VIRUS এর পূর্ণরূপ কি ?, ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য লিখ?,ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশীট প্যাকেজ প্রােগ্রমের ২ টি

৭ম অধ্যায়: ফাইল অরগাইনেজশন
৮ম-৮ম অধ্যায়: এ্যাপ্লিকেশন প্যাকেজ
৯ম অধ্যায়: কম্পিউটার ভাইরাস ও আন্টি ভাইরাস

ক) VIRUS এর পূর্ণরূপ কি ?

উত্তর: VIRUS এর পূর্ণরুপঃ Vital Information Resources Under Siege

একটি কম্পিউটার ভাইরাস/VIRUS হল দূষিত কম্পিউটার প্রােগ্রাম বা কোডের একটি বিভাগ যা কোনও ব্যবহারকারীর কোনও হস্তক্ষেপ ছাড়াই তার কম্পিউটারে লােড হয় এবং তার অনুমােদনের বিরুদ্ধে কাজ করে। VIRUS হলাে মানব তৈরি স্প্যাম বা দূষিত প্রােগ্রাম যার মাধ্যমে অন্যের গুরুত্তপূর্ণ তথ্য বা ডাটা চুরি/ অ্যাক্সেস করে থাকে। প্রতিবছর হ্যাকাররা গুরুত্বপূর্ণ ডাটা চুরি করে মিলিয়ন ডলার পাচার করছে।

খ) ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য লিখ?

উত্তর:

ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য নিম্নরূপ :

ফাইলফোল্ডারের 
১। হার্ডডিস্ক, পেনড্রাইভ বা সিডিতে কোন ডেটা বা ডকুমেন্ট নির্দিষ্টনামে সংরক্ষণ করে রাখাকে ফাইল বলে।১। যে ডাইরেক্টরীতে বা যার মধ্যে বিভিন্ন ধরনের ফাইল রাখা হয় তাকে ফোল্ডার বলে। 
২। ফাইলের মধ্যে ফোল্ডার রাখা যায় না।২। ফোল্ডারের মধ্যে ফাইল রাখা যায়।
৩। ফাইল প্রধানত ; দুই প্রকার । (1) ডেটা ফাইল (ii) প্রােগ্রাম ফাইল৩। ফোল্ডারের কোন প্রকারভেদ নেই।
৪। ফাইল হল তথ্যাধার ।৪। ফোল্ডার হল ফাইলের আধার।


গ) ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশীট প্যাকেজ প্রােগ্রমের ২ টি

উত্তর: জনপ্রিয় কয়েকটি প্যাকেজ প্রােগ্রামের নাম ও ব্যবহার উল্লেখ করা হলাে।

ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ: এ প্রােগ্রামের মাধ্যমে টাইপ রাইটারের চেয়ে শতগুণ বেশি সুবিধা সহকারে যে কোন ভাষায় চিঠি পত্র লেখা থেকে শুরু করে অফিসিয়াল যে কোন ধরনের লেখা-লেখির ও বই পত্র ছাপানাের কাজ করা হয়ে থাকে। বাজারে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির তৈরি করা ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রােগ্রাম পাওয়া যায়। তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড (Ms Word) ও ওয়ার্ডস প্র (Wordpro) উল্লেখযােগ্য।

স্প্রেডশিট প্যাকেজ: এ প্রগ্রামের সাহায্যে প্রচুর পরিমাণ ডাটা নিয়ে গাণিতিক ক্যালকুলেশন কিংবা বিভিন্ন ধরনের এ্যানালাইসিসমূলক কাজে করা যায়। সাধারণত বড় বড় হিসাব নিকাশের কাজে এ প্রোগ্রাম বেশি ব্যবহার করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের প্রোগ্রামের অনেক প্রয়ােজনীয়তা রয়েছে। বাজারে যে সব স্প্রেডশিট প্যাকেজ প্রগ্রাম রয়েছে তার মধ্যে এম এস এক্সেল (MS Excell), লােটাস ১-২-৩ (Lotus 1-2-3) ও কোয়াটো-(Quattro-pro)-এর নাম উল্লেখযোগ্য।

H.S.C

Leave a Comment