আজকের বিষয়: YouTube থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করব ?
বর্তমানে বিনোদনের জনপ্রিয়ম মাধ্যম ইউটিউব। আমরা আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এখান থেকে দেখতে পারি। কিন্তু কখনো কখনো আমাদের এ ভিডিওগুলো ডাউনলোডের প্রয়োজন হয়। যদিও ইউটিউব থেকে সরাসরি কোন ভিডিও ডাউনলোড করার অপশন নেই। তাই আমাদের ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ভিন্ন পদ্ধতি অবল্বন করতে হয়। যদিও অনেকেই এই সহজ ট্রিকটি জানেন না।
ইউটিউব থেকে ভিডিও কি করে ডাউনলোড করব এটি যারা জানেন না, আজ তাদের জন্যই দারুণ একটি আর্টিকেল হতে চলছে। আজকের এই পোস্টে আমরা স্ক্রিনশটসহ আপনাদের সামনে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় তুলে ধরবো। তাহলে চলুন, শুরু করি।
ইউটিউব ভিডিও ডাউনলোড
অনলাইনে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেকগুলো টুল রয়েছে। আমরা আপনাকে শেখাবো, কোন সফটওয়্যার ছাড়াই কিভাবে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন। এটি একেবারেই ফ্রি এবং ব্যবহারও অত্যন্ত সহজ।
১. প্রথমে ইউটিউব থেকে আপনার কাঙ্খিত ভিডিওর লিংকটি কপি করুন। মোবাইল থেকে ভিডিওর লিংক কপি করার জন্য যেকোন ভিডিও প্লে করে Share অপশনে ক্লিক করতে হবে। এরপর Copy link এ ক্লিক করলেই লিংকটি কপি হয়ে যাবে।
২. এরপরে মোবাইলে থাকা যেকোন Browser যেমন: Google Chrome বা Mozilla Firefox দিয়ে Y2Mate ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। Y2Mate ওয়েবসাইটটি YouTube থেকে Video এবং Audio ডাউনলোড করার জন্য জনপ্রিয় একটি প্লাটফর্ম। এখানে আসলে আপনি একটি সার্চবার দেখতে পাবেন। সার্চবারে লেখা রয়েছে “Search or paste link here”। আপনার কপি করা লিংকটি এখানে পেস্ট (Paste) করুন।
৩. লিংকটি পেস্ট করা হলে আপনার কাঙ্খিত সেই ভিডিওটি নিচে দেখতে পাবেন। এখানে আপনি উক্ত ভিডিওর বিভিন্ন সাইজ যেমন 480p, 1280p এবং 1820p ইত্যাদি দেখতে পাবেন। তার ঠিক সামনেই কোন ফরমেটটি ডাউনলোড করলে কত MB খরচ হবে, তার হিসেব লেখা আছে।
৪. আপনার কাঙ্খিত ফরমেট এবং ভিডিও সাইজের সামনে দেওয়া Download বাটনে ক্লিক করলেই আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আপনার Phone Memory – তে সেভ হয়ে যাবে।
উপরের ধাপগুলো যথাযথভাবে করতে পারলে আপনি খুব সহজেই কোন ঝামেলা ছাড়াই ইউটিউব থেকে যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর এর জন্য আপনাকে অতিরিক্ত কোন সফটওয়ার ইনস্টল দিতে হবে না।
ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড
উপরের আলোচনা আমরা জানলাম ইউটিউব ভিডিও ডাউনলোড করার পদ্ধতি। কিন্তু ভিডিওর পাশাপাশি কখনো কখনো আমাদের অডিওরও প্রয়োজন হতে পারে। যেমন অনেকেই ইউটিউবে কোন গান পছন্দ করলে সেটির অডিও বা MP3 ফরমেটটি মোবাইলের মেমেরিতে সংরক্ষণ করতে চান। আবার অনেকেই ভিডিও পছন্দ করেন না। তাই অডিওর প্রয়োজন পরে।
এক্ষেত্রেও আপনাকে Y2Mate সাহায্য করতে পারে। ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করার পদ্ধতি অনেকটা ওই ভিডিওর মতই। পূর্বের মত নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. প্রথমে ইউটিউব থেকে আপনার কাঙ্খিত ভিডিওর লিংকটি কপি করুন। মোবাইল থেকে ভিডিওর লিংক কপি করার জন্য যেকোন ভিডিও প্লে করে Share অপশনে ক্লিক করতে হবে। এরপর Copy link এ ক্লিক করলেই লিংকটি কপি হয়ে যাবে।
২. এরপরে মোবাইলে থাকা যেকোন Browser যেমন: Google Chrome বা Mozilla Firefox দিয়ে Y2Mate ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে আসলে আপনি একটি সার্চবার দেখতে পাবেন। সার্চবারে লেখা রয়েছে “Search or paste link here”। আপনার কপি করা লিংকটি এখানে পেস্ট (Paste) করুন।
৩. লিংকটি পেস্ট করা হলে উক্ত ভিডিওটি এখানে দেখতে পাবেন। ভিডিও টাইটের নিচে দেখবেন Video, mp3 এবং Audio নামে পৃথক তিনটি ট্যাব রয়েছে। আপনি যেহেতু mp3 বা Audio ডাউনলোড করতে চাচ্ছেন, তাই mp3 বা Audio ট্যাব থেকে যেকোন একটিতে ক্লিক করুুন।
৪. mp3 বা Audio ট্যাবে গেলে আপনি অডিওর বিভিন্ন সাইজ দেখতে পাবেন। পছন্দমত যেকোন একটি ডাউনলোড করে নিন।
এভাবে আপনি খুব সহজেই ইউটিউবের যেকোন ভিডিও গান অডিও ফরমেটে ডাউনলোড করতে পারবেন। আর এর জন্য আপনার কোন সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পড়বে না।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবো – YouTube video Download
ইউটিউব ভিডিও ডাউনলোড করা একেবারে সহজ। তবে আজকের এই টিউটোরিয়ালে আপনি youtube video download করার 2 টি উপায় জানতে পারবেন।
- Savefrom.net সাইটের মাধ্যমে কম্পিউটার এবং মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড।
- Androids apps এর মাধ্যমে YouTube video download Apps
Savefrom.net সাইটের মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড।
savefrom.net ছাড়া ও অনেক সাইট রয়েছে যার মাধ্যমে আপনি youtube video download করতে পারবেন কিন্তু এই সাইটের মাধ্যমে কম্পিউটার এবং মোবাইল এর মাধ্যমে খুব সহজে video download করতে পারবেন। তবে এই সাইটের মাধ্যমে দুই ভাবে ভিডিও ডাউনলোড করা যাবে।
এক Video link copy করে এবং দুই ভিডিও লিংক কপি না করে ইউটিউব ভিডিও ডাউনলোড।
YouTube Video link copy করে video download
ইউটিউব ভিডিও এর লিংক কপি করে ভিডিও ডাউনলোড করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –
Step – 1: Log in
প্রথমে নিজের কম্পিউটারে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট youtube.com ওপেন করে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যদি আপনি মোবাইলে ভিডিও ডাউনলোড করতে চান তবে chrome browser open করে log in করুন। Log in না করে ও Youtube video download করা যাবে।
Step – 2: Copy Video url
আপনি যে ভিডিও টি ডাউনলোড করবেন তার url copy করুন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে url কিভাবে কপি করতে হয়।
যে ভিডিও টি ডাউনলোড করবেন সেই ভিডিও টি play করুন। Play করার পরে একেবারে উপরে সার্চ বারে video url থাকবে ,all select করে copy করেনিন।বোঝার সুবিধার জন্য নিচে ছবি দেওয়া হল দেখে নিতে পারেন।
Step – 3: Go to Savefrom.net
ভিডিও ইউ আর এল কপি করার পরে savefrom.net সাইটে যান, যাওয়ার পরে নিচে দেওয়া screenshots এর মতো সাইট ওপেন হবে।
এখানে “Enter the URL” অপশনে copy করা ইউটিউব ভিডিও URL paste করে “তির চিহ্নে” ক্লিক করুন।
Step – 4: Download YouTube video
তির চিহ্নে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেওয়া ছবি এর মতো একটি পেজ খুলবে। এখান থেকে আপনি আপনার ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
- এখানে click করে আপনি video quality select করেতে পারবেন।
- পরে “Download” অপশনে ক্লিক করলেই আপনার পছন্দের ভিডিও ডাউনলোড হয়ে যাবে।
Video Link copy না করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
আশাকরি আপনি বুঝতে পেরেছেন কিভাবে URL copy করে কম্পিউটার এবং মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়। এখন আমরা video link copy না করে youtube video download করার পদ্ধতি জানব।
Step – 1. প্রথমে chrome browser open করে ইউটিউবের officials websites youtube.com যান।
Step – 2. এখন যে ভিডিও টি ডাউনলোড করবেন সেই ভিডিও টি প্লে করুন এবং ইউটিউব ভিডিও URL এর “YOUTUBE” এর আগে “SS” লিখে সার্চ দিন।
কম্পিউটারে https://www.youtube.com/……./ এর জায়গায় https://www.ssyoutube com/…../ এবং মোবাইলে https://m.youtube.com/……./ এর জায়গায় https://m.ssyoutube.com/……./ লিখে সার্চ দিলে Savefrom.net সাইটের youtube video download অপশনে চলে যাবেন।
Step -3. এখান থেকে আপনি step -4 অনুসরণ করে video quality select করে Download অপশনে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড হয়ে যাবে।
আশাকরি উপরে দেওয়া প্রয়োজনীয় স্টেপ্স গুলো অনুসরণ করে আপনি খুব সহজে YouTube video download করতে পারবেন। তারপর যদি কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার Apps
অনেক নিউ ইউটিউব ইউজারস আছে যারা Androids apps এর মাধ্যমে video download করতে চাই। তাদের কে বলি Google play store এ সার্চ দিলেও youtube video downloader খুঁজে পাবেন না। যে apps এর মাধ্যমে আপনি ভিডিও ডাউনলোড করবেন সব গুলো বাইরে থেকে ডাউনলোড করতে হবে।
যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপস খুঁজছেন তাদের জন্য কয়েকটি most popular Youtube video downloader app এর লিস্ট নিচে দেওয়া হল –
TubeMate, Tube video download, সমস্ত ভিডিও ডাউনলোডার ইত্যাদি। এছাড়াও অনেক গুলো অ্যাপস রয়েছে যে গুলো আপনাকে অন্য কোন সাইট থেকে ডাউনলোড করতে হবে। এবং ইন্সটল করার সময় বিভিন্ন ধরনের permission চাওয়া হয়। যেমন – contact, phone call log, camera ইত্যাদির permission চাই।
আর যখন আপনি এই access গুলো দিয়ে দিবেন তখন আপনার সব personal information তাদের কাছে চলে যাবে এবং তারা আপনার এই পারশনাল ডাটা এর অপব্যবহার করতে পারে। তাই আমি আমার visitors কে অনুরোধ করব, তারা যেন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সময় কোন androids apps এর ব্যবহার না করে।
তবে বেশ কিছু দিন আগে Youtube এর একটি নিজস্ব app YouTube go launched করেছে যার মাধ্যমে আপনি মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।
I hope আজকের এই টিউটোরিয়াল টি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। যদি পোস্টের মাধ্যমে আপনি উপক্রিত হয়ে থাকেন, তবে বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- AEO vs SEO গুগল ট্রাফিক
- বাংলাদেশের সেরা FTP সার্ভারগুলি এক সাথে
- Best FTP Servers in Bangladesh FTP + 200 High
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন
- adult ftp server
- FTP Server