করা হবে বিধায় উপজেলা শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারণের মাধ্যমে নিশ্চিত করবেন;
যেন প্রধান শিক্ষক সুবিধাভােগী অভিভাবকগদের যে মােবাইল নম্বর উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য পোর্টাল এন্ট্রি করবেন, তা অবশ্যই তার নিজের NID নিবন্ধনকৃত একই নাম্বার হয়।
৫. প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প -৩য় পর্যায়ের প্রকল্প কার্যালয়ে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ -এর জনাব তানভীর চৌধুরী Key Account Manager সার্বক্ষণিক ভাবে অবস্থান করবেন এবং প্রকল্প ও মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যে কোনাে ধরণের সমস্যায় নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয় তার সাথে যোগাযােগ করতে পারবেন।
জনাব তানভীর চৌধুরী এর মােবাইল-০১৭০৯১৬১০৬৭ এবং ই-মেইল নম্বর- tanveer.chowdhury@dnagad.com.bd
নতুন পদ্ধতিতে ডাক বিভাগের নগদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের প্রাথমিকের উপবৃত্তি পাওয়ার জন্য অভিভাবকদের করণীয়-
দীর্ঘদিন থেকে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা রূপালী ব্যাংকের শিওর ক্যাশ এর মাধ্যমে প্রদান করা হচ্ছিল।
নতুনভাবে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করার জন্য নগদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চূড়ান্ত করেছে।
এখন থেকে শিক্ষার্থীরা তাদের অভিভাবকের মোবাইলে চালু করা নগদ একাউন্টের মাধ্যমে টাকা পেয়ে যাবে। তবে এর জন্য অভিভাবকদের নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে।
১. অভিভাবকের যে নম্বরটি নগদ একাউন্ট হিসেবে ব্যবহার করার জন্য নির্বাচন করবেন তা অবশ্যই অভিভাবকের নিজের জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
কারণ বর্তমানে নগদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস স্বয়ংক্রিয়ভাবে এন আই ডি তথ্য দিয়ে একাউন্ট সম্পন্ন করা হয়। কোন কারণে অভিভাবকের এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন না করা থাকলে উপবৃত্তির টাকা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হবে।
২. নগদ একাউন্টের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে তা নিশ্চিত হয়ে নিবেন।
প্রয়োজনে বর্তমান সিমের মালিকানা পরিবর্তন করবেন অথবা নতুন একটি সিম আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে নগদ একাউন্ট খোলার জন্য ব্যবহার করবেন।
আপনাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আর্টিকেল-
সিমের মালিকানা যাচাই করবেন কিভাবে;
কিভাবে বর্তমান সিমের মালিকানা পরিবর্তন করবেন;
নগদ একাউন্ট খুলবেন কিভাবে;
নগদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস উপবৃত্তির টাকা প্রাপ্তির জন্য শিক্ষকদের করণীয়-
নতুনভাবে নগদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের একাউন্টে পৌঁছানোর জন্য শিক্ষকদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।
১. অভিভাবকদের মোবাইল নম্বরের মালিকানা চেক:
শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নম্বরটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে কিনা সেটি প্রথমে যাচাই করে নিতে হবে। এর জন্য অভিভাবকের মোবাইল নম্বরটি সাথে তার জাতীয় পরিচয় পত্র গ্রহণ করবেন।
সিমের মালিকানা যাচাই করার জন্য নিচের আর্টিকেলটি পড়ুন-
সহজেই দেখে নিন আপনার ব্যবহৃত সিমটি কার নামে আছে!
২. নগদ লাইভ পোর্টালে উপবৃত্তির তথ্য এন্ট্রি:
নির্ধারিত সময়ে নগদ লাইভ ডাটা এন্ট্রি সফটওয়ারের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির সম্পূর্ণ ডাটা এন্ট্রি করতে হবে।
নগদ লাইভ পোর্টালে ডাটা এন্ট্রি সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং
কিভাবে প্রাথমিকে উপবৃত্তির ডাটা এন্ট্রি করবেন তার বিস্তারিত বর্ণনা করা হবে।
- ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
- কওমিয়া দাওরায়ে হাদিসের পরীক্ষার ফল প্রকাশিত
- ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার, অন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকদের বিল/সম্মানীর
- প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির ২য় ও সর্বশেষ, রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ
- রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি
Today we will discuss in detail what to do for teachers and parents to get cash primary stipend; By reading this tune, you will be able to know what teachers and parents have to do to get cash primary stipend for pre-primary to fifth class students of your primary school. Read to the end-
After Sure Cash, the government has decided to provide stipends to pre-primary to fifth class students studying in primary schools through the mobile financial services cash of the postal department. A notification regarding the third phase of the stipend scheme for primary education of the Department of Primary Education was published on 14 December 2020.
Memorandum No. 37.01.0000.191.02.063.20- 1165 states that
An agreement has been signed between the Department of Primary Education and the Postal Department’s Digital Financial Services “Cash” on 13/12/2020 to distribute stipends through Mobile Financial Services among the beneficiary students under the Phase-3 of the Stipend for Primary Education Project.
The details of what will be done after the signing of the agreement will be taken by the officials of the Digital Financial Service of the Postal Department and the officials of the project office to transfer the stipend money to the account of the parents of the beneficiary students.
With the above letter, the decisions of the meeting regarding the provision of stipends to the students of pre-primary to fifth class of the third phase of the stipend scheme for primary education of the Department of Primary Education are made public.
In order to expedite the remittance of stipend money to the parent’s account of the beneficiary students after signing the agreement with the officials of the Digital Financial Services “Cash” and Project Office of the Postal Department.
Minutes of the meeting held-
The meeting was held at 10.00 am on 14/12/2010 under the chairmanship of Project Director (Additional Secretary) Mr. May Yousuf Ali.
An agreement has been signed between the Department of Primary Education and the Postal Department’s Digital Financial Services “Cash” on 13/12/2020 to distribute stipends through Mobile Financial Services among the beneficiary students under the Phase-3 of the Stipend for Primary Education Project.
Following the signing of the agreement, the following decisions were taken in a deliberative meeting held to expedite the transfer of stipend money to the account of the parents of the students.
Decisions taken at the meeting: Teachers and parents should get cash stipend
- On 26/12/2020, the postal department’s digital financial service “cash” stipend will be open for activities at the portal school level.
- On 25/12/2020, a stipend will be displayed on the stipend portal by the Digital Financial Service “Cash” of the Postal Department in the field of editing the distribution portals of the project educational institutions at the field level, in which the head teachers will use their access.
- All the education officers of all upazilas by 10/01/2021 with the help of the concerned cluster based assistant upazila education officers in 3 installments of 2019-20 financial year (January-March / 2020). In order to provide the stipend for the 4th installment of the financial year i.e. from April / 2020 to June / 2020, you will ensure that the data entry activities are completed in the “cash” live portal of the stipend.
- From now on, the head teachers of all the planned educational institutions of the country will enter all the data live in the digital financial service cash stipend portal of the postal department and the stipend money will be distributed among the beneficiaries of G2P System.
Since this will be provided, the Upazila Education Officers will ensure it through the Assistant Upazila Education Officer of the concerned cluster;
The mobile number that the head teacher will enter the portal for receiving the stipend of the beneficiary parents must be the same number registered with his own NID.
- Mr. Tanvir Chowdhury, Key Account Manager, Digital Financial Services Cash, Postal Department, will be stationed round the clock at the Project Office, 3rd Phase Project Office for Primary Education Scholarships, and the concerned officials at the project and field level will have to deal with teachers and parents. You can communicate.
Mr. Tanvir Chowdhury’s Mobile-0170917107 and E-mail Number- tanveer.chowdhury@dnagad.com.bd
In the new system, the parents have to get the basic stipend of the Cash Mobile Financial Services of the Postal Department.
The stipend money for pre-primary to fifth class students who have been studying in primary school for a long time was being paid through Rupali Bank’s Sure Cash.
Newly, the government has finalized a cash mobile financial service to provide stipends to primary school students.
From now on, students will be able to get money through the cash account launched on their parents’ mobile. However, for this, parents have to follow certain rules.
- The number that the parent chooses to use as a cash account must be registered with the parent’s own national identity card i.e. NID.
This is because at present cash mobile financial services automatically complete the account with NID information. If the SIM is not registered with the guardian’s NID for any reason, there will be complications in receiving the stipend money.
- Make sure the mobile number used for the cash account is registered.
If necessary, change the ownership of the existing SIM or use a new SIM to open a cash account by registering with your national identity card.
Two important articles for you-
How to verify SIM ownership;
How to change ownership of current SIM;
How to open a cash account;
Teachers to receive cash mobile financial service stipend-
Teachers need to keep in mind some important things in order to get the stipend money from the pre-primary to fifth class students studying in the newly cash Mobile Financial Services Primary School into the student’s account.
- Check ownership of parents’ mobile numbers:
Students must first verify whether the parent’s mobile number is registered in their name. For this, you will receive the national identity card along with the mobile number of the guardian.
Read the following article to verify SIM ownership-
Easily check the name of the SIM you are using!
- Subsidy Information Entry on Cash Live Portal:
Students of pre-primary to fifth class will have to enter complete data of stipend through cash live data entry software at the scheduled time.
All information related to data entry in the Cash Live Portal will be published on our website and
Details will be given on how to enter stipend data in primary.
- ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
- কওমিয়া দাওরায়ে হাদিসের পরীক্ষার ফল প্রকাশিত
- ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার, অন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকদের বিল/সম্মানীর
- প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির ২য় ও সর্বশেষ, রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ
- রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি
নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে যা যা কবেন,
নগদ প্রাথমিকের উপবৃত্তি পেতে যা যা করবেন,
নগদে যাবে প্রাথমিকের উপবৃত্তির,
কম খরচে ‘নগদে’ উপবৃত্তির টাকা,
To get the primary stipend in cash, whatever you say,
All you have to do is get a cash primary stipend,
Primary stipend in cash,
Low cost ‘cash’ stipend,