“Training School of Applied Philanthropy” এর প্রতিষ্ঠাতা কে?, সমাজকর্ম পেশার অগ্রদূত কে?,সমাজকর্ম পেশার রূপকার কে?, তত্ত্বাবধান বলতে কি বুঝায়?
“Training School of Applied Philanthropy” এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : “Training School of Applied Philanthropy” এর প্রতিষ্ঠাতা ম্যারি রিচমন্ড ।
সমাজকর্ম পেশার অগ্রদূত কে? অথবা, সমাজকর্ম পেশার রূপকার কে?
উত্তর : সমাজকর্ম পেশার রূপকার ম্যারি রিচমন্ড
তত্ত্বাবধান বলতে কি বুঝায়?
উত্তর : তত্ত্বাবধান বলতে সাধারণত ঊর্ধ্বতন ব্যক্তি কর্তৃক অধস্তন কর্মীদের কাজের দেখাশুনা করাকে বুঝায় ।
তত্ত্বাবধানের প্রকারভেদ লিখ।
উত্তর : ৪ প্রকার। যথা-
১. প্রশাসনিক তত্ত্বাবধান,
২. সেচ্ছাসেবী তত্ত্বাবধান, ৩. সাংগঠনিক তত্ত্বাবধান ও ৪. আর্থিক তত্ত্বাবধান ।
তত্ত্বাবধায়ক কে?
উত্তর : যিনি প্রতিষ্ঠানের বা সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন তাকে তত্ত্বাবধায়ক বলে ।
Supervision গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : Supervision গ্রন্থটি লিখেছেন- D. Paul Chowdhury.
তত্ত্বাবধানের একটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপিত হয় ৷
এজেন্সি তত্ত্বাবধান কী?
উত্তর : এজেন্সি তত্ত্বাবধায়ক কর্তৃক শিক্ষার্থীদের তদারকি করা।
প্রেরণ কী?
উত্তর : প্রেরণ হলো সাহায্যার্থীকে সংস্থা থেকে প্রয়োজনীয় সেবা দিতে অক্ষম হলে অন্যত্র পাঠানোর ব্যবস্থা ।
NGO-এর পূর্ণরূপ কি?
উত্তর : NGO-এর পূর্ণরূপ হলো— Non Government Organization.
BRAC এর প্রতিষ্ঠাতা কে? অথবা, ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : স্যার ফজলে হাসান আবেদ ।
BRAC-এর পূর্ণরূপ লিখ ৷
উত্তর : BRAC-এর পূর্ণরূপ হলো-Bangladesh Rural Advancement Committee.
গ্রামীণ ব্যাংক কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় ?
উত্তর : গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
গ্রামীণ ব্যাংক কতসালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ।
গ্রামীণ ব্যাংকের ‘পরীক্ষামূলক প্রকল্প প্রথম কোথায় চালু করা হয়? ৯৯%
উত্তর : চট্টগ্রামের জোবরা গ্রামে ।
NASW এর পূর্ণরূপ কি?
উত্তর : NASW এর পূর্ণরূপ হলো- National Association of Social Workers.
সমাজকর্মীর একটি নৈতিক মানদণ্ড উল্লেখ কর।
উত্তর : সামাজিক ন্যায়বিচার ।
মাঠকর্ম অনুশীলন কাকে বলে?
উত্তর : সমাজকর্মের জ্ঞানকে এজেন্সির মাধ্যমে বাস্তে প্রয়োগ করার একটি প্রক্রিয়াকে মাঠকর্ম অনুশীলন বলে ।
সংস্থাপন কী?
উত্তর : কোনো শিক্ষানবিসকে যখন কোনো সংস্থার সাথে যুক্ত করা হয় এবং সেখানে কোনো দায়িত্বে নিযুক্ত করা হয় তখন তাকে সংস্থাপন বলে ।
সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
উত্তর : সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ সংস্থাপন ।
উন্নয়ন সংস্থা বলতে কী বোঝায়?
উত্তর : যে সব সংস্থা দেশের সার্বিক উন্নয়নে নিয়োজিত থাকে তাদের উন্নয়ন সংস্থা বলে ।
বাংলাদেশে কোন ধরনের মাঠকর্ম বিদ্যমান?
উত্তর : বাংলাদেশে নির্দিষ্ট মাঠকর্ম বিদ্যমান।
গৃহপরিদর্শন কী?
উত্তর : সমাজকর্মী কর্তৃক সাহায্যার্থীর সম্পর্কে তথ্যসংগ্রহের জন্য তার বাসস্থানে উপস্থিত হওয়াকে গৃহ পরিদর্শন বলে ।
প্রতিবেদন কী?,অথবা, মাঠকর্মে প্রতিবেদন কী?
উত্তর : ব্যবহারিক প্রশিক্ষণ সম্পাদন শেষে ছাত্রছাত্রীরা লিখিত আকারে যে কর্ম তত্ত্বাবধায়কের নিকট প্রদান করে তাই মাঠকর্ম প্রতিবেদন ।
প্রসেস রেকর্ডিং কী?
উত্তর : প্রসেস রেকর্ডিং হলো ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন কার্যাবলি সংরক্ষণ ।
পর্যবেক্ষণ কী?
উত্তর : পর্যবেক্ষণ হলো কোনো বিষয়বস্তু বা ঘটনাকে অবলোকন করা ।
মনিটরিং কী?
উত্তর : দৃশ্যমান বিষয়ের উপর উদ্দেশ্যবহ সুশৃঙ্খল নিরীক্ষণ হলো মনিটরিং ।
কেস স্টাডি বা ঘটনা অনুধ্যান কী?
উত্তর : কেস স্টাডি বা ঘটনা অনুধ্যান হলো তথ্য- সংগ্রহের অন্যতম উৎস।
‘Rapport’ শব্দের অর্থ কী? অথবা, Rapport (রাপোট) কী?,অথবা, Rappo কি?
উত্তর : পেশাগত সম্পর্ক ।
সাক্ষাৎকার বলতে কী বুঝ?
উত্তর : সাক্ষাৎকার বলতে দুই বা ততোধিক লেখকের মধ্যে এক বিশেষ ধরনের কথোপকথনকে বুঝায় ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বারডেম কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ।
BIRDEM -এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ড. মুহাম্মদ ইব্রাহিম।
ডায়াগনোসিস কত প্রকার?
উত্তর : ডায়াগনোসিস ৩ প্রকার ।
CARE- এর পূর্ণরূপ কি?
উত্তর : CARE-এর পূর্ণরূপ হলো – Co-operestive for American Relief Everywhere.
প্রবেশন কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : প্রবেশন ল্যাটিন শব্দ থেকে এসেছে।
জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
উত্তর : জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম হলো- কিশোর উন্নয়ন কেন্দ্ৰ ।
ICDDR, B -এর পূর্ণরূপ কী?
উত্তর : ICDDR, B-এর পূর্ণরূপ পূর্ণরূপ হলো- International Centure for Diarrhoeal Disease Reserch of Bangladesh.
বাংলাদেশে কোথায় প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়? অথবা, বাংলাদেশে কবে এবং কোথায় প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় অথবা, বাংলাদেশে সর্বপ্রথম কখন চিকিৎসা সমাজকর্ম চালু হয়?
উত্তর : বাংলাদেশে সর্বপ্রথম ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা সমাজকর্ম চালু হয় ।
গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কত সালে প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৭৪ সালে ।
কখন এবং কোথায় সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়?
উত্তর : ১৯০৫ সালে আমেরিকায়।
সমাজকর্ম অনুশীলন করেন কারা?
উত্তর : সমাজকর্ম অনুশীলন করেন সমাজকর্মীরা ।
সমাজকর্মের প্রথম প্রশিক্ষণ স্কুল কোথায় স্থাপিত হয়?
উত্তর : আমেরিকার নিউইয়র্ক।
NASW কী?
উত্তর : NASW সমাজকর্মীদের একটি আন্তর্জাতিক সংস্থা ৷